নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৬৪

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১



প্রতিটা জীবন কি আসলেই মূল্যবান?
আমার জীবন, আপনার জীবন, আমাদের জীবন, মানুষের জীবন। চারপাশে তো অনেক অবহেলিত মানুষের জীবন দেখছি। যে জীবনের কোনো মূল্য নেই। একবার ওবায়দুল কাদের সাহেব বেশ অসুস্থ হয়ে পড়লেন। প্রায় মরে যায় যায় অবস্থা। তখন তাকে এয়ার এম্বুলেন্সে করে দ্রুত সিঙ্গাপুর নেওয়া হলো। তিনি বেঁচে গেলেন। ক্ষমতা, টাকা এবং সরকার তাকে বাঁচিয়ে তুললো। কাদের সাহেবের জীবন মূল্যবান। গতকাল দেখলাম কাদের সাহেবের বয়সী একলোক রাস্তায় মরে পড়ে আছে। মৃত্যুর আগে তাকে কেউ হাসপাতালে নেয়। তাকে বাঁচাতে কেউ চেষ্টা করেনি। লোকটা ছটফট করতে করতে মরে গেলো। কি নির্মম মৃত্যু। অর্থ্যাত সব জীবন মূল্যবান নয়। সরকারের কাছে, মানুষের কাছে, সমাজের কাছে। ধনী দেশে জন্মগ্রহন করলে লোকটা নিশ্চই মৃত্যুর আগে চিকিৎসা পেতো।

আমার জীবন কি মূল্যবান?
আমি মরে গেলে দেশ বা সমাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি মরে গেলে আমার কন্যার কষ্ট হবে। আমার মেয়ে আনন্দ নিয়ে বড় হতে পারবে না। বাপ না থাকলে সমাজে প্রতিটা মোড়ে মড়ে বিপদ। বাপ ছাড়া মেয়ে একদম অসহায় হয়ে পড়বে। যতই আত্মীয়স্বজন থাকুক। আমি মরে গেলে আমার স্ত্রীর ভীষন কষ্টে পড়বে। সে কন্যাকে নিয়ে প্রায় অসীম বিপদে পড়ে যাবে। কন্যাকে একা বড় করতে তার অনেক বেগ পেতে হবে। আমার মৃত্যুতে মা ভীষন রকম কষ্ট পাবে। ভাইয়েরাও নিশ্চয়ই কষ্ট পাবে। কিছু বন্ধুবান্ধব আর পরিচিতরা বলবে- ইন্নাইল্লাহে রাজেউন। আল্লাহ বেহেশত নসীব করুক। শেষ। কিন্তু আমার পরিবার হুমকির মুখে পড়বে। আমি আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার কন্যার জন্য আরো বিশটা বছর বেঁচে থাকতে চাই।

গত শুক্রবারের ঘটনা।
জুম্মার নামাজের পর পর। একলোক আমাদের বাসার গলিতে ঢুকেছে। বয়স্ক লোক। তার কন্যার বিয়ে সবার কছে সাহায্য চাইছে। তিনি বললেন, আমার বয়স হয়েছে। শরীর ভালো না। কোনো কাম কাজ করতে পারি না। এখন মেয়ে বড় হয়েছে। তার বিয়ে দিতে হবে। আমি অসহায় পিতা। আমাকে সাহায্য করুণ। তাতে আল্লাহ খুশি হবেন। এলাকার সবাই কম বেশি তাকে সাহায্য দিলো। আমিও দিলাম পাঁচ শত টাকা। বললাম, মেয়ের বিয়েতে খরচ কত হবে? সে বলল, সব মিলিয়ে ত্রিশ হাজার টাকা। আমি বললাম, সব টাকাই কি এভাবে চেয়ে জোগাড় করবেন। লোকটা বলল হ্যাঁ। যৌতুক দিতে হবে নগদ দশ হাজার টাকা। অন্যান্য সব খরচ মিলিয়ে ত্রিশ তো যাবেই। আমি বললাম, যে ছেলে যৌতুক নিচ্ছে সেই ছেলে ভালো হবে না। ছেলে নিশ্চয়ই জানে আপনি গরীব মানুষ। তারপরও কেন যৌতুক নিচ্ছে। আপনিই বা কেন দিচ্ছেন? মেয়েই বা রাজী হচ্ছে কেন?

আমার এক বন্ধু আছে, কাশেম নাম।
কাশেম একটা চিরদুঃখী এবং চির অভাবী ছেলে। সারাটা জীবন দেখলাম ছেলেটা অভাবে অভাবে কাটলো। অথচ ছেলেটা বুদ্ধিমান। অনার্স পর্যন্ত লেখাপড়া করেছে। বর্তমানে সে বেকার। বিয়ে করেছিলো। অভাবের কারনে বউ তাকে ছেড়ে চলে গেছে। কাশেম এখন তার বড় বোনের সংসারে থাকে। সারাদিন কাশেম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। চাকরী খুঁজে। একটা চাকরির জন্য সে অসংখ্য মানুষের হাতে পায়ে ধরেছে। কেউ তাকে চাকরী দেয় নি। অবশ্য একথাও সত্য- চাকরী সবাই দিতে পারে না। কাশেম মাঝে মাঝে আমার কাছে আসে। টাকা ধার চায়। আমি টাকা দেই। কাশেম এক দুই মাস পর সেই টাকা আমাকে ফেরত দেয়। জ্ঞানী লোকেরা বলেন, দরিদ্র হয়ে জন্মানোটা অপরাধ নয় কিন্তু দরিদ্র হয়ে মরে যাওয়াটা অন্যায়। আমি নিজে দরিদ্রদের পছন্দ করি না। অথচ এই সমাজে দরিদ্র লোকের সংখ্যাই সবচেয়ে বেশি।

বাংলাদেশে যদি ১৮ কোটি লোক থাকে-
তাহলে ১৮ কোটি জীবন আছে। এবং এই ১৮ কোটি জীবনের গল্প আছে। একজন মানুষের পক্ষে সবার জীবনের গল্প জানা সম্ভব না। কিন্তু আমি চেষ্টা করি সবার জীবনের গল্পটা জানতে। কখনও কখনও মুগ্ধ হই। কখনও বিরক্ত হই। কখনও আনন্দ পাই। সেই সব গল্প গুলো আমি লিখে ফেলি। আমার কাছে সবার জীবনের গল্প মূল্যবান। হোক সে রহিমা বুয়া। হোক সে একজন সচিব বা একজন উকিল অথবা একজন রিকশাচালক। সব মানুষের জীবনের গল্প গুলোকে আমি স্পর্শ করতে চাই। অনুভব করতে চাই। এটা আমার এক ধরনের খেলা। এটা আমার এক ধরনের আনন্দ। এ আনন্দ থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। আপনারাও অন্যের জীবনের গল্প গুলো জানুন। শুনুন। শেয়ার করুণ। তাতে কোনো ক্ষতি নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০০

সোবুজ বলেছেন: সবার দুঃখ কষ্টকে দুর করার জন্য সরকাকে এগিয়ে আসতে হবে।সবাইকে হতে হবে মানবিক।সরকার যতদিন মানবিক না হবে ততদিন সম্ভব না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: এজন্য দরকার দক্ষ ও শক্তিশালী সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.