নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
আমার প্রিয় চা দুধ চা।
ঘুম থেকে উঠার পর'ই, বিছানা থেকে নামার আগেই আমার এক কাপ চা খেতে ইচ্ছা করে। কিন্তু বাসার মানুষ আমাকে চা দেয় না। বলে ছিঃ বাসী মুখে চা। ইয়াক ইয়াক। অথচ বিয়ের আগে ভেবেছিলাম, চা চাইলেই চা পাবো। এর চেয়ে শান্তির আর কি আছে! বিয়ে করেছি, যখন তখন চা চাইলেই আমি চা পাই না। অথচ বিয়ের আগে সুরভি কথা দিয়েছিলো- রাত দুটায় চা চাইলেও চা করে দিবে। আসলে মানুষ কথা দেয়, কথা না রাখার জন্য। রাত দুটায় যে নিজের হাতে বানিয়ে চা খাবো, সেই উপায়ও নাই। রান্না ঘরে খুটখুট শব্দ হলেই স্ত্রী এবং কন্যার ঘুমের সমস্যা হয়। আমি কাউকে কোনো সমস্যা করতে চাই না। এজন্য চায়ের মগে ঠান্ডা পানি খাই চুমুক দিয়ে-দিয়ে। এবং জোর করে ফিল করি আগুন গরম দুধ চা খাচ্ছি।
কেন জানি রং চা আমার ভালো লাগে না।
জ্বর, সর্দি, ঠান্ডা লাগলে রঙ চা খাই। বেশি করে আদা, লং, দ্বারুচিনি আর লেবু দিয়ে। সেটা অবশ্য আমি চা হিসেবে খাই না। ওষুধ হিসেবে খেয়ে নিই। আমার পছন্দ দুধ চা। আমার ভাগ্য ভালো আমাদের বাসার লোকজন চা টা ভালো বানায়। এত'ই ভালো বানায় যে কোনো বাসায় অথবা বাইরে দোকান থেকে চা খেয়ে আরাম পাই না। এখন কোথাও সারাদিনের জন্য গেলে বড় ফ্লাক্সে করে চা নিয়ে যাই। প্রিয় কাপটাও সাথে করে নিয়ে যাই। নোংরা কাপে চা আমি খেতে পারি না। সুরভি চা ভালো বানায়। কিন্তু সে চা খায় না। খায়া না বললে ভুল হবে। বছরে ৪/৫ বার খায়। সুরভিদের বাসার চা টা ভালো হয়। বড় মগের এক মগ খাওয়ার পরও ইচ্ছা করে- আর এক মগ চেয়ে খাই। লজ্জা লাগে বলে চাই না।
কেউ যদি আমাকে এক কাপ ভালো চা খাওয়ায় মনটা খুশিতে ভরে যায়।
সকালের প্রথম চা টা ভালো হলে দেখা যায়- সারাটা দিন ভালো কেটেছে। আর সকালের চা টা যদি খারাপ হয়, তাহলে দেখা যায় সারাটা দিন খারাপ যায়। ইহা সত্য। বহুবার প্রমানিত। সাধারনত মানুষ চা বানানোর সময় আগে কেতলিতে পানি দেয়। পানি বলগ এলে চা পাতা ছেড়ে দেয়। কাপে চিনি দুধ দেওয়া থাকে। ছাকনি দিয়ে ছেকে চা দেওয়া হয়। তারপর চামুচ দিয়ে নাড়তে হয়। কিন্তু আমাদের বাসায় এভাবে চা বানায় না। আমাদের বাসায় এক পাতিল দুধের মধ্যে চা পাতি ছেড়ে দেয়। অনেকক্ষন জ্বাল দেয়। আগুন গরম চা ছাড়া আমি খেতে পারি না। ডাক্তারের পরামর্শে আমি এখন চা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। সারাদিনে ৫ কাপের বেশি খাই না।
আমি চা বানাতে পারি।
কিন্তু আমার চা টা স্বাদ হয় না। হয় দুধ বেশি হবে, না হয় চিনি বেশি হবে। অথবা লিকার কড়া হবে। কতটুকু দুধ, চিনি বা চা পাতি দিতে হবে সেটা আমি বুঝি না। তালগোল পাকিয়ে ফেলি। শেষে সেই চা কেউ খেতে পারে না। দুধ চিনি, চা পাতি নষ্ট হয়। অপচয় করার কারনে নিজের কাছে অপরাধবোধ লাগে। এজন্য চা বানানো ছেড়ে দিয়েছি। যাই হোক, আমি কোথাও গেলে, দোকানদার কে বলি- ভালো চা দাও। প্রয়োজনে এক কাপ চায়ের দাম ত্রিশ টাকা রাখো। রাস্তার পাশের চায়ের দোকান গুলোকে যদি বলি ভালো করে চা বানিয়ে দাও। ওরা করে কি- একগাদা চিনি দিয়ে দেয়। ভালো চা মানে কি একগাদা চিনি দেওয়া? আজিব! চা এত মিষ্টি হয় যে টাঙ্গাইলের চমচমও এত মিষ্টি হয় না। এজন্য আজকাল ওদের আগেই বলে দেই- আমার চায়ে চিনি দিবে না। একটুও না।
একবার এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম।
সেই পোস্তগোলা ব্রীজের কাছে মেয়েটার বাসা। এর আগে মেয়েটার সাথে আমার কখনও দেখাসাক্ষাৎ হয়নি। যাই হোক, মেয়েটার সাথে কথা শেষ করে আমি ফিরে যাচ্ছি। তখন মেয়েটা বলল, অন্তত এক কাপ চা খেয়ে যাও। আমি চা খুব ভালো বানাই। আমার হাতের এক কাপ চা খেয়ে দেখো। সারা জীবন মনে রাখবে। আমি বসলাম। কিছুক্ষন পর মেয়েটা এক মগ রঙ চা নিয়ে এলো। রঙ চা দেখেই আমার মেজাজ প্রচন্ড খারাপ হলো। আমি কি রঙ চা খাই! অভদ্রতা তো আর করতে পারি না। আমি চায়ে চুমুক দিলাম, আশ্চর্য চা টা অসাধারন হয়েছে। এক চুমুক দিয়েই মুড ভালো হয়ে গেলো। সারা দিনের ক্লান্তি চলে গেলো। যেন চা নয়, ম্যাজিক। হ্যাঁ আমি স্বীকার করি- সেই মেয়েটার মতো বানানো চা আর কোথাও খাইনি। চায়ের জন্যই মেয়েটাকে আজও মনে আছে।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সকল সৃষ্টিশীল মানুষের প্রথম পছন্দ দুধ চা।
২| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: চায়ের প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নেই। মাঝে মাঝে কিছু চায়ের স্বাদ মুখে লেগে থাকে।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: শুনো হে চৈনিক
চা খাবে দৈনিক
গায়ে বল হলে পরে
তবে হবে সৈনিক।
বলুন তো এটা কার লেখা?
৩| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে কখনো পড়িনি।
গুগল বলছে - রবীন্দ্রনাথে লেখা।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আমার ধারনা লেখাটা কাজী নজরুল ইসলামের।
৪| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
প্রতিদিন বাংলা বলেছেন: বাসার মানুষ .......ইয়াক ইয়াক (আমাদের মতো আধুনিক হতে পারেনি বাসার মানুষ !)।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: তাঁরা আধুনিক তাদের মতো করে।
৫| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: গোরুর খাঁটি দুধের চা পছন্দ আমার, কৌটার না। গ্যাসের চাপ না থাকলে এই চা খাই।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে তো আর খাটি গরুর দুধের চা পাওয়া যায় না।
৬| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: চা খেতে খেতে এই পোস্ট পড়ছি। চা আমার খুব প্রিয়।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৭| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা এক দিন শ্যামলীতে চা খেতে অবশ্যই আসবেন
শ্যামলীতে অনেক ভাল ভাল চায়ের দোকান আছে---------------
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই আসবো।
৮| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭
সোবুজ বলেছেন: দুধ চা খেতে যাবেন কলকাতার বড়বাজারে।মোষের ঘন দুধের চা সাথে চোট এলাচের গন্ধ।কতো দিন খাই না।আবার কোন দিন খাব কিনা তাও জানি না।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: কলকাতাতে মাটির ভাড়ে চা খেয়েছি। স্বাদ ভালো।
৯| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুধ চা থেকে রঙ চা, আদা চা কিংবা
লেবু চা বেশী উপকারী। যদিও আমিও
দুধ চা ভালো পাই। তবে চিনি ছাড়া।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: এখন আমি চায়ে চিনি কম খাই। বয়স বাড়ছে তো।
১০| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭
গরল বলেছেন: আমিও দুধ চা খাই, তবে চা এর মধ্যে যদি দুধ এর গন্ধ এসে যায়, মসলার দেয় বা স্বর ভাসে তাহলে আর চা খেতে পারি না। তাই এক কাপ চ এ বড় জোড় চা চামচের আট ভাগের এক ভাগ কন্ডেন্সড মিল্ক দিয়ে খাই। রং চা আমি কখনই খাই না, মোটেও ভালো লাগে না।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: দেশে আসুন আপনাকে ভালো চা খাওয়াবো।
১১| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:০১
অধীতি বলেছেন: মানুষ কথা দেয় কথা না রাখার জন্য। এটাই বাস্তবতা। মনে মনে যে রঙ্গে আঁকি বাস্তবে সে রংতুলির আঁচড়ও ভিন্ন হয়ে যাবে হয়ত।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: সেই সম্ভবনা আছে।
১২| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৮
সোহানী বলেছেন: আপনার মতো আমারো খুব শখ সক্কাল বেলা কেউ এক কাপ বেড কফি দিক!!! কিন্তু হায় এ জীবনে সব শখ পুরোন হবার নয়.....।
চা আমি পছন্দ করি ও এটা আমার শখের খাওয়া। আর কফি হলো পার্ট অব লাইফ। আমি ভালোই চা বানাই কিন্তু ইদানিং আমার ছেলে আমার চেয়ে ভালো বানায়।
জীবনে বিভিন্ন চায়ের স্বাদ পেয়েছি। তবে এর যদি রেংকিং করি তাহলে বলবো,
প্রথম: শাহবাগের সিলভানার চা খুব ভালো ছিল (যখন ইউনি পড়তাম, তখন সেখানে প্রায় খেতে যেতাম। এখন কেমন জানি না।)
দ্বিতীয়: আমার বড় মামীর চা। দারুন বানায়।
আর গত ৩১ নাইটে যে বাসায় পার্টি ছিল সে ভদ্রলোক লেবুর চা করে খাইয়েছিল। আমি অবাক হলাম যে লেবুর চা যে এতো ভালো হতে পারে। তারপর জানতে চাইলাম রেসিপি কি? কিন্তু উনি জানালেন এটার কোন রেসিপি নাই
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আমাদের বাসায় আপনার চায়ের দাওয়াত রইলো।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৫
জুল ভার্ন বলেছেন: দুধ চা আমারও প্রিয়। তবে নিজ বাড়ি এবং নিজ অফিসের বাইরে সেটা খাওয়ার সুযোগ কম। ছুটির দিন বাড়িতে আমি অবশ্যই দুধ চা খাই।