নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইলিশ

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪

ছবিঃ গুগল।

রাত নয়টা। একলোক রাস্তায় বসে ইলিশ মাছ বিক্রি করছে।
বেশ বড় বড় ইলিশ। একটা ইলিশের ওজন হবে পৌনে দুই কেজি হবে। ইলিশ গুলো দেখে দাঁড়িয়ে গেলাম। চওড়া পিঠ, সরু পেট, আশের চকচকে ভাব দেখলেই বোঝা যায় বেশ টাটকা। এরকম নিখুত মাছ সব সময় পাওয়া যায় না। মনে মনে ভাবছি একটা ইলিশ কি কিনে ফেলবো? এরকম ভালো জিনিস অবহেলা করা ঠিক না। ইলিশ মাছ দেখলেই বাঙালীদের চোখ চক চক করে।

হঠাৎ ছোট বেলার একটা স্মৃতি মনে পড়ে গেলো!
তখন আমার বয়স ১১/১২ হবে। বাবার সাথে নৌকায় করে যাচ্ছিলাম। আরিচা ঘাটে ইলিশ মাছের নৌকা দেখে আব্বা দাম জিজ্ঞেস করলো। বড় চারটা ইলিশ কিনে নিলো। আব্বা আমার দিকে তাকিয়ে বলল, পদ্মার ইলিশের তুলনা হয় না। দুই দিন ইলিশের গন্ধ হাত থেকে যায় না। জানিস! ইলিশ মাছের প্রতি আমার বিশেষ ভালোবাসা নেই। ইলিশ মাছ দেখলেই আব্বার কথা মনে পড়ে! আব্বা নাই। মরে গেছে দেড় বছরের বেশি সময় পার হয়ে গেল!

১। তখন আমি অনেক ছোট কিন্তু আমার মনে আছে, আব্বা একবার বরিশাল থেকে একশো ইলিশ মাছ এনেছিল। আমাদের পুরো এলাকার মানুষ অবাক! এত ইলিশ! সেই মাছ এলাকার সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছিল।

২। আমাদের সাথে কলেজে পড়তো রুবি নামের এক মেয়ে।
ভীষণ মিষ্টি মেয়ে। আমি এক বিকেলে রুবিদের বাসায় গেলাম। রুবি মাত্র ঘুম থেকে উঠছে। গল্প গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় ফিরব। রুবির মা বললেন, তুমি তো কিছুই খেলে না। দাঁড়াও তোমাকে ইলিশ মাছ ভেজে দিচ্ছি। খাও। আন্টি আমার সামনেই ফ্রিজ থেকে আস্তো ইলিশ মাছ বের করলেন। কাটলেন। হলুদ মাখালেন। ভাজতে শুরু করলেন। কিন্তু মাছ ধুয়ে নিলেন না। আমি বললাম, আন্টি আপনি কি মাছ ধুয়ে নিতে ভুলে গেছেন? আন্টি হেসে বললেন, ওমা ছেলে বলে কি? ইলিশ মাছ কেন ধুবো? তাহলে গন্ধ চলে যাবে না। ইলিশ মাছের গন্ধটাই আসল।
সেইদিন কার পর থেকে আমি আর রুবিদের বাসায় যাইনি। এমনকি রুবির সাথে আর কোনো সম্পর্ক রাখি নি।

৩। একদিন বিকেলে আব্বাকে ফোনে বললাম, আব্বা ইলিশ মাছের ডিম খাবো। আব্বা বাজারে গেলেন, বাজারে ইলিশ মাছ আছে কিন্তু ডিমওলা ইলিশ নাই। আব্বা আমাকে বললেন, ডিমওলা ইলিশ তো খুজে পেলাম না। আমি বললাম, কারওয়ান বাজারে যাও। আব্বা ঠাঠারি বাজার থেকে কারওয়ান বাজার গেলো। রাত ১০ টায় আব্বা ডিমওলা মাছ নিয়ে বাসায় ফিরলো। ততক্ষনে আমি ঘুমে। মা মাছ কাটলো। ডিম ভাজলো। আব্বা আমাকে ঘুম থেকে জাগালেন। আমি ঘুমের মধ্যেই ইলিশ মাছের ডিম খেলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গভীর রাতেই পড়েছি। ইলিশ মাছ আমার খুব প্রিয় হলেও
এর চেতনা নাশক মূল্যের কারণে বাজারের ফর্দ থেকে
দূরে রাখি।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেতনা নাশক মূল্য নূরু ভাই বলেছেন।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: !

৩| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

ইমরোজ৭৫ বলেছেন: আগের দিনে ইলিশ মাছের ঘ্রাণ ছিলো অন্য রকম।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সব কিছু বদলে যাচ্ছে।

৪| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেতনা নাশক মূল্য নূরু ভাই বলেছেন।

@ দেশ প্রেমিক বাঙালী ভাই, ইলিশের দাম শুনলে চেতনা নাশ হয়ে যায়। চেতনা ফিরাতে মরা পুটির দাম জিজ্ঞাসা করি!

৫| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


বাবাকে করোনায় করড়ে নিলো, খুব মনে পড়ে আপনার?

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: হ্যা আব্বাকে মনে পোড়ে।

৬| ১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

কামাল৮০ বলেছেন: ইলিশের গল্প ৭০বছপ আগেও এমন শুনেছি।তখনো বলতো আগের মতো গন্ধ বা স্বাধ নাই।নোনা জলের ইলিশ ও মিঠা পানির ইলিশের স্বাধ কিছুটা আলাদা হয়।মাছ মাংস বেশি ধুলে স্বাধ কিছুটা কমে যায়।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

৭| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আর
লিখছেননা কেনো?

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ব্যস্ত ছলাম কয়েকদিন। লিখব। অবশ্যই লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.