নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আপনার নাম?
শাহেদ।
শুধু শাহেদ?
শাহেদ জামাল।
বয়স?
৩৩।
ঠিকানা?
জিগাতলা বাসস্ট্যান্ড। জিন্দা পীরের গলি।
এই ফ্লাট কি আপনার?
না, ভাড়া থাকি।
আপনার নিজের কোনো বাড়ি নেই?
না নেই।
আপনি কোথায় চাকরী করেন?
আমি কোথায় চাকরী করি না। আমি বেকার।
চলে কিভাবে?
চলে যায়। বাপ দাদার সম্পত্তি আছে কিছু।
আপনার গ্রামের বাড়ি কোথায়?
বিক্রমপুর।
আপনি বিয়ে করেছেন?
না বিয়ে করিনি।
প্রেম করেছেন?
হ্যাঁ করছি।
সেই মেয়েটার নাম?
নীলা।
নীলার সাথে আপনার বিয়ে হলো না কেন?
ভাগ্যে ছিলো না।
নীলাকে আপনি খুন করছেন?
না আমি খুন করিনি।
কিন্তু নীলা খুন হওয়ার দশ মিনিট আগেও আপনি তার বাসায় ছিলেন।
বাসায় আরো অনেকেই ছিলো। সেদিন একটা অনুষ্ঠান ছিলো।
আমার নাম মঞ্জুর আলম। পুলিশের গোয়েন্দা বিভাগে আছি।
নীলা খুনের রহস্যের সমাধান আমাকে করতে হবে। উপর থেকে খুব চাপ আসছে। প্রশাসন আমাকে সাত দিন সময় দিয়েছে। কাজেই শাহেদ জামাল কোনো ধানাই পানাই করবেন না। আপনি আমাকে সহযোগিতা করুণ। নইলে আপনি ফেঁসে যাবেন। আপনার ফাঁসিও হয়ে যেতে পারে। আমি চাইলে আপনাকে থানায় ধরে নিয়ে যেতে পারতাম। উত্তম মাধ্যম দিতেও পারতাম। কিন্তু আমি অন্যসব অফিসারদের মতোণ না। হিংস্রতা আমার পছন্দ নয়। আমি আলাপ আলোচনা করে, মাথা খাটিয়ে আসামী ধরি। কাজেই আপনাকে প্রশ্ন করবো। সরাসরি সঠিক জবাব দিবেন। আমার হাতে সময় খুব কম। কোনো লুকোছাপা করবেন না।
প্রেমিকা হিসেবে নীলা কেমন ছিলো?
অতি সহজ সরল একটা মেয়ে। তার মধ্যে কোনো ভান বা ভনিতা ছিলো না।
আপনাদের প্রেমের সম্পর্ক কত দিনের?
পাঁচ বছর।
কখনও শারীরিক সম্পর্ক হয়েছে?
না হয়নি।
কেন হয়নি?
আমরা চেয়েছিলাম আমাদের সম্পর্কটা সহজ সরল থাকুক। স্বচ্ছ থাকুক। পবিত্র থাকুক।
আপনারা কোথায় কোথায় ডেটিং করতেন?
আমরা সারা ঢাকা শহর ঘুরে বেড়াতাম।
যেমন?
রমনা পার্ক। ফুলার রোড। ধানমন্ডি বত্রিশ নম্বর। মিরপুর চিড়িয়াখানা। মোহাম্মদপুর বেড়িবাঁধ।
ঢাকার বাইরে কখনও যাননি?
হ্যাঁ গিয়েছি।
তাহলে সেটা বাদ দিলেন কেন? আপনাকে আবারও বলছি। ডিটেলস বলবেন। নইলে কপালে দুঃখ আছে। আমাদের কাছে তথ্য আছে, আপনি আর নীলা কক্সবাজার গিয়েছেন। শ্রী মঙ্গল গিয়েছেন। বান্দরবন গিয়েছেন। আপনারা তো কলকাতাও যেতে চেয়েছিলেন।
নীলা ধনী বাবার কন্যা তার জন্য কি আপনি তার সাথে প্রেম করেছেন?
না।
নীলার কাছ থেকে আপনি কখনও টাকা নিয়েছেন?
হ্যাঁ নিয়েছি।
নীলা কি টাকা আপনাকে ক্যাশ দিতো? না আপনার একাউন্টে পাঠিয়ে দিতো?
সামান্য টাকা। দুই হাজার। তিন হাজার এরকম? জোর করেই পকেটে খুঁজে দিতো?
নীলার বাবার সাথে আপনার কখনও দেখা হয়েছে?
অনেকবার দেখা হয়েছে?
কোথায় দেখা হয়েছে?
নীলাদের বাসাতেই।
নীলার বাবা আপনাকে পছন্দ করতেন?
খুব পছন্দ করতেন। তিনি আমাকে ফোন করে প্রায়ই ডাকতেন।
কেন ডাকতেন?
দাবা খেলতে।
দাবা খেলায় কে জিততো?
কখনো আমি, কখনো তিনি।
নীলা তখন কোথায় থাকতো?
কখনও আবার পাশে বসে দাবা খেলা দেখতো। কখনও রান্না ঘরে।
নীলার হাতের রান্না খেয়েছেন?
অসংখ্যবার খেয়েছি।
নীলার হাতের রান্না কেমন? সে কোনটা খাবারটা সবচেয়ে ভালো করতো?
নীলার হাতের রান্না অসধারন। তার হাতের কলিজা ভূনা আর ডিমচপ টা দারুন হতো।
নীলা মৃত্যুর আগে আপনার একাউন্টে কত টাকা পাঠিয়েছে?
৫০ লাখ।
কেন পাঠালো?
সেটা আমি জানি না।
আপনি চেয়েছিলেন?
না। আমি কখনও নীলার কাছে টাকা চাইনি।
শুনুন, আপনি আগামী সাত দিন ঢাকার বাইরে যাবেন না। আপনাকে আবার জেরা করা হবে। প্রতিদিন একবার করে থানায় গিয়ে হাজিরা দেবেন। আমার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। শুনুন আমার নাম মঞ্জুর আলম। আমি মানুষের পেট থেকে কথা বের করতে জানি। মানুষ দেখলেই আমি অনেক কিছু বলে দিতে পারি। শাহেদ জামাল বলল, কিন্তু আপনি তো আমাকে বেশির ভাগ প্রশ্নই অযথা করেছেন। ফালতু প্রশ্ন করেছেন। অপ্রয়োজনীয় প্রশ্ন বেশী করেছেন। মঞ্জুর আলম একটা সিগারেট ধরালেন। লম্বা একটা টান দিয়ে বললেন, আমার স্টাইল একমই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: ভালো মানুষেরা বিপদে পোড়লেও বিপদ কেটে যায়।
শাহেদ জামালের বিপদ কেটে যাবে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪
চারাগাছ বলেছেন:
দেখা যাবে নীলা খুনই হয়নি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
শাহেদ জামালকে অনেকখানি বুঝে ফেলেছেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
শেরজা তপন বলেছেন: তার সাহায্য জামাল কি এভাবে ব্লগেই শুধু আটকে থাকবে নাকি বইটাই বের হবে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: ভবিষ্যৎ কি আগে ভাগে বলা দেওয়া যায়?
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
অপ্রয়োজনীয় প্রশ্ন থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজে নেন একজন দক্ষ অফিসার। দেখা যাক শাহেদ জামালের অবস্থা কোথায় যায়। গল্পটিকে আরো ঝামেলাযুক্ত করতে চাইলে শাহেদ জামালের সাথে একাধিক নারী সম্পর্ক বের করে আনুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: ঝামেলা আমি পছন্দ করি না।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
১. নীলা মৃত্যুর পর শাহেদ জামালের একাউন্টে ফরেন কারেন্সি (ইউরোপের কোন দেশে থেকে) আরো = ২,১০,০০০/- টাকা জমা হয়েছে।
২. এরই মধ্য কে বা কারা শাহেদ জামালকে ধরে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে গিয়ে সারাদিন পর মধ্যরাতে গাজীপুর ভাওয়াল রাস্তা্য় ছেড়ে দিয়ে গিয়েছে।
৩. সম্প্রতি শাহেদ জামালের পাসপোর্টে ভারতীয় ভিসা করা হয়েছে, সে ভিসা কেনো করেছে পালাতে? কিন্তু কেনো?
গল্পে প্রচুর সমস্যা ঝামেলা দিয়ে এগিয়ে যান। ধর্ম কর্ম নিয়ে না লিখে, ভিন্ন কিছু লিখুন, আমি সহযোগিতা করবো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
৪. নীলার বাবাকেও নিখোঁজ করে দিন কিছু দিনের জন্য।
৫. পরের সপ্তাহে একই দিনে একই বারে আবার শাহেদ জামালের একাউন্টে আবার ফরেন কারেন্সি (ইউরোপের কোন দেশে থেকে) = ২,১০,০০০/- টাকা জমা হবে।
৬. শাহেদ জামাল লকআপ।
৭. সোনাগাজী সাহেব উকিল হিসেবে মামলাটি হাতে নিবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: গল্পের মোড় যেদিকে যাবে, সেটা আগেই ঠিক করে রাখা হয়েছে।
আপনার পয়েন্ট গুলো জটিল এবং কুটিল
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
সোনাগাজী বলেছেন:
আপনি কি ডিটেকটিভ উপন্যাস পড়ছেন আজকাল?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: আজকাল কিছুই পড়ছি না। ঘরে নতুন কোনো বই নেই।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৭
হাসান জামাল গোলাপ বলেছেন: লেখা পড়ে কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে। গাজিসাহেব উকিল হলে মঞ্জুর সাহেবকে ডোডো পাখি বানিয়ে ছাড়বেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: কলিজা ভূনা রান্না করে আমার বউ। সেই রকম হয়।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজীব নুর সাহেব আপনি কোথায়? আইও মঞ্জুর আলম সাহেব আপনাকে শাহেদ জামাল মনে করে উঠিয়ে নিয়ে গিয়েছে কি?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আমি আছি।
আমি আছি।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২০
জ্যাক স্মিথ বলেছেন: এক নিঃশ্বাসে পড়া শেষ করলাম, হুট করেই শেষ হয়ে গেলো।
খুব জানতে ইচ্ছে করছে, তারপর, তরপর কি হলো?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: এরপর শাহেদ জামালকে ফাসানোর চেষ্টা চলছিলো।
পড়ে শাহেদ মরিয়া হয়ে খুনির তালাশে নেমে যায়।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫১
কামাল১৮ বলেছেন: চিড়িয়া খানা এবং থানা থেকে আসছি চলচিত্রে উত্তম কুমারের জেরাটি আমার ভালো লেগেছে।হুমায়ূন আহমেদের কোন বইতে না নাটকে কি ভালো জেরার বর্ণনা আছে।
এই পুলিশ অফিসারের জেরাটিও আমার ভালো লেগেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: চিড়িয়াখানা মুভিটা দেখেছি। সত্যজিৎ পরিচালনা করেছেন। দারুন সিনেমা। সিনেমার শুরুতেই দেখা যায় উত্তম কুমার হাতে একটা সাপ নিয়ে বসে আছেন। এই ছবি কিছুদিন আগে আবার নতুন করে করা হয়েছে। সেটা ভালো হয়নি।
থানা থেকে আসছি। এটা দেখেছি। দারুন সিনেমা।
হুমায়ূনা আহমেদ অনেক বইতে থানা হাজত ও পুলিশের জেরা আছে। যেমন ধরুন- হিমু রিমান্ডে। প্রিয়তমষু। নন্দিত নরকে। অপেক্ষা ইত্যাদ।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৯
চৌধুরী আসিফ বলেছেন: কে এই শাহেদ জামাল? যিনি ধর্মীয় কানুনের প্রতি অবাঞ্চিত ভাবনা রেখে বিভ্রান্তিকর ব্লগ লিখে বেড়ায় যা সর্বদিক থেকেই অনুভূতিতে আঘাত লাগার মত যথেষ্ট। আর আপনিও এ ধরনের ভুল ব্যাখ্যা যাচাই-বাছাই ছাড়াই এই সামাজিক যোগাযোগ মাধ্যম সামোর প্লাটফর্মে প্রকাশ করে বেড়ান। এখন দেখছি সেই শাহেদ জামালকে নিয়েই ইদানীং আবার কবিতা চর্চাও চলছে, বেশ ভাল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: জোর করে একজনের কাঁধে দোষ চাপিয়ে দিয়ে কি সুখ পান?
শাহেদ জামাল আমার বন্ধু। সে আমার দেখা একজন ভালো মানুষ। মানুষ হিসেবে সে অনেক উন্নত।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫
চৌধুরী আসিফ বলেছেন: নাহ না একদম না, জোরকরে চাপাই নাই তো! আমি কেবল আপনার দিকে একটা আয়না ধরেছি! নিজেকে আয়নায় দেখেই আপনি কি সব বলছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: আয়নায় কি আর নিজেকে দেখা যায়?
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫
রানার ব্লগ বলেছেন: শাহেদ জামাল কে দশ বছরের কারাদন্ড দিয়ে জেলে পাঠিয়ে দিন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: হায় হায়--
সে ভিলেন নয়। সে হিরো।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০
চৌধুরী আসিফ বলেছেন: অরে ভাই, আম গাছে নারকেল চাইলে হবে? একদম অভিমান করবেন না। এতে আমারও মন খারাপ হয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮
চারাগাছ বলেছেন: শাহেদ জামাল হিমুর মতো জড়িয়ে গেলো খুনের দায়ে। দুঃস্বপ্নের শেষ হোক।