নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গুনাগুন

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

ছবিঃ আমার তোলা।

আমার প্রথম গুণ আমি মানুষকে ভালোবাসতে পারি।
হোক সে দরিদ্র। হোক সে ধনী। একজন রিকশা চালকের কাঁধে হাত রেখে আমি চা খাই। ভিক্ষুক শিশুর মাথায় হাত রেখে আমি দোয়া করে দেই। যে রাস্তা পার হতে পারে না, আমি তাকে রাস্তা পার করে দেই। কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি বিনা দ্বিধায় সাহায্য করি। আসলে ভালো কাজ করতে বিশেষ কোনো গুনের দরকার হয় না। ইচ্ছা করলে প্রতিদিন যে কেউ অনেক গুলো করে ভালো কাজ করতে পারে। আমি চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে একটা হলেও ভালো কাজ করবো।

আমার দ্বিতীয় গুণ, আমি একাএকা রাস্তায় হাঁটি।
খুব হাঁটি। হাঁটার সময় চার পাশ খুব মন দিয়ে দেখি এবং প্রচন্ড অবাক হই। পকেটে টাকা না থাকলেও আমি ঢাকা শহরের যে কোনো দোকান থেকে চা আর কেক খেতে পারি না। এবং খুব বেশি ক্ষুধা পেলে কোনো রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে নিই। পকেটে টাকা নেই তার জন্য খাবো না, এটা কেমন কথা! টাকা না থাকলে আরো বেশি করে খেতে হয়। হোটেল ম্যানেজারকে হাসি মুখে বলি- ওস্তাদ টাকা নাই। আগামীকাল এসে টাকা দিয়ে যাবো। বিশ্বাস না হলে আমার মোবাইলটা রেখে দিন।

আমার একটা বিশেষ গুণ হলো-
যে কোনো সমস্যা চট করে বুঝে ফেলি। এমন কি যে কোনো মানুষের মানসিকতা খুব দ্রুত বুঝে ফেলি। বিশেষ করে দুষ্টলোকদের ভন্ডামি ধরে ফেলি। বুঝে ফেলি। খুব অল্প সময়ে ধান্ধাবাজ লোক চিনে ফেলি। অবশ্য কাউকে মুখীর উপর বলে দেই না- আপনি দুষ্টলোক। আপনি ধান্ধাবাজ। আপনি ভন্ড। তাদের সাথে হাসি মুখে কথা বলি। ওদের জন্য আমার খুব মায়া হয়। দরিদ্র দেশে এবং দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে বলে আজ ওদের এই অবস্থা। ধনীর ঘরে জন্ম নিলে ওরা এরকম হতো না।

আমার আরেকটা ভালো গুন হলো-
আমি মানুষকে সহজে কষ্ট দেই না। অপমান করি না। কারো দুর্বলতা জানলেও সেটা প্রকাশ করি না। দুর্বল পয়েন্টে আঘাত করা সঠিক কাজ নয়। আমার সাথে কেউ মিথ্যা বললেও আমি চুপ করে থাকি। মনে মনে ভাবি, বেচারা মিথ্যা বলছে বলুক। তাতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। বেচারা যদি আমার কাছে মিথ্যা বলে আরাম পায়, তো পাক। বেচারার আরাম নষ্ট করবো কেন? তবে এখানে কথা আছে, যদি সে খুব উজাইয়া যায়। তখন আবার তাকে ছাড়ি না। এজন্য বাঘের লেজে পা দিতে হয় না।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ২:০৭

সোবুজ বলেছেন: আপনার গুনগুলো প্রশংসার যোগ্য।

১৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.