নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ সকলের সাথে মিলেমিশে থাকতে শিখবে কিভাবে?

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৩

ছবিঃ আমার তোলা।

এই যুগটা একেবারে আলাদা।
একসময় মানুষ সহজ সরল ছিলো। মানবিক ছিলো। একজনের বিপদে আরেকজন এগিয়ে যেতো। ১৯৪৭ সালের পর মানুষ খুব দ্রুত বদলে যেতে শুরু করে। বদলাতে বদলাতে মানুষ এখন নিষ্ঠুর এবং অমানবিক হয়ে গেছে। কাজেই এ যুগে কারো সাথে মিলেমিশে থাকা যায় না। সম্ভব না। আপন মার পেটের ভাই বোনের সাথেও মিলেমিশে থাকা যায় না। দ্বন্দ লেগেই আছে। ঘরে বাইরে সব জায়গায় দ্বন্দ। কারো মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা নেই। আপন ভাইবোন ছাড়াও বাবা মায়ের সাথেও দ্বন্দ লেগে আছে। প্রতিটা ঘরে ঘরে একই কাহিনী। এযুগের মানুষ জানে না তার পাশের ফ্ল্যাটের লোকজন কেমন আছে। জানতে চায় না। দিন দিন মানুষ বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে।

বর্তমান সময়ের মানুষ ঘর থেকে বাইরে বের হলেই অমানুষে পরিনত হয়।
যে পিতা তার পরিবারের কাছে আদর্শবান, হৃদয়বান- সেই পিতাও রাস্তায় বের হলে অমানুষ হয়ে যায়। আপনি সকালে অফিসে যাবেন, বাসে উঠতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে। কেউ একজন কোনো রকমে বাসে উঠতে পারলে সে আর অন্য কাউকে সুযোগ দেবে না। বাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। হাজার অনুরোধ করেও তাকে সরানো যাবে না। অফিসে গিয়েও শান্তি পাবেন না। অফিস পলিটিক্স আপনাকে দৌড়ের উপর রাখবে। তখন চাকরী কি করে বাচাবেন এই চিন্তায় আপনাকে অস্থির হয়ে থাকতে হবে। মানুষ অন্যায় করবে, অবিচার করবে- সব দেখে শুনেও এই সমাজে চুপ করে থাকতে হয়। সবাই চুপ করে থাকে। সমাজের খারাপ ব্যাপার গুলো এখন অলিখিত নিয়মে পরিনত হয়েছে। সবাই চুপ।

বাজারে যাবেন মানুষ আপনাকে ঠকাবে।
ফল কিনবেন, মাংস কিনবেন মাপে কম দিবে, সবাই যেন ঠকানোর জন্যই বসে আছে। ব্যবসায়ীরা মনে করেন কাউকে ঠকাতে পারলেই বুঝি জিতে গেলাম। সমাজে বেশির ভাগ মানুষের মানসিকতা এরকম। জিততে হলে ঠকাতে হবে। যে 'মানুষ', 'মানুষ'কে ঠকাতে চায় তার সাথে কিভাবে মিলেমিশে থাকা যায়? কাজেই মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। বর্তমান সমাজের সব মানুষ মন্দ। এই সমাজে কোনো ভালো মানুষ নেই। যাদেরকে ভালো 'মানুষ' বলে মনে করছেন, তাঁরা ভালোর মুখোশ পড়ে আছে। এই সমাজে কেউ ভালো না। মসজিদের ইমাম ভালো না, মন্দিরের পুরোহিত ভালো না, গির্জার ফাদার ভালো না। স্কুলের শিক্ষক ভালো না। ডাক্তার, লেখক, ব্লগার, চাকরিজীবী, ব্যবসায়ী কেউ ভালো না। তাছাড়া এই সমাজের কেউ কারো সাথে মিলেমিশে থাকতে চায় না।

কথায় বলে, বোবার কোনো শত্রু নেই।
এই সমাজে টিকে থাকতে হলে, ভালো থাকতে হলে- বোবা হয়ে যেতে হবে। অন্যায় অবিচার দেখেও না দেখার ভান করতে হবে। এখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের দীর্ঘদিন সম্পর্ক থাকে না। এর কারন কি? এর কারন হচ্ছে- কেউ কারো ভালো সহ্য করতে পারে না। বাঙ্গালী বড্ড হিংসাপ্রবন। এই সমাজের লোকজন- কারো ক্ষতি হয়েছে, কেউ বিপদে আছে- শুনলে খুশি হয়। তালি দেয়। এখন আপনিই বলুন সমাজে এরকম মানুষের সাথে মিলেমিশে থাকা যায়? সম্ভব? দিনের পর দিন- মানুষের নোংরামি, বদমাশি, কপতটা, হিংসা, অতি নিম্ম মানসিকতা, হারামিপনা, তেলামি, চাটুকারিতা গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। দেখে দেখে মানুষের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। তাই মানুষের কাছ থেকে আমি দূরে থাকি। এখন- ভালো আছি।

এই সমাজে কেউ কারো না।
মানুষের লোভ, হিংসা, আত্মকেন্দ্রিকতা, হিংসাত্মক মনোভাব, নিম্ম মানসিকতা, রেষারেষি, কুটিলতা জটিলতার কারণে- একান্নবর্তী পরিবার গুলো ভাঙতে ভাঙতে আজ আর একান্নবর্তী পরিবার চোখে দেখা যায় না। সবাই আলাদা হয়ে গেছে। সবাই বদলে গেছে। এযুগের মানুষ তার নিজের পরিবারের বাইরে কারো কথা ভাবে না। চিন্তা করে না। আজ যে বন্ধু, কাল সে শত্রু। এজন্য এযুগে সত্যিকারের ভালো মানুষ নেই। মহৎ মানুষ নেই। হৃদয়বান মানুষ নেই। তাই কারো সাথে মিলেমিশে থাকা সম্ভব নয়। হাজার চেষ্টা করলেও সম্ভব না। যারা মিলেমিশে আছে, তাঁরা উপরে উপরে মিলে আছে। ভিতরে ভিতরে একজন আরেকজনের শত্রু। সুযোগ পেলেই ছোবল দিবে। তাই মন্দ মানুষের সাথে মেশার চেয়ে একা থাকা ভালো।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বেশীর ভাগ মানুষ এখন খুব বেশী স্বার্থপর।
তাদের নিয়ে বেশী ভাবা ঠিন না।
কথা বলে- বোবারও শত্র আছে। সেও ছিনতাইয়ের শিকার হতে পারে। পারে আরো খারাপ কিছুর স্বীকার হতে।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
আপনি আমার চেয়ে ভালো জানেন বাংলাদেশের মানুষ সম্পর্কে।

২| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:১২

বিষাদ সময় বলেছেন: ভালো লাগলো। কেউ ডানে খারাপ, কেউ বামে খা্রাপ, কেউ উপরে খারাপ, কেউ ভিতরে খারাপ আর যার কোনদিক্ই খারাপ পাওয়া যাচ্ছে না তার খারাপ অনেক গভীরে সেটা উন্মোচন করতে অনেক দূর যেতে হবে। তবে একটা কথা মনে রাখা প্রয়োজন মানুষ শক্তের ভক্ত, নরমের যম।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

৩| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেয়ামত নজদিক। কেয়ামত যত নজদিক হয় মায়া মহব্বত ততই দূরে চলে যায়।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: সমাজের কোনো মানুষই কেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে না।
মানুষ অমানবিক হওয়ার পেছনে ''কেয়ামতের'' কোনো ভূমিকা নেই।

৪| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ সীমিত সম্পদ ও অসম সুযোগের চক্রে আটকা পড়েছে; মানুষ সম্পদ সৃষ্টি করার মতো শিক্ষিত ও দক্ষ নয়, কিন্তু সবাই ভালো থাকতে চায়; সীমিত সম্পদ ও অসম সুযোগ ভয়ংকর পরিস্হিতির সৃষ্টি করেছে।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। এর সাথে আমি যোগ করতে চাই- এই সমাজ বদলে যাওয়ার অন্যতম প্রধান কারন হচ্ছে ধনী গরীবের মধ্যে আকাশ সমান বৈষম্য।

৫| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: সমাজের কোনো মানুষই কেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে না।
মানুষ অমানবিক হওয়ার পেছনে ''কেয়ামতের'' কোনো ভূমিকা নেই।


গৌরীপুর জংশন থেকে কোট করেছিলাম।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: হুমায়ূন এর ভুত থেকে মুক্ত হোন। চারপাশে আরো ভূত আছে সেগুলো কে কখন আঁকড়ে ধরবেন?

৬| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলার মানুষকে বর্তমানে আপনি দশে কত রেটিং দিবেন?

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: দশে তিন দিবো।
অথচ আমি দশে দশ দিতে চাই।

৭| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৭

জুল ভার্ন বলেছেন: স্বার্থপরতাই এখন মূল্যবোধ!

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: এই জন্যই এই দেশে ভালো মানুষেরা বিদেশে চলে যেতে চায়।

৮| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: হুমায়ূন এর ভুত থেকে মুক্ত হোন। চারপাশে আরো ভূত আছে সেগুলো কে কখন আঁকড়ে ধরবেন?

হা হা হা ভালো বলেছেন। তবে আমার পেশাগত জীবনে শিল্পসাহিত্য কোন কাজে আসেনি। হুমায়ুন বঙ্কিম মানিক আমার আর্থসামাজিক এবং জীবনধারণ পরিবর্তনের কোন অবদান রাখেনি। এইগুলো আমার আনন্দের জন্য পড়ি। ভালো লাগে।
তাই নতুন কোন ভুত আঁকড়ে ধরার তেমন ইচ্ছা নেই।
মন্তব্যটা মজা করে করেছিলাম।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: বই পড়ার দরকার আছে। সেটা তো আর পুরোপুরি অস্বীকার করতে পারবেন না।
আমি 'ভূত আকড়ে ধরা'' বলতে, বুঝাতে চেয়েছি আরো তো অনেক লেখক আছেন। সুনীল, শীর্শেন্দু, সমরেশ মজুমদার ইত্যাদি দেখকদের।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৯| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওই তো পড়িই। গত দুইবছরে কোন বই পড়া হয়নি। ইন্ডিয়ান কিছু রাইটারের কিছু বই আমার কাছে সিনেমা মনে হয়েছে।
শীর্ষেন্দু আর সুনীলের ভক্ত বলতে পারেন। একজন মানুষ কতটা পড়াশোনা করে বই লেখেন সেটা জানতে সুনীলের তথ্য সূত্র দেখলেই জানা যায়।
লিখতে হলে আসলে অনেক পড়তে হয়।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৯

রাজীব নুর বলেছেন: শীর্ষেন্দুর চক্র, কাগজে বউ, পার্থিব, দূরবীন পড়েছেন নিশ্চয়ই?
সুনীলের পূর্ব পশ্চিম আবার পড়া শুরু করেছি।

১০| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

কামাল৮০ বলেছেন: সুন্দর বিশ্লেষণ।ভোগবাদী অর্থনিতি এর জন্য দায়ী।বিশ্ব থেকে বাংলাদেশ আলাদা না।কানাডা ইউরোপের কিছু দেশ এবং জাপান ছাড়া বাকি বিশ্বের একই চিত্র।যুদ্ধ স্থায়ী হলে ইউরোপ তাদের চরিত্র হারাবে।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৯

রাজীব নুর বলেছেন: কোনো যুদ্ধই দীর্ঘস্থায়ী হয় না।

১১| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার মনের হরষে লিখতে থাকুন
সামুর উন্মুক্ত প্লাটফর্মে। আমি
কয়েক দিন ছুটি নেই!

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: ছুটি? কেন??
যাবেন কই?

১২| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: হিংসুকরা যতদিন পর্যন্ত আমাদের দেশে থাকবে তদদিন পর্যন্ত মিলেমিশে থাকা অলীক কল্পনা। কারো ভালো কিছু এদের সহ্যই হবেনা।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: সত্য কথা।

১৩| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: শীর্ষেন্দুর চক্র, কাগজে বউ, পার্থিব, দূরবীন পড়েছেন নিশ্চয়ই?
সুনীলের পূর্ব পশ্চিম আবার পড়া শুরু করেছি।

সব পড়েছি ভাই। সুনীলের সেই সময় প্রথম আলো সব সংগ্রহে আছে।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
যদি সম্ভব হয়- তাহলে শীর্শেন্দুর ''কাগজের বউ'' এর রিভিউ দিবেন। প্লীজ।

১৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি রিভিউ দিতে পারিনা ভাই। এই জিনিসটা পারলে বুক রিভিউ নামে নিজের পেইজ খুলতাম।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: চেষ্টা করলে ঠিকই পারতেন। আলসেমি বাদ দেন। রিভিউ লিখুন।

১৫| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি সুন্দর হয়েছে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.