নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বাংলাদেশের বেশির ভাগ মানুষজন ইতর শ্রেনীর। সুযোগ পেলেই এরা গীবত করে, অন্যায় করে। নোংরা পলিটিক্স করে। চেনে না, জানে না এরকম মানুষ সম্পর্কেও একটা খারাপ মন্তব্য করে দেয়। বাসে কোনোদিনই সিট পাওয়া যায় না। বাসে উঠাই মুশকিল। তারপরও যারা বাসে উঠতে পারে তাঁরা বাসের গেটের কাছে দাঁড়িয়ে থাকে, অন্য কাউকে উঠতে দেয় না।
২। আহাম্মকের মতো ব্যস্ত ও চিপা রাস্তায় গাড়ি পার্ক করে রাখে। আর ড্রাইভার গাড়ির ভিতরে বসে মোবাইল টিপতে থাকে। বাইরে জ্যাম লেগে গেছে সেদিকে তার হুশ নেই। ব্যস্ত রাস্তার মাঝখানে মাজার। লোকজন মাজারে টাকা দেয়। অনেকে সেজদা দেয়। বাংলাদেশের সমস্ত মাজার গুলোতে অসাধু লোকজন দিয়ে ভরা। বাংলাদেশের লোকজন ধার্মিক। অথচ প্রত্যেকে বদমাশ। চোর, দূর্নীতিবাজ এবং মিথ্যাবাদী।
৩। ব্যবসার নাম দিয়ে লোকজন প্রতারণা করে। আসল বলে নকল পণ্য ধরিয়ে দেয়। কাউকে ঠকাতে পারলেই যেন জিতে গেলাম- এরকম ব্যবসায়ীদের মন মানসিকতা। মাঝরাতে কোনো হাসপাতালে দরিদ্র লোক গেলে ডাক্তারেরা চিকিৎসা করেন না। বলে দেয়, ঢাকা মেডিকেল যান। এ রোগের চিকিৎসা এখানে হয় না। ডাক্তারা কসাই। তাদের মায়া দয়া কম। এরা বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে এক হাজার টাকা ভিজিট রাখেন।
৪। বাংলাদেশের মানুষজন ব্যবসা করতে পছন্দ করে। শিক্ষা, চিকিৎসা সব কিছু নিয়েই তাদের ব্যবসা। হুজুরেরা আজকাল ভালো ব্যবসা ফেঁদে বসেছেন। গ্রামে গিয়ে ওয়াজ করে লাখ টাকা নিয়ে নেন। এই ওয়াজ শুনে গ্রামের মানুষের কি উপকার হয়? অথচ এই টাকা দিয়ে দশজন কৃষককে সহযোগিতা করা যেতো। দরিদ্র পিতা মাতারা সন্তানের স্কুলের লেখাপড়ার খরচ চালানো যেতো।
৫। দূর্নীতি করে সীমাহীন টাকার মালিক হয়েছে। টিভি চ্যানেল খুলেছে, দৈনিক পত্রিকা বের করেছে। কিন্তু দুদক তাদের গ্রেফতার করছে না। লোকটা দূর্নীতিবাজ জেনেও পুলিশ তাকে ধরে না। সরকারও চুপ। এই সমাজের সব মানুষ তাদের তোষামোদ করতেই থাকে। সরকার চেয়েছে বলেই দেশে নব্যধনীদের সংখ্যা বেড়েছে। নব্যধনীরা এত এত টাকা হাতে পেয়ে পাগলের মতো আচরন করছে।
৬। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ চাটুকারিতা, দালালি করতে লজ্জা পায় না। অনেক শিক্ষিত লোককে দেখেছি, দূর্নীতিবাজের বাসায় গিয়ে পা টিপে দিচ্ছে। অনেক দুষ্টলোক ঢাকা এসে দূর্নীতিবাজদের সাথে তাল মিলিয়ে গাড়ি বাড়ী করে ফেলেছে। দুদকের লোকজনদের বাসায় নিয়মিত মিষ্টি মন্ডা যাচ্ছে। দেশে শিক্ষার মান তলানিতে ঠেকেছে। একটা অনার্স পাশ করা ছেলে একটা দরখাস্ত লিখতে পারে না ইংরেজিতে। অযোগ্য ও অদক্ষ লোকেরা মামা চাচার জোরে ভালো চাকরী পেয়ে যাচ্ছে।
৭। অনেক মহিলা স্বামীর কল্যানে বিদেশ গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। তখন সে নোংরামী করে বেড়ায়। দেশে অনেক মেয়ে দরিদ্র পিতার ঘরে জন্ম নেয়। দরিদ্র পিতা মেয়েকে সামান্য লেখাপড়া শেখায় এবং ডাল ভাত খাইয়ে বড় করে। বিয়ে দেয়। সেই মেয়ে ধনীলোককে বিয়ে করে। তারপর সে বদলে যায়। আশেপাশের লোকজনকে দেখায় তার বিলাসিতা। অথচ অতীতের দরিদ্রতার ছাপ সে লুকাতে পারে না।
৮। প্রতি সপ্তাহে জিনিসপত্রের দাম বাড়ে। বেড়েই চলেছে। গত সপ্তাহে বাজার থেকে যেটা ৮০০ শ' টাকা কিনেছি। পরের সপ্তাহে সেটা ৯শ' টাকা। সরকার লেখাপড়া ও বাজার নিয়ন্ত্রনে সম্পূর্ন ব্যর্থ। অথচ সরকারের লোকেরা সমানে গলাবাজি করেই যাচ্ছে। আমাদের দেশে পদ্মাসেতু আরো চল্লিশ বছর তৈরি করা উচিৎ ছিলো। মেট্রোরেল আরো ত্রিশ বছর আগে করা দরকার ছিলো। কিন্তু যারা এতদিন দেশ চালিয়েছে তাঁরা অযোগ্য ও অদক্ষ বলে দেশের উন্নতি হয়নি।
৯। ফুটপাত দিয়ে আরাম করে হাঁটা যায় না। নানান রকম হকাররা বসে থাকে। এমনকি দোকানদাররা তাদের দোকানের জিনিস ফুটপাতে রাখে। পুলিশ নিয়মিত ফুটপাত থেকে চাঁদা পাচ্ছে। পুলিশ চায় না ফুটপাত দখল মুক্ত হোক। আমাদের এলাকায় দেখি, পুলিশ গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে একজন পুলিশ নেমে চাঁদা নিয়ে যায়। আর গাড়িতে সিনিয়র পুলিশ ভাব নিয়ে বসে থাকে, মোবাইল টিপে। এইভাবে টাকা নিতে তাদের কোনো লজ্জা করে না। আমাদের দেশের পুলিশ গুলো সৎ হলে অনেক সমস্যার সমাধান অটো হয়ে যেতো।
১০। দুই মেয়র আজ পর্যন্ত ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে পারলো না। পারবেও না কোনোদিন। হিট অফিসার নিয়ে কত কথা। কই হিট অফিসার? সে কি কি কাজ করলো? কি কি পদক্ষেপ নিলো? গরমে তো জীবন যায় যায়। বাংলাদেশের লোকজন গুলো এত বেশি অসভ্য যে তাঁরা ফুটপাত দিয়ে বাইক চালাতে লজ্জা বোধ করে না। বাইকওলাদের খুব তাড়া। খুব অস্থির তাঁরা। দেশের সাধারন মানুষ গুলোর অনেক কষ্ট। তাদের যদি একটু সুযোগ থাকতো তাহলে তাঁরা এই উন্নয়নের মহাসড়কের দেশে একমিনিটও থাকতো না। নো নেভার।
১১। সদরঘাট, কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ি, মিরপুর-১, এবং সায়দাবাদ এলাকায় চোর, ছিনতাইকারী ও পকেটমার দিয়ে ভরা। যুগ যুগ ধরে এরা আছে। অথচ পুলিশ এদের চিরতরে বিনাশ করে দিচ্ছে না। যেসব জায়গায় ছিনতাই হয়, সেখানে টহল পুলিশ দেখা যায় না। যেখানে ছিনতাই হয় না, সেখানে টহল পুলিশ আরাম করে বসে থাকে। তাঁরা বসে বসে মোবাইল চালায়।
১২। প্রতিদিন ফার্মগেট, সায়দাবাদ, মিরপুর, মহাখালি ইত্যাদি এলাকায় চলন্ত বাস থেকে জানালা দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছে। পুলিশ স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ এরকম চোরদের ধরা খুব সহজ। বাংলাদেশে কেউ কোনো নিয়ম মানে না। আইনের তোয়াক্কা করে না। ক্ষমতাবানরা যা মন চায় তাই করছে। কলকাতা থেকে বাইজি এনে গ্রামে নিয়ে গিয়ে নাচাচ্ছে। সহজ সরল মানুষদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে।
১৩। প্রতিটা এলাকায় রাস্তার মোড়ে বখাটেরা আড্ডা দেয়। মেয়েদের দেখলে কুৎসিত শব্দ ব্যবহার করে। স্থানীয় পুলিশ এদের ধরে না। কিছু বলে না। এবং এসব বখাটেদের যারা জন্ম দিয়েছেন, তারাও তাদের ছেলের খোঁজ করে না। জন্ম দিয়েই যেন তাদের দায়িত্ব শেষ। এই প্রজন্ম মানসিকভাবে অসুস্থ। এদের লজ্জা শরম কম। এরা ব্যস্ত ফেসবুক আর টিকটক নিয়ে। এই দেশের মানুষ মসজিদের জন্য টাকা দেয়, কিন্তু তার পাশের বাসায় কেউ না থাকলে খোঁজ নেয় না। কেউ টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে ফিরেও তাকায় না।
১৪। প্রতিদিন ময়লার গাড়ি আসে। তবুও কিছু লোকজন রাস্তায় ময়লা ফেলে। রাস্তা নোংরা করে। কুকুর বিড়াল সেই ময়লা সারা রাস্তায় ছড়িয়ে দেয়। আরেক শ্রেনী আছে ব্যস্ত রাস্তায় সকলের সামনে দাঁড়িয়ে চেন খুলে মুতে দেয়। পানের পিক ফেলে। বিশ্রী শব্দ করে নাক ঝারে। রাস্তায় মেয়ে দেখলে কুৎসিত ভাবে তাকিয়ে থাকে। বন্ধু বান্ধব নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে চা খায়। পথচারীদের যাতায়াতের সুযোগ দেয় না।
১৫। অনলাইনে কতিপয় নোংরা লোকজন নোংরা ভিডিও ছাড়ে। এবং এইসব নোংরা ভিডিওতে লাখ লাখ লাইক পড়ে। কিছু মেয়ে খ্যাতি পাওয়ার আশায়- নিজের শরীর দেখিয়ে বেড়ায়। আমাদের দেশে মিডিয়ার অভাব নেই। সাংবাদিকের অভাব নেই। কিন্তু একজন সৎ ও সাহসী সাংবাদিক নেই। বর্তমানে আমাদের দেশে কোনো ভালো লেখক নেই। যা আছে, তাঁরা মূলত দালাল এবং চাটুকার।
১৬। বাংলাদেশের কোথাও বেড়াতে গেলে শান্তি নাই। চারিদিকে দালাল, আর নোংরা মানসিকতার লোকজন দিয়ে ভরা। বান্দরবান গেলে টাইলের উপর দাঁড়িয়ে মেঘ দেখতে হয়, প্রাকৃতিক পরিবেশ দেখতে হয়। বান্ধরবান খুব বেশি কৃত্রিম করে ফেলেছেন তাঁরা। রমনা পার্কে গেলেও শান্তি নেই। একটু পরপর হকার এসে বিরক্ত করতেই থাকবে। এরপর আসবে ভিক্ষুক। আছে অনেক রকমের বখাটে।
১৭। রাস্তায় বের হলেই ভিক্ষুক। সিগনালে গাড়ি থামলেই একের পর এক ভিক্ষুক এসে হাজির হয়। যে দেশ উন্নয়নের মহাসড়কে সে দেশে এত ভিক্ষুক থাকবে কেন? বাজারে ভিক্ষুক, মসজিদের সামনে ভিক্ষুক, ফুটপাতে ভিক্ষুক। বাসা থেকে হেঁটে দশ মিনিট দূরত্বে গেলে ৫ জন ভিক্ষুক এসে হাত পাতবে। আজ থেকে পাঁচ-সাত বছর আগেও দেশে এত এত ভিক্ষুক ছিলো না।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: রাইট।
২| ০২ রা জুন, ২০২৩ রাত ৯:৩৬
ৎৎৎঘূৎৎ বলেছেন: ভন্ডে ভর্তি এদেশ। ঘুষের টাকা নিয়ে নামাজে যায় এসে আবার খায়। আরেকজনের প্রেম ফষ্টিনষ্টি ভাবে, হয়রানি করে একসাথে দেখলে আর নিজের বেলা রোমান্স ভাবে। বই পড়তে চায়না। বই থেকে দূরে থাকে। প্রতি দশজনে সাতজনেরই মাথায় ক্ষতিকর চিন্তা। গোয়ার মুর্খের সমুদ্র এদেশ। সবচেয়ে অসহ্য হলো সারাক্ষন সতর্ক থাকতে হয় বাহিরে বেরুলে।
৩| ০২ রা জুন, ২০২৩ রাত ৯:৩৬
ৎৎৎঘূৎৎ বলেছেন: ভন্ডে ভর্তি এদেশ। ঘুষের টাকা নিয়ে নামাজে যায় এসে আবার খায়। আরেকজনের প্রেম ফষ্টিনষ্টি ভাবে, হয়রানি করে একসাথে দেখলে আর নিজের বেলা রোমান্স ভাবে। বই পড়তে চায়না। বই থেকে দূরে থাকে। প্রতি দশজনে সাতজনেরই মাথায় ক্ষতিকর চিন্তা। গোয়ার মুর্খের সমুদ্র এদেশ। সবচেয়ে অসহ্য হলো সারাক্ষন সতর্ক থাকতে হয় বাহিরে বেরুলে।
৪| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সবকিছুই তো, আপত্তিকর।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীকে জানিয়ে দিবো।
৫| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আমার আপত্তি লাগে যখন রাস্তায় গাড়ির চালকরা অসভ্যের মত গাড়ি চালায় এবং সামান্য ব্যাপারে ঝগড়া লাগিয়ে দেয়।
২। অযথা হর্ন দেয়। বিশৃঙ্খলভাবে গাড়ি এবং বাইক চালায়।
৩। যখন কেউ টাকা ভাংতি দিতে চায় না।
৪। রাস্তায় পেশাদার ভিক্ষুকদের উপদ্রব।
৫। ময়লা আবর্জনা দিয়ে রাস্তা নোংরা করে রাখে।
৬। যেখানে সেখানে থুথু ফেলে এবং পানির পিক ফেলে।
৭। টাউন সার্ভিসের বাসের অবস্থা
৮। ছাত্র রাজনীতি। ছাত্রদের তো রাজনীতি করার কথা না।
৯। রাজনৈতিক দলের ছত্রছায়ায় মাস্তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড।
১০। শহরগুলির যানজট
আরও অনেক কিছু আছে। পরে কখনও বলবো।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: একদম সঠিক।
৬| ০৩ রা জুন, ২০২৩ রাত ১:২৩
ইমরান আহমেদ সৈকত বলেছেন: সবকিছুরই জন্যে আজকাল বিরক্ত হওয়া লাগে, এই বিষয়টাই সবচেয়ে বেশি অসহ্যকর।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৭| ০৩ রা জুন, ২০২৩ রাত ১:৫১
নূর আলম হিরণ বলেছেন: রাতের দুইটা তিনটা পর্যন্ত হাই ভলিউমে মিউজিক ছেড়ে গান চালানো!
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ বিয়ে বাড়িতে এই রকম করে।
৮| ০৩ রা জুন, ২০২৩ রাত ৩:৫৪
কামাল১৮ বলেছেন: অনেক সমস্যার কথাই তুলে এনেছেন।জনগন সচেতন না হলে কোন সমস্যাই সহসা সমাধান হবে না।এই সমস্যাগুলি অনেক দিন থেকেই আছে আরো অনেক দিন থাকবে।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: সরকার কি করে? দুই মেয়র কি করে? তাঁরা এসব জানে না?
৯| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:১৭
চারাগাছ বলেছেন: দারুণ লিখেছেন রাজীব নুর।
সাড়ে চুয়াত্তর এর পয়েন্ট গুলো যুক্ত করে দিতে পারেন।
চমৎকার একটা পোষ্ট হবে। আরো অনেকেই মন্তব্যে কিছু পয়েন্ট লিখবে।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:১০
কাছের-মানুষ বলেছেন: আমার দেশের কোন কিছুতেই অসহ্য লাগছে না! দেশের বাইরে আছি বিদায় হয়ত, তবে দেশে থাকলে অনেক কিছুতেই হয়ত অসহ্য লাগত! তবে আপনার উল্লেখিত সমস্যাগুলো সমাধান হওয়া উচিৎ।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: দেশে আসুন। তখন আপনার কাছে মনে হবে- এত গজব অবস্থা। দম বন্ধ হয়ে আসবে আপনার।
১১| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:২১
আমি সাজিদ বলেছেন: আমি প্রায় দুই বছর দেশের বাইরে থাকার সময় ( জীবনে প্রথমবার) দেশকে অনেক মিস করেছি। কখনও এমনও ভেবেছি লাইক- বাইরে এত সিস্টেমেটিক কেন সব , যানজট নেই কেন, হর্ন নেই কেন ? আবার দেশে ব্যাক করার পর প্রথম দুই তিনমাস ভালো লেগেছে, এরপর আর ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই তার কারণগুলো আপনার ও সাচু ভাইয়ের লেখায় চলে এসেছে। মনে হয় আমার পক্ষে এখানে এড-জাস্ট করা কঠিন। আরেকটা ব্যাপার যা আমার জন্য গুরুত্বপূর্ণ তা হচ্ছে- আমি আমার ক্যারিয়ারের যে অবস্থানে যেতে চাই, তার সুযোগ আমাদের দেশে নেই।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি এই দেশে এক মিনিট থাকতাম না। বউ বাচ্চা নিয়ে চলে যেতাম। এই দেশে আমার দম বন্ধ হয়ে আসে।
১২| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার অবজারভেশনগুলোর সাথে একমত পোষণ করছি। হাজার মাইল দূরে থেকেও দেশের জন্য মায়া লাগে, দেশের অবস্থা দেখে কষ্ট হয়। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বেঁচে থাকতেও তিনি খুব একটা খুশি হতে পারেন নি দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট দেখে। প্রকৃত গণতন্ত্র মুক্তি পাক, যোগ্য লোক দেশটাকে এগিয়ে নিয়ে যাক আর দেশের দু'পেয়ে প্রাণীগুলো আবার মানুষ হোক এটাই চাওয়া।
শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ স্যারের একটা বাণী দিয়ে শেষ করছি, "বাঙালী শতভাগ সৎ হইবে এমনটা আশা করা অন্যায়, পঞ্চাশভাগ সৎ হলেই বাঙালীকে পুরস্কার দেয়া উচিত"। ধন্যবাদ।
০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করছেন।
আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি।
১৩| ০৩ রা জুন, ২০২৩ রাত ১০:৪০
রিদওয়ান খান বলেছেন: আপনি যদি বর্তমান সরকারের দল করেন তাহলে যেগুলো উল্লেখ করেছেন একটাও আপনার জন্য অসহ্য মনে হবেনা। বিশ্বাস না হলে আপনি আওয়ামিলীগ সাপোর্টার যারা তাদের জিজ্ঞেস করতে পারেন। আমাকেও জিজ্ঞেস করতে পারেন। আমি একনিষ্ঠভাবে একজন আওয়ামীলীগের সমর্থক। আমার কাছে এগুলো কোন সমস্যা-ই না।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ওকে।
১৪| ০৩ রা জুন, ২০২৩ রাত ১১:২৯
আমি সাজিদ বলেছেন: রিদওয়ান খান, আপনি ভাই বিশাল মাল আর টি
১৫| ০৩ রা জুন, ২০২৩ রাত ১১:৩৫
রিদওয়ান খান বলেছেন: আমি সাজিদ, আমার কথা বিলিভ না হলে আপনিও জয়েন করতে পারেন।
বাস্তবতা নিজের চোখে দেখবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২৩ রাত ৯:৩৬
ৎৎৎঘূৎৎ বলেছেন: ভন্ডে ভর্তি এদেশ। ঘুষের টাকা নিয়ে নামাজে যায় এসে আবার খায়। আরেকজনের প্রেম ফষ্টিনষ্টি ভাবে, হয়রানি করে একসাথে দেখলে আর নিজের বেলা রোমান্স ভাবে। বই পড়তে চায়না। বই থেকে দূরে থাকে। প্রতি দশজনে সাতজনেরই মাথায় ক্ষতিকর চিন্তা। গোয়ার মুর্খের সমুদ্র এদেশ। সবচেয়ে অসহ্য হলো সারাক্ষন সতর্ক থাকতে হয় বাহিরে বেরুলে।