নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

১৮ ই মে, ২০২২ রাত ৯:৪১



আমাদের এলাকায় একটা সেলুন আছে।
সেই সেলুনে কাজ করে লোকমান। আমি লোকমানের কাছ থেকে চুল কাটাই না। তারপরও লোক আমাকে খাতির করে। জোর করে ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়। বলে যা খুশি খান। আমি শুধু এক কাপ চা খাই। লোকমানের গ্রামের বাড়ি ভৈরব। কথায় কথায় একদিন লোকমান বলল- তাদের গ্রামের বাড়ির রান্না ঘরের ছাদ থেকে পানি পড়ে বৃষ্টির দিনে। তারপর থেকে আমি প্রায়ই ভাবি লোকমানদের বাড়ির রান্না ঘরের কথা। সামনে আসছে বর্ষাকাল। এদিকে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ঢাকা শহরে কিন্তু কুকুরের সংখ্যা বেড়ে গেছে। এখন প্রায় সব এলাকাতে অসংখ্য কুকুর। এরা দিনরাত ঘেউ ঘেউ করতেই থাকে। আগে সিটি কর্পোরেশনের লোকজন এসে কুকুর গুলোকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নিয়ে যেত। এখন মনে হয় কয়েকে বছর ধরে নিচ্ছে না।

১। প্রতিটা ছবির পেছনে একটা করে গল্প থাকে। এই ছবিটার পেছনেও একটা গল্প আছে। কোনো একদিন বলব। কত কি আছে লেখার। অথচ সময় কত কম!

২। গ্রামের নাম তালতলি। নওগা।

৩। রসুলপুর। বাগেরহাট।

৪। নীলা।

৫। কক্সবাজার।

৬। সম্নুদ্রের চিংড়ি।

৭। কৃষ্ণচূড়া গাছ আসলে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

৮।

৯। কবি বলেছেন, ভোরের আকাশ দেখা দারুন ব্যাপার। যদিও ছবিটা যখন তুলি, তখন সন্ধ্যা ঘনায়মান।

১০। ফারাজার জন্মদিনের কেক।

১১। ফারাজা তাবাসসুম খান (ফাইহা)।

১২। আমার বন্ধু শাহেদ জামাল এবং তার স্ত্রী।

১৩। শিশুদের জন্যই দীর্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।

১৪। প্যাঁক প্যাঁক কম করো। নইলে কপালে দুঃখ আছে।

১৫। যখন সূর্য ডুবে যায়। সময় তখন থমকে দাঁড়ায়।

১৬। এবার আমার ছাদে আম গাছে আম হয়নি। গত বছর অনেক আম হয়েছিলো।

১৭। আমার কন্যা পরী।

১৮। আমরা।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ রাত ৯:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভালো লাগলো।

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০২২ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এবারের ছবি ব্লগটা আসলেই চমৎকার হয়েছে। প্রায় সবগুলি ছবি ভালো হয়েছে।

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।

৩| ১৮ ই মে, ২০২২ রাত ১০:৩৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল লেগেছে।

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৮ ই মে, ২০২২ রাত ১১:২৯

গরল বলেছেন: ১৫ নং ছবিটা অসাধারণ হয়েছে, ১ম ছবিটা দেখে ভয় পেয়েছি, ১৮ নং ছবিতে মনে হচ্ছে কোন অন্যায় করে ভাবির কাছে ক্ষমা চাচ্ছেন, হাহাহা।

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

৫| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



ঢাকার আবহাওয়া কেমন?

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: গরম। খুব গরম।
কন্যাকে নিয়ে এখন চার তলায় ঘুমাই। চার তলায় এসি আছে।

৬| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেলুনে কাজ করা লোক দা-বটির দোকানে কী করে?

১৯ শে মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সেলুনে কাজ করে লোকমান।
আর দা বটির দোকানের লোকটার নাম আবদুল মোতালেব।

৭| ১৯ শে মে, ২০২২ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝে মাঝে কথার খেই হারিয়ে ফেলেন?
কোথায় লোকমানের রান্নাঘর, আর কোথায়
রাস্তার ঘেউ ঘেউ করা কুত্তা। এদের মাঝে
যোগসূত্র কি? পাগল হয়ে যাচ্ছেন না তো।
না কি বউর ঝাড়ি খাইছেন?

১৯ শে মে, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: ছবি পোষ্ট দিলে উপরে কয়েক লাইন লিখতে হয়। না লিখলে পোষ্ট অনেক লম্বা হয়ে যায়। তখন প্রথম পাতা অনেকখানি দখল হয়ে যায়। তাতে অন্য লেখা গুলো পেছনে চলে যায়। তাই হাবিজাবি লিখেছি।

৮| ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: গ্রামের মানুষ এখন এতোটাই আধুনিক হয়েছে-যা গত সপ্তাহে গ্রামে গিয়ে দেখে এলাম। অনেকেই সম্মান করে ডেকে বলে- "ভাই আসেন একটা ঠান্ডা খাওয়াই..."- খেতে না চাইলেও তাদের আন্তরিক আপ্যায়ণে না করার সুযোগ নাই। যে কয়জনের দাওয়াত কবুল করেছি তারা সবাই হয় "পাওয়ার" অথবা "গিয়ার" নামের একটা ক্যাণ হাতে ধরিয়ে দেয়!
অথচ, ছেলে বেলায় কোনো বাড়িয়ে গেলে ডাবের পানি দিয়ে আপ্যায়ণ করতেন।

১৯ শে মে, ২০২২ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: সব নিয়ম কানুন বদলে গেছে।

৯| ১৯ শে মে, ২০২২ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওঅঅনার ছবি তোলার হাত ভালো!
নীলার ছবি খুব যত্ন করে তুলেছেন!

২০ শে মে, ২০২২ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: ছবি তুলে তুলে নীলাকে মুগ্ধ করেছি। তারপর নীলাকে পেয়েছি।

১০| ২০ শে মে, ২০২২ রাত ১২:২৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ছবি ভালা পাইলাম ভাই B-) :-B

২০ শে মে, ২০২২ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.