নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পেয়ারা গাছে একটি ঘুড়ি

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৩



তখন আমার ৭ বা ৮ বছর হবে, সব ছেলেরা মাঠে ঘুড়ি উড়াচ্ছে।
আমি খুব মন দিয়ে তাদের ঘুড়ি উড়ানো দেখছি,
আমার নাটাই নেই, কাজেই অন্যদের ঘুড়ি উড়ানো দেখেই আনন্দ।
সবচেয়ে বেশি আনন্দ হয়, যখন কারো ঘুড়ি কেটে যায়
আমি আকাশের দিকে তাকিয়ে সেই ঘুড়ির পেছনে ছুটতে শুরু করি-
সুতা কেটে যাওয়া ঘুড়িটাকে আমার ধরতেই হবে।

এক বিকেলে একটি ঘুড়ি কেটে জংলা মত জায়গায় পেয়ারা গাছে ঝুলে ছিল,
আমি পা টিপে টিপে খুব সাবধানে সেই পেয়ারা গাছের সামনে গিয়ে হাজির হই
পেয়ারা গাছটির পেছনে একটা দোতলা পুরোনো আমলের বাড়ি।
ঘুড়ি ধরার জন্য পেয়ারা গাছে উঠতেই বাতাসে উড়ে উড়ে ঘুড়িটি মাটিতে পড়ল
ঠিক তখন দেখি, একটি খুব সুন্দর তরুনী মেয়ে মাদুর পেতে বসে আছে,
তার মাথা ভর্তি চুল, দুই হাত ভর্তি কাঁচের চুরি, চোখে মোটা করে কাজল দিয়েছে
মেয়েটি একটু মিষ্টি হেসে বলল, এই বাবু, আসো কাছে আসো। তুমি কোন বাড়ির ছেলে?
হঠাত করে আমি খুব ভয় পেলাম, মাটি থেকে ঘুড়িটি তুলেই এক দৌড় দিলাম

আজ বাংলা ১৩ ভাদ্র, আরবী ১১ সফর মাসে-
বাংলামটর-এলাকায় এই মেয়েটিকে আমি দেখেছি
তার একটুও বয়স বাড়েনি। সেই আগের মতোই আছে
এক নজর দেখেই চিনে ফেলি।
আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, তুমি কেমন আছো?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: তারপর কী বললো?

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: বাকিটা ব্যাক্তিগত।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৩

শিশির খান ১৪ বলেছেন: ছেলেটার বয়স যখন ৭ বা ৮ মেয়েটা তখন তরুণী। ঠিক আছে ,তার মানে সেই সময় মে টা ছেলেটা থেকে বয়সে সিনিয়র ছিলো। বাংলা মোটরে যখন ছেলেটা মে টাকে লক্ষ্য করলো দেখলো মে টার বয়স একটুও বাড়ে নাই হুম ,বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন চালায় যান ভালোই লাগতাছে তারপর কি হইলো বলেন। …………এতো জায়গা থাকতে বাংলা মোটর কে ভাই বেইলি রোড বা হাতির ঝিল ছিলো না মনে করেন ছেলেটা হাতির ঝিলে নৌকায় উঠতেছিলো আর মে টা নৌকা থেকে নামতেছিলো তখন দুই জন এক জন আরেক জনের মাথায় ঢুশ খাইলো । তারপর ছেলেটা মে টার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে বললো কেমন আছো তুমি ?দারুন একটা সিনেমেটিক ক্লাইমেক্স তৈরী হইতো না। না যেমন ভাবে গল্প আগাচ্ছে সেভাবেই ঠিক আছে আমি আবার ভালো লেখা পইরা ফিল পাইলে একটু বেশি ফিল্মি হয়ে যাই। ভালো হয়েছে লেখা চালিয়ে যান। ………………

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২১

কামাল১৮ বলেছেন:

আমি ছোট বেলা থেকেই ঘুড়ি বানাতে জানি।হরেক রকমের ঘুড়ি।এমন ঘুড়ি বানিয়েছি যেটা দড়ি দিয়ে উড়াতে হতো এবং আমি একা ধরে রাখতে পারতাম না।ভোমরা ঘুড়ি উড়ালে গ্রামের সবাই ঘুড়ির শব্দ শুনতো।
আমি অন্যের ঘুড়ির সুতু না কেটে অন্যের ঘুড়িই কেটে দিতাম।আমার হাতে ঘুড়ি থাকলে ঘুড়ি আমার কথা শুনতো।

কবিতার সাথে অনেক পুরনো স্মৃতি জড়িতো।

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: কানাডার ছেলেমেয়েরা ঘুড়ি উড়ায়?

৪| ৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: ঘুড়ি উড়ানো স্মৃতি আহা------
মাঠ পেরিয়ে মাঠ আজ শুধু হাহাকা!
রাজীব দা ভাল থাকবেন

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪

শাওন আহমাদ বলেছেন: মেয়েটি উত্তরে কী বললো?

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সেসব আমি বলব না।

৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: বিশেষ এক দিনে ঘুড়ি উৎসব হয়।লেকের পারে আমরারাও পরিবারের সবাই মিলে ঘুড়ি উড়াতে যাই।প্লাষ্টিকের ঘুড়ি।পকেটে করে নেয়া যায়।আমাদের ঘুড়ি উড়ানোর ছবি আছে,কিন্তু আমি পোষ্টে দিতে জানি না।

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ছবি পোষ্ট করা একদম সহজ।
আপনি চেষ্টা করুণ, পারবেন। অথবা আপনার মেয়েকে বললেই দেখিয়ে দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.