নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বড় একটা নতুন জাহাজ নদীতে নামানো হবে।
শিপিং মিনিষ্টার অনুষ্ঠান উদ্বোধন করবেন। জাহাজটি চলবে ঢাকা টু বরিশাল- পটুয়াখালী। শুকনো মৌসুম। নদীতে পানি খুব কম। মনে করি, জাহাজটি চলতে পানির গভীরতা লাগবে পাঁচ ফুট। এখন সমস্যা দেখা দিলো নদীর কোথাও পানির উচ্চতা দশ ফুট কোথাও তিন ফুট কোথাও পাঁচ ফুট কোথাও ছয় ফুট। তাহলে ঐ পানিতে জাহাজ চলবে কিনা? তখন হিসাব করা হলো পানির গড় উচ্চতা কতো? সে বিষয়ে যোগ বিয়োগ পূরণ ভাগ করে দেখা গেলো নদীতে পানির গড় উচ্চতা: দশ ফুট যোগ তিন যোগ পাঁচ যোগ ছয় ফুট ভাগ চার। উত্তর : পানির গড় উচ্চতা ছয় ফুট। সুতরাং জাহাজ পটুয়াখালী যাবে, মানে ঐ পানিতেই চলবে ! কিন্তু নদীর এক জায়গায় পানির উচ্চতা তিনফুট- সে বিষয়টা কেউ আমলে নিলোনা! সবাই প্রাধান্য দিলো গড় হিসাবে! তারপর অনেক ধুমধাম করে মহাসমারোহে জাহাজ নদীতে নামানো হলো। চলতে চলতে যেখানে নদীতে পানির গভীরতা মাত্র তিন ফুট সেখানে গিয়ে জাহাজটি ঠেকে গেলো! অনেক ঠেলাঠেলি করেও জাহাজ আর চললোনা, ঢাকা থেকে বরিশাল পটুয়াখালীও আর গেলো না!
১।
সেদিন six seasons hotel এ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াতে। প্রচুর ও নানান রকম খাবার সাজানো ছিলো। নিয়ে নিয়ে খেয়েছি। খাবেরের মান এভারেজ।
২।
পুরান ঢাকা। গজব অবস্থা। এসব এলাকা সারা জীবন একই রকম। কোনো পরিবর্তন নেই।
৩। ফারাজার জন্য কেনাকাটা করতে বের হয়েছিলাম।
৪।
পিকআপ ভ্যানে লোকজন বিকট শব্দে গানবাজনা করছে। চিপা রাস্তা। জ্যাম লাগিয়ে ফেলেছে। কিন্তু কেউ কিচ্ছু বলছে না।
৫। six seasons hotel।
৬। পুরান ঢাকায় এখনও কিছু কিছু পুরানা আমলের বাড়িঘর আর কাটরা আছে। যে কোনো সময় ভেঙ্গে পড়বে এরকম অবস্থা। কিন্তু ভাঙ্গে না। বছরের পর বছর চলে যাচ্ছে।
৭। ১৬ই ডিসেম্বর আমরা বাসায় বনভোজন করেছি। ছাদে মাটির চুলায় রান্না হয়েছে। খুচিড়ি। দেশী মূরগী। বেগুন ভাঁজা। ইলিশ মাছ ভাঁজা ও টিকা।
৮। এযুগের ছেলেরা লাটিম খেলে কিনা জানি না। তবে আমি ছোট বেলা লাটিম খেলেছি।
৯। পুরাতন কারাগারের সামনে এই মাজার। তবে গুলিস্তান গোলাপ শাহ মাজারের মতো জমজমাট নয়।
১০। six seasons hotel ওরা খাবার গুলো সুন্দর করে সাজিয়ে রাখে। দেখতে ভালো লাগে।
১১। এটা আমার বন্ধু। শাহেদ জামাল।
১২। ছবিতে পুরান ঢাকার একটি মসজিদ দেখা যাচ্ছে।
১৩। লোকটা গরম গরম চিংড়ি মাছ আর মূরগী কয়লার আগুনে পুড়ে দিচ্ছে। খেতে ভালো ছিলো।
১৪। এই কাকা পাগড়ী বানায় এবং বিক্রি করে।
১৫। শীত এলেই অনেকে এভাবে আগুন জ্বালায়। তারপর আগুনের চারপাশ ঘিরে বসে থাকে।
১৬। আমাদের ছাদে প্রচুর চড়ুই আসে।
২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৭ নং ছবিতে খাবারের তালিকায় গরুর মাংস থাকার কথা ছিল।
অনেক খাবার ছবি দেখলাম। কাবাব দেখলেই খেতে মন চাই। আপনার পছন্দের কাবাব কোথায় পাওয়া যায় ?
২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের বেশির ভাগ রেস্টুরেন্ট এ কাবাব বানাতেই পারে না। তাঁরা রাবার বানিয়ে রাখে। অনেকে মাংস থেতলে কাবাব বানায়।
আমাদের এলাকায় একটা রেস্টুরেন্ট ছিলো। তাঁরা কাবাব ভালো বানাতো। সেই হোটেক টা উঠে গেছে।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাসার পাশে অষ্ট ব্যন্জন আছে! বেশ ভালো কাবাব বানায়। তবে এখানকার গ্রীলটা চরম।
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: গ্রীলে ঝাল বেশি দেয়।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঢাকার তেরটা বাজানোর জন্য সুস্বাদু খাবার গ্রহণকারীরাই যথেষ্ট । এরা খাবে শো অফ করবে সাথে সাথে ঢাকার দুষিত বাতাসে ধর্ষিত হবে ।
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: বিচিত্র সেলুকাস!
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছেলেদের মেয়ের মত সাজা কিংবা মেয়েদের ছেলেদের মত সাজা কঠিন অপরাধ।
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: একটু বুঝিয়ে বলুন।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ১ আর ৮ সবচেয়ে ভালো হয়েছে।
৬ নাম্বারের ছবিটি বড়কাটরার।
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: ৬ নং জ্বী বড় কাটরা।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ফারাজা ১ বছরের বাচ্চা; ওর জন্য বাজার করার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিয়ে যেতে হয়?
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: আসলে আজ পুরান ঢাকার চক বাজারে গিয়েছিলাম। চক বাজার তো আর প্রতিদিন যাওয়া হয় না। অনেক দূর। তাছাড়া রাস্তায় অনেক জ্যাম।
আজ শুধু ওর জন্যই কেনাকাটা করেছি।
৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৫৪
সোবুজ বলেছেন: বিসমিল্লা বলে যাত্রা করে নাই,তাই এই সমস্যা।আল্লাহপাক না পারে এমন কাজ নাংই।
২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: এটা হলো বিশ্বাস। লজিকের কাছে বিশ্বাস দুর্বল।
৯| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: ছবি ব্লগ ভালো হয়েছে। চড়ুইয়ের ছবিটা কি তোমার তোলা না কি সংগ্রহ?
২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: এখানে সব ছবি আমারই তোলা।
এই ''ঢাকার পথে পথে'' সিরিজে সব ছবি আমারই তোলা।
১০| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪
বিটপি বলেছেন: ঢাকা থেকে বরিশাল হয়ে বরগুনা যাওয়া যায়, পটুয়াখালী যাওয়া যায়না।
আপনার বন্ধু শাহেদ কি হিজড়া? নীলা তাহলে কি?
২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: শাহেদ হিজড়া নয়। মোবাইলে নানান রকম ফানি এপস আছে। সেগুলো দিয়ে জাস্ট ফান করা হয়।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
ফয়সাল রকি বলেছেন: ভালো।