নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন।
এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন: আচ্ছা তোমাদের মধ্যে কে আছো? যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না!! না মুছেই ছোট করতে হবে!
তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো।
কারণ, মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!
এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো!
শিক্ষক বললো বুঝতে পারলে তোমরা?
কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়! নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা/ দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!
২। জ্ঞান অর্জনের জন্য বই পড়া অপেক্ষা বাস্তব অভিজ্ঞতার বেশি প্রয়োজন হয়।
ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেবের জ্ঞানের সম্বন্ধে সকলেরই জানা আছে। ইনি তো সারা জীবন মায়ের আরাধনা করে গেছেন। কিন্তু রামকৃষ্ণদেবের জ্ঞানের সাথে বই পড়া কোন জ্ঞানীর তুলনা করা যায় না। জ্ঞান অর্জন করতে গেলে শেখার প্রতি আপনার তীব্র আগ্রহ থাকা প্রয়োজন। বইতে যেসকল কথা লেখা হয় সেগুলো বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই লেখা হয়। মনে রাখবেন, বই অনেক পরে এসেছে। সবার আগে মানুষের চিন্তা-ভাবনা করার ক্ষমতা এসেছে। জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে মানুষ তার চিন্তাভাবনাকে বইয়ের রূপ দিয়েছে। তাই আপনি যদি জীবনে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন তাহলে বই পড়ুন আর নাই করুন আপনার জ্ঞান অর্জন হতেই থাকবে।
কেউ কোন বই পড়েই একেবারে সব শিক্ষা নিজের ভেতর নিতে পারবেনা
এবং সেটা সম্ভবও নয়। কিন্তু যদি একটা বিষয়ও শিখে থাকেন, এবং তা আপনার জীবনে প্রয়োগ ঘটাতে পারেন, সেটিই আপনার বই পড়ার সার্থকতা। সবচেয়ে খারাপ লাগে তা হলো আমরা চাকরির জন্য পড়াশোনা করি, শেখার জন্য না। যারা শুধু মাত্র চাকরির জন্য লেখাপড়া করে তাঁরা দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়। অনেকেই জানে না কেন কী পড়ছে বা কি শিখছি, এটা আমাদের কী কাজে আসবে। সবচেয়ে ভালো হয়- ক্লাস ১০-১২ পাশ করে কৃষি সেক্টরে জড়িয়ে পড়া। এই খাত অনেক সম্ভাবনার। তাহলে বেকার ঘুরে বেড়াতে হবে না। আবার অনেক লেখাপড়ারও দরকার নাই।
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: বই পড়ে কি সাঁতার শেখা যায়? যায় না।
তেমনি বই পড়ে জ্ঞানী হবেন না। তবে মানবিক হওয়ার সম্ভবনা আছে।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্ঞান আর জানা দুটই আলাদা জ্ঞান অবশ্যই জ্ঞান প্রভুর কাছ থেকে আসে আর জানা পড়লেই জানা যায়
বই এর মধ্যে জানার বিষয় আছে কিন্তু জ্ঞান নেই-----------------
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: জ্ঞান অর্জন করতে হয়।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
রবিন.হুড বলেছেন: সঠিক মূল্যায়ন
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
নাহল তরকারি বলেছেন: কি সুন্দর লেখা.....!
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০
ইমরোজ৭৫ বলেছেন: ফাটাফাটি।
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: হায় হায়---
কি বলেন!!!
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
অনেক বই পড়ে অনেকে জংগী হচ্ছে, আত্মহত্যা করছে, বেকুবে পরিণত হচ্ছে; দেখতে হবে কে লিখেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
এজন্য ভালো বই পড়তে হবে। আমি জীবনে বহু বই পড়েছি। কিন্তু ভালো বই পড়িনি। আমার সময় গুলো অপচয় করা হয়েছে।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ২) জ্বী ভাই,ইংরেজী ভাষা শেখার জন্য কোন গ্রামার বা ইংরেজী বই পড়ার দরকার নেই।ইংল্যান্ডে গিয়ে দুবছর থেকে আসলেই অভিজ্ঞতার মাধ্যমে ইংরেজী শেখা হয়ে যাবে।অভিজ্ঞতা থেকে শিখতে হলে আপনাকে দৈবের উপর নির্ভর করতে হবে।কখন কোন অভিজ্ঞতা হবে আর আপনি শিখবেন ।দ্রুত ও নিয়মতান্ত্রিক ভাবে শেখার জন্য বইয়ের উপযুক্ত আজও বিকল্প নেই।
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বইকে হিসেব থেকে ফেলে দিচ্ছি না। অস্বীকার করছি না।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
বিটপি বলেছেন: আগে আপনাকে ভালো মন্দ, ঠিক বেঠিক, সত্যমিথ্যা জানার কৌশল আয়ত্ব করতে হবে, তারপর বই পড়তে হবে। কোন নবীই জন্মের সাথে সাথে নবুয়ত পায়নি। একটা নির্দিষ্ট বয়েসে পৌঁছেছে, অভিজ্ঞতায় পরিপক্ক হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে - তারপর তাদেরকে বই ধরিয়ে দেয়া হয়েছে। আমাদের নবী (স) জীবনে কোন বই পড়েননি, কিন্তু তাঁর মত জ্ঞানী আর একজনও নেই। তিনি যেসব শিষ্য তৈরি করে গেছেন, তারাই সারা বিশ্ব শান্তি প্রটিষ্ঠার মূলমন্ত্র ছড়িয়ে দিচ্ছে।
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: নবি কি কিছু আবিস্কার করেছেন? মোবাইল, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি?
১০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: বই পড়লে জ্ঞানী হবেনা- যতক্ষণে পাঠক ভালো দিকটা নিজের জীবনে এপ্লাই না করেন।
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বই পড়ে কি সাঁতার শেখা যায়? যায় না।
তেমনি বই পড়ে জ্ঞানী হবেন না। তবে মানবিক হওয়ার সম্ভবনা আছে।
যারা সাঁতার জানে না তারা কি জ্ঞানী না !!
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: বই পড়েও মানুষ মানবিক হয় না।
সাঁতার জানা না জানার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪০
বিটপি বলেছেন: ্কতজনেই তো কত কিছু আবিষ্কার করেছে। তারা কি কেউ নবী (স) এর মত শিষ্য তৈরি করতে পেরেছে - তারা কেউ কি সারা বিশ্বে নিজের আইডিওলজি ছড়িয়ে দিতে পেরেছে?
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: রাস্তার মূর্খ্য ওষুধ বা মলম বিক্রি করা লোকটারও অনেক ক্ষমতা। লোকজন কামকাজ ফেলে তাদের কথা শুনে।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বই পড়েও মানুষ মানবিক হয় না।
সাঁতার জানা না জানার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই।
ভাই এবার আমার দেয়া মন্তব্যের প্রতুত্তর গুলো পড়ুন !
২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ভালো দিকদারির মধ্যে পড়লাম।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১. 'বই পড়ে কি সাঁতার শেখা যায়? যায় না।' -- আপনার মন্তব্য। আপনি ই বলুন জ্ঞানীর সাথে সাঁতার শেখার সম্পর্ক কি ? আইনস্টাইন সাঁতার জানতেন কিনা জানা নেই।
আবার আপনিই বলেছেন -- "সাঁতার জানা না জানার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই।"
আমার কথা -- জ্ঞান মাথা দিয়ে চলে। শারীরিক কসরত ভিন্ন জিনিস। শারীরিক কসরত কিভাবে বই পড়ে অর্জন করবেন ?
২. "তবে মানবিক হওয়ার সম্ভবনা আছে।" --আপনার মন্তব্য।
আবার বলেছেন - "বই পড়েও মানুষ মানবিক হয় না।"
আমার কথা -- প্রথম মন্তব্যের সম্ভাবনা দ্বিতীয় মন্তব্যে হাওয়া !!
আমি বলেছিলাম -- "প্রচুর বই পড়লেই আপনি জ্ঞানী হয়ে যাবেন না কিন্তু জ্ঞানী হওয়ার জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে !"
যারা বই না পড়ে জ্ঞানী হয়েছেন তারা কিন্তু মহামানবের ঊর্ধে। তাদের কে কিন্তু উদাহরণের কাতারে আনতে পারেন না।
১০ বছরের ব্লগিং জীবনে যতটুকু জেনেছি তাতে আমি অনুধাবন করতে পারি , আপনি কুসংস্কারে একদন বিশ্বাস করেন না। ধর্মীয় দিক গুলো (ইসলাম ধর্ম ) কে আপনি পছন্দ করেন না। আমি তেমন একজন মানুষের বই অনেক পড়েছি। নাম 'আরোজ আলী মাতব্বর'! আপনার পছন্দের একজন বলে ধরে নিতে পারি। তিনি কিন্তু অনেক বই পড়তেন , অনেক বই পড়তেন। জানার জন্য বই পড়তেন। জ্ঞান অর্জনের জন্য বই পড়তেন। সাঁতার শেখার জন্য পড়তেন না , ডাংগুলি খেলার জন্য বই পড়তেন না।
মন্তব্য অনেক বড় হয়ে গেল। বড় মন্তব্য অনেকেই পছন্দ করে না। আপনিও করেন না। কিন্তু ভাই উপায় যে থাকে না।
আমি ব্লগের অনেক পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকি। পারলে এক লাইনে সেরে আসি। আমি চাই না , ব্লগে আমার সাথে কারো মত বিরোধ হোক। আমি আর্কিমিডিস কিংবা গ্যালিলিও ধরনের কেউ না যে আমার উপাত্ত নথি নিয়ে বিরোধ সৃষ্টি হবে কারো সাথে। এই ব্লগ আমাকে খাওয়াই না, পরিবারকেও চালায় না । তবে মনের খোরাক যোগায় , আত্মায় তৃপ্তি আনে। একারণেই বার বার ফিরে আসা। তাই কোনো সময় চাই না মন খারাপ করে লগ আউট করতে বা ট্যাব টা ক্লোজ করতে।
মুটামুটি একটা পোস্ট লিখে ফেললাম। ভালো থাকবেন রাজীব ভাই। সন্ধ্যা নামছে। শীত বাড়ছে। ফুটপাতে মাথা গোজা মানুষ গুলো কি করবে কে জানে ?
১৫| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: আপনি ভুল মন্তব্য করেন নি।
বরং আমি ইচ্ছা করে আপনার মন্তব্যের পাশ কাটিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আপনি সেটা হতে দেন নি।
আপনার সাথে কথার মারপ্যাচে আমি পারবো না। আমার লজিক দুর্বল। আমি নিজেও দুর্বল।
আপনার জন্য শুভকামনা। ভালো থাকুন। সুস্থ থাকুন। ফুটপাতে যারা থাকে তাঁরা আর যাই হোক শীতে মারা যায় না। কারন তাঁরা প্রচুর শীতের কম্বল পায়। অলরেডি বহু লোক কম্বল আর শীতের জামা নিয়ে রাস্তায় নেমেছে।
১৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লজিক দুর্বল নয় রাজীব ভাই। আপনি ইচ্ছা করেই দুর্বল লজিক দেন। ধর্মীয় বিষয়ের বিপক্ষে গেলে চরম লজিক্যালি হতে হয়। আমিই বরং লজিকের ধার ধারি না। আমি চলি আবেগ আর বিশ্বাসে। সেই বিশ্বাস আবার মাত্রাতিরিক্ত।
ফুটপাতে মাথাগোজা মানুষজন অতিরিক্ত কম্বল পেলে বেচে দেয়। জানেন তো,?
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: আবেগ আর বিশ্বাস এযুগে অচল। আবেগ দিয়েন কবিতা লেখা যায়। জীবন চলে না।
ফুটপাতের ওদের দোষ দিয়ে লাভ নেই। ওদের জিনিসপত্র রাখার জায়গা নেই। চুরী হয়ে যায়।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবেগ আর বিশ্বাস এযুগে অচল। আবেগ দিয়েন কবিতা লেখা যায়। জীবন চলে না।
জীবন চলানোর জন্য কে কবিতা লিখতো ভাই ? জীবনানন্দ দশ ?
২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আবার আমাকে প্যাঁচে ফেলছেন!!!
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রচুর বই পড়লেই আপনি জ্ঞানী হয়ে যাবেন না কিন্তু জ্ঞানী হওয়ার জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে !