নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
অনেকদিন পর তোমাকে নিয়ে লিখছি। অথচ গত দশ দিন ধরে ভাবছি- তোমাকে নিয়ে লিখতে বসবো। মন মেজাজ ভালো নেই। টানা পাঁচ দিন তোমার জ্বর। ওষুধ খাওয়ার পর জ্বর কমে। আবার জ্বর বাড়তে থাকে। ডাক্তারেরে কাছে গেলাম। ডাক্তার বললেন, ভাইরাস জ্বর। ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ডাক্তার ভালো কথা বললেন, কিন্তু পাঁচটা টেস্ট দিলেন। সব গুলো রক্তের টেস্ট। এই টেস্ট করাতে গিয়ে তোমার খুব কষ্ট হয়েছে। তুমি খুব কান্না করেছো। ডাক্তার তোমার অনেক ররক্ত নিয়েছে। পাঁচ টা টিউবে রক্ত নিয়েছে। একবার ডান থেকে, একবার বাম হাত থেকে। কষ্টে বা ব্যথায় তুমি ছটফট করেছো। তোমার কষ্ট দেখার পর আমার ভীষন খারাপ লেগেছে। ছোট একটতা বাচ্চাকে ডাক্তার এই কষ্টটা না দিলেই পারতেন।
প্রিয় ফারাজা,
ডাক্তার তোমাকে টেস্ট গুলো না দিলেই পারতো। কেন দিলো কে জানে! টেস্ট করার পর দেখা গেলো কোনো সমস্যা নাই। এমন কি জ্বরও নেই। তাহলে এত গুলো টেস্ট কেন দিলো- একটা ২০ মাসের বাচ্চাকে? অনেক টাকা খরচ হয়েছে। টাকা গেছে যাক। সেটা কোনো সমস্যা না। কিন্তু রক্ত নেওয়ার সময় তোমার খুব কষ্ট হয়েছে। ডাক্তার অন্যায় করেছে। যেহেতু ভাইরাস জ্বর। তাহলে এত এত টেস্ট দেওয়ার প্রয়োজন ছিলো না। যাইহোক, এখন তুমি ভালো আছো। সুস্থ আছো। আজ আট দিন ধরে তুমি তোমার নানা বাড়ি আছো। হয়তো আরো এক সপ্তাহ থাকবে। তোমার মামা মামী গেছেন চেন্নাই। বাসায় তোমার নানা আর ছোট মামা আছে। অবশ্য তাঁরা সারাদিন বাসায় থাকেন না। সকালে বের হয় রাতে ফিরে। গতকাল আমি মিরপুর গিয়ে তোমাকে দেখে আসছি। তোমাকে নিয়ে বাইরে বেড়াতে বের হয়েছিলাম। আমার সাথে বাইয়ারে গেলে তুমি খুব খুশি হও।
প্রিয় কন্যা আমার-
তোমার বড় চাচা তোমার মাথার চুল ফেলে দিয়েছে। যদিও বর্ষাকাল চলছে। কিন্তু গ্রীষ্মকালের চেয়ে বেশি গরম। এজন্য তোমার বড় চাচা তোমার, রোহা'র আর শাবিবের চুল ফেলে দিয়েছে। তোমার বড় চাচা তোমাদের খুব ভালোবাসেন। আমার মনে হয় না- দুনিয়ার কোনো নাপিত কারো চুল এত আগ্রহ নিয়ে ফেলে। যাইহোক, তুমি এবং তোমার মা বাসায় না থাকলে আমার ভালো লাগে না। যদিও প্রতি দিনই অসংখ্যবার ভিডিও কলে কথা হচ্ছে। ফারাজা, তোমাকে যদি বলি, বাবাকে ভালোবাসো? তুমি বলো- ''হ্যাঁ বাসি'। 'বাসি' বলে একটা টান দাও। বাবাও তোমাকে অনেক ভালোবাসে। অনেক। তোমার বিশ মাস বয়স চলছে। মোটামোটি তুমি অনেক কথা বলতে পারো। একদিন তোমার বিশ বছর হবে! তত দিন কি আমি বেঁচে থাকবো? হ্যাঁ অবশ্যই বেঁচে থাকবো। বেঁচে থাকা উচিৎ। বেঁচে থাকা দরকার।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
রবীন্দ্রনাথ তাঁর সমস্ত শিল্পকর্ম দিয়ে একটি কথাই যেন বলতে চেয়েছেন- জীবন সুন্দর। জীবন কিন্তু এমনি এমনি সুন্দর হয়ে যাবে না। জীবনকে সুন্দর করে সাজাতে হয়। সাজাতে না পারলেই জীবন অসুন্দর হয়ে যায়। একদম ব্যাড়াছ্যাড়া অবস্থা হয়ে যায়। তোমার জীবন তুমি সুন্দর করে সাজাবে। অন্য কেউ এসে তোমার জীবন সাজিয়ে দিবে না। দেয় না। এরকম হয় না। তোমার ক্ষুধা পেলে, তোমাকেই খাবার নিয়ে খেতে হবে। কেউ তোমাকে খাইয়ে দিবে না। ভালো থাকা, নিজেকে ভালো রাখা- এটা তোমার দায়িত্ব। এবং এটা আমার স্বপ্ন। আমাদের স্বপ্ন অবশ্যই তুমি সত্যি করবে। এখানে আমি বা তোমার মা তোমাকে কিছু বলব না। তুমি যা করবে ভালো করবে- এই বিশ্বাসটুকু নিয়ে আমি থাকতে চাই। তুমি ভালো থাকলেই আমার ভালো থাকা হবে। আমি আনন্দ নিয়ে মরতে পারবো। মরার পরও ভালো থাকবো। কাজেই আমাকে ভালো রাখার জন্য তোমাকে ভালো থাকতে হবে। তুমি জীবনে সৎ থাকবে। সৎ কর্ম করবে। এবং আনন্দ নিয়ে জীবনযাপন করবে। বেঁচে থাকবে। এটা আমার হুকুম এবং দাবী।
প্রিয় কন্যা আমার-
প্রতিদিন দুবার লোডশেডিং হচ্ছে। গতকালের কথা। সন্ধ্যায় আচমকা বিদ্যুৎ চলে গেলো। প্রচন্ড গরম। আমি বাইরে হাঁটতে বের হলাম। আমাদের এলাকায় হাঁটার কোনো জায়গা নেই। আমি পাশের এলাকায় হাঁটতে বের হয়েছি। সেই এলাকায় বিদ্যুৎ আছে। হঠাত শরীর এবং মন খুব খারাপ লাগছে। আমি হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছি না। খুব ঘামছি। ভীষন ক্লান্ত লাগছে। দেখি সামনে একটা মসজিদ। মসজিদে এসি আছে। ৪০/৫০ জন লোক নামাজ পড়ছে। এশার নামাজ। আমি মসজিদে প্রবেশ করলাম। ঠান্ডায় আমার শরীর ভরে গেলো। আরাম অনুভূত হলো। শরীরের ঘাম মুহুর্তেই শুকিয়ে গেলো! লোকজন নামাজ পড়ছে পড়ুক। আমি কিছুক্ষন বিশ্রাম নিয়ে নিই। মসজিদের এসি গুলো ভালো। দারুন ঠান্ডা হয়েছে। ছোট মসজিদ কিন্তু বড় বড় ৪টা এসি। আমি শুয়ে পড়লাম। আরামে আমার ঘুম এসে যাচ্ছিলো। হুজুর কে বলতে ইচ্ছা করলো- হুজুর একটা বালিশ দেন, আর একটা কোলবালিস। আরাম করে একটু ঘমাই।
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৬
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর মতোন ব্লগারকে ব্যান করা অতীব দুঃখজনক। ইহা ভুল। ইহা অন্যায়।
২| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছেলেকে নিয়ে কিছু লেখার ছিল। থাক।
টেস্টের রিপোর্ট কি ?
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: টেস্টের রিপোর্ট- শূন্য। কিছুই না। আজাইরা। শুধু অনেক গুলো টাকা নষ্ট এবং মেয়ের কষ্ট।
৩| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কন্যার জন্য শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: টেস্টের রিপোর্ট- শূন্য। কিছুই না। আজাইরা। শুধু অনেক গুলো টাকা নষ্ট এবং মেয়ের কষ্ট।
তারপরেও তো মনে শান্তি পাওয়া যায়। ভালো থাকুক। সাবধানে রাখবেন। এখন সিজন খারাপ
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: যথেষ্ঠ সাবধান থাকি রে ভাই।
৫| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবে যে বাংলার ডাক্তাররা ঠিক হবেন। অহেতুক হয়রানী। কন্যার জন্য শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: ডাক্তারদের মনে হয় টার্গেট দেওয়া থাকে। টার্গেট পুরা করতে গিয়ে তাঁরা রোগীদের এরকম বিপদে ফেলে।
৬| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমাদের সন্তানরা ভাল থাকুক। দেশের জন্য বড় হউক।
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
৭| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় লেখা মেয়ের জন্য অনেক দোয়া রইল রাজীব দা
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
মেয়েকে নিয়ে লিখাগুলো সংগ্রহ করে রাখেন,সামুর বিশ্বাস নেই।
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করে রাখার অভ্যাস আমার নাই।
৯| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগের মুক্ত আলোয় স্বাগতম।
কন্যার জন্য শুভ কামনা ও দোয়া।
ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।
০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১০| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৩
কামাল৮০ বলেছেন: জীবন সুন্দর করার জন্য ছোটবেলা থেকে তৈরি করতে হয়।আপনিতো মনে হয় মাদ্রাসায় পাঠানোর জন্য তৈরি করছেন।এই গরমে হিজাব।হিজাব পরবে ১৮ বছরেরর পর।যখন সে স্বাধীন মতামত দেয়ার ক্ষমতা অর্জন করবে।তখন ইচ্ছা হলে পরবে।ইচ্ছা না হলে পরবে না।
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমার খুবই পছন্দ। ব্যক্তিগত ভাবে আমি হিজাব টাও অপছন্দ করি।
আপনি তো জানেন, আমি একজন আধুনিক মানুষ এবং সমস্ত রকম কুসংস্কার মুক্ত।
মেয়ে হিজাব পড়েছে কারন তার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে (পোষ্টে সে কথা উল্লেখ করেছি)।
১১| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪৩
বিটপি বলেছেন: প্রিয় কন্যাকে সব সময় হিজাব পড়িয়ে রাখেন কেন? এত ছোট বাচ্চা এসব পড়লে দেখতে ভালো লাগেনা। যে বয়েসে যা স্বাভাবিক, সে বয়েসে তাই পরিধান করতে দিন।
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: ১০ নং মন্তব্যের উত্তর টা আপনারও জন্যও।
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: ১০ নং মন্তব্যের উত্তর টা আপনারও জন্যও।
১২| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৩
অক্পটে বলেছেন: ধর্ম-টর্ম চুলোয় যাক হিজাবটা মেয়েদের সৌন্ধর্য বাড়ায়।
ভালো থাকুক আমার সকল মেয়েরা।
১৩| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: মানব জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। সেটা অস্বীকার করা যাবে না।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১০
খায়রুল আহসান বলেছেন: ছোট বাচ্চাদের হাত ফুটো করে রক্ত নিতে দেখলে আমিও অস্থির বোধ করতে থাকি।
আপনার মেয়ে সুস্থ হয়েছে, এতেই স্বস্তি। মেয়ের জন্য শুভকামনা....
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আজ নতুন একটা পর্ব লিখব কন্যাকে নিয়ে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে কমেন্ট ব্যানে আছি।
কাউকে মন্তব্য করতে পারছি না। মডারেটর সাহেব আমাকে কমেন্ট ব্যান করে, মনে হয় ভুলে গেছেন!!