নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
বাংলাদেশ, ভারত গরীব দেশ।
দেশের বেশির ভাগ লোক গরীব। গরীব দেশের জনগন কোনো কিছু নিয়েই বিলাসিতা করতে পারে না। তাঁরা তিনবেলা খাবারের চিন্তায় অস্থির থাকে। কবিতা কখন পড়বে? নজরুল-রবীন্দ্রনাথ লিখতেন জ্বালাময়ী কবিতা। তাদের কবিতায় তেজ ছিলো, ধার ছিলো। সেই সব কবিতা মানুষের বুকে গিয়ে ধাক্কা দিতো। কাঁপন ধরিয়ে দিতো। অসহায় ও দরিদ্র মানুষ তাদের কবিতা পড়ে ভরসা পেতো। সাহস পেতো। বেঁচে থাকতে শিখতো। এখনকার কবিরা কি লিখেন তা তাঁরা নিজেরাও জানেন না।
নজরুল-রবীন্দ্রনাথের মতো কবি ভারত বাংলাদেশে আর নাই।
এখন যারা পুতুপুতু টাইপ কবিতা লিখছেন- সেই সব কবিতার কোনো আগা মাথা নেই। সেই সব কবিতা কেউ পড়ে না। বাংলাদেশে কবিতার বই একেবারেই চলে না। তিন শ' বই ছাপালে ২০ কবি বই বিক্রি হয় না। প্রতি বছর বাংলাদেশে দুই হাজার কবিতার বই বের হয়। কোনো এক বিচিত্র কারনে বাংলাদেশের মানুষ কবিতা লিখতে পছন্দ করে। কবিতা নাম দিয়ে যা লেখা হয় তা অতি অখাদ্য। তবু কিছু লোক কবি খেতাব পাওয়ার জন্য অখাদ্য লিখে চলেছে। বতর্মানে বাংলাদেশে ৫ জন ভালো কবি খুঁজে পাওয়া যাবে না।
ফেসবুকে হাজার হাজার কবি দেখা যায়।
সত্য কথা বলি- ফেসবুক না থাকলে আমার জানাই হতো বাংলাদেশে এত এত কবি আছেন। এই তথাকথিত কবিরা কবিতার বারোটা বাজিয়ে দিয়েছে। ফেসবুক কবিরা কবিতার সর্বনাশ করেছে। এদের শাস্তি হওয়া উচিৎ। হাজার হাজার অকবিদের ভিড়ে দু চারজন ভালো কবি'রা হারিয়ে গেছেন। কবি রুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদের কবি ও কবিতা নিয়ে অনেক মূল্যবান কথা বলেছেন। আমার নিজের কথা বলি- আমি কবিতা লিখতে পারি না। তবুও আমি কবিতা লিখি। যে কবিতা মানুষকে পথ দেখায় না। আনন্দ দেয় না। ভালোবাসতে শেখায় না। স্বপ্ন দেখায় না।
নজরুল রবীন্দ্রনাথের দিন শেষ।
জীবনানন্দের দিন শেষ। কবিতা দিয়ে আলোড়ন সৃষ্টি করার দিন শেষ। এখন সমস্ত দুষ্টলোকেরা কবিতা লিখছে। গল্প-উপন্যাস লিখছে। এদের কোনো সাহিত্যের জ্ঞান নেই। গদ্য পদ্য কিছুই ভালো করে জানে না। এসব কি লিখেছেন জিজ্ঞেস করলে ভাব নিয়ে বলেন- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য। আসলে দুষ্টলোকজন তাদের অপরাধ আড়াল করার জন্য গল্প, কবিতা, উপন্যাস লিখে ভরে ফেলছেন। সাহিত্য এখন দুষ্টলোকদের দখলে। শুধু সাহিত্য না, সব কিছু এখন দুষ্টলোকদের দখলে। এ যুগের মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক। তাঁরা নিজের ঘর সংসার নিয়েই ব্যস্ত। কবিতা নিয়ে মাতামাতি করার সময় কই? কবিতা কি ভাত দিবে? টাকা দিবে?
বাঙ্গালীরা মূলত প্রেমে পড়লে কবিতা লিখে।
কেউ কেউ নারীদের দৃষ্টি আকর্ষণ করতে কবিতা লিখেন। কবিদের স্বভাব চরিত্র ভালো হয় না। কবিরা সাধারণত নারী ঘেষা স্বভাবের হয়। যে যতই কবিতা লিখুক, দিনশেষে- ফলাফল শূন্য। কবিতা লিখে জীবন চলে না। এজন্য বহু কবি জীবন এবং সংসারের জন্য কবিতা লেখা বাদ দিয়ে দেন। খেয়েপরে বেঁচে থাকতে তো হবে। যাদের টাকা পয়সার অভাব নেই। তারা কবিতা নিয়ে বিলাসিতা করছে। করুক। কিন্তু কবি নজরুন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ কবিতা নিয়ে বিলাসিতা করেন নি। নজরুল রবীন্দ্রনাথের যুগে মানুষ নতুন কবিতার জন্য অপেক্ষা করতো।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: এদের শাস্তি হওয়া উচিৎ।
২| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিদের স্বভাব চরিত্র ভালো হয় না। এটা কোনো কথা? কোন কবিকে কি দেখেছেন চুরি, খুন, ধর্ষণ, দুর্নীতি করেছে?
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: আমি যা দেখেছি, আমি যা জেনেছি- আপনি সে সব জানলে গালে হাত দিয়ে বসে থাকবেনে।
৩| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৫
ককচক বলেছেন: নজরুল রবিন্দ্রনাথের যুগে নাটক, সিনেমা ছিলো না, হাতে হাতে মিউজিক প্লেয়ার ছিলো না। ফলে তখন কবিতা গল্প বা সাহিত্য মানুষের বিনোদন বা আনন্দের একমাত্র মাধ্যম ছিলো।
মানুষ বঙ্কিম, রবীন্দ্রনাথের যুগে গল্প, উপন্যাস, কবিতা পড়ে দৃশ্যপট কল্পনা করতো; এখন সহজে দেখতে পারছে। ভালো ভালো কবিতার আবৃত্তি সহজেই শুনতে পারছে। একটাসময় মানুষ পেপারপত্রিকায় গল্প কবিতার রিভিউ পড়তো। এখন ইউটিউবে রিভিউ শুনছে।
তাছাড়া ব্লগ, ইউটিউব, ফেইসবুক, ইন্সটাগ্রাম, টিভি, পত্রিকা, টুইটার.... অর্থাৎ এখন আলোচনা সমালোচনার প্লাটফর্মের অভাব নেই। ফলে আলোচনা হলেও আমাদের চোখে পড়ছে না। বা আমি যেটা বলতে চাইছি, সেটা যখন অন্যকে বলতে দেখছি তখন আর বলবার প্রয়োজন মনে করছি না।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন। লজিক আছে।
৪| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৪৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুধু ভাল কবি কিংবা লেখক না- কোন প্রকার কাজের প্রতিই এখন আমাদের আন্তরিকতা কম। কারণ আমাদের সময়ের অভাব। একটি কাজ করতে ১ ঘন্টা লাগবে, এমন কাজ আমরা ১০ মিনিটে সেরে ফেলতে চাই।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: আমাদের কবি সাহিত্যিকদের সবচেয়ে বড় ভুল, তাঁরা প্রচুর পড়াশোনা না করেই লিখতে শুরু করেন।
৫| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গত দশ বছরের পর্যবেক্ষণে আপনার প্রিয় কবি কে ?
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: গত ১০ বছরে যারা কবিতা লিখছেন তাদের কবিতা আমার পছন্দ না।
৬| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৯
রবিন.হুড বলেছেন: আমি অনেকদিন ধরে কবিতার সঙ্গা জানা বা বোঝার চেষ্টা করছি। অনেক বিজ্ঞজনের কাছে পদ্য, কবিতা, ছড়া, আধুনিক কবিতা, গদ্য কবিতা এর পার্থক্য জানতে চেয়ে জানতে পারি নাই। তবে আমার ধারনা সকল গানই কবিতা কিন্তু সকল কবিতা গান নয়। কবিতা সম্পর্কে সঠিক কিছু না জেনেই লাইন শেষে ছন্দ মিলিয়ে কিছু মনের কথা লেখার চেষ্ট করেছি তা কবিতা কি না জানি না। তবে আমি নিজেকে কখনও কবি পরিচয় দেই না। তবে মাঝে মাঝে বলি স্কুল জীবনে কবি ছিলাম। প্লেটো কবিদের নির্বাসনে দিয়েছিলেন কারন কবিরা নাকি মিথ্যা (কাল্পনিক তথ্য) বলে। আর পবিত্র কোরআনে কবিদের প্রতারক বলা হয়েছে।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: দুটা সুন্দর তথ্য দিয়েছেন।
১। প্লেটো কবিদের নির্বাসনে দিয়েছিলেন কারন কবিরা নাকি মিথ্যা (কাল্পনিক তথ্য) বলে।
২। পবিত্র কোরআনে কবিদের প্রতারক বলা হয়েছে।
৭| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৫
শেরজা তপন বলেছেন: যে বিষয়গুলা নিয়ে কথা বলেছেন তার খানিকটা গ্রহণযোগ্য কিন্তু কবিদের চরিত্র নিয়ে যেসব কথা বলেছেন সেটা হজম করা কষ্ট!
ঢালাওভাবে একছাঁচে ফেলা ঠিক হয়নি।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: দশটা ফলের মধ্যে একটা পচা ফল থাকলে সে গুলোও পচে যায়।
৮| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ কয়েকদিন পর আপনার লেখাপাঠ করলাম
ভাল আছেন নিশ্চিয়
এখন কার কবি ও কবিতা এক নয় কারণ
ভাব কর্মের মধ্যে রাত দিন পাথর্ক্য
যার ফলে কবিতা শূন্যের দিকে হাঁটছে
ভাল থাকবেন-------
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কবিতা দরকার নাই।
কবিতা দেশ সমাজের কোনো উপকার করছে না।
৯| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুষ্ঠু লোকেরা এখন কবিতা-উপন্যাস লিখে হায় হায় বলে কি?
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: !
১০| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৬
মেহেদি_হাসান. বলেছেন: সে দিন বরষা ঝরঝর ঝরে
কহিল কবির স্ত্রী—
“রাশি রাশি মিল করিয়াছ জড়,
রচিতেছে বসি’ পুঁথি বড় বড়,
মাথার উপরে বাড়ি পড়-পড়
তার খোঁজ রাখ কি!
গাঁথিছ ছন্দ দীর্ঘ হ্রস্ব,
মাথা ও মুণ্ড, ছাই ও ভস্ম,
মিলিবে কি তাহে হস্তী অশ্ব,
না মিলে শস্যকণা!
অন্ন জোটে না, কথা জোটে মেলা,
নিশিদিন ধরে’ এ কি ছেলেখেলা,
ভারতীরে ছাড়ি ধর এই বেলা
লক্ষ্মীর উপাসনা!
ওগো ফেলে দাও পুঁথি ও লেখনী,
যা করিতে হয় করহ এখনি,
এত শিখিয়াছ এটুকু শেখনি
কিসে কড়ি আসে দুটো!”
কবিতা লিখতে হলে রবীন্দ্রনাথের মতো বড়লোক কিংবা নজরুলের মতো কষ্ট সইতে হয় নাহলে ভালো কবিতা আসে না
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে হবে ধনী বা কষ্ট সহ্য করার প্রয়োজন নেই।
১১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: গত ১০ বছরে যারা কবিতা লিখছেন তাদের কবিতা আমার পছন্দ না।
আমার কিন্তু সেইভাবে কাউকে পড়াই হয়নি। সময়ের ৫ জন কবির নাম দিন। পড়ে দেখি।
জীবনানন্দ পরবর্তী সময়ে কেউ কি প্রভাব ফেলেছে বলে মনে করেন ?
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ , মিনার মনসুর খুব পড়েছি। দুজনকেই খুব ভালো লেগেছিলো।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: এই সময়ের পাঁচ কবিদের নাম জানি না। মনে রাখার প্রয়োজন বোধ করি নি। তাদের কবিতা পড়ে পড়ে কবিতার প্রতি ঘৃণা জন্মে গেছে।
জীবনানন্দ পরবর্তী সময়ে প্রভাব ফেলেছে অনেক কবি। এগুলো এক দুই লাইনে বলা যাবে না। বলতে গেলে অনেক আলোচনার দরকার।
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ গ্রেট কবি। তার সমতুল্য কবি এখন বাংলাদেশে নাই।
১২| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মিনার মনসুর পড়েছেন?
'অনন্তের দিনরাত্রী' বই খোঁজ পেলে সংগ্রহ করবেন। আমার কৈশোর তছনছ করে দিয়েছিল।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: ঠিক মনে করতে পারছি না।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:৩৪
কামাল৮০ বলেছেন: ৫২ পরে এক ঝাঁক নতুন কবির আবির্ভাব দেখেছি কিন্তু ৭১এর পর সেটা দেখা যায় নাই।৭১এর পর কেমন একটা হতাশায় পড়ে যায় মানুষ।আজো সেই হতাশা কাটিয়ে উঠতে পারে নাই মানুষ।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী অসৎ রাজনীতিবিদরা।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:৩৮
কামাল৮০ বলেছেন: ৭১এর পর সাহিত্যের কোন শাখায় তেমন একটা উন্নতি হয় নাই।সমাজে একটা অস্থিরতা আছে,সাহিত্য সৃষ্টির জন্য যেটা প্রধান বাঁধা ।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ বলে আজ এই অবস্থা।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৩:২৯
কাছের-মানুষ বলেছেন: এখনকার কবিদের লেখার মান নিয়ে কিছু বলব না, তবে কবিতার বই যাদের বের হয় এখন, অনেকেই মালদার পার্টি, কবি তকমা পাওয়াই যাদের উদ্দেশ্য ! আমি এক ফেইসবুক কবিকে চিনতাম, তিনি প্রায়ই কবিতা লিখতেন এবং পোষ্ট করতেন, সেসবের বেশীর ভাগই মন্তব্য খরায় ভুগত, মাঝে মাঝে তার ফ্রেন্ড লিস্টের কিছু সাহাবী কবিতা পড়ে অনেক উহ-আহ করত, যদিও আমি এই উহ-আহ এর কারণ খুঁজে পেতাম না! কবি একবার অভিমানে বলল আমি আর কবিতা লেখব না! সংগে সংগে ফেন্ডলিস্টের অনেক সাহাবী সহমত জানালো। পরের পোষ্টে কবি অভিমান করে জানালো যারা যারা তাকে কবিতা লেখতে নিষেধ করেছে তাদের অয়ানফ্রেন্ড করবে, এই হল আমাদের কবিদের অবস্থা! যাইহোক সেই কবিকে আর কবিতা লেখতে দেখি না!
আসলে একাল আর সেকাল বলে কিছু নেই! নজরুল, রবীন্দ্র যুগেও যে মানুষ কবিতা বা শিল্প সাহিত্য মানুষ খুব একটা পড়ত না! এ নিয়ে খোদ রবীন্দ্রনাথ এরও আক্ষেপ ছিল এক লেখায় পড়েছিলাম! আর এখনতো বিনোধনের অনেক মাধম!
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
অকবিদের আমি শালা বলে ডাকতে চাই।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:১১
বিটপি বলেছেন: আগেকার দিনে বেডরুম বা লিভিং রূমের সৌন্দর্য ছিল বইয়ে ঠাসা বুকশেলফ। যারা আসত, তারা অপেক্ষা করত দুই একটা বই উলটে বা কবিতা পড়ে। এখনকার দিনে ড্রইং রূম ভর্তি থাকে অকাজের হ্যান্ডিক্রাফট অথবা একখানা টিভি দিয়ে। মানুষের বই পড়ার আগ্রহ নেই, তাই কবিতাও এখন আর টানেনা।
তাছাড়া যেসব কবিতায় ছন্দ নেই - এগুলোকে আমার কাছে কোন কবিতা বলে মনে হয়না। যেমন শামসুর রাহমানের স্বাধীনতা তুমি। এগুলো পড়ে আমি কোন মজা পাইনা। আজকাল এসব কবিতা লেখারই প্রবণতা বেশি। রবীন্দ্র নজরুল এসব বালছাল লেখেননি বলে তাদের বই বাজারে কেটেছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: জীবনানন্দের কবিতা আপনার কাছে কেমন লাগে?
১৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন একটা বিষয়ে আলোচনার অবতারণা।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: আপনি কি এই পোষ্টের পক্ষে আছেন?
১৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৩
রানার ব্লগ বলেছেন: ভাবনায় ফেলে দিলেন !!!!
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: নো টেনশন ব্রো। চিল।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতা লিখে জীবন চলে না।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: রাইট।
২০| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: এ যুগেও কবিতা নিয়ে মাতামাতি থাকা উচিৎ। সাহিত্য ভান্ডারে কবিতার অবস্থান সবা্র উপরে। রবীন্দ্র নজরুল দুইজনই কিন্তু কবি । অকবিরা কবিগনের কদর বুঝার কথা নয়। আপনার কবিতা লেখার কি অবস্থা? কবিতা নিয়ে আলোচনা না থাকায় বন্ধ হয়ে গেলো নাকি। কবিতা সৃষ্টি হয় সাধনার জায়গা থেকে। কবিতা আধ্যাতিকতা । আমি কবিতা লেখার চেষ্টা করি বলে বলছিনা । কবিগণ হৃদয়ের কথা বলিতে ব্যকুল চামারদের দিয়ে কবিতা হয় না ।
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আমি তো কবিতা লিখতে জানি না। কিন্তু কবিতার মতোন করে কিছু লিখতে চেষ্টা করি।
২১| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:১০
কাছের-মানুষ বলেছেন: অকবিদের আমি শালা বলে ডাকতে চাই।
ভাল তবে আপনি শালা বলে ডাকতে চাইলেতো হবে না, তারা আপনাকে দুলি-ভাই হিসেবে চায় কিনা সেটা বড় বিষয়!!
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: তাঁরা আমাকে দুলাভাই ডাকুক আমি তা চাই না। কিন্ততু আমি শালা বলে ডাকতে চাই।
২২| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৩
বিটপি বলেছেন: জীবনানন্দের কবিতায়ও সামান্য হলেও ছন্দ আছে। যেমনঃ
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন
ছন্দ হচ্ছে কবিতার সৌন্দর্য। ছন্দ না থাকলে কবিতা উপভোগ্য হয়না।
০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
আপনি সঠিক কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ যুগের কবিরা (অধিকাংশ) কবিতার নামে
যা লিখে যাচ্ছেন তা কবিতা কিনা তা গবেষণার
বিষয়!