নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রসুলপুর

০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৩

ছবিঃ আমার তোলা।

শ্রাবণ মাস। নদী, খাল-বিল একদম যৌবনে।
যেদিকে তাকাও শুধু পানি। বাস এবং নৌকায় আসতে হয়েছে। গ্রামের পরিবেশ আসলেই স্বস্তি দেয়। নাম না জানা কত ফুল ফুটে আছে। পুকুরঘাটের শ্যাওলার গন্ধ, এমনকি পাট পচা গন্ধও মন্দ লাগে না। উপভোগ্য।

বিল ভরতি কচুরিপানার ফুল দিয়ে।
দুটা মেটে সাপ এঁকেবেঁকে চলে যেতে দেখলাম। কি সুন্দর দৃশ্য! যাবো রসুলপুর গ্রামে। শুনেছি বনেদি গ্রাম। পুরো গ্রাম গাঢ় সবুজ। প্রতিটি বাড়িতেই নানান রকম ফলের গাছ আছে। হাস-মূরগী, গরু আছেই। আমি যার কাছে যাচ্ছি তার দুই শ' বিঘে জমি আছে। মস্ত বড় দীঘি আছে। দীঘি ভরতি সুস্বাদু মাছে।

রসুলপুর গ্রামের শেষ আছে একটা হিন্দু গ্রাম।
অতি দরিদ্র গ্রাম। এরা মাছ ধরে, জাল বুনে আর নৌকায় আলকাতরা লাগিয়ে জীবিকা নির্বাহ করে। তবে এই গ্রামে দূর্গা পূজা হয় বেশ ধুমধাম করে। পুজার বেশির ভাগ খরচ দেয় রসুলপুর গ্রামের ধনী মুসলমানরা। দুটা গ্রাম বেশ উচুতে। বর্ষায় পানি উঠানে আসে না। তবে কোথাও যেতে হলে নৌকা ছাড়া উপায় নাই।

আমি কাদা মাখা পথে হেটে চলেছি।
প্যান্ট অনেক খানি গুটিয়ে নিয়েছি। খালি পা। হাতে ছাতা আছে শরীফ কোম্পানির ছাতা। একদল বাচ্চা আমাকে দেখে খুব হেসে নিলো! শহরের মানুষ পা টিপে টিপে হাটছে। আকাশে মেঘ আছে। বর্ষন শুরু হবে যেকোনো সময়। কাশফুল, শিউলি ফুল দেখা যাচ্ছে। ঝড় বৃষ্টির দিনে পাখি দেখা যায় না। এমনকি কাকও।

দুপাশে পাটক্ষেত। মাঝখানে মাটির সরু রাস্তা।
কাদায় পা গেথে যায়। পাট গাছের উপর অসংখ্য ফড়িং উড়ছে। সামনে ভয়াবহ বিপদ। বাঁশের সাঁকো। সাঁকো আমি পার হতে পারি না। একটা বাঁশের উপর দিয়ে হেটে যাওয়া! আমি শহরের মানুষ। গ্রামের অভিজ্ঞতা নেই। সাঁকোর নিচে স্বচ্ছ পানি। একঝাঁক পোনা মাছ আর একটা বড় শোল মাছ স্পষ্ট দেখা গেলো!

এক বাড়ির উঠানে বসলাম বিশ্রাম নিতে।
তারা আমাকে নারকেল মুড়ি খেতে দিলো। লাল চা দিলো। বাড়ির কর্তা দুপুরে খেয়ে যাওয়ার জন্য খুব করে বলল।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৫

বিষাদ সময় বলেছেন: সাবলীল বর্ণনা........

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: আমি চেয়েছিই সাবলীল বর্ননা করতে।

২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন বছরের শ্রাবণের কথা বলছেন?
এ বছর বর্ষাও নেই; পানিও নেই!
মাথার উপর চৈত্রের খড়া, আর তীব্র
দাবদাহ!
তবে বর্ষার বর্ণনা ভালো হয়েছে।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: বহু আগে নিজের চোখে দেখা প্রকিতির কথা লিখেছি মাত্র।

৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৭

কামাল৮০ বলেছেন: পড়তে পড়তে মনে হলো হুমায়ূন আহমেদের কোন লেখা পড়ছি।ছোট ছোট বাক্য,কোন কঠিন শব্দ নাই।রসুলপুর গ্রামও আছে হুমায়ূনের লেখায়।ভালই ছায়া পড়েছে আপনার উপর।এটা ভালো লক্ষন।





১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: আমি স্বজ্ঞানে হুমায়ূন আহমেদকে ফলো করি।

৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এমন সুন্দর পোরে পূর্ণ থাক সামুর হোম পেজ।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল মানুষ। তাই আমার লেখা গুলো সহজ সরল হয়।

৫| ১০ ই আগস্ট, ২০২২ রাত ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


আমি পড়তে পড়তে হারিয়ে গিয়েছি রসুলপুর।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: একদিন আপনাকে নিয়ে যাবো রসুলপুর।

৬| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাপের দৃশ্য আমার কাছে মোটেও সুন্দর না ভয়। শরীরের মধ্যে কেমন করে। একবার বৃষ্টিতে মাছ ধরার জন্য চারো/চাঁই পেতে ছিলাম। রাতে তুলে দেখি ভিতরে তিনচারটা জলঢোড়া সাপ কিলবিল করছে।

সাপের দৃশ্য এড়িয়ে গেলাম। সরল বর্ণনা। ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: সাপ আমি মারাত্মক ভয় পাই।

৭| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সেকালের সিনেমার মতো মনে হলো শহরের মানুষ গ্রামে গেলে যা হয়
সেই দৃশ্যই মনে উপলব্ধি হলো রাজীব দা ভাল থাকবেন--------

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.