নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ সকালে ঘুম থেকে উঠে দেখি রেইন লিলি ফুটে আছে।
অতি তুচ্ছ ঘটনা কিন্তু মনটা খুশিতে ভরে উঠেছে। সাথে সাথে সুরভিকে ফোন দিলাম। সুরভি গেছে তার বাবার বাড়ি। সুরভি রেইন লিলি দেখে অবাক! এই গাছটার কোনো যত্ন নেওয়া হয় না। দীর্ঘদিন ধরে চিপায় পড়ে আছে।
১। দুষ্টলোক কি কখনও ভালো হয়?
আমার ধারনা দুষ্টলোক কখনও ভালো হয় না। একজন দুষ্টলোক মৃত্যুর দশ মিনিট আগেও সময় সুযোগ পেলে একটু বদমাইশি করে নিবে। কথায় বলে অনেক জালিম 'আলেম' হয়ে যায়। আলেম হয়ে যাওয়া মানেই ফেরেশতা হয়ে যাওয়া নয়। অনেক মুক্তিযোদ্ধারা বলেন, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। ঠিক তেমনি জালিম লোক আলেম হলেও বদমাইশি বাদ দিতে পারে না। কিছু কিছু বদলোকের রক্তের মধ্যে বদমাইশি ঢুকে যায়। বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে বদলোক দিয়ে ভরা। আপনি কয়জনের পদত্যাগ চাইবেন? ঘরে বাইরে, অফিস আদালতে, এমন কি ব্লগেও কিছু ক্রিমিনাল দিয়ে ভরে গেছে। এরা সুযোগ পেলেই ক্রাইম করছে। ইচ্ছা করে চাবুক দিয়ে এদের পিটাই। একজন দুষ্টলোক আবার আরেকজনকে সাপোর্ট করছে।
সেদিন দেখলাম একজন মন্তব্য করেছেন-
এই যে কিছু লোক ক্রাইম করছে। একজন সম্মানিত লোককে অপমান অপদস্ত করছে- তুমি কি দেখো না? তাদের বিরুদ্ধে আমি কিছু লিখলে তো দৌড়ে চলে আসো। লেখা সরিয়ে ফেলো। মুছে দাও। ব্যান করে দাও। এখন কি তুমি অন্ধ হয়ে গেছো? আসলে তুমি ভালো মানুষ না। তুমি ভালো হও। সৎ হও। তাতে তোমারই মঙ্গল। যাইহোক, যে যা খুশি লিখুক। বলুক। আমার কিছু যায় আসে না। কারন দুষ্টলোকজন শুধু ঘেউ ঘেউ করবে। করেই যাবে। দুষ্টলোক মুক্ত সমাজ, দেশ- পৃথিবী কখনও হবে না। মক্কা মদীনায়ও দুষ্টলোক দিয়ে ভরা। এমন কি মুসলিমরা হজ্ব করতে গেলেও ভিড়ের মধ্যে কুনি দিয়ে গুতাগুতি করে।
২। সত্যজিৎ, রবীন্দ্রনাথ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোরআন, রাজনীতি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যায় আড্ডা। এক অধ্যাপক তো শালা, শুয়োরের বাচ্চা অতি সহজেই বলে ফেলেন আড্ডাতে। কারন জিনিস পত্রের দাম হু হু করে বেড়েই চলেছে। অথচ এই অধ্যাপক পাচ ওয়াক্ত নামাজ পড়েন। অধ্যাপকের স্বভাবের মধ্যে একটা ভদ্র, অকৃপন দিলদরিয়া ভাব আছে যা কবি সাহিত্যিকদের মধ্যে থাকে না। মধ্যবিত্তদের সব সময় অর্থ চিন্তা করতে হয়। এই চিন্তা করতে গিয়ে মায়া-দয়া, সৌজন্যতা সব বিসর্জন দিতে হয়। এই দৈন্যতা ও আত্মগ্লানি মনে নিতে কষ্ট হয়। ফলাফল দূরত্ব, সম্পর্ক নষ্ট।
৩। আমার বন্ধু রফিক একদিন জীবনানন্দের কবিতার বই জানালা দিয়ে বাইরে ফেলে দিলো। বলল, এসব কবিতা মনকে বিগড়ে দেয়। আর পড়বো না। আমাদের দেশটা গরীব। গরীব দেশে কবিতা নিয়ে বিলাসিতা করা অন্যায়। যে মানুষ শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, ওমর খৈয়াম, রুমী, জিবরান, এলিয়ট, জীবনানন্দ পড়ে আনন্দ পায়, সে শুধু হিন্দু-মুসলমান বা শুধু মানুষ নয়। সে পৃথিবীর নাগরিক।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সে তো বলে, সে বাপের বাড়ি খুব কম যায়।
ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেষের ছবিটা দারুণ।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৫
ককচক বলেছেন: একজন দুষ্ট লোক আরেকজন দুষ্ট লোককে সাপোর্ট করছে। সত্য কথা।
অন্যায়কে অন্যায় বলার সাহস আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বন্ধু অন্যায় করলে আমরা একভাবে দেখি, শত্রু অন্যায় করলে অন্যভাবে দেখি। সমস্যা এই জায়গায়।
অথচ সত্য হচ্ছে, পীরসাব অন্যায় করলেও সেটক অন্যায়; চোর অন্যায় করলেও অন্যায়।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: পীরেরা অন্যায় করলে সেটা ভালোর জন্য করে।
৪| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
মেহেদি_হাসান. বলেছেন: রেইন লিলি দেখতে সুন্দর, আজ জীবনানন্দের কবিতা সমগ্র কিনলাম। কেনার ইচ্ছে ছিলো সুকান্তের কবিতার বই কিন্তু তা পেলাম না
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: সুকান্ত পরে কিনবেন সমস্যা কি? দেরী হোক যায়নি সময়।
৫| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরিষায় ভূত থাকলে সেই সরিষা দিয়ে
ভূত তাড়ানো যাবেনা।
ভাদ্র মাসের তাল পাকা
গরমে রেইন লিলি!
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: নিয়ম কানুন শোন বদলে গেছে।
৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৫
কামাল৮০ বলেছেন: কিছু দর্শন কিছু মনোবিজ্ঞান আর কিছু সাহিত্য।সব মিলিয়ে লেখা সুন্দর হয়েছে।
পরিবর্তন একটা মৌলিক নিয়ম।কোন কিছুই স্থির না।মানুষ প্রতিনিয়ত বদলায়।হয় ভালোর দিকে নয়তো খারাপের দিকে।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: চাদগাজী/সোনাগাজীকে মিস করছি।
৭| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হজ্বের সময়ে কুনি দিয়ে গুঁতোগুঁতি করার ব্যাপারটা সত্যি।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: আমি মিথ্যা লিখি না।
৮| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইদানিং আপনি মন্তব্যের উত্তর
দিচ্ছেননা! সময় করে উত্তর
দিবেন।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ব্লগে আমার ওস্তাদ নাই। আমার মন মেজাজ তাই ভীষন খারাপ।
আমার ওস্তাদের সাথে অন্যায় করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৭
রানার ব্লগ বলেছেন: ভাবী এতো ঘনঘন বাপের বাড়ি যাচ্ছে কেনো ? কোন সমস্যা ?
লেখকদের সব থেকে বড় সুবিধা কি জানেন ? তার লেখা , সে তার লেখুনী দিয়ে মানুষ খুন পর্যান্ত করতে পারে। তাই কে দুষ্টু কে মিস্টি এটা না ভেবে লেখুন লেখা দিয়ে শত্রু ঘায়েল করুন !! ব্যাক্তিগত আক্রমন না করে ।
রেইন লিলি অনেক সুন্দর !!!