নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশীদের মানসিকতা কেমন?

২৭ শে মার্চ, ২০২২ রাত ৩:০৫

ছবিঃ আমার তোলা।

বাংলাদেশ একটা দরিদ্র দেশ।
এই দেশের বেশির ভাগ মানুষ গরীব। দরিদ্র দেশের মানুষদের মনমানসিকতা কেমন হতে পারে এটা বুঝতেই পারছেন। বাঙ্গালীরা মূলত দুঃখী একটা জাতি। এরা ভাতে, কাপড়ে, প্রেম ভালোবাসায়- সব কিছুতেই দুঃখী। দেশের নেতারা দূর্নীতিবাজ। বিধায় এই দেশের মানুষদের দুঃখ দুর্দশা কমে না। বরং দিন দিন বাড়ে। দুই বছর আগেও ঢাকা শহরে এত ভিক্ষুক ছিলো না। এখন বাসা থেকে মালিক মোড় পর্যন্ত যেতে পনের জন ভিক্ষুক এসে হাত পাতে। প্রতিটা এলাকার রাস্তার মোড়ে মোড়ে এখন ভ্যানগাড়িতে করে সবজি, মাছ আর ফলমুল বিক্রি করে। এদের কাছ থেকে পুলিশ ও স্থানীয় নেতারা নিয়মিত চাঁদা নিচ্ছে। আগে এত ভ্যানগাড়ি দেখা যেতো না। একজন বিদেশী লোক ঢাকা শহরে এলে অবাক হয়ে যাবে। এত এত শপিংমল! এত এত রেস্টুরেন্ট! শপিংমলে ভিড়, রেস্টুরেন্টে ভিড়। রাস্তায় হাজার হাজার গাড়ি। নামী দামী স্কুল কলেজ! বাহ কি রমরমা অবস্থা!!

কয়েক বছর আগে রাপা প্লাজা নামে একটা বিল্ডিং ভেঙ্গে পড়েছিলো।
অনেক মানুষ মারা গিয়েছিলো নির্মম ভাবে। তখন দেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো। প্রবাসীরাও এগিয়ে এসেছিলেন। প্রতি বছর আমাদের দেশে নিয়ম করে বন্যা হয়। বন্যা নিয়ন্ত্রনের জন্য স্থায়ী কোনো ব্যবসস্থা নেওয়া হয় না। বহু মানুষ খোলা আকাশের নীচে দিনযাপন করে। তখন দেশের মানুষ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রবাসীরাও এগিয়ে আসেন। এই যে টানা দুই বছর করোনা গেলো- বহু মানুষ দরিদ্রদের সাহায্যে এগিয়ে এসেছেন। এসব বিষয় বিবেচনা করে বলা যায়- বাংলাদেশের মানুষের মনমানসিকতা ভালো। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলি- একদিন দেখি কাকরাইল মসজিদের সামনে এক রিকশাওলা যাত্রীর সাথে চিৎকার চেচামেচি করছে। রিকশাওলা বলছে, আমাকে এক ঘন্টা এদিক ওদিক নিয়েছে। আমার ভাড়া হয়েছে একশ' টাকা। কিন্তু আমাকে দিচ্ছে বিশ টাকা। চিৎকার চেচামেচি চলছেই। প্রচুর মানুষের ভিড় জমে গেছে। তখন এক ভদ্রলোক এলেন, রিকশাচালক কে দুই শ' টাকা দিয়ে বললেন। যাও চলে যাও। মুহুর্তের মধ্যে ঝামেলা মিটমাট।

আরেকটা ঘটনা বলি-
এটা কয়েকদিন আগের কথা। সকাল আট টা। আমাদের বাসার গলিতে এক বৃদ্ধা মহিলা খুব কাঁদছেন। কারন তার নাতীর চিকিৎসার জন্য তার কাছে পাচ হাজার সাত শ' টাকা ছিলো। সেই টাকা টা সে হারিয়ে ফেলেছে। বৃদ্ধা কান্না খবই করুণ। আমাদের পাশের বাসা থেকে একলোক বলল, এই সকাল বেলা হাউকাউ করো না। ঘুমাতে দাও। তখন আমার বড় ভাই, বৃদ্ধাকে পাঁচ হাজার সাত শস' টাকা দিয়ে দেয়। এরকম কিছু ছোট ছোট ঘটনা গুলো দিয়ে বাংলাদেশের মানুষের মানসিকতা টের পাওয়া যায়। তবে আমি বিনা দ্বিধায় বলতে পারি বাংলাদেশের বেশির ভাগ মানুষ খারাপ। একদম ইতর শ্রেনির। মন মানসিকতায় অতি নিম্ম মানের। গত পনের বিশ বছরে দেশের মানুষ খুব বেশি খারাপ হয়ে গেছে। একদম অমানবিক হয়ে গেছে। কারো মধ্যে কোনো মায়া দয়া নেই। ভদ্রতা নেই। শালীনতা নেই।

হ্যাঁ বাংলাদেশের উন্নতি হচ্ছে।
মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে। বেসরকারী বিল্ডিং গুলোর মতো সরকারি বিল্ডিং গুলো আধুনিক করা হয়েছে। বিদ্যুতের বেশ উন্নতি হয়েছে। ঢাকার মসজিদ গুলো মার্বেল টাইলস, মোজাইক আর এসি। তারপরও শুক্রবার ছাড়া মসজিদে মানুষ হয় না। বিদ্যুতের মিটার গুলো কার্ড সিস্টেম করা হয়েছে। এখন লম্বা লাইন ধরে বিদ্যুৎ বিল দিতে হয় না। তবে গত ৫০ বছরেও অনেক কিছুর পরিবর্তন হয়নি। এখনও মানুষ রাস্তায় ঘুমায়। এখন কোটির উপরে বেকার। এখনও দূর্নীতি হয়। সরকারী হাসপাতাল থেকে দালাল দূর হয়নি। রাস্তায় কিশোর কিশোরীরা জুতোর আঠা দিয়ে নেশা করে। নেতারা দূর্নীতি করছে। তাঁরা গ্রামের বাড়ি যায় হেলিকাপ্টারে করে। অথচ গাড়িতে গেলে তিন ঘন্টা সময় লাগে। এমন কি দুর্নীতি বাজদের ছত্রছায়ায় থাকা লোকজনও সীমহীন টাকারর মালিক হতে পেরেছে। তাঁরা দৈনিক পত্রিকা বের করেছে। টিভি চ্যানেল করেছে। প্রধানমন্ত্রী দূর্নীতিবাজদের ব্যাপারে কচ্ছপের মতো এগুচ্ছেন। গ্রামের পাতি নেরাও এখন দামী বাইক চালায়। ক্ষমতাবানরা অন্যায় অবিচার করেই চলেছে। চাটুকারেরা মুজিব কোট গায়ে দিয়ে তেল দিয়ে যাচ্ছে সমানে।

সব মিলিয়ে বাংলাদেশটা খারাপ না।
বাংলাদেশের মানুষ গুলো খারাপ না। হ্যাঁ অল্প কিছু লোক খারাপ। এই অল্প কিছু লোকের জন্য সারা বাংলাদেশের মানুষদের খারাপ বলা ঠিক হবে না। বাংলাদেশী প্রতিটা মানুষের জন্য আমার মায়া হয়। ভীষন মায়া হয়। বাঙ্গালিরা জন্মগত ভাবে খুব দুঃখী। আমাদের প্রধানমন্ত্রীও দুঃখী। তার বাপ, ভাই, মা সবাইকে মেরে ফেলা হয়েছে। খালেদা জিয়াও দুঃখী। সুখ দুঃখ, ভালো মন্দ মিলিয়ে বাঙ্গালীরা এখনও টিকে আছে। বেঁচে আছে। এভাবেই হয়তো কেটে যাবে হাজার হাজার বছর।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:



আজকের বিশ্বে যেসব সুযোগ আছে, যেসব নিয়ম কানুন আছে, বাংগালীরা ভালো থাকতে পারার কথা ছিলো, কিন্তু বাংগালীদের ভালোর দিকে নেয়নি সরকারগুলো ও প্রশাসন; কারণ, ওরা একা ভালো থাকার জন্য অন্যদেরকে পেছনে ফেলে দিয়েছে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: কথা একদম সত্য বলেছেন। ওরা ভালো আছে। অস্টেলিয়া, আমেরিকা, মালোশিয়া, কানাডাতে সেকেন্ড হোম তৈরি করে রেখেছেন। তাদের ছেলেমেয়েরা উন্নত দেশ গুলোতে লেখাপড়া করছে। কিন্তু আমাদের কি হবে?

২| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:২২

সোবুজ বলেছেন: সম্পদের বন্টনে আকাশ পাতাল বৈষম্য দুর নাহলে গরিব বাড়তেই থাকবে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আপনি বইয়ের ভাষায় মন্তব্য করলেন।

৩| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ঝামেলামুক্ত হয়ে প্রথম পেইজে ফিরে আসায় অভিনন্দন।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ধন্যবাদ। চিরটাকাল ঝামেলা মুক্ত থাকতে চেয়েছি। অথচ বেছে বেছে আমার কাধেই সব ঝামেলা এসে জড়ো হয়।

৪| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৫:১৮

সোনাগাজী বলেছেন:




হাসান কালবৈশাখী বলেছেন:
ঝামেলামুক্ত হয়ে প্রথম পেইজে ফিরে আসায় অভিনন্দন।

-সামটিম ক্রমেই বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছেন।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: সামু টিম নিরপেক্ষ হোক। আর কিছু চাই না।

৫| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৬:২৮

গরল বলেছেন: আপনার কোরবানীর টাকা বেশী হয় না ইনকাম ট্যাক্সের টাকা? দেশে কয়েক লক্ষ মানুষ আছে যারা এক লক্ষ টাকার উপড় খরচ করে কোরবানীতে কিন্তু নুণ্যতম পাঁচ হাযার টাকাও ট্যাক্স দেয় না। দেশটা একটা বড় সমবায়, যেখানে সবাই মিলে অবদান না রাখলে দেশ ভালোভাবে চলবে না। দানের টাকার মধ্য রয়েছে অসম্মান, কিন্তু ট্যাক্সের টাকায় ভাতা গ্রহণ অবশ্যই সম্মানের। অতএব ধনীরা ঠিক মত ট্যাক্স দিলে গরীবদের অসম্মানিত হতে হয় না। এটা আমাদের দেশের মানুষ কোনদিন বুঝবে না। আর তাই দেশেরও পরিবর্তন হবে না। নেতাগণ তো সমাজেরই অংশ, অতএব তারা দেশের মানুষের মতই চিন্তা করে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: দেশে সবাই মিলে অবদাম রাখলে দেশের মানুষের চেয়ে বেশি লাভবান হবেন দূর্নীতিবাজরা।
ট্যাক্স আদায় করে নিতে হবে সরকারকে। ট্যাক্স আদায় যা হয় তা সরকার পায় না। সরকারী কর্মচারীরা চির।

আমাদের দেশের পরিবর্তন হবে।

৬| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৬:৪৭

সোনাগাজী বলেছেন:


হাসান কালবৈশাখী বলেছেন:
ঝামেলামুক্ত হয়ে প্রথম পেইজে ফিরে আসায় অভিনন্দন।

-সামুটিম ক্রমেই বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছেন।

৭| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: বাংলাদেশটা খারাপ না ,কিছু লোক খারাপ
কিছু লোক নয় ,কয়েকটি(জন নয় ) চেয়ার খারাপ,
তাতেই ১৭ কোটি ভালো দৌড়ের উপর

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: কিন্তু আমাদের আশাবাদী হতে হবে।

৮| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০১

অধীতি বলেছেন: "অভাবে স্বভাব নষ্ট" এই প্রবাদটির যথার্থতা এবং বাস্তবিকতা এখন দৃশ্যমান।
তবে বাঙ্গালীর অতিথি পরায়ণতা একটুকুও কমেনি।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কথাটা ঠিকই বলেছেন, পরিচিত অপরিচিত যেখানেই গিয়ে বেশ খাতির যত্ন পেয়েছি।

৯| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ছবিটা ফরিদপুর থেকে তুলেছিলাম।

১০| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম খুব বাস্তবতমুখি লেখেছেন,
আমাদের দেশে কিছু খারাপ মানুষগুলো সমাজ পরিবেশ দখল করে আছে
কিছুতেই খারাপমানুষদের সাথে পারা যাচ্ছে না, আল্লাহর বিচার নেই,
যাক ভাল থাকেবন-------

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি মন্তব্যের জন্য।

১১| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৬

বিটপি বলেছেন: "দানের টাকার মধ্য রয়েছে অসম্মান, কিন্তু ট্যাক্সের টাকায় ভাতা গ্রহণ অবশ্যই সম্মানের"

উত্তরঃ দান খয়রাত করার মধ্যে রয়েছে সম্মান মর্যাদা আর আলতু ফালতু ভাতার মধ্যে রয়েছে দুর্নীতি আর অস্বচ্ছতা। কেউ একাই ১০০ জনের ভাতা পাচ্ছে, আর কেউ পাচ্ছেইনা।

ধনীরা তাদের ইনকামের প্রায় ৩০% ট্যাক্স দেয়। এই টাকায় সরকারের দেশ পরিচালনায় খুব একটা সমস্যা হবার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে মধ্যবিত্তের। যে ব্যক্তি মাসে মাত্র ৫০ হাজার টাকা কামাই করে, বছরে তাকে ২৫ হাজার টাকা মানে মাসে তাকে ২ হাজারেরও বেশি টাকা ট্যাক্স দিতে হয়। এখন বলেন দেখি, মাসে ৪৭ হাজার টাকা দিয়ে পাঁচ সদস্যের একটা সংসার কিভাবে চালানো সম্ভব? একে ট্যাক্সের আওতার বাইরে রাখলে সরকারের কি খুব বেশি ক্ষতি হত?

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যটা সুন্দর হয়েছে।

১২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৭

বাকপ্রবাস বলেছেন: আগে ভাবতাম শিক্ষিত হলেই সব সমাধান হয়ে যাবে এখন দেখি শিক্ষিতরাই বদমাইশ, দেশে পেছনে থাকা ও যাবার মূলে এই শিক্ষিতরাই

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: এরা আসল শিক্ষিত না। এরা ভুলভাল শিক্ষিত।

১৩| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩২

সোনাগাজী বলেছেন:



ব্লগার রূপককে ঢাকাতে থাকার জন্য যেকোন ধরণের একটা কাজের দরকার; টিউটরিং হলেও চলে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: তাকে কোনো একটা ব্যবস্থা করে দিলে, আমার যে কোনো সমস্যা হবে না তার নিশ্চয়তা কি?

১৪| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: রাপা প্লাজা নয়, রানা প্লাজা হবে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

১৫| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১

রানার ব্লগ বলেছেন: একজন অশিক্ষিত আর্ত্থাভাবী মানুষ যখন হঠাত করে পয়সা ওয়ালা হয় তখন তার যে আচরন থাকে আমাদের দেশের মানুষের এখন একই রকম আচরন !!!

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: উদাহরন বাস্তব হয়েছে।

১৬| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: বাকপ্রবাস @ পানি একটি অমুল্য সম্পদ কিন্তু এর আচরন পাত্রের ধরনের উপর নির্ভর করে । শিক্ষাও ঠিক তেমনি । ধারণকারীর ব্যাবহারের উপর নির্ভর করে তার শিক্ষা কোন পথে কাজে লাগছে। আরো একটা বিষয় আছে পারিবারিক শিক্ষা। একজন অশিক্ষিতের আচরন ভালো হতে পারে যদি তার পারিবারিক শিক্ষা ভালো থাকে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনার কথায়ও যুক্তি আছে।

১৭| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এখন এত বড় লেখা লিখিনা।
ছাইএ ঘি ঢেলে কি লাভ!

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: ওকে।
ছোট লেখাই ভালো।
আমার সমস্যা হলো- লিখতে শুরু করলে এক কথা থেকে আরেক কথায় চলে যাই।

১৮| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার লেখার তিন নম্বর পয়েন্টের পাচ নম্বর লাইনে লিখেছেন
আপনি বিনাদ্বিধায় বলতে পারেন দেশের বেশির ভাগ মানুষ খারাপ
শ্রেণী : ইতর
মন মানসিকতা : নিম্নমানের
শেষ পয়েন্ট এ প্রথম লাইনেই বললেন
সব মানুষ খারাপ না
অল্প মানুষ খারাপ
মাঝামাঝি কোনো ভালো পয়েন্ট দিলেন না, উদাহরণ দিলেন না । অথচ নিজের ধারণা প্রায় উল্টিয়ে দিলেন !
এভাবে পয়েন্ট করা লেখা দেখলেই গরু রচনার কথা মনে পরে , আপনার এখানে শুধু আন্ডারলাইন করা মিসিং।

আমার মন্তব্যের ব্যাখ্যা দেয়া থাকলে বলতাম
সহজ সরল মনোমুগ্ধকর লেখা।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: উপসংসার এরকম'ই দিতে হয়। এজন্য শেষ প্যারায় শ্বান্ত্বনার বানী দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.