নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিরাট এক প্রাচীন গাছ।
দেখতে তেতুল গাছের মতোন। কিন্তু তেতুল গাছ নয়। গাছের নিচে দাড়ালে আকাশ দেখা যায় না। এই গাছে অসংখ্য পাখির বাসা। কাক, বাদুড়, চড়ুই তারা সবাই বেশ মিলে মিশে আছে। এই ঝাকড়া তেতুল গাছটাকে পরিচিত মনে হয়। গাছ মানুষের বন্ধু। রক্ত মাংসের মানুষ বেঈমানী করে। কিন্তু গাছ বেঈমানী করে না। কিছু মানুষ ক্ষমতা হাতে পেলে পশু হয়ে যায়। নীতিহীন হয়ে যায়। এজন্য যে কোনো একদিন তাকে শাস্তি পেতে হবে সেটা ভুলে যায়। অতীতে যারা অন্যায় করেছে, তারা কিন্তু শাস্তি পেয়েছে।
তেতুল গাছটাকে আমার বেশ আপন আপন লাগছে।
অথচ এ জায়গায় আমি আগে কখনো আসি নি। প্রচন্ড গরম। কোনো বাতাস নেই। এত গরম যে মাটির তলা থেকে পোকামাকড় বের হয়ে যাচ্ছে। দুটা কালো রঙের সাপ এঁকেবেঁকে গর্ত থেকে বের হলো। আমি মনে মনে তিনবার বললাম, জয় গুরু। কেউ বেচে থাকে না। হোক সে আইনস্টাইন বা কাজের বেটি রহিমা। তুমি তোমার ক্ষমতা দেখাবে এবং অন্যায় করবে, আবার ভুলভাল বুঝাবে তুমি মহত। তুমি দয়াবান। ধৈর্যশীল। আদতে তুমি একটা ক্রিমিনাল। তোমাকে তোমার ভুলের জন্য শাস্তি পেতে হবে। দেরী হোক যায়নি সময়।
আগামীকাল থেকে ভাদ্র মাস শুরু।
রাতে স্বপ্নে দেখলাম আমি সেই তেতুল গাছের তলায় দাড়িয়ে আছি। কেউ একজন তেতুল গাছ থেকে বেড়িয়ে এলো। মাথা ভরতি জট। মনে হয় গত কুড়ি বছর চুলে তেল, সাবান আর পানি দেয়নি। মুখ ভরতি রবীন্দ্রনাথের মতো দাড়ি। লোকটা আমাকে বলল, ওরে রাজীব আমাকে চিনতে পারিস নি! না চেনারই কথা। ঘর থেকে পালিয়েছি ত্রিশ বছর আগে। এখন আমি সাধক। তন্ত্র মন্ত্র ভালোই জানি। যাইহোক, সময় কম। তুই আমার কাছ থেকে দীক্ষা নে। তোর জন্য মন কান্দে রে বাপধন। সামনে তোর বড় বিপদ! আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। নিজেকে বুঝালাম- স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন না দেখলে জীবন শুন্য হয়ে যায়।
এরপর গত আষাঢ় মাসে আবার স্বপ্নে দেখলাম।
তিনি বললেন, আষাঢ় মাস অথচ বৃষ্টি নেই! মাটি শুকিয়ে ফেটে গেছে। সবাই চাষের জন্যে বসে আছে। সেচ দেওয়ার মতো পানি নেই। কাছাকাছি কোনো নদী বা খালবিল নেই। আমি তোমাকে বলে যাচ্ছি বিশাল এক ঝড় হবে। সেই ঝড় বিশাল বিশাল মেঘখন্ড উড়িয়ে আনবে। তারপর ঝুম ঝুম বৃষ্টি হবে। দীর্ঘদিন একই রকম চলতে পারে না। সবাই সব দেখে বুঝে জানে। অথচ কেউ মুখ খুলে না। যাদের অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার তারা যেন বোবা হয়ে গেছে। অথচ এরা নিজেদের কবি সাহিত্যিক দাবী করে। বুদ্ধিজীবী দাবী করে। নিজেকে মহৎ ভাবে উপস্থাপন করতে চায়। কিন্তু সাপ খোলস ছাড়লেও সে সাপই থাকে। এই সাপ গুলোর দাত আমি উপড়ে নিবো। অপেক্ষা করো আর দেখো।
১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: অন্যায় হচ্ছে। ব্লগে অন্যায় হচ্ছে।
২| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮
ককচক বলেছেন: গরমের সময় ত মাটির নিচে ঠান্ডা থাকার কথা। যাইহোক, উপস্থাপন সুন্দর হয়েছে।
১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: আমি যে অঞ্চলের কথা বলেছি সে অঞ্চলে গরমের সময় মাটি গরম থাকে। ফেটে যায়।
৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৩
কিশোর মাইনু বলেছেন: দেখতে তেঁতুল গাছের মত, কিন্তু তেঁতুল গাছ নয়। এটা কোন গাছ চিন্তা করে তাল খুঁজে পাচ্ছিনা। দেখতে তেঁতুল গাছের মত, কিন্তু তেঁতুল গাছ নয়। এটা কোন গাছ চিন্তা করে তাল খুঁজে পাচ্ছিনা।
গাছ বেইমানী করে না। অনেক দামী একটি কথা বলেছেন। মানুষের সবচেয়ে পুরনো বন্ধু গাছ। সেই যুগ যুগ ধরে মানুষের বিশ্বাসের দাম দিয়ে যাচ্ছে। মানুষ গাছের সাথে বেইমানী করার পরেও তারা এখনো তাদের জায়গা থেকে বিশ্বাসের দাম রেখে যাচ্ছে।
স্বপ্নের মধ্যে দেখা ত্রিশ বছর আগে পালিয়ে যাওয়া ব্যাক্তির পরিচয় জানিতে বড়ই ইচ্ছা করিতেছে।
ভাল থাকবেন। শুভকামনা রইল।
৪| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা কিসের?
৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৮
পোড়া বেগুন বলেছেন:
আপনি কী গল্প লেখেন?
গল্পকার?
লেখকরা ভীতু হয়?
৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: স্বপ্ন ও বাস্তবতার রঙ তুলিতে
আঁকা আপনার মনোস্কামনা
পূর্ণ হোক! তবে কারো প্রতি
রাগ বা ক্ষোভ রাখবেন না।
ক্ষমা মহত্ত্বের লক্ষন। সবাই
ক্ষমা করতে পারেনা।
৭| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২০
বিটপি বলেছেন: দেখতে তেঁতুল গাছের মত কিন্তু তেঁতুল গাছ নয়। এরকম গাছ একটাই আছে। কৃষ্ণচূড়া।
৮| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাদ্র মাসের শুভেচ্ছা রইল রাজীব দা ভাল ও সুস্থ থাকবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৯
কামাল৮০ বলেছেন: ভয় পেয়েছেন তাই এমন স্বপ্ন দেখা।সতর্ক বাণী শুনে এমন স্বপ্ন দেখলেন নাতো? হয়তো থাকতে পারে অন্য কোন গূঢ় অর্থ।আপনি গভীর ভাবে পর্যবেক্ষন করেন।