নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। আমেরিকার এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ করলো।
সময় মত মধ্যরাত্রিতে সে মই বেয়ে প্রেমিকার জানালা পর্যন্ত উঠলো। জানালার কাঁচে টোকা দিল প্রেমিক। মেয়েটি ভয়ে ভয়ে জানালা খুললো। ছেলেটি জিজ্ঞেস করল, "তুমি তৈরী?"
মেয়েটি বলল, হুশশশ! আমার ভয় করছে, বাবা যদি আমাদের ধরে ফেলেন। ছেলেটি নির্বিকার ভাবে বলল, তাতে কি? তিনি তো নিচে আমার মই ধরে দাঁড়িয়ে আছেন।
২। অনেকের উপর আমার অনেক রাগ জমে আছে অনেকদিন ধরে।
শুধু ভালো ছেলে বলে, চুপ করে আছি। যেমন বজ্রের সাথে বিদ্যুৎ থাকে, তেমনি আমার চরিত্রে রাগের সাথে সাথে একটা কৌতুকপ্রিয়তা জড়িত আছে। গাধা গুলো বুঝতেই পারে না... ওদের অপমান আর অবহেলা'ই আমাকে মহান করে তুলবে!
৩। জীবনে ভারসাম্য না রাখলে, না থাকলে কোনো একটি ক্ষেত্রে দারুণ গুণী হয়েও কিছুমাত্র লাভ নেই। বড় ইঞ্জিয়ার, এ্যাকাউন্টান্ট বা বড় জার্নালিস্ট খুব সহজেই হওয়া যায়- কিন্তু সুস্থ, সীমা-জ্ঞানসম্পন্ন মানুষ হওয়া যায় না। সেটা বড় কঠিন কাজ।
৪। কাকে আপনি বিয়ে করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত।
কিন্তু তাই বলে এমনটা বলা হচ্ছে না যে, ‘ম্যারি ফর মানি’। এই বিষয়টি মাথায় রাখতে হবে, বিয়ে হচ্ছে ভালোবাসা সহকারে সারাজীবন এক সাথে স্বচ্ছলভাবে বসবাসের সিদ্ধান্ত। শতকরা ৫০ ভাগ বিয়ে ভেঙে যায় ইমোশন ও অর্থনৈতিক কারণে। আর একটি ডিভোর্স অনেক বেশি ব্যয়বহুল যা আপনার অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে বিধ্বংসী উপাদান হিসেবে হাজির হতে পারে। আর তাই এখানে দরকার একটি অর্থনৈতিক সামঞ্জস্য।
স্বামী বা স্ত্রী সহ আপনি যদি ভবিষ্যত পরিকল্পনা করে এগুতে পারেন তবেই জীবন হতে পারে আনন্দময় এবং আসতে পারে অর্থনৈতিক স্বচ্ছলতাও। সেক্ষেত্রে জীবনসঙ্গী বেছে নেয়ার বেলায় অর্থনৈতিক বিষয়গুলোকে গুরুত্ব দেয়া উচিত।
৫। একবার আইনস্টাইন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আমার নানা তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। আইনস্টাইন শান্তিনিকেতন ঘুরে আমার নানা বাড়ি এসেছিলেন। তখন আমার নানান বয়স ছিল সতের বছর। আইনস্টাইন তিন দিনের জন্য এসে তের দিন থেকে গেলেন আমার নানা বাড়ি। নানা বাড়ির পুকুর থেকে আইনস্টাইন তিন কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছিলেন। এবং আইনস্টাইন নিজে কাতলা মাছ কেটে ধুয়ে রান্না করে নানা বাড়ির সবাইকে খেতে দিয়েছেন। আইনস্টাইন চলে যাওয়ার সময় আমার নানা তার কাঁধে হাত রেখে বেশ কয়েটা ছবি তুলেছিলেন।
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: জ্বী একদম ঠিক ধরেছেন।
মহিলাটি আমার নানার সাবেক প্রেমিকা।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০১
জুল ভার্ন বলেছেন: জাস্ট সে-
ওয়াও!
ওয়াও!!
ওয়াও!!!
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভেবেছিলাম এই পোষ্টটা গাধা মুক্ত হবে! পোষ্ট পড়তে গাধা এখনও না আসলেও পোষ্টে গাধা শব্দটা এসে গেছে।
একটা নিরীহ প্রাণীকে নিয়ে এভাবে টানা হেচড়া ভালো লাগছে না।
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: দুঃখিত ভুলে গাধা চলে এসেছে।
এঁর পরের পোষ্টে গাধা আসবে না। কসম।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
গাধা কুপ থেকেও বের হতে পারে।
৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৩
রাজীব নুর বলেছেন: গাধা উপকারী প্রানী।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
ডিভোর্স ট্রেন্ড হয়ে যাচ্ছে,সামু এর পূর্বে পশুপাখিময় হয়েছে কখনো?
৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: এটা সাময়িক। ঠিক হয়ে যাবে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২
সোবুজ বলেছেন: কৌতকটি উপভোগ করলাম।
৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮
বিটপি বলেছেন:
মাঝখানে সিঁথি করা ঐ লোকটিই কি আপনার নানা? আর মহিলাটি কে?