নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিচার-বিশ্লেষণ

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:০১



বুদ্ধিমান মানুষেরা, বিদ্ধান মানুষেরা সব গ্রাম ছেড়ে শহরে চলে আসে।
এবং অল্প কিছু মানুষ প্রবাসী হয়। ফলে গ্রাম ফাকা ও অন্ধকার হয়ে যায়। আজেবাজে লোকেরা সেখানে রাজত্ব করে। ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রামগুলোকে। খেয়াল করলে দেখা যায়, থার্ড গ্রেড লোকজন গ্রাম চালাচ্ছে। আমার রাগ মূলত আহাম্মক মানুষদের উপরে। শেখ হাসিনা বলেছেন, গ্রাম হবে শহর। গ্রাম বদলে যেতে শুরুর করেছে। সাহিত্যের অজপাড়া গা বলতে এখন আর কিছু নেই। মাটির রাস্তা গুলো হয়ে গেছে পাকা রাস্তা।

মানুষ শহরে কেন আসে?
হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস। একবার গ্রাম থেকে ফিরে এলে, আর যাওয়া হয় না। শহর মানুষকে ধরে রাখে। অথচ শহরের বাতাস বিষিয়ে উঠেছে। শহরের মানুষ দুষিত মানুষ। দুষিত মানুষদের শাস্তি দিবে প্রকৃতি। প্রকৃতির নিয়মেই তারা কাত হয়ে পড়ে যাবে। চারিদিকে শত শত মৃতদেহ পড়ে থাকবে, তাদের সরানোর লোক পাওয়া যাবে না। ঢাকা ছোট একটা শহর প্রায় দু কোটি লোকের বাস এখানে। ভাবা যায়! রাস্তায় বের হলে শুধু মানুষের জটলা। আমার দম বন্ধ হয়ে আসে।

রাজনীতিকরা তাদের কুটকচালিতে বন্ধী-
আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারণ মানুষ অন্নবস্ত্রের বাইরে কিছুই ভাবতে পারে না। মূলত সমাজের জ্ঞানী মানুষেরা ঈশ্বরের বিকল্প। আধুনিক বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেলেও ধর্ম মানুষকে বর্বর, আহাম্মক ও নির্বোধ করে দিচ্ছে। লোকজন বুঝে না আমার চোখে গোয়েন্দার পর্যবেক্ষণ আছে। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি- যদি আমার দূর্নীতি করার সুযোগ থাকতো তাহলে আমি কি দূর্নীতি করতাম? না আমি দূর্নীতি করতাম না। মন্দ কাজ থেকে আমি সব সময়ই দূরে থেকেছি।

অনেকদিন আগে একটা দৃশ্য দেখেছিলাম।
দৃশ্যটা এই রকম- বুড়ো বাবা মৃত্যু শয্যায়। গাঁজা খেয়ে ছেলে বাবার দুই পা জড়িয়ে ধরলো। ফুপিয়ে ফুপিয়ে কাদতে কাদতে বলল, আমি কুলাঙ্গার। বেইমান। একটু কষ্ট করে ঊঠে আমাকে জুতাপেটা করুন বাবা। দু গালে ঠাস ঠাস থাবড়া দিন। আমি পাপী। বাবা বললেন, মরা কান্না শুরু করলি ক্যান? যা তোর বউকে বলল খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করতে। আমি খাবো। ছেলে দৌড়ে গেলো বাজারে খাটি খেজুরের গুড় আর দুধ আনতে। মৃত্যুর কাছাকাছি গিয়ে একলোক বলছে- পায়েস খাবো।

বেশ কয়েকদিন ধরে বাসায় আমি একা।
সুরভি গেছে তার বাবার বাড়ি। ঘুম আসে না। আমি এপাশ ওপাশ করি। মাঝে মাঝে মোবাইলে সময় দেখি। একসময় মসজিদে ফযরের আযান দেয়। তখন তন্দ্রা তন্দ্রা ভাব আসে। আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলেও টের পাই, কে যেন আমার মাথার কাছে বসে আছে। আমার মাথায় পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার চোখ মেলে তাকিয়ে দেখতে ইচ্ছা করে না। বুঝতে পারি একটা মেয়ে। শরীর থেকে সুন্দর গন্ধ আসে। পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। তবু আমি চোখ মেলে তাকাই না। গভীর ঘুমে তলিয়ে যাইপালী

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ শহরগুলো কেমন জানি ‍উন্নয়ন বান্ধব হয়ে যাচ্ছে
গ্রামগুলো অনুকরণ অনুসরণ শুরু করেছে রাজীব দা
ভাল থাকবেন------------

২২ শে জুন, ২০২৩ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:২২

শাওন আহমাদ বলেছেন: আমার কিচ্ছু ভালো লাগেনা।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: এটা সাময়িক।

৩| ২২ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: ধর্মের আবার ভুল ঠিক কি আছ? ঠিক ধর্ম কোনটা। ছয় বছরের মেয়েকে বিবাহ করা।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ধর্ম মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে।
ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়।
ধর্ম মানুষের মঙ্গলের জন্য।

৪| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: ধর্মের আবার ভুল ঠিক কি আছ? ঠিক ধর্ম কোনটা। ছয় বছরের মেয়েকে বিবাহ করা। নাকি দেব দেবির পূজা করা।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: যাকে ভালোবাসা যায়, তাকে ফুল টুল দিয়ে পূজা করতে সমস্যা কোথায়?
তাকে নিয়ে ধ্যান করতে সমস্যা কোথায়? ধ্যান করলেই অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়। গৌতম বুদ্ধ ধ্যান করেই নির্বান লাভ করেছেন। আধুঙ্ক ডাক্তারেরা ধ্যান করার কথা বলেন। ধ্যানেই মুক্তি। অর্থ্যাত ধর্মে মুক্তি ও সব জয় করা সম্ভব।

৫| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৭

কামাল১৮ বলেছেন: যারা ধর্ম কর্ম করে না তারা কি সারাদিন অন্যায় করে বেড়ায়।পরিসংখ্যান তা বলে না।যেমন নরডিক এলাকার লোর জন।জাপানীরা খুর কম ধর্ম কর্ম পালন করে।সেখানে অপরাধ খুব কম।
অন্য দিকে বাংলাদেশ,ভারত,পাকিস্তান,আফগানিস্তান এই এলাকার লোকজন সবথেকে বেশি ধর্ম কর্ম করে।এরাই সবথেকে বেশি খারাপ কাজ করে।ধর্ম আনুগত্য শিখায় নৈতিকতা শিখায় না।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: যারা ধর্মকর্ম করে না- তাঁরা স্বাধীন চেতা। আধুনিক ও কুসংস্কার মুক্ত মানুষ। আমি তাদের স্যলুট করি।
জাপানীরা ভদ্র জাতি। অতি ভদ্র জাতি। এদের তুলনা হয় না। এজন্যই আমার ইচ্ছা আমি পরিবার নিয়ে জাপান চলে যাবো।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান- এসব দেশের লোকজন ইতর শ্রেনীর। এরা ধর্মকর্ম করলেও বদমাশিটা ছাড়তে পারে নাই। বদমাশি এদের রক্তের সাথে মিশে গেছে। এরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেই ইতুরামী শুরু করে। এরা মৃত্যুর আগে পাঁচ মিনিট সময় পেলে একটা বদমাশি করে নিয়ে।

ধর্ম এই সব জাতির কোনো মঙ্গল করতে পারে নাই। কোনোদিন পারবেও না।

৬| ২২ শে জুন, ২০২৩ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: নির্বান জিনিসটা কি।খায় না মাথায় দেয়।একটু বুঝিয়ে বলবেন।এই বিষয়ে আমার ধারণা খুব কম।তবে বুদ্ধের দর্শন সম্পর্কে ধারণা আছে।টাউটরা এটাকে ধর্ম বানিয়েছে।বুদ্ধ সুধু মানুষের মঙ্গল চায় নাই,সকল প্রানীর মঙ্গল চেয়েছে।জৈন্যরা বুদ্ধের দর্শন ফলো করে।
ভারতে আমার অনেক জৈন বন্ধু ছিলো।তারা নিরামীষভোজী।

২২ শে জুন, ২০২৩ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: নবীজির উপর যেমন ওহী নাজিল হয়েছিলো।
ঠিক তেমনিই বুদ্ধের উপর নির্বান ভর করেছিলো। তবে বুদ্ধ ধ্যান করে নির্বান আয়ত্ত করেছেন। অলৌকিক কিছু না।
কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হলেন। তিনি দুঃখ, দুঃখের কারণ, প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। এ ঘটনাটিই 'বোধি' লাভ নামে পরিচিত।

২২ শে জুন, ২০২৩ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয়।

বৌদ্ধ মতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তিই হচ্ছে প্রধান লক্ষ্য। এটাকে নির্বাণ বলা হয়। নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ নিভে যাওয়া, বিলুপ্তি, বিলয়, অবসান। সকল প্রকার কামনা-বাসনা-বন্ধন থেকে মুক্তি লাভই হচ্ছে নির্বাণ।

৭| ২২ শে জুন, ২০২৩ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: নবীর উপর ওহী নাজিলের কোন প্রমান নাই।এটা একটা বিশ্বাস।
নির্বান অর্থ মুক্তি।কিসের থেকে মুক্তি।পুনর্জন্ম থেকে মুক্তি। মানুষ আবার জন্ম গ্রহন করে তার কোন প্রমান নাই।নির্বানের কোন প্রমান নাই।
এইগুলি প্রাচীন যুগের চিন্তা ভাবনা।বর্তমান যুগে অচল।আধুনিক চিন্তা ভাবনা অনেক উন্নত।যেটা আমরাও রপ্ত করতে পারি নাই।

২৩ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: নবীর সব কিছুই ভাওতাবাজি। এগুলো আমি বিশ্বাস করি না।
নির্বান মানে শুধু মুক্তি না। সমস্ত লোভ লালসা কাম ভোগ ব্যথান মোহ ইত্যাদি সবন কিছু থেকে মুক্তি।

৮| ২৩ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৪

মৌন পাঠক বলেছেন: আপনি আমাকে নবী মানেন কি?

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: মানা মানির কিছু নাই।
সমাজে বহু লোক এসেছে। তাঁরা তাদের জ্ঞান দিয়ে সমাজকে বদলে দিতে চেষ্টা করেছেন। যারা ভালো করেছেন তাদের আমি মানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.