নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩৮

২৩ শে জুন, ২০২২ দুপুর ২:২৭



প্রিয় কন্যা আমার-
আজ অনেকদিন পর তোমাকে নিয়ে লিখছি। তোমার এখন দেড় বছর চলছে। তুমি সুন্দর করে হাঁটতে পারো। দুই একটা কথাও সুন্দর বলতে পারো। যেমন, আয়, না, বাবা, মা, বাইরে, নীচে, গাড়ি, আলু ইত্যাদি। আমি তোমার অনেক কথাই বুঝি না। কিন্তু তোমার মা বুঝে ফেলে। তোমাকে নিয়ে আমাদের বেশ সুন্দর সময় যাচ্ছে। সবচেয়ে বড় কথা ঘুম থেকে উঠেই তোমাকে যখন দেখি, কি যে ভালো লাগে। মনে হয় আকাশ থেকে একটা ফেরেশতা নেমে এসে আমার পাশে বসে আছে। এত সুন্দর লাগে তোমার মুখটা! দিনের শুরুতেই মনটা ভরে থাকে। দীর্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা করে। এখন তোমাকে রেখে কোথাও যেতে ইচ্ছা করে না।

প্রিয় কন্যা ফারাজা,
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী কে জানো? সালমান এফ রহমান। প্রায় সতেরো হাজার কোটি টাকার মালিক তিনি। বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টা। এত এত টাকা দিয়ে উনি কি করবেন? হুট করে মরে গেলেই তো সব শেষ। এই যে দেশে সিলেটে হাজার হাজার মানুষ পানি বন্ধী। তাদের খাবার নেই। থাকার জায়গা নেই। কি ভীষন কষ্ট তাদের। দেশের ধনীরা তাদের জন্য কি কিছু করেছেন? অথচ সাধারন মানুষ ঢাকা থেকে ত্রান নিয়ে সিলেটে গিয়েছে। তাদের স্বাধ্যমত চেষ্টা করেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। গত কদিন ধরে অনেক স্বেচ্ছাসেবী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একজন মানুষ আরেকজন সমস্যাগ্রস্ত মানুষের জন্য করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু সবাই করে না। করার মানসিকতা নেই।

প্রিয় কন্যা আমার-
সেদিন তোমাকে নিয়ে গ্রামে গেলাম। তুমি খুব আনন্দ করেছো সারাদিন। মাটির উঠানে ছোটাছুটি করেছো। ইচ্ছা মতো খেলেছো। প্রথমে ভেবেছিলাম তুমি আর তোমার মা যাও। পরে ভাবলাম আমাকে ছাড়া তোমার ভালো লাগবে না। সারাদিন আমাকে খুঁজে বেড়াবে। একটু পর পর তোমার মাকে জিজ্ঞেস করবে 'বাবা' কই? বাবা! অবশ্য তুমি বাসায় না থাকলে আমারও ভালো লাগে না। অথচ দেখো দেড় বছর আগেও তুমি ছিলে না। তুমি দুনিয়াতে এসে আমাদের সব নিয়ম কানুন বদলে দিয়েছো। আমরা খুশি। যাইহোক, সেদিন বাজার থেকে পাঁচ কেজি হিমসাগর আম এনেছি। তোমাকে আম খাইয়েছি। তুমি বেশ আরাম করেই খেয়েছো। হিমসাগর আম আমারও খুব পছন্দ। ড্রাগন ফলটাও সেদিন তুমি খেয়েছো।

প্রিয় কন্যা ফারাজা,
ইদানিং তোমার অভ্যাস হয়েছে বাথরুমে গিয়ে বালতির পানি ধরা। গোপনে তুমি আমার এবং তোমার মায়ের চোখ ফাঁকি দিয়ে বাথরুমে চলে যাও। ঘরের কোথাও তোমাকে খুঁজে না পেয়ে, শেষে বাথরুমে তোমাকে পাওয়া গেলো। বেশ কয়েকবার এমন হয়েছে। বাথরুমের দরজায় সমস্যা আছে। লক হয়ে গেলে বাইরে থেকে খোলা যায় না। আর তুমিও ভেতর থেকে খুলতে পারবে না। ইদানিং তুমি ঘরের দরজা খোলা পেলে সিড়ির কাছে চলে যাও। গিয়ে সিঁড়ির র‍্যালিং ধরে নিচে তাকাতে চেষ্টা করো। ইহা ভুল। বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। এত চিন্তা আর ভালো লাগে না। চোখে চোখে রাখতে হয়।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


মেয়ে এগুলো অবশ্যই পড়তে হবে, রেখে দেন যত্ন করে।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আমার কাছে কিছু নাই। সব সামুতে আছে।
সামু থাকলে লেখা থাকবে। সামু আমাকে ব্যান করে দিলে সমস্ত লেখা গায়েব হয়ে যাবে মুহুর্তেই।

২| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় ভাতিজী ফারাজা,
বড় হও দীর্ঘ হও শুধু বেড়ে উঠো শুধু বেড়ে।
সূত্র - জেমস এর গান।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কন্যাদের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ বাবুটাকে নেক হায়াত দান করুন

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনায়ার কন্যাসহ পৃথিবীর সকল
কন্যার নিরাপদে বেড়ে উঠুক এই নষ্ট
সময়ে নষ্ট পৃথিবীতে।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৬| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



তাকে বুঝায়ে বলেন, বাথরুমে না যেতে। আপনি হাতে ধরে তাকে বাথরুমের সামনে নিয়ে বলবেন, ভেতরে না'যতে।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ইদানিং সে গাড় ত্যাড়ামি করে।

৭| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৮

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা নিরন্তর।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার চিঠি। এগুলো সংরক্ষণ করুন!
বাবার কোলে চড়ে কন্যার আম পাড়ার ছবিটা খুব সুন্দর! দু'জনকেই সুন্দর, ম্যাচিং পোষাকে স্মার্ট দেখাচ্ছে!
দুই কন্যার জন্য শুভকামনা....
পোস্টে প্লাস। + +

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.