নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৬৭

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ছবিঃ আমার তোলা।

হ্যাঁ এরকম বহু কথা আছে।
বহু গল্প আছে। আমার, একান্তই আমার। যা কখনও কাউকে বলিনি। কিন্তু আজ আপনাকে আমি একটা দুঃখের গল্প বলতে চাই। আমার জীবনের দুঃখের গল্প। সত্যি গল্প। কষ্টের গল্প। শান্তির কথা বলব না। কারন মানুষ যত কষ্ট পায় তত খাটি হয়। ঠিক স্বর্নের মতো। স্বর্ন যত পুড়ে তত খাটি হয়। এজন্যই আপনাকে আমার একটা দুঃখের গল্প বলছি। আমার জীবনের গল্প নাটক সিনেমা বা গল্প উপন্যাসকেও হার মানায়।

লেখাপড়া শেষ করছি, চাকরী পাই না।
শুধু জুতা ক্ষয় করছি। বাবা মায়ের অনেক বয়স। তাঁরা বেশ অসুস্থ। ডাক্তার দেখালে বলবে, এখুনই হাসপাতালে ভরতি করান। ঢাকা নাই ভরতি করাবো কি করে? এদিকে আমার তিন বোন। দুজনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। পরিবারের সবাই আমার একটা চাকরীর অপেক্ষায়। একটা চাকরী আমাদের পুরো পরিবারের চেহারা বদলে দিবে। বাবা মা সারাদিন নামাজ পড়ে আল্লাহর কাছে আমার চাকরীর প্রার্থনা করে। অথচ চাকরী নাই। আমাদের কোনো ক্ষমতাবান মামা চাচা নেই, যে ফোন করে বললেই চাকরী হয়ে যাবে।

তবে আমার দুটা টিউশনি ছিলো।
অল্প কিছু টাকা আসতো। টিউশনি করেও শান্তি নেই, ওদের চল্লিশ কেজি চালের বস্তা টেনে পাঁচ তলায় তুলে দিতে হতো। মাস্টার্স পাশ করে শেষমেষ কোনো উপয়া না দেখে- একটা অফিসে পিয়নের চাকরী নিলাম। খুব অল্প টাকা বেতন। মাত্র আট হাজার টাকা। বাসায় সবাইকে বললাম, চাকরী হয়েছে। কি চাকরী সেটা এড়িয়ে গেলাম। অফিস শেষ হওয়ার পরও স্যাররা আমাকে নানান জায়গায় পাঠায় তাদের ব্যাক্তিগত কাজ দিয়ে। বাসায় ফিরতে ফিরতে রাত ১০/১১ টা। অথচ অফিস ছুটি হয় বিকেল ৫ টায়। অমানবিক পরিশ্রম করে যাচ্ছি। যাই হোক, এভাবে দিন যাচ্ছে। মাস শেষ সেলারি পাবো। তারউপর সামনে ঈদ। অফিস আমাকে খুশি হয়ে ৮ হাজার টাকার বদলে ১০ হাজার টাকা দিলো। বলল, তাঁরা আমার কাজে খুশি।

পকেটে ১০ হাজার টাকা। খুব খুশি লাগছে।
ভাবছি এত টাকা দিয়ে কি কি করবো। বাবার জন্য পাঞ্জাবী, মায়ের জন্য শাড়ি। বোনদের জন্য জামা। সেমাই, পোলাউ, মাংস। কিন্তু আমার এসব কিছুই কেনা হয়নি। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। হারিয়ে ফেলেছি অথবা পকেটমার হয়ে গেছে। মাথায় যেন পুরো আকাশটা ভেঙ্গে পড়লো। ঈদের দিন বাবা মা আর বোনদের নিয়ে না খেয়ে থাকলাম। ঈশ্বর মনে হয় আছেন, ঈদের সারাটা দিন না খেয়ে থাকতে হয়নি, পাশের বাসার রুনা ভাবী বড় বোলে করে একগাদা খাবার দিয়ে গেলেন। রুনা ভাবী আমাদের জন্য অনেক করেছেন। অনেক।

একদিন সম্পূর্ন অকারনে চাকরীটা চলে গেলো।
এদিকে আমার বড় বোনকে বা কারা কিডনাপ করলো। অনেকে থানা পুলিশ করলাম। বোনকে আর খুঁজে পেলাম না। কেউ কেউ বলল, আমার বোনকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে নাকি একটা চক্র বিক্রি করে দিয়েছে। বাবা মা মারা গেলেন বিনা চিকিৎসায়। আমার চোখের সামনে। মেজো বোন মারা গেলো ক্যান্সারে। আমি বেঁচে আছি। আর বেঁচে আছে আমার ছোট বোনটা। তিন বছর হলো ছোট বোনটাকে বিয়ে দিয়েছি। ছোট বোনের স্বামী কলেজ শিক্ষক। গত বছর তাদের জমজ সন্তান হয়েছে। নাম রেখেছি আমি টাপুর টুপুর।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ইহা কি সত্য গল্প?

২৭ শে মে, ২০২২ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সত্য।

২| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮

গেঁয়ো ভূত বলেছেন:


জীবনের গল্প, সমবেদনা। ভাল থাকুন।
ঢাকা নাই ভরতি করাবো কি করে? (টাইপো ঠিক করে দিন। )

২৭ শে মে, ২০২২ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এখন আমার বানানের সমস্যা কম হয়। একসময় লাইনে লাইনে ভুল হতো।

৩| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

রানার ব্লগ বলেছেন: জীবন এমনি। পাশের বাসার ভাবীর সাথে একটু রঙ তামাশা করতেই পারতো চরিত্র।

২৭ শে মে, ২০২২ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: রঙ তামাশা অসহায় এবং দরিদ্র মানুষেরা করতে পারে না।

৪| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ছবিটিকি আপনার তোলা খোবই পছন্দের একটি ছবি?
বেশ কয়েকবার মনে হয় এটি ব্যবহার করেছেন।

২৭ শে মে, ২০২২ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এই ছবিটা আমার ভালো লাগে। এই জন্য ঘুরে ফিরে এই ছবিটা বেশি ব্যবহার করি।

৫| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:


ইহাকে পদ্যে লেখেন, ইহা বাংগালী তরুণ তরুণীদর জাতীয় সংগীতে পরিণত হোক।

২৭ শে মে, ২০২২ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: জীবন খুব কঠিন। এই প্রজন্ম তা জানে না। বুঝে না। তাদের চোখে টিনের চশমা।

৬| ২৭ শে মে, ২০২২ রাত ৯:০৪

জুল ভার্ন বলেছেন: কারোর না কারোর জীবনের গল্প এমনই।

২৭ শে মে, ২০২২ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: এই জন্যই আমি এই পোষ্টের শিরোনাম দিয়েছি জীবনের গল্প।

৭| ২৭ শে মে, ২০২২ রাত ১০:০০

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: কারো না কারো জীবন তো এমনই। এমন বহু ঘটনার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে

২৭ শে মে, ২০২২ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: এটাই মনে হয় আমার পোষ্টে করা আপনার প্রথম মন্তব্য।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকুন।

৮| ২৭ শে মে, ২০২২ রাত ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জীবন সবার ক্ষেত্রে সঠিক আচরণ করে না ।
আপনি তেমন এক জীবনের গল্প তুলে এনেছেন।
টাপুর টুপুরের মা বাবার গল্প অন্য রকম হোক।
নিশ্চয়ই আপনি লিখবেন একদিন।

ধন্যবাদ। চমৎকার লেখা।

২৮ শে মে, ২০২২ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ টাপুর টুপুরকে নিয়ে লিখব।

অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.