নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার অঞ্চলের জনপ্রিয় খাবার কি?

১৪ ই মে, ২০২২ রাত ১১:১৪

ছবিঃ আমার তোলা।

বাংলাদেশ হলো একটা গরীব দেশ।
এই দেশের বেশির ভাগ মানুষ'ই গরীব। গরীবরা যা পায় তাই খায়। খাবার নিয়ে বিলাসিতা করার সময় গরীবদের নেই। বাংলাদেশে ছয়টা ঋতু। একেক ঋতুতে একেক রকম খাবার খেতে মজা। শীত কালের খাবার শীত কালেই মজা। ঈদে মানুষ এক রকম খাবার খায়। পহেলা বৈশাখে আরেক রকম খাবার খায়। ঈদে যেমন প্রতিটা ঘরে ঘরে সেমাই মাস্ট। কিন্তু পহেলা বৈশাখে কেউ সেমাই রান্না করে না। আসলে উৎসব বুঝে মানুষ খাবার খেতে পছন্দ করে। যেমন হঠাত করে বৃষ্টি এলে- খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাঁজা হয়। আসলে আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি মানুষের খাওয়ার রুচি তৈরি করে।

বাংলাদেশে ৬৪ টা জেলা।
একেক জেলার মানুষের একেক রকম খাবার পছন্দ। আবার ঢাকা শহরের মানুষের খাবারের পছন্দ অন্য রকম। একসময় বাংলাদেশের মানুষের জনপ্রিয় খাবার ছিলো- পান্তা ভাত, কাঁচা মরিচ, আলু ভরতা। এখনও অনেক গ্রামের মানুষ সকালবেলা পান্তা ভাত খেতে পছন্দ করে। শহরের মানুষ পছন্দ করে রুটি-পরোটা। সাথে ভাজি, ডাল বা ডিম ভাজি ইত্যাদি। আমি আমাদের গ্রামে দেখেছি- আমার দাদা বাড়িতে সকালে সবাইকে লাল চা আর মুড়ি দেওয়া হতো। তার দেড়- দুই ঘন্টা পর দেওয়া হতো খিচুড়ি। সাথে নানান রকম ভরতা। সাধারণত আমি সকালের নাস্তা হোটেলে করি। বাসায় সকালের নাস্তা তৈরি হয়। কিন্তু আমার হোটেলের নাস্তাই বেশি ভালো লাগে।

আমাদের দেশে জনপ্রিয় খাবারের অভাব নাই।
কেউ পছন্দ করে কাচ্চি। কেউ বিরানী। কেউ পোলাউ, সাথে গরুর মাংস। আসলে যে যেটা খেয়ে আরাম পায়, সেটাই তার প্রিয় খাবার। এই প্রজন্ম পছন্দ করে বার্গার, পিজা আর কোক। কেউ কেউ চিকেন ফ্রাই। আমি সকালে নাস্তা করি হোটেলের খাবার দিয়ে। ফুডপান্ডা কে ফোন দিলেই ওরা খাবার বাসায় এসে দিয়ে যায়। ফুডপান্ডার সার্ভিস ভালো। অবশ্য আমি বাসায় নাস্তা করি না বলে, বাসার মানুষজন আমার উপর রাগ। আমি অন্যের পছন্দে খেতে পারি না। আমাদের এলাকায় একটা রেস্টুরেন্ট আছে নেহারিটা দারুন বানায়। তন্দুর রুটি দিয়ে খেতে সেই লাগে।

ক্ষুধা পেলে মানুষ সামনে যা পায় তা-ই খায়।
বাংলাদেশের জনপ্রিয় খাবার নিয়ে আমি কখনও মাথা ঘামাই না। আমি অতি সামান্য খাই। কিন্তু আমি যে খাবারটা খাই সেটা অবশ্যই স্বাদ হতে হবে। মজা না হলে আমি সেই খাবার ছুঁয়েও দেখি না। যাই হোক, বাংলাদেশের জনপ্রিয় খাবার কি কি সেটা সঠিক করে বলা যাবে না। বাংলাদেশেরর প্রতিটা অঞ্চলে কিছু বিখ্যাত খাবার রয়েছে। বাংলাদেশের মানুষের সমস্যা হলো এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের খাবার খেয়ে নাক কুঁচকায়। বিক্রমপুর অঞ্চলের মানুষের রান্না ভালো। অনেক ভালো। সুরভির বাড়ি বিক্রমপুর না, কিন্তু সে ভালো রান্না করে। তার রান্নার সুনাম আছে।

ভাত বাংলাদেশের প্রধান খাদ্য।
ধবধবে সাদা ভাত। এরচেয়ে সুন্দর আর কি আছে দুনিয়াতে! আমি ভাত খুব পছন্দ করি। ঝরঝরে ভাত। আজ আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিলো। কয়েকজন আত্মীয়স্বজন এসেছেন। পোলাউ রান্না হয়েছে। খিচুড়ি রান্না হয়েছে। গরুর মাংস। মূরগীর মাংস। আরো কি কি যেন ছিলো। শুকনা মরিচের ভরতা করে ছিলো। সাথে হয়তো রসুন আর পেঁয়াজ দিয়েছে। ভরতাটা খেতে দারুন হয়েছে। আমি ভরতা দিয়েই এক প্লেট খুচুড়ি খেয়ে ফেলেছি। ভালো লেগেছে। ভাবী বলল, শুকনা মরিচের ভর্তা গরম ভাতের সাথে আরো বেশি ভালো লাগে। আপনার প্রিয় খাবার কি? আপনার অঞ্চলের জনপ্রিয় খাবার কি?

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ রাত ১১:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রসমালাই ।

১৫ ই মে, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: কুমিল্লাতে গেলে আসল রসমালাই খুঁজে পাওয়া যায় না। যে দোকানে জিজ্ঞেস করি তারাই আমাদেরটা আসল।

২| ১৪ ই মে, ২০২২ রাত ১১:৩৭

একলব্য২১ বলেছেন: ঠান্ডা বোরহানী।

১৫ ই মে, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন বোরহানী খাইনি। জানেন কোনো দিন খাবোও না।

৩| ১৪ ই মে, ২০২২ রাত ১১:৪৭

নিমো বলেছেন:

১৫ ই মে, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: এটা কি আপনার প্রিয় খাবার?

৪| ১৫ ই মে, ২০২২ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সাদা ভাত, ডাল, আলু ভর্তা, শুকনা মরিচ দিয়ে ডিম ভাজি, পাঁচ মিশালি শাক।
পাতলা খিঁচুড়ি, গরুর মাংসের ঝোল।

১৫ ই মে, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: শুকনা মচির দিয়ে ডিমভাজি ভালো লাগে না। ডিমভাজি মজা কিন্তু কাঁচা মরিচ দিয়ে। তবে ডিম ভাজির সাথে শুকনা মরিচ ভাঁজা খেতে ভালোই লাগে।

৫| ১৫ ই মে, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:


শুকনো মরিচের ভর্তা হচ্ছে গ্যাষ্ট্রিকের রেসিপি।

১৫ ই মে, ২০২২ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: কিন্তু গরম ভাতের সাথে খেতে মজা।
ম্যাক্সপ্রো-২০ খেয়ে নিলেই গ্যাট্রিকের ঝামেলা শেষ। এই গ্যাস্ট্রিক করে-করে অনেক মজার খাবার থেকে বঞ্চিত হতে হয়।

৬| ১৫ ই মে, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:


ঢাকার অভাব শুরু হয়েছে?

১৫ ই মে, ২০২২ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: না। ঢাকায় কোনো অভাব নাই।
কেউ না খেয়ে থাকে না।

বৈশাখ মাসের আজই শেষ দিন। আআগামীকাল বাংলা নতুন মাস শুরু । এখন আসবে আম, কাঠাল আরো অনেক ফল।

৭| ১৫ ই মে, ২০২২ রাত ১২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় খাবার,
বাসি পোলাও আর মুরগীর রোস্ট। বাসি পোলাও কিন্তু হিমুর থেকে নেয়া না।
হুমায়ুন আহমেদের নাম শোনার আগে থেকেই বাসি পোলাও পছন্দ। বাসি পোলাও টা ওভেনে নয়, চুলায় গরম করতে হবে।
ঈদে দিন আমাদের বাড়িতে পোলাও খাবার সুযোগ পেতাম না। ঈদের পরের দিন সকালে আম্মা পোলাও গরম করে দিত।
সেই থেকেই শুরু। অসাধারণ লাগে আমার।

১৫ ই মে, ২০২২ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: যে কোনো খাবার চুলায় গরম না করলে আমার পোষায় না।
অথচ আমাদের বাসায় সবাই ওভেনে গরম করে। চা পর্যন্ত ওভেনে গরম করে।
আমাদের ঘরের কাজে যে মেয়েটা সহযোগিতা করে তার নাম আইরিন। আইরিন সব কিছু ওভেনে গরম করে। আমি বলেছি, আমাকে কিছু ওভেনে গরম করে দিবে না। আইরিন বলে- চুলা ছাড়লে ঘর গরম হয়ে যায়। তাই শর্টকাট ওভেন ই ভালো ।

৮| ১৫ ই মে, ২০২২ রাত ১:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শুটকি ভর্তা আর গরম ভাত।

১৫ ই মে, ২০২২ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: ঠিক আছে একদিন আপনাকে খাওয়াবো।

৯| ১৫ ই মে, ২০২২ রাত ২:৫৫

একলব্য২১ বলেছেন: আমি কোনোদিন বোরহানী খাইনি।

কেন খাননি।

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: খাই না। খেতে ইচ্ছা করে না। বোরহানী, পুডিং, চায়নিজ সবজি ইত্যাদি খাবার গুলো আমি খাই না। কেন খাই না আমি নিজেও জানি না।

১০| ১৫ ই মে, ২০২২ সকাল ৭:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার বর্ণনা

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই মে, ২০২২ সকাল ১০:৫৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: এটা কি আপনার প্রিয় খাবার?
জ্বি না, এটা উগান্ডার জনপ্রিয় খাবার, যার নাম গিনেস বইয়ে উঠেছে। উপরে উগান্ডার বদলে বাংলাদেশের খাবারের নাম দেখে ভাবলাম সঠিকটা দিয়ে দেই।

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:৪৭

আমি ব্লগার হইছি! বলেছেন: বেশি করে পে্যাজ দিয়ে ইলিশ মাছের ডিম ভাজা আর সাদা ভাত। কাঁচা আম দিয়ে মুসুড়ির ডাল।

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ইলিশ মাছের ডিম এতই মজা, যে সাথে পেঁয়াজ বা অন্য কিছু না দিলেও খেতে দারুন লাগে।
গতকালই দুই কেজি কাঁচা আম কিনেছি। ডালের সাথে খাবো বলে।

১৩| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:৫০

আমি ব্লগার হইছি! বলেছেন: আগের টা আমার নিজের প্রিয় খাবার। আর আমার অঞ্চলের জনপ্রিয় খাবার হলো ছিটে রুটি আর মুরগীর মাংস।

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: গুড।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.