নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
একবার মূসা (আঃ) এর পেটে ব্যাথা হল।
খুব বেশি ব্যথা। তিনি সহ্য করতে পারছেন না। সন্ধ্যায় খুব বেশি ভাজাপোড়া খেয়ে ফেলেছিলেন। তো তিনি আল্লাহকে তার ব্যথার কথা বললেন, তারপর আল্লাহ তাঁকে বললেন- তুমি অমুক গাছের পাতা খাও। মূসা (আঃ) সেই পাতা চিবিয়ে খেলেন। যদিও খেতে কিছুটা তিতা তিতা লাগলো। পেট ব্যথার চেয়ে চিতা খাওয়া ভালো। এরপর মূসার ব্যথা সেরে গেল।
এক সপ্তাহ পর মূসা (আঃ) এর আবার পেটে ব্যাথা হল।
এবার তিনি আল্লাহকে বিরক্ত করলেন না। কারন তিনি জানেন কোনো গাছের পাতা চিবিয়ে খেতে হবে। মূসা নিজে নিজে গিয়ে সেই একই গাছের পাতা খেলেন। কিন্তু এবার ব্যাথা কমলো না। মূসা খুবই অবাক হলে! ঘটনা কি? তখন আল্লাহপাক মূসা (আঃ)কে ডেকে বললেন, কি ব্যাপার মূসা তোমার ব্যাথা কমলো না?
তখন মূসা (আঃ) বললেন, আল্লাহ একই পাতা'ই তো খেলাম! তো ব্যাথা কমলো না কেন? আল্লাহপাক বললেন, যখন আমি তোমাকে পাতা খেতে বলেছিলাম তখন ওই পাতার ওপর আমার হুকুম ছিল রোগ সারাবার! কিন্তু তুমি ভাবলে গুনাগুন গাছের। তাই পরের বার আমাকে বলার প্রয়োজন মনে করোনি। তাই, তোমার ব্যাথাও সারে নাই।
বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে- আমরা মনে করি ঔষুধ আমাদের রোগ সারায়। কিন্তু আমাদের রোগ মূলত আল্লাহ'ই সারিয়ে থাকেন। ডাক্তার বা ঔষধ তো একটা উসিলা মাত্র। কারন ঔষুধ পেটে গিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে যে সে কাজ করবে কি করবে না। রোগের মধ্যে কোন সংক্রামক শক্তি নেই ! আল্লাহর অনুমতি ছাড়া কোন রোগ আসে না!
আমার ধারনা গল্পটি বানোয়াট।
এরকম লাখ লাখ গল্প আছে। যার কোনো ভিত্তি নেই। লজিক নেই। তবু কিছু হুজুর ওয়াজে এরকম গল্প বলেন। নির্বোধ দর্শক মুগ্ধ হয়ে এসব গল্প শুনে এবং বিশ্বাস করে। এতই বিশ্বাস করে যে বারবার সুবাহানাল্লাহ বলতে থাকে। এই আধুনিক যুগে এসেও মানুষ কেন এরকম খাজাখুরী গল্প বিশ্বাস করবে? এসব গল্প হলো বিনোদনের জন্য। এসব গালগল্প দিয়ে দেশ বা সমাজের কোনো উপকার হবার নয়। লোকজনদের কে বুঝাবে রুপকথার দুনিয়া থেকে বাস্তবে আসো।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ইউএফওর মতো ব্যাপকভাবে আলোচিত বিষয়। ব্যপক গবেষণার দরকার। দরকার সীমাহীন টাকা। খুব শ্রীঘই এঁর রহস্য বের হবে। নাসা এই বিষয়ে খুব শ্রীঘই কিছু বলবে এশা করি।
এই তো দুই বছর আগে একবার এরকম দেখা গিয়েছিলো। পরে বিজ্ঞানীরা অনেক গবেষনা করে দেখলেন এটা অনেক বড় বেলুন।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: খবু সুন্দর- তবে চিকাসা অবস্থায় মানুষ মরে কেনো
আবার রোগমুক্ত হয় কেনো? যে মারা যায় তাহলে ঔষধ কাজে লাগল না কেনো
তাহলে এখন মানুষ ২শত বছর বাচ্চে না কেনো-----------------
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: একটূ গুছিয়ে বলা যায় কি?
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
আলমগীর সরকার লিটন বলেছেন: খবু সুন্দর- তবে চিকাসা অবস্থায় মানুষ মরে কেনো
আবার রোগমুক্ত হয় কেনো? যে মারা যায় তাহলে ঔষধ কাজে লাগল না কেনো
তাহলে এখন মানুষ ২শত বছর বাচ্চে না কেনো-----------------
-কবিতা লিখতে হলে, সবকিছুর উপর জ্ঞান থাকতে হয়; আপনার সাধারণ জ্ঞানের অবস্হা ভয়ংকর।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: আমি উনার কথা বুঝি না। কিচ্ছু বুঝি না।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
মুসা (আ: ) সাথে যদি আল্লাহের কথা হয়ে থাকতো, তা'হলে আল্লাহ আপনার সাথেও কথা বলতেন; আল্লাহ সম্পর্কে মানুষ যা লিখছেন ও বলছেন, উনি আপনার সাথে কথা বলার মতো মহান ও সক্ষম। সুতারাং, এটা লজিক্যাল যে, আল্লাহের সাথে মুসা নবীর কথা হয়নি।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ইসলাম লজিকের ধারধারে না। ইসলামে আছে শুধু বিশ্বাস।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৮
জুল ভার্ন বলেছেন: পড়লাম।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবনের উপর প্রকৃতির প্রভাবই নিবিড়; মানুষ প্রকৃতির সাথে ইন্টার-এ্যাকশন করে, এই প্রকৃতিই মানুষ সৃষ্টির কারখানা।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কেউ ধনী হওয়ার পর, বড় কর্মকর্তা হওয়ার পর ভাবে যে সে নিজের যোগ্যতায় হয়েছে। তাকে এই যোগ্যতা দিল কে? আল্লাহ। চেষ্টা করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন কিন্তু সফল হবে কি হবে না এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: এক গান আর কত?
মানুষ অমর হয়ে গেলেও এই গান চলবে?
৮| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ওয়াসে লোকের মনে প্রভাব ফেলার জন্য নানান রকম গল্পই বলা হয়। সেগুলি ত্যি হওয়অর সম্ভবনা কমই।
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: ইউ রাইট জলদস্যু।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
৭ নং মন্তব্যটি ব্লগীয় ওয়াজ
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: এই ওয়াজ দেশের জন্য ক্ষতিকর।
১০| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিমের বিশ্বাস আল্লাহ সর্বশক্তিমান। রাজীব নুর কি আল্লাহকে শক্তিহীন মনে করে?
২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: আমার মনে করা আর না করা দিয়ে কিছু যায় আসে না।
১১| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি বিশ্বাস করেবন আরি কি করবেন না সেটা আপনার ব্যাপার।
২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: এই তো আসল কথা বলে দিয়েছেন।
১২| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
রানার ব্লগ বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর
২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: তর্ক করা আমি নিজেও পছন্দ করি না।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইউএফও - মানে 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস' বা অজ্ঞাত উড়ন্ত বস্তু। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৃথিবীর নানা দেশে নানা সময় আকাশে উড়তে দেখা গেছে এগুলোকে । বিচিত্র আকারের নভোযানের মত দেখতে এগুলো, অত্যন্ত দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
আপনি কি এলিয়েন কিংবা ইউএফও বিশ্বাস করেন ? এর পক্ষে/বিপক্ষে কি আপনার ব্যক্তিগত লজিক আছে ?