নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
দেখতে দেখতে তোমার পনের মাস হয়ে গেলো। এখন তুমি একা একা হাঁটতে পারো। তবে হাঁটতে হাঁটতে তুমি মাঝে মাঝে পড়ে যাও। পড়ে গিয়ে ব্যথা পাও। গতকাল তো পড়ে গিয়ে তোমার ঠোঁট কেটে গেছে। তুমি কি দুর্বল? তুমি কি সঠিক পুষ্টি পাচ্ছো না? তোমাকে নিয়মিত ফল খাওয়াচ্ছি। খিচুড়ি খাওয়াচ্ছি। তাহলে সমস্যা টা কোথায়? তোমাকে খুব গোছানো জীবনযাপন করা হয়। আমি অনিয়ম করি। কিন্তু তোমাকে একটা নিয়মের মধ্যে রেখেছি। সময় মতো খাওয়া, সময় মতো গোছল, সময় মতো ঘুম। তবু কেন তুমি দুর্বল? চিন্তায় ফেলে দিলে আমাকে। ভাবছি একজন ডাক্তারের কাছে গিয়ে আলাপ করবো।
প্রিয় কন্যা ফারাজা-
এ মাসের উনিশ তারিখ শবে বরাত। তার পনের দিন পর রোজা। এবার রমজানে তুমি আমাদের সাথে বসে ইফতারী খেতে পারবে। গত বছর পারোনি। ইফতারের সময় তোমাকে শুধু ফল দেওয়া হবে। কোনো ভাজাপোড়া তোমাকে দেওয়া হবে না। ভাজাপোড়া খাওয়া ভালো না। সবচেয়ে ভালো নিয়মিত সবজি ও ফলমুল খাওয়া। তাহলে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব। ডাক্তারের কাছে দৌড়াতে হবে না। ফারাজা, তুমি যখন আপেল খাও, আমি যদি তোমার কাছে আপেল এক কামড় খেতে চাই- তুমি আমাকে এক কামড় আপেল দাও না। কেন দিবে না? কেন তুমি কৃপণ হবে? তোমাকে হতে হবে আকাশের মতো উদার। তোমার হাতে যে ফলই থাকুক, আমি বা অন্য কেউ চাইলে তুমি সহজে দিতে চাও না। আমার খুব দুঃখ লাগে। কষ্ট হয় ভীষন।
প্রিয় কন্যা আমার-
এই দুনিয়াটা হৃদয়বান মানুষদের জন্য। কৃপণ মানুষরা কোথাও দাম পায় না। সম্মান পায় না। তোমাকে বৃহৎ হৃদয়ের অধিকারী হতে হবে। দুই হাতে মানুষকে বিলাবে। তুমি মানুষ। কাজেই মানুষের বিপদে আপদে তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে। ভালো-ভালো কাজ করেই মানুষের মন জয় করতে হবে। কেউ কিছু চাইলে দিয়ে দিবে। বরং চাওয়ার আগেই দিয়ে দিবে। মানুষকে দেওয়ার মধ্যে সুখ আছে। মানুষের জন্য কিছু করার মাঝে আনন্দ আছে। কারো কাছে বেশি আশা করবে না। Give one get one. এই রুলস সবসময় মনে না রাখলেও চলবে। যে দেয় সেই বড়। দাতার হাত উপরে থাকে। তাই সবসময় লাভের দিকে নজর দিবে না। সবাই যেন বলে, রাজীব নূরের কন্যা একজন ভালো মানুষ, একজন মহৎ মানুষ, একজন উদার মানুষ, একজন পরোপকারী। তবেই না আমার আনন্দ। তবীই না আমার শান্তি।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
সান জু-এর লেখা 'The Art of War' এই বইটি পড়বে। তৎকালীন চীনের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ‘উ’-এর অধিপতি ছিলেন সম্রাট হেলু। তিনি তাঁর অভিজ্ঞ ও দার্শনিক প্রধান সেনাপতি সান জু'কে নির্দেশ দেন যুদ্ধজয়ের কৌশল নিয়ে একটি বই লিখতে। যাতে সম্রাটের পরবর্তী প্রজন্মও যুদ্ধের ময়দানে জয়ের ধারা বজায় রাখতে পারে। এই আড়াই হাজার বছরে পৃথিবীর চেহারা আমূল বদলে গেছে। সেই তীর ধনুকের যুদ্ধও টিকে নেই, টিকে নেই সম্রাট হেলুর সাম্রাজ্যও। যুদ্ধের ধরণ ও মাধ্যম বদলে গেলেও সান জু’র দর্শন আজও কার্যকর। শুধু যুদ্ধক্ষেত্র নয়, কর্পোরেট জগত থেকে শুরু করে খেলাধুলা, নেতৃত্ব, ব্যবসাসহ জীবনের যেকোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্ষেত্রেই ব্যবহার করা যায় এই হাজার বছর পুরোনো শিক্ষাগুলো।
প্রিয় কন্যা আমার-
প্রাচীন চীনা যুদ্ধবিশারদ সান ঝু বলেছিলেন, ‘যখন তুমি দুর্বল তখন শক্তির ভাব ধরবে, যখন তুমি শক্তিশালী তখন দেখাবে দুর্বলতা। তোমার পরিকল্পনা থাকবে অন্ধকারে ঢাকা, যখন আক্রমণ করবে, তা যেন হঠাৎ বজ্রপাতের মতো দেখায়।’ ফাইহা, সফলতার জন্য চাই আগ্রহ, প্রচেষ্টা, ভালোবাসা এবং কঠোর পরিশ্রম। যা ছাড়া তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে না। তাই যত বেশি দৃঢ় হবে, তত আঘাত এবং জিততে পারবে। প্রিয় কন্যা, বছরে বেশ কয়েকবার বই কিনবে। সেই বই গুলো মন দিয়ে পড়বে। ভালো বই গুলো তিন চারবার করে পড়বে। হৃদয়ে ধারন করবে। বর্তমানে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'চক্র' বইটা পড়ছি। অবশ্য এ বইটি আগে আরো দুবার পড়েছি। হাতের কাছে নতুন বই নেই। তাই পড়া বই'ই আবার পড়েছি।
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।
২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:১৩
সোবুজ বলেছেন: খুবই তাৎপর্যপূর্ণ কথা বলেছে।গড়ে তোলার দায়িত্ব আপনার।ছোটদের মানববাদ,আসিফ মহিউদ্দিনের লেখা।বড় মেয়েকে পড়তে দিতে পারেন।
১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই পড়তে দিবো।
৩| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪
খায়রুল আহসান বলেছেন: আশাকরি মেয়ের যখন পড়া ও বোঝার বয়স হবে, সে আপনার এ লেখা পড়ে অভিভূত হবে এবং পরামর্শগুলো পালন করতে চেষ্টা করবে।
৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে পোষ্ট খুঁজে পড়েছেন। মন্তব্য করেছেন।
ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
আরাফ মাহমুদ রিফাত বলেছেন: এর চেয়েও অসাধারণ কোন লেখা হতে পারে?