নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আনিলাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে

১৯ শে মে, ২০২৩ দুপুর ২:০৩

ছবিঃ আমার তোলা।

গভীর রাতে ঘুম ভেঙে গেল।
অন্ধকারে মনে হলো, কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। কে দিতে পারে বলুন তো? আচ্ছা, বাদ দিন। ধরুন, আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন। চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন। এখন আপনার অবস্থান কি? ;অবস্থান'। আসল কথায় আসি- আপনার 'অবস্থান' আপনার গুরুত্ব তৈরি করে দিবে। আমি প্রতিটা মানুষকে বলতে চাই- প্রতিদিন অন্তত একটিবার ভালো কিছু ভাবুন। এই একটি ভালো ভাবনা আপনাকে ভালো কিছুর পথ দেখাবে। আপনি উৎসাহীত হয়ে উঠবেন। একটি ভালো ভাবনা পথ থেকে একটি করে বাধা দূর করে দেবে।

যাইহোক, আজ শুক্রবার। শুক্রবার হলো ছুটির দিন।
আরাম আয়েশের দিন। ঘুম থেকে উঠবো ১১ টায়। তারপর আবার আরও কিছুক্ষন শুয়ে থাকব। বই পড়বো, গান শুনবো, গেমস খেলব, লিখব। তা না ঘুম থেকে উঠতে হয় ভোরবেলায়। বাজারে যাও। ফ্যান মুছো। লাইটের হোল্ডারে ময়লা জমেছে- পরিস্কার করো। ফ্রীজের বরফ পরিস্কার করো। ব্যাগের জিপার নষ্ট হয়ে গেছে- ঠিক করে আনো। কাপড় আয়রন করো। গ্যাসের চুলার চাবি নষ্ট হয়ে গেছে- ঠিক করো। রান্না ঘরের কলে সমস্যা- ঠিক করো। ড্রয়ারটা গোছাও। ফুলের টবটা রঙ করে দাও। ইলেকট্রিক মিস্ত্রী নিয়ে আসো- লাইট এর সুইচটা ঠিকভাবে কাজ করছে না। ফিল্টারে পানি ঠিকভাবে পড়ছে না, ফিল্টারটা ঠিক করো। তোষক আর বালিশ গুলো রোদে দাও। জুতোটা কালি করে রাখো। ইত্যাদি ইত্যাদি... এই রকম জীবন তো আমি কখনও চাইনি।

ধরুন, আমি আপনার সাথে পরিচিত হতে চাই।
প্রথমেই হয়তো রবীন্দ্রনাথের মতো বলব না- 'আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে, আমি আগূন্তক, মহাবিশ্বের প্রচন্ড কৌতূক'। প্রথমেই আমি আপনার দিকে হাসি মুখে হাত বাড়িয়ে আপনার নাম জিজ্ঞেস করবো। তারপর আমার নাম বলব। যদি আপনাকে আমার ভালো লাগে, তাহলে আমি শুধু হাত মিলাবো না। বুকে জড়িয়ে ধরবো। এটা আমার স্টাইল। জিজ্ঞেস করবো আপনার গ্রামের বাড়ি কোথায়? এক ফাঁকে আমার গ্রামের বাড়ি কোথায় সেটা বলে দিবো। এবং আমাদের গ্রামে কি কি পাওয়া যায় সেটাও জানিয়ে দিবো। এবং কোনো একদিন আপনাকে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাবো। বরষি দিয়ে দুজনে পুকুর থেকে মাছ ধরবো।

চা খাবো দুজনে।
এক মাত্র চা দুই মেরুর দুজন মানুষকে এক করে ফেলতে পারে। বন্ধুত্ব গাঢ় হয়। চা এমন এক জিনিস, যে কোনো সময় খাওয়া যায়। এবং চা খাওয়ার জন্য কোনো উপলক্ষ্য লাগে না। বৃষ্টি হচ্ছে চা খাও, আড্ডা চলছে, চা খাও, কিছু ভালো লাগছে না, চা খাও। খুব ভালো লাগছে, চা খাও। আকাশে মেঘ জমতে শুরু করেছে- চা খাও। চুপচাপ বসে আছো- চা খাও। এশিয়ার মানুষেরা চা সবচেয়ে বেশি খায়। মানুষের সাথে প্রথম পরিচয়ের সময় আমি কিছু প্রশ্ন করি। প্রশ্নের উত্তর থেকে আমি বুঝে নেই মানুষটা কি রকম। ভালো হলে তার সাথে মিশি। ভালো না হলে তার কাছ থেকে একশ' হাত দূরে থাকি। যেহেতু আমি সৎ জীবনযাপন করি, এজন্য আমি চাই আমার আশেপাশে সৎ মানুষরা থাকুক। অসৎ মানুষদের আমি পছন্দ করি না।

বস্তব সত্য হলো-
একজন মানুষের সাথে আরেজন মানুষের দীর্ঘদিন সম্পর্ক থাকে না। আজ যে বন্ধু, কাল সে ভয়াবহ শত্রু। এজন্য মানুষের বেশি কাছে যাওয়া ঠিক না। দূরে থাকলেই বরং সম্পর্ক ভালো থাকে। সুন্দর থাকে। বেশি মাখানাখি ভালো না। এজন্য আমাদের গ্রামের মুরুব্বীরা বলেন, 'বেশি পীরিতে পেট বাজে'। আমি মানুষের কাছ থেকে দূরে দূরে থাকি সচেতন ভাবে। বেশির ভাগ মানুষের হাসির আড়ালে আমি দেখতে পাই- তাদের দুঃখ ভরা মুখ। তাদের কষ্ট, তাদের হতাশা। তাদের পাওয়া না পাওয়া। তাদের হাহাকার। এজন্য আমি সহজেই কোনো মানুষের মুখে পাপ দেখি বলেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। হয়তো মানুষের প্রতি আমার ভালোবাসা মাদার তেরেসার মতো নয়, কিন্তু তারচেয়ে খুব একটা কমও নয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষের বেশী কাছে গেলে তার ভালোর পাশাপাশি খারাপটা চোখে পড়ে যায়। আমরা ভালোটাকে গুনি না কিন্তু খারাপটা গুনে সম্পর্ক নষ্ট করি। এই কারণে
বেশীর ভাগ দাম্পত্য সম্পর্ক ধীরে ধীরে অশান্তিজনক হয়ে যায়। স্বামী/ স্ত্রীর ভালো দিকটা আমাদের চোখে পড়ে না। কিন্তু খারাপ দিকটা চোখে পড়ে। খুব ভালো পোস্ট দিয়েছেন। এই ধরণের পোস্ট আরও দিবেন।

১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন পর ব্যান মুক্ত হয়ে প্রথম পাতায় এলাম।
ব্যান মুক্ত হওয়ার পর আমি সব সময় মডারেটরকে ধন্যবাদ জানাই। এবার ধন্যবাদ জানাবো না। কারন এবারে আমাকে ব্যান করার মতো যুক্তিযুক্ত কারন ছিলো না।

সাড়ে চুয়াত্তর আপনাকে ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।
স্বামী স্ত্রী, দাম্পত্য জীবন এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে আজ আমি একটা লেখা লিখেছি। সেই লেখাটা পোস্ট করবো। অবশ্যই পড়বেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ১৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



মুন্সিগঞ্জের মানুষ ভালো ইলিশ রান্না জানেন। মুন্সিগঞ্জের মানুষ জেনেটিক ব্যবসায়ী হয়ে থাকেন আপনি অবসর থাকেন কিভাবে? যাইহোক, আপনাকে যদি ভালো কিছু পরামর্শ দিই মনে রাখবেন?

আপনাকে আর আপনার গাজী সাহেবকে দাওয়াত। আমাদের দিঘীতে বড় মাছ আছে - দেখবো গাজী সাহেব হুইল সিপে করে কতো বড় মাছ উঠাতে পারেন। সাথে সত্যপথিক সাহেবকেও নিবো।


১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: বিক্রমপুরের মানুষের রান্নার হাত অসাধারন।
আমার দাদী, ফুপুরা দারুন রান্না করেন। আমার স্ত্রীর বাড়ি বিক্রমপুর না। কিন্তু সে ভালো রান্না করে। সময় সুযোগ হলে আপনাকে সুরভির হাতের রান্না খাওয়াবো।

আমি সহজ সরল মানুষ। ব্যবসা আমার জন্য না। দুই বার ব্যবসায় নেমে ধরা খেয়েছি।

গাজী সাহেব এবার ঢাকায় এলে তাকে নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে। যদি সময় সুযোগ হয়- তাহলে অবশ্যই আপনার দীঘিতে মাছ ধরবো। অবশ্য আমি মাছ ধরার নিয়ম কানুন কিছুই জানি না। শ্যাইয়ান ভাই আমার পছন্দের মানুষ। আমি কোথাও গেলে শ্যাইয়ান ভাই সাথে থাকলে আমার খুশি লাগবে।

৩| ১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:০৬

কাছের-মানুষ বলেছেন: অনেকদিন ধরে চা খাই না, আপনার লেখা পড়ে চা খেতে ইচ্ছে করছে! তবে আমি দুধ চা খেলে রাতে ঘুম হয়না, এই ভয়ে চা খাইনা, খেলেও আদা চা খাই।

শেষের প্যারার প্রথম লাইনটি সত্য, একজন মানুষের সাথে আরেকজনের দ্বীর্ঘদিন সম্পর্ক থাকে না অনেক সময়!

১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: আমার এক কাজিন আছে, রাতে ঘুমের আগে তার এক কাপ দুধ চা না খেলে ঘুম আসে না।

কমপক্ষে প্রতিদিন ৫ কাপ চা না খেলে আমার ভালো লাগে না। দীর্ঘদিনের অভ্যাস।
আমাদের রবীন্দ্রনাথ চা খেতেন না, অন্যদিকে কবি নজরুল একটু পর-পর চা আর পান খেয়েই যেতেন। নুজরুল বললেন, চা'য়ে না নেই।

৪| ১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় পূনরায় এক্সেস পাওয়ার জন্য অভিনন্দন।

আনিলাম
অপরিচিতের নাম
ধরনীতে,
পরিচিত জনতার সরনীতে।
আমি আগনত্তক,
আমি জনগণেশের প্রচন্ড কৌতুক।
খোলো দ্বার,
বার্তা আনিয়াছি বিধাতার।
মহাকালেম্বর
পাঠায়েছে দুর্লক্ষ্য অক্ষর,
বল্ দুৎসাহসী কে কে
মৃত্যু পণ রেখে
দিবি তার দুরূহ উত্তর।

আমার অতি পছন্দের একটি কবিতা।

১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: এবার আমাকে অন্যায় ভাবে ব্যান করা হয়েছিলো।
যাইহোক, আমার ওস্তাদকে এখনও প্রথম পাতায় দেখতে পাচ্ছি না। বিষয়টা আমার ভালো লাগছে না।

৫| ১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: “বেশী পিরিতে পেট বাজে” বিপরীত লিঙ্গ হলে। সমলিঙ্গ হলে পেট বাজে না।

১৯ শে মে, ২০২৩ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: এটা একটা গ্রাম্য বচন।
অনেকটা খনার বচনের মতো আর কি।

৬| ১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

স্বাগতম, ভেবেছিলাম কুরবানির পর মুক্তি পাবেন।

১৯ শে মে, ২০২৩ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: যে লোক কোটি কোটি টাকা দূর্নীতি করে, যে লোক খুন করে, যে লোক ধর্ষন করে তারাও জামিন পায়।
আমি তো এসব কিছুই করিনি।
তবে আমাকে ব্যান মুক্ত না করে চাঁদগাজীকে মুক্ত করলে আমি বেশি খুশি হতাম।

৭| ১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

চারাগাছ বলেছেন:
ব্যান মুক্ত!!!
দারুণ ব্যাপার নিশ্চয়ই।

১৯ শে মে, ২০২৩ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: ওস্তাদ ব্যানমুক্ত হয় নাই।
কাজেই যুদ্ধ শেষ হয় নাই।

৮| ১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

শেরজা তপন বলেছেন: ফের হাজতবাস থেকে মুক্তি পাওয়ায় অভিনন্দন। বেশ বেশ :)
আপনাকে ব্লগে দেখলে আন্তরিকভাবে বলছি আমার খুব ভালো লাগে।

১৯ শে মে, ২০২৩ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শেরজা ভাই।

এখন আমি লিখে লিখে প্রতিশোধ নিবো।

৯| ২১ শে মে, ২০২৩ বিকাল ৩:২৭

শাওন আহমাদ বলেছেন: দূরে যাবার ভয়েই আমি মানুষের খুব কাছে যাইনা।

২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.