নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একজন ব্লগার একজন সাধারন মানুষের চেয়ে আলাদা।
একজন সাধারন মানুষ কাজ করে। সংসার নিয়ে ব্যস্ত থাকে। সে শুধু তার কাজ এবং সংসার নিয়েই ভাবে। দেশ বা সমাজ নিয়ে ভাবে না। কিন্তু একজন ব্লগার কাজ করে, সংসার করে। এবং দেশ এবং সমাজ নিয়ে ভাবে। কিছু করতে চেষ্টা করে। একজন ব্লগার দেশের সমস্যা গুলো ভাবে। তার ভাবনা গুলো লিখে। সবার সাথে শেয়ার করে। একজন ভালো ব্লগারের লেখা পড়ে মানুষ ভাবে, চিন্তা করে, অনেক কিছু শিখে, জানে। ভালো ব্লগারেরা আমি মনে করি দেশের সম্পদ।
শুধু ব্লগার না একজন সাধারন মানুষেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব আছে।
কিন্তু সবাই সেটা নিয়ে মাথা ঘামায় না। আমার কথা বলি- আমি একজন ব্লগার। ব্লগে আমি লিখি। দীর্ঘদিন ধরেই লিখছি। দেশের সম্ভবনা, সমস্যা ও সমাধানের কথা গুলো লিখি। ভালো ব্লগাররা মনে করেন লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। ব্লগারের কাজ লেখা। তাঁরা নানান রকম বিষয় নিয়ে লিখে চলেছে। তাঁরা কাউকে কুপিয়ে মেরে ফেলে না। বোমা হামলা করে না। তাঁরা লিখে লিখে মানুষকে ভুল থেকে সুন্দর পথে আনে। অনেক সময় ব্লগাররা মন ভরে লিখতে পারে না। মন্তব্যও করতে পারে না। ব্লগটিম তাদের গলা চেপে ধরেন। কারন সম্ভবত ব্লগ নীতিমালা ভঙ্গ করা।
ছাত্রলীগ গ্যাঞ্জাম করে। মারামারি কাটাকাটি করে।
অতি ধার্মিকেরা জিহাদ করে। মানুষ কুপিয়ে মেরে। ভাস্কর্য ভাঙ্গে। বায়তুল মোকাররমে শুক্রবার জুম্মা নামাজের পর গলা ফাটায়। দূর্নীতিবাজরা দূর্নীতি করে দেশের বারোটা বাজায়। হুজুরেরা কোমলমতি শিশুদের ধর্মের বীজ ডুকিয়ে দিচ্ছে মাথায়। সাংবাদিকেরা ঘুষ খেয়ে মিথ্যা নিউজ ছাপাচ্ছে। সরকারি আমলারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। রাজনীতিবিদরা টিভি ক্যামেরার সামনে ফালতু চ্যাটাং চ্যাটাং কথা বলছে। বেশির ভাগ মানুষ সমাজের ক্ষতি করছে। শুধু মাত্র ব্লগাররা সমাজের কোনো ক্ষতি করে না। তাঁরা সমাজের সমস্যা গুলো লিখে যায়। হুজুররা ব্লগারদের ভয় পায়। বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে।
একজন ব্লগারের দায়িত্ব শুধু লেখা না।
অন্য ব্লগাররা কিছু লিখলে সেটা মন দিয়ে পড়া। সেই লেখায় ভুল আছে কিনা সেটা খুঁজে বের করা। ভুল গুলো সংশোধন করে দেওয়া। বাংলাদেশের সামু ব্লগের কথা বলি। সামু একটা চমৎকার ব্লগ। একসময় ব্যাঙের ছাতার মতো অসংখ্য ব্লগ গজিয়ে উঠেছিলো। তাদের উদ্দ্যেশ মহৎ ছিলো না। তাঁরা আজ টিকে নেই। হারিয়ে গেছে। সামু টিকে আছে। এই সামু ব্লগ কিছুদিন আগেও সিলেটে বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রান দিয়েছে। ব্লগারারা এগিয়ে এসেছে। সহযোগিতা করেছে। এমন কি রাজাকারদের বিচারের জন্য ব্লগাররা মাঠে নেমেছিলো। ব্লগাররা ৭১ এর চেতনা সঙ্গী করে এগিয়ে যাচ্ছে।
হ্যাঁ একথা সত্যি- ব্লগে কতিপয় দুষ্টলোক আছে।
তাঁরা ব্লগিং করতে আসে না। তাঁরা আসে ব্লগের পরিবেশ নষ্ট করতে। অবশ্য এদের বিষয়ে সদা জাগত থাকে ব্লগটিম। এই ব্লগ টিমের জন্যই স্বচ্ছ ব্লগাররা আরামে লিখে যেতে পারেন। আর দুষ্ট ব্লগাররা দিনশেষে পালায়। আমার মতে বাংলাদেশের একজন সেরা ব্লগার হচ্ছেন 'চাঁদগাজী'। চাঁদগাজী তার ছদ্মনাম। উনার মধ্যে ১০০% ভালো ব্লগারের গুনাবলি আছে। উনি জ্ঞানী মানুষ। ইতিহাস, দেশ, রাজনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে তার অগাধ জ্ঞান। পিএইচডি করেছেন। উনি একজন মুক্তিযোদ্ধা। তার লেখা এবং মন্তব্য গুলো আমি মরে করি দেশের সম্পদ। উনাকে গুটিকয়েক ব্লগার অপছন্দ করলেও সিংভাগ ব্লগার তাকে ভীষন পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু ব্লগটিম সিংভাগ ব্লগারদের কথা মাথায় না নিয়ে গুটিকয়েক ব্লগাদের কথা মাথায় রেখে তাকে ব্যান করে দিলো। ইহা ভুল। দুঃখজনক।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: তিনি অবশ্যই ফিরে আসবেন।
তিনি ব্লগের প্রান।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: কবির ভাষায়,
হে মানুষ, সীমার মাঝে অসীম তুমি, ক্ষমার মাঝে মহান তুমি।
চিন্তার জন্যই শ্রেষ্ঠ তুমি, বিবেক দিবে তোমায় গন্ত্যবের ভূমি।
২| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৫
রানার ব্লগ বলেছেন: বুঝলাম!! এখন বেড়ালের গলায় ঘন্টা কে পরাবে??!!
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি, আমি। আমরা।
৩| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার চাঁদগাজী ভুল ধরতে গিয়ে গার্বেজ,মগজহীন,হাউকাউ,ম্যাওপ্যাও, এই শব্দ গুলো প্রয়োগের ফলে নীতিমালায় এসেছেন। সামুর স্ট্যান্ডার্ড নিয়ে মডারেটর এর চেয়েও বেশি চিন্তিত হওয়ায় ওনি ব্যান হয়েছেন বলে আমার ধারণা।
১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: সবারই কিছু কিছু প্রিয় শব্দ থাকে। সেই শব্দ গুলো বারবার ব্যবহার করতে ভালো লাগে। এটা স্বাভাবিক।
আমারও কিছু প্রিয় শব্দ আছে। সেই শব্দ আমি আমার লিখায় বারবার ব্যবহার করি।
আদালতে কত নিরপরাধ ল্লোক শাস্তি পায় তা জানেন না? তখন নীতিমালা বা আইন কোত্থায় থাকে?
৪| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩
ককচক বলেছেন: চাঁদগাজী শর্টকাটে সমালোচনা করতে চাইতেন। ফলে মন্তব্যগুলো আক্রমণাত্মক হয়ে উঠতো।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: আক্রমন শব্দটা অযথাই ব্যবহার করলেন।
সামুতে উনি কাউকে চিনেন না। জানেন না। কারো সাথে উনার কোনো যোগাযোগ নেই।
ব্লগ মানেই নিজের মনের কথা গুলো বলা।
৫| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯
মেহেদি_হাসান. বলেছেন: আমার মতে চাঁদগাজী একজন ব্রিলিয়ান্ট ব্লগার ওনার পোস্ট এবং মন্তব্যগুলো আমি মনোযোগ দিয়ে পড়ি তবে ওনার কিছু মন্তব্য যা ওনার কাছে স্বাভাবিক মনে হলেও ব্লগে অনেকের কাছে আক্রমণাত্মক তাই অনেকের কথা চিন্তা করেই বোধহয় ব্লগটিম চাঁদগাজীকে ব্যান করেছে।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: ব্যান করাটা ঠিক হয়নি।
মডারেশনের 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকা খুব প্রয়োজন।
৬| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই, মানুষ-ব্লগার যেই হোক না কেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সমাজ ও মানব জীবনের সাথে সাথে নিজেদের জীবনেও।
তবে , একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত , " এক জীবনে প্রত্যেকটি মানুষই গুরুত্বপূর্ণ কিন্তু সর্বজনীন নয় "।
কারন, আজ যে ক্ষমতাশালী বা খুবই গুরুত্বপূর্ণ কাল বা সময়ের প্রয়োজনে সেই হয়ে যায় গুরুত্ব ও ক্ষমতাহীন। আরেকটা জিনিষ প্রকৃতি কখনো না শূন্যস্থান রাখে না পছন্দ করে। আর তাইতো দুনিয়াতে দেখা যায় রাজা-বাদশা-ক্ষমতাশীনদের উত্তান-পতন।
সবশেষে, ভাল আচরন একের প্রতি অন্যের অধিকার বা হক। এ দুনিয়াতে কারো সাথে কারো শতভাগ মিলেনা বা মিলবেও না। আবার সবার যোগ্যতা এক রকম হয়না নানা কারনে। তাই বলে যার যোগ্যতা কিছুটা কম তাকে হেয় করা কিংবা কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে তেলানো কিংবা বিরাগের বশবর্তী হয়ে ব্যক্তিগত আক্রমণ-তুচছ তাচছিল্য করা - কোন না মানবিকতার কাতারে পরে না একজন ভাল মানুষের পরিচয় বহন করে।
এ ব্যাপারে আমাদের সকলেরই সহনশীল মানসিকতার সাথে সাথে ভাল আচরনের চর্চা করা উচিত বলে আমি মনে করি।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা ব্লগারদের হত্যা করেছে তাঁরা সঠিক কাজ করেছে?
হাতে ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাতে হবে? জুলুম করতে হবে?
শাসক শাসিত?
কেউ পিঠ নীচু না করলে আপনি সে পিঠে চড়তে পারবেন না।
ধরুন আপনার এই মন্তব্য কে আমি গার্বেজ বা ম্যাও প্যাও বলে দিলাম। এখন কি আপনি বলবেন, আপনাকে ব্যাক্তি আক্রমণ করা হয়েছে? এরকম চিন্তা ভাবনা থাকলে বলব ব্লগিং আপনার জন্য নয়। লিখো। লিখে লিখে প্রতিবাদ করো। কিন্তু গলা টিপে ধরো না। বলতে দাও, লিখতে দাও।
৭| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেবকে ছেড়ে দেয়া হউক। অনেক শাস্তি পেয়েছেন। এখন ছেড়ে দেয়া হউক। ভুল করলে আবার না হয় ধরা যাবে তাকে। ওনার বড় কিছু সমস্যা থাকলেও ওনার পোস্টগুলি ভালো মানের।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: উনার লেখায় দেশ ও মানুষের কথা থাকে। সমস্যা ও সমাধানের কথা থাকে।
উনাকে চাই। উনাকে ছাড়া সামু আমার ভালো লাগে না।
৮| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
ইমরোজ৭৫ বলেছেন: আমারও অনেক কিছু নিয়ে লিখতে ইচ্ছে করে। কিন্তু লেখি না।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: আমাদের লিখতে হবে।
৯| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৮
অধীতি বলেছেন: একাত্তরের চেতনার থেকেও বড় হলো হাজার বছরের সংস্কৃতি। শুধু একাত্তরের চেতনার জন্যই এই দুর্দশা, আমরা একাত্তর নিয়েই পড়ে আছি ৫২'র চেতনা মুছে গেছে। ২০০ বছরের ব্রিটিশের শোষণ ভুলে বসে আছি ৭১ নিয়ে। একাত্তরের চেতনায় বাংলাদের বয়স মাত্র ৫১ বছর তাতে আমরা বরং পিছিয়ে যাচ্ছি। হাজার বছরের সাথে যখন একাত্তরকে যুক্ত করবো তখনি একটি চেতনা আমাদের চিন্তার গভীরতা বাড়বে।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন।
শুধু ৭১ না, ৫২ এবং বিট্রিশদের অত্যাচার সবই আমাদের মনে রাখতে হবে। এমন কি দেশভাগ এর কথাও মনে রাখা দরকার। সব পেরিয়ে আজ আমরা স্বাধীন। অথচ স্বাধীন ভাবে লেখা যায় না। মন খুলে বলা যায় না।
দুঃখ লাগে।
১০| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮
পোড়া বেগুন বলেছেন:
সবাই সবার সাথে সৌহার্দ্য পূর্ণ
আচরণ করলে ব্লগ প্রাণবন্ত হবে।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর মতো রসিক মানুষ ব্লগে খুব কম আছে।
গুটিকয়েক ব্লগার ছাড়া, বহু ব্লগার মনে করেন- তাকে দরকার। ব্লগ প্রানবন্ত রাখার জন্য।
এ বিষয়ে এডমিন আমার চেয়ে ভালো জানেন।
১১| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব সাব,
গাজীকে গাজীর মতো
থাকতে দিন।
আসবে সে ফিরে আবার
যখন আসবে সুদিন।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই আমি আমরা গাজী সাহেব কে সামুতে চাই।
১২| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৮
কামাল৮০ বলেছেন: বিভিন্ন ব্লগারের বিভিন্ন উদ্দেশ্য থাকে।আমার উদ্দেশ্য সময় কাটানো।অল্প কিছু ব্লগারের লেখা পড়া।তার মধ্যে প্রথান ছিল চাঁদগাজাী বা সোনাগাজীর লেখা পড়া।আর কোথাও কুসংস্কার দেখলে তার সম্পর্কে কিছু বলা।এর থেকে বিশি কিছু না।আপনি সহ অনেকেই ব্লগে ভালো লিখেন অনেকে সুন্দর মন্তব্য করেন সেগুলো পড়ি আর সময় কাটাই।বিভিন্ন কারনে খুব একটা বের হই না,ঘরেই সময় কাটাই।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।
আপনার অভিজ্ঞতা অনেক। আপনি যদি লিখতে শুরু করতেন, চাঁদগাজীর পরেই হতো আপনার অবস্থান।
১৩| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪০
ককচক বলেছেন: লেখক বলেছেন: আক্রমন শব্দটা অযথাই ব্যবহার করলেন।
সামুতে উনি কাউকে চিনেন না। জানেন না। কারো সাথে উনার কোনো যোগাযোগ নেই।
ব্লগ মানেই নিজের মনের কথা গুলো বলা।
কলম দিয়েও মানুষকে আক্রমণ করা যায়, এটা আপনি হয়তো বুঝবেন না। বুঝতে হলেও মাথায় কিছু থাকা দরকার।
চাঁদগাজী ভালো পোস্ট করেন। চাঁদগাজীর ভাবনা উচ্চ লেভেলের। চাঁদগাজী দেশের বঞ্চিত মানুষদের কথা ভাবেন। এগুলো যেমন সত্য, তেমনি এটাও সত্য চিন্তাভাবনা না করেই চাঁদগাজী 'কানারে' কানা বলেন। ভালো না লাগলে আক্রমনাত্মক মন্তব্য করেন।
এবং তিনি মনে করেন, সেটা করা উচিত। এটা উনার ব্লগিংএ বাধা হয়ে দাড়িয়েছে।
মানুষের ভাবনা ভুল হতেই পারে, সেটা সুন্দরভাবে বলা যায়। ব্লগের অনেকেরই বলেন। তর্ক বিতর্কও হয়। এবং এটা হওয়া উচিত।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: মামা বাড়ির গল্প মার কাছে!!!
১৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৪
ককচক বলেছেন: 'বুঝতে হলে মাথায় কিছু থাকা দরকার।' এই বাক্যটা আপনাকে আঘাত করেনি? নাও করতে পারে। কিন্তু সবাই ত আর আপনার মতো হবে না, রাজীব ভাই। ব্যাপারটা অনুভব করা দরকার।
১৫| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৯
ককচক বলেছেন: লেখক বলেছেন: মামা বাড়ির গল্প মার কাছে!!!
মায়ের গল্প শুনে যদি মনে হয়, মা মামাবাড়ি সম্পর্কে ভালো জানেন না। বা জানলেও স্বীকার করতে চাইছেন না। তখন?
অবশ্য মায়েরা মামাবাড়ির ভালো ভালো গল্প আমাদের বলেন। প্রকৃত সত্য গোপন করতে চান। এটা ভালোবাসা থেকেই করেন। কিন্তু কথা হইলো, মায়েরা গোপন করলে সত্য মিথ্যা হয়ে যায় না।
১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগের নীতিমালা মেনে লিখতে থাকুন, আশাকরি চাঁদগাজী ও ফিরে আসবেন।