| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একদিন পার্কে একটা কাপল ডেটিং করতে গেছে।
গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। ছেলেটি বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
চোখ বন্ধ করে রাখা বুড়োর নাম জালালউদ্দিন রুমী। উনি চোখ খুলে উত্তর করলেন। 'কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পায়।
২। আসলে জীবনের কোন উদ্দেশ্য নেই। কারণ, এই জীবনটা আমরা চেয়ে নেইনি।
কিংবা এ জীবনের সৃষ্টিতে আমাদের কোন হাত নেই। এটি প্রকৃতি/ঈশ্বর দ্বারা সৃষ্ট। মানুষের কাজ হলো যার যার পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনকে পরিচালিত করা, জীবিকার সন্ধান করা, সমাজ ও পরিবার নিয়ে বসবাস করা, মহাবিশ্বকে বুঝার ব্যর্থ চেষ্টা করা। সংসারের মিথ্যা মোহে আটকে থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা।
৩। আমি খুব ফুর্তিবাজ মানুষ।
যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা, আমি যদি হুট করে মরে যাই? তখন মানুষ আমার বিচার করবে- লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা বদ ছিল। মৃত্যু ব্যাপারটা খুব অদ্ভুত! সব প্রিয় মানুষ ছেড়ে কোথায় চলে যাব কে জানে! মৃত্যু চিন্তা তো খুব স্বাভাবিক চিন্তা। এই চিন্তাই তো মানূষকে জীবনের প্রতি আগ্রহী করে তোলে।
মৃত্যুর পর আমি কি ভূত হয়ে যাবো? নাকি শুধু মাত্র আত্মা হয়ে ঘুরে বেড়াবো। যেভাবেই হোক আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে চাই। প্রিয় মুখ গুলো না দেখে থাকতে পারব না।
৪। বাসে করে বনানী যাচ্ছি। আজ ভাগ্যটা ভাল। সিট পেয়েছি। আমার দুই পাশে দুইজন মেয়ে বসে আছে। দুইজনই দেখতে দারুন সুন্দর। একজন দেখতে বিমানবালাদের মতোন, একজন টিভির সংবাদ পাঠিকার মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যামটা একটু কম। ট্র্যাফিক সিগনাল পড়লেই বিমানবালা আর সংবাদ পাঠিকা খুব বিরক্ত হচ্ছে। আমি মনে মনে বললাম, আহ হা বিরক্ত হচ্ছেন কেন, আপনারা ইচ্ছা করলে আমার কাঁধে মাথা রাখতে পারেন।
বাস চলছে। জানালা দিয়ে হু হু করে বাসাত আসছে। বিমানবালার চুল উড়ে আমার গায়ে পড়ছে। সংবাদ পাঠিকার ওড়না উড়ে আমার গায়ে এসে পড়ছে। সত্যিকথা বলতে আমার একটুও বিরক্ত লাগছে না। বরং সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। হঠাত বিমানবালা আমার গায়ের উপর একগাদা বমি করে দিল। বুঝতে পারলাম সে সকালে নুডুলস নাস্তা খেয়েছে। বিমানবালার বমি দেখে সংবাদ পাঠিকাও আমার উপর বমি করে দিল। সে নাস্তা খেয়েছে, পরোটা ভাজি তবে সম্ভবত সাথে ডিম ছিল।
১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২|
১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২১
শূন্য সারমর্ম বলেছেন:
শাবির ভাইয়ের জয় হোক!
১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
৩|
১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: পঁচা খাবার পঁচেনা
বমির প্রতিক্রিয়া কী? ওটাও কী ফুটফুটে সুন্দর ![]()
১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: !!
৪|
১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: যাক দুজনের বমি ভারি চমৎকার দৃশ্য
কেউ দেখেনি তো-------------------
৫|
১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি চমৎকার লিখেছেন। তবে বমির কাছাকাছি এসে পেটে মোচর দিল।
৬|
১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
শেরজা তপন বলেছেন: আমি খুব ফুর্তিবাজ মানুষ। যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই।
~ আপনার সার্বিক আলোচনায় সেটা মনে হয় না।
৭|
১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩২
কামাল১৮ বলেছেন: উদ্দেশহীন জীবন বৈঠা ছাড়া পাল তোলা নৌকার মতো।
বিশ্ব সৃষ্টি জীবন সৃষ্টি প্রকৃতি সৃষ্টি সব কিছুই মানুষ জানে।প্রয়োজন খুঁজে খুঁজে পড়ে নেয়া।
৮|
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ২:০০
হাসান জামাল গোলাপ বলেছেন: ২ নম্বর বিবর্তনের উপলব্ধি অথবা উপলব্ধির বিবর্তন।
৯|
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: ১। বুড়োর কথা সত্য বলে মনে করি।
২। ইসলাম ধর্ম মতে এই জীবন বা পৃথিবীতে আসতে আমরাই চেয়েছি। আমার জানায় ভুল থাকলে সংশোধন করে দিতে পারেন তবে তথ্যসূত্র সহ।
৩। ফূর্তিবাজ হওয়াটা কঠিন ব্যাপার মনে হয়েছে আমার কাছে, বিশেষ করে জীবনের এই পর্যায়ে এসে আমি চাইলেও সেটা পারছি না।
৪। মজার অভিজ্ঞতা মনে হচ্ছে, বিবাহিতদের লুচু-লুচু ভাবটা বরাবরই কম-বেশী থাকে।
তবে পরের অভিজ্ঞতা নিয়ে আমার বলার ইচ্ছে চলে গেছে। ওটা কিভাবে সামাল দিয়েছেন, সেটা আর ব্যাখ্যা করে বলতে হবে না। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: আপনার লেখা এবং মন্তব্য থেকে পরিস্কার বুঝা যায় আপনি একজন ভালো মানুষ। নিরপেক্ষ মানুষ। মানবিক মানুষ। হৃদয়বান মানুষ। এরকম মানুষকে আমি সম্মান করি।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৪
কাছের-মানুষ বলেছেন: ভালই লিখেছেন। খাবারটি বোধ হয় মধু!!!