নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন?
হঠাৎ এ কথা কেন?
ডারউইন থেকে করে বড় বড় বিজ্ঞানীরা কেউই সৃষ্টিতত্ত্বকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করতে পারেন নাই।
এ বিষয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই। আসলে ঈশ্বর নিয়ে ভাবতে ইচ্ছা করে না।
আমার আবার এসব নিয়েখুব ভাবতে ইচ্ছা করে।
আমার ঈশ্বরের কথা মনেই আসে না।
কেন আসে না? এই যে কি সুন্দর পৃথিবী, চারদিকে কত প্রান, সমুদ্র অথবা মহাকাশ কত রহস্যময়! এসব দেখে মনে প্রশ্ন আসে না?
না আসে না।
এসব নিয়ে ভাবা দরকার।
আচ্ছা, আপনাকে একটা ঘটনা বলি। মেঘলা আকাশ! বনগ্রাম রেল স্টেশনে বসে আছি। ট্রেনের অপেক্ষায়। আমার মতো আরো কিছু লোক অপেক্ষায় ছিলো। হঠাৎ শুরু হলো বৃষ্টি। স্টেশনে থাকা লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে গেলো। আমি কোথাও গেলাম না। বৃষ্টিতে ভিজতে থাকলাম। অথচ আমার হাতে ছাতা। মুগ্ধ হয়ে দেখছি, কয়েকটা চড়ুই পাখিও আমার মতো বৃষ্টিতে ভিজছে! কোনো পাখি তো ঝড় বৃষ্টিতে ভিজে না। এই চড়ুই গুলো ভিজছে কেন!
একসময় মানুষ পিপড়ার চলাচল দেখে বুঝে নিতো, বন্যা আসছে। চড়ুই পাখি বৃষ্টিতে ভিজছে, কোন বিপদ কি আসন্ন? এই বৃষ্টিতে ভেজা চড়ুই পাখির সাথে বিপদের কি সম্পর্ক থাকতে পারে? প্রবল বৃষ্টিতে চারপাশ আবছা এবং আমি অন্যমনস্ক। যাইহোক, ট্রেন এখনো আসেনি। এটাই কি ঈশ্বর চেয়েছেন? আমি ঈশ্বরের চিন্তায় না গিয়ে ভেজা মাটির গন্ধ উপভোগ করতে লাগলাম।
একজন অন্ধকে যদি বলা হয়, তুমি কি চাও? যা চাইবে তাই পাবে। অন্ধ পৃথিবীর কোনো সম্পদ চাইবে না, টাকা পয়সা চাইবে না। সে বলবে আমার চোখ দুটো ঠিক করে দাও। খ্যাতি সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ থাকা। সুস্থ থাকতে গিয়ে নারী পুরুষ অভিনয় করে। অভিনয় না জানলে জগৎ সংসার থেমে যেত।
একবার এক জ্যোতিষীর দেখা পেয়েছিলাম, উনি টাকা পয়সা ছাড়া আমার হাত দেখে দিলেন। আমি বললাম দেখুন তো আমার কি অপঘাতে মৃত্যু লেখা আছে নাকি? জ্যোতিষী মন দিয়ে আমার হাতখানা পাচ মিনিট দেখলেন। তারপর একটু হেসে বললেন অপঘাতে মরবেন না। আমি বললাম, আমায় দিয়ে কি ব্যবসা হবে? জ্যোতিষী বললেন, ব্যবসা না, আপনাকে দিয়ে কোনো কিছুই হবে না।
এক মেয়ে বলল, আচ্ছা আমি দেখতে কেমন?
তুমি দেখতে নদীর মতো সুন্দর।
তাহলে আমাকে পাত্তা দাও কেন? আসলে আমি দেখতে সুন্দর নই।
আমি জোর দিয়ে বললাম, প্রতিটা মেয়েই দেখতে সুন্দর।
মেয়েটা বলল, তাহলে আমাকে বিয়ে করবে? কথা দাও।
মেয়েদের কি ঘর সংসার ছাড়া আর কিছু করার নেই? তাছাড়া বিয়ের পর কত ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা। নিজের পরিবার ছেড়ে, অনেক দায়দায়িত্ব নিতে হয়। সমাজের বেশির ভাগ পুরুষ মেয়েদের সত্যিকারের কষ্ট বুঝতে পারে না। মেয়েদের সমস্যা হলো, বিয়ের জন্য সঠিক পুরুষ নির্বাচন করতে পারে না। এবং নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেলে। এজন্য ভুগতে হয় আমৃত্যু। মেয়েদের মন স্বভাবতই এলোমেলো। তারা চিন্তা ভাবনা গুলোকে পর্যায়ক্রমে সাজাতে পারে না বলে সিদ্ধান্তে আসতে দেরি হয় বা কখনোই আসতে পারে না।
২৩ শে জুন, ২০২৩ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: গৌতম বুদ্ধের বহু বহু বছর পর আমাদের নবীজির জন্ম হয়েছে।
নবীজি বুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না। নবীজি এরিস্টটল, পীথাগোরাস এদের কারো সম্পর্কে অবগত ছিলেন না।
২| ২৩ শে জুন, ২০২৩ রাত ৯:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভরসার জায়গা চায় মেয়েরা।
২৩ শে জুন, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ভরসা, বিশ্বাস, সততা, নিরাপত্তা, খানিকটা বিলাসিতাও চায়।
৩| ২৩ শে জুন, ২০২৩ রাত ৯:৫০
কামাল১৮ বলেছেন: মেয়েদের নিয়ে যা বলেছেন সেটার উত্তর মেয়েরাই ভালো দিতে পারবে।
ছেলে মেয়ে দুইজনে মিলে নতুন সংসার গড়তে হবে।এখন ছেলে ছেলেও সংসার হয়।মেয়ে মেয়েও সংসার হয়।সেটা যার যার ব্যক্তিগত বিষয়।
২৩ শে জুন, ২০২৩ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: ছেলে ছেলে, মেয়ে মেয়ে অন্যায় করে ব্যাক্তিগত বিষয় বললে হবে না।
আমরা তো একটা সমাজে বাস করি। সভ্য সমাজ। প্রকৃতি অনিয়ম সহ্য করে না।
৪| ২৩ শে জুন, ২০২৩ রাত ১০:২৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুখপাঠ্য!
২৪ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে জুন, ২০২৩ রাত ১০:২৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: তবে আপনাকে দিয়ে যা হয়, বা হবে, তা জোতিষ ব্যাটার ভাবনায় নেই।
২৪ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: জ্যোতিষীরা মানুষের ভবিষ্যৎ বলতে পারে না। মানুষের সব কিছু নির্ভর করে কর্মের উপর।
৬| ২৩ শে জুন, ২০২৩ রাত ১০:৪৩
শেরজা তপন বলেছেন: ভাবনা চিন্তা ভাল- তবে খুব বেশী বিচ্ছিন্ন। অবশ্য এটাই আপনার স্টাইল।
২৪ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: অগোছালো এবং বিশ্রী রকম- হ্যাঁ এটাই আমার স্টাইল।
৭| ২৪ শে জুন, ২০২৩ সকাল ১০:০০
কামাল১৮ বলেছেন: ইসলামী বিশ্ব সভ্য আর বাকি সব অলভ্য।ভারতেও স্বীকৃত।
২৪ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ইসলাম ধর্ম মানুষকে কোণঠাসা করে রেখেছে।
৮| ২৪ শে জুন, ২০২৩ দুপুর ২:১৮
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: ইসলাম ধর্ম মানুষকে কোণঠাসা করে রেখেছে।
ভুল বললেন ! এককভাবে ইসলাম কে দোষ দিয়ে লাভ নাই । আপনি যদি সকল ধর্ম কে অনুসরণ করেন দেখবেন সকল ধর্মই একে অপর কে অনুসরণ করছে কিছু এদিক ওদিক করে মুলভাব ঠিক রেখেছে ।
২৪ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি ভুল বলেছি।
আমার বলা উচিৎ ছিলো- সকল ধর্মই মানুষকে কোনঠাসা করে ফেলেছে।
৯| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
শেরজা তপন বলেছেন: বিশ্রী রকম কিন্তু আমি বলিনি- দয়া করে আমার কথার অন্য মানে খুঁজে নিবেন না।
তাহলে ভাল,বেশ, দারুণ শুধু এসব মন্তব্যে আটকে যাব।
২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: শেরজা তপন বলেছেন: বিশ্রী রকম কিন্তু আমি বলিনি- দয়া করে আমার কথার অন্য মানে খুঁজে নিবেন না।
তাহলে ভাল,বেশ, দারুণ শুধু এসব মন্তব্যে আটকে যাব।
আরেহ বড় ভাই!!!
কি যে বলেন!!!! আমি জাস্ট বিনয় দেখিয়েছি।
১০| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:১৭
এইযেদুনিয়া বলেছেন: পিকিউলিয়ার একটা লাভলেসনেসের ব্যাপার আছে লেখাটাতে
২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: হতে পারে।
১১| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: শেরজা তপন বলেছেন: বিশ্রী রকম কিন্তু আমি বলিনি- দয়া করে আমার কথার অন্য মানে খুঁজে নিবেন না।
তাহলে ভাল,বেশ, দারুণ শুধু এসব মন্তব্যে আটকে যাব।
আরেহ বড় ভাই!!!
কি যে বলেন!!!! আমি জাস্ট বিনয় দেখিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২৩ রাত ৯:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
গৌতম বুদ্ধ থেকেই মনে হয় ঈশ্বর বিশ্বাসকে নিরুৎসাহিত করার প্রথম যাত্রা শুরু হয়।