নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি থাকি শহরে। শহর আমার ভালো লাগে না।
আমার শহর খুব নোংরা। শহরের মানুষ গুলো অমানবিক। খুব অমানবিক। এই শহরে আমি মন ভরে হাঁটতে পারি না। ফুটপাত পর্যন্ত খালি নেই। রাস্তায় ভিড়। কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন কুৎসিত ভাবে তাকিয়ে থাকে। আমি হাঁপিয়ে উঠেছি। আসলে আমার ধারনা এই শহরের প্রতিটা মানুষ হাঁপিয়ে উঠেছে। দিন দিন শহরটা অধপতনে যাচ্ছে। আজ থেকে ত্রিশ বছর আগের শহর আর আজকের শহর এক না। খুব বেশি বদলে গেছে।
এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।
অথচ কর্মের খাতিরে আমাকে এই শহরেই থাকতে হচ্ছে। দিনের পর দিন। বছরের পর বছর। শহরের মানুষের মতো আমিও যান্ত্রিক হয়ে গেছি। রুটিন মাফিক চলাফেরা। রুটিন মাফিক জীবনযাপন। জাস্ট দম বন্ধ হয়ে আসে। আমার যন্ত্রনা কেউ বুঝে না। অবশ্য আমি কাউকে বুঝতে দেইও না। এই শহরে কোনো ভালো মানুষ নেই। ঘর থেকে বাইরে বের হলেই মানুষ গুলো বদলে যায়। গবেষনা হওয়া দরকার এই শহরের মানুষ গুলো কেন বদলে যায়। কেন অমানবিক।
সমুদ্র এবং পাহাড় আমাকে শান্তি দেয়।
আনন্দ দেয়। বেঁচে থাকতে সাহায্য করে। আমার যদি অনেক টাকা থাকতো। এই শহরে থাকতাম না। সমুদ্রের ধারে পাহাড়ে একটা কাঠের দোতলা বাড়ি করতাম। সারাদিন বই পড়তাম। লিখতাম যা মন চায়। ব্যলকনিতে বসে ঘন্টার পর ঘণ্টা সমুদ্র দেখতাম। কেউ যদি আমাকে আজীবন নির্বাসন দিতো, সমুদ্রে-পাহাড়ে থাকতে হবে আমৃত্যু। ভীষন খুশি হতাম। সমুদ্র আর পাহাড়ের কাছ মানুষের অনেক কিছু শেখার আছে। মৃত্যুর আগে আমি বলে যাবো- আমাকে কবর দি না। সমুদ্রে ভাসিয়ে দিও।
সমুদ্র মানুষের দুঃখকষ্ট ভুলিয়ে দেয়।
পাহাড় মানুষকে সৎ হতে শেখায়। মহৎ হতে শেখায়। সমুদ্র আর পাহাড় ভালোবাসতে শেখায়। মানুষের অনেক কিছু শেখার আছে সমুদ্র আর পাহাড় থেকে। আকাশ ছোঁয়া যায় না। কিন্তু সমুদ্র আর পাহাড় ছোঁয়া যায়। সমুদ্রের কাছে গিয়ে নিজেকে ছেড়ে দাও। তারপর দেখো সমুদ্র তোমাকে নিয়ে কি করে! পাহাড়ের গায়ে হাত রাখো। অবশ্যই কিছু শুনতে পাবে। আমাকে অবিরত সমুদ্র আর পাহাড় ডাকে। আমি টের পাই। অনুভব করি। খুব শ্রীঘই যাবো।
আপনি আপনার সমস্ত কথা সমুদ্র আর পাহাড়কে বলতে পারেন।
কারন আপনার সবচেয়ে ভালো বন্ধু পাহাড় এবং সমুদ্র। পাহাড়, সমুদ্র আপনাকে কষ্ট দিবে না। অপমান অবহেলা করবেন। মানুষের চেয়ে পাহাড় সমুদ্র অনেক ভালো। তাই সময় পেলেই প্রতিটা মানুষের পাহাড় আর সমুদ্রের কাছে যাওয়া উচিত। অসংখ্য মানুষকে বদলে দিয়েছে পাহাড় আর সমুদ্র। যারা দিন রাত টাকার পেছনে ছোটে তাঁরা বোকা। সমুদ্রের কাছে যাও, পাহাড়ের কাছে যাও। নিজেকে উন্নত করো। মহৎ করো। নিজেকে সাজাও।
১৪ ই মে, ২০২২ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: জ্বী সেটাই ভাবছি।
২| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: অথচ কর্মের খাতিরে আমাকে এই শহরেই থাকতে হচ্ছে।
কি কর্ম করেন আপনি এখন?
মৃত্যুর আগে আমি বলে যাবো- আমাকে কবর দি না। সমুদ্রে ভাসিয়ে দিও।
মৃত্যু কখন আসবে তা আপনি আমি কেউ জানে না। তাই কিছু বলার ইচ্ছে থাকলে এখনই বলে ফেলোন। এইসব বিষয় শুধু মুখে বললে হয় না। স্টেম্পে লিখে অসিয়ত করে যেতে হবে। নইলে আপনার মুত্যুর পরে আপনার ইচ্ছে মূল্য পাবে না।
আমিও পাহাড় ভালোবাসি, ভালোবাসি সমূদ্র, বন, গ্রাম। শহর আমারও অপছন্দ।
১৪ ই মে, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: কি কর্ম করি সেটা তো বলব না।
হ্যাঁ আগেই বলে দিবো। তার আগে আমার চোখ, কিডনী, চামড়া সব দান করে দিবো। তারপর ভাসাভাসি।
৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মৃত্যুর আগে ভালো করে বলে যাবেন।
তানা হলে মসজিদের হুজুরদেরকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। কবরের জায়গা নিয়ে হাউকাউ। কুলখানিতে মস্ত মস্ত গরু দিয়ে লোক খাওয়ানো। হুজুর ডেকে খতম পড়ানো! কিয়েক্টা অবস্থা।
আপনি যা চান না সেটাই হবে শেষমেষ। মেনে নিতে পারছেন?
পাহারের চেয়ে সমুদ্র আমার পছন্দ। সমুদ্রের জলে থুথু ফেলেছিলাম বলে সমুদ্রের অভিশাপ আমি আজো বয়ে বেড়াচ্ছি। পোস্টে ভালো লাগা রইলো।
১৪ ই মে, ২০২২ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: সুনীলের একটা কবিতা আছে- সমুদ্রের জল, থু থু ঢেউ ইত্যাদি নিয়ে।
৪| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লেখেছেন রাজীব দা ভাল থাকবেন
১৪ ই মে, ২০২২ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি ।
৫| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি আপনাকে পাহাড় ডাকে, সমুদ্র
!যদি আপনাকে পাহাড় ডাকে, সমুদ্র ডাকে
আর আপনি যদি সে ডাক শুনতে পান তা
হলে গৌতম বুদ্ধের মতো সব ছেড়ে এখনই
বেড়িয়ে পড়ুন নতুন!! কিছু পেয়েও
যেতে পারেন!
১৪ ই মে, ২০২২ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: হ্যা যাবো বর্ষাকাল টা শেষ হোক।
৬| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২
প্রতিদিন বাংলা বলেছেন: পরিকল্পনা ভালো
বাস্তবায়নে সমস্যা (তত দিনে আইন হয়ে যেতে পারে লাশ ভাসালে সুমুদ্র দূষিত হবে, বরং কংকালটা দান করা বেটার !)
১৪ ই মে, ২০২২ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই মে, ২০২২ রাত ১০:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম
কেউ দেখেনি, কেউ টের পায়নি
প্রবল ঢেউ-এর মাথায় ফেনার মধ্যে
মিশে গিয়েছিল আমার থুতু
তবু আমার লজ্জা হয়, এতদিন পর আমি শুনতে পাই
সমুদ্রের অভিশাপ।
১৪ ই মে, ২০২২ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এটাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:০১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কটা দিন পরিবার পরিজন নিয়ে সমুদ্র আর পাহাড়ের কাছাকাছি থেকে আসুন।