নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শরীর মাটির সাথে মিশে যাবে

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩



চারপাশে খুব মিষ্টি গন্ধ!
অসংখ্য ফুলে ভরে আছে চারপাশ। এত ফুল আগে কখনো দেখিনি। সাদা, নীল, হলুদ, গোলাপি সব রকমের ফুল আছে। যেদিকেই চোখ যায় শুধু থোকা থোকা ফুল আর ফুল। আর কিছু নেই। এত সুন্দর গন্ধ যেন নিশ্বাস বন্ধ হয়ে আসে।

আমি বললাম, এত ফুল কেন?
একটা মোটা কর্কশ কন্ঠ বলল, ফুল তোমার ভালো লাগে না?
লাগে। কিন্তু এত ফুল কেন?
ফুল দিয়ে তোমাকে স্বাগত জানানো হচ্ছে।
কোথায় নিয়ে যাবে আমাকে? ফুলের গন্ধে নিশ্বাস বন্ধ হয়ে আসছে।
কর্কশ কন্ঠ বলল, আসলে আমরা একটা ফুলের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি।
কোথায় নিয়ে যাচ্ছো আমাকে?
কর্কশ কন্ঠ বলল, এখন চুপ করুন। আর কোনো কথা নয়। আমার হাত ধরুন। তাড়াতাড়ি চলুন।
আমার তো জুতো নেই। খালি পা।
মসৃন পথে হাটতে জুতো লাগে না।

আমি জিজ্ঞেস করলাম না- আপনি কে?
শুধু হেটে চলেছি সুন্দরের পথে। বিচিত্র রঙের ফুল গুলো চোখে যন্ত্রণা ধরিয়ে দিয়েছে। অন্যদিকে তীব্র গন্ধ স্নায়ু অবশ করে দিচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না। লোকটা হাত ধরে নিয়ে যাচ্ছে। লোকটা আলখাল্লা পরা। মুখটা পরিস্কার দেখা যাচ্ছে না। শিশির ভেজা পথ। ঠান্ডা, ভেজা মাটি। গা শিরশির করছে, শীত করছে।

পথ কখন শেষ হবে? ক্ষুধাও পেয়েছে বেশ।
লোকটা বলল, চুপ থাকুন। শুধু এতটুকু শুনে রাখুন আপনি ভাগ্যবান।
আমি তো কিছু মনে করতে পারছি না।
মনে করার দরকার কি?
লোকটার কথা শুনে আমি হাসলাম।
লোকটা বলল, হাসুন। হাসলে মাটি উর্বর হবে। তখন আরো বেশি ফুল ফুটবে।
আমি বললাম, তুমি কেন হাসছো না?
আমার হাসতে নেই।

আমি বললাম, শরীর মাটির সাথে মিশে যাবে। শরীরটা আসলে কিছু নয়।
সঠিক কথা। যখন শরীর থাকবে না, তখন আপনি সব কিছুর মধ্যে মিশে যাবেন।
সেটা কেমন?
এই ফুল, মাটি, বাতাস, শিশিরের মধ্যে মিশে যাবেন। তখন কেউ ভালো না বাসলেও দুখ লাগবে না।
কিছুটা বিরক্ত হয়ে বললাম, আমি আর হাটতে পারছি না। এবার চলো ফিরে যাই।
কোথায় ফিরে যাবে?

তাই তো কোথায় যাবো? কিছুই তো মনে পড়ছে না। আমি ভাবনায় পড়ে গেলাম।
লোকটা বলল, তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই তোমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।
কোথায় বলতো?
যেখানে তুমি ছিলে। আকাশ বাতাস গাছপালা আর শিশিরের মধ্যে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

কামাল১৮ বলেছেন: কঠিন প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন।প্রকৃতিতে ছিলাম আবার প্রকৃতিতেই মিশে যাবো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সহজ সরল সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকুন। জয় বাংলা।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০১

জ্যাক স্মিথ বলেছেন: কি ব্যাপার একজনের মন খারাপ আরেক জনের মন খুব খুশি খুশি, ঘটনা কি খুলে বলেন?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ঘটনা সে বেড়াতে যাবে কক্সবাজার। এদিকে আমার পকেট খালি।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



ঢাকায় থাকলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রামে কি শান্তি আছে?
কোথাও শান্তি নেই। শহর গ্রাম সব খানেই কলুষিত মানুষ দিয়ে ভরে গেছে।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: কোনো এক শ্রান্ত বিকেলে নীড় হারা পাখি ফিরে আপন নীড়ে।
কিছু পথ অচেনাই রয়ে যায়, অজানা রয়ে যায় হাজার বিকেল;
কিংবা, অচেনা রয়ে যায় বিষন্ন সমুদ্দুর...
©️শুভ্রকথা-শুভ্রর দিনলিপি

আপনার বিষন্নতা দূর হোক।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আমি বিষন্ন নই।
যেটা লিখতে চেয়েছিলাম সেটা লিখতে পারি নাই।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



খু...উব সুন্দর লেখা হয়েছে।
মানুষ তো আকাশ-বাতাস আর শিশিরের মাঝেই ফিরতে চায়! কিন্তু মানুষ নিজেই তো আকাশ-বাতাসকে কলুষিত করে ফেলেছে। খালি পায়ে শিশিরের ছোঁয়া আজকাল আর লাগছেনা। সেখানে ফিরে লাভ কি !!!!

একবার মাটির সাথে মিশে গেলে ফেরার পথ কি আর ফিরে আসে!!!!!!!!!!!!!!!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আমরাই তো সব নষ্ট করে দিয়েছি।
এই ঢাকা শহরে একটু মাটি নেই। গাছপালা নেই। চারিদিকে বড় বড় দালান কোঠা। মানুষ গুলোও নিষ্ঠুর। দম বন্ধ হয়ে আসে।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২৫

সোহানী বলেছেন: বুঝলাম, কিন্তু আপনার চিন্তা ভাবনা খুব বিপরিতমুখী যা আমি খুব অবাক হই। এই যেমন, আমি যদি বিজ্ঞান বিশ্বাস করি তাহলে আর কথা লিখা সবখানেই বিজ্ঞান বিশ্বাস নিয়ে লিখা থাকবে, অবিশ্বাস নিয়ে লিখা কখনই থাকবে না।

কিন্তু আপনি ব্যাতিক্রম, আপনার লিখায় বিশ্বাস, অবিশ্বাস, উভশ্বাস, নাভিশ্বাস............... সবই থাকে B-))

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: দেখুন সকাল দেখতে একরকম। দুপুর আরেক রকম আবার সন্ধ্যা একেবারে অন্যরকম।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আমার বলা গল্প গুলো খুব রংহীন লাগে..
অথচ না বলা গল্প গুলোর কাছে রংধনুও ফ্যাকাসে হয়ে যায়।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আসলে এটা আমার লেখার দোষ। লেখার দোষে লেখা গুলো শ্রীহীন হয়ে যায়। অদক্ষ অপরিনত মানুষের লেখা এরকমই হয়।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন:


প্রকৃতিকে কিছুটা বুঝতে পারে মানুষ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: না বুঝে না।
মানুষ শুধু নিজের স্বার্থ দেখে। নিজের টা বুঝে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার গল্প।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শরীর মাটিতে মিশে যাবে তবুও কত অহংকার ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে মানুষের মৃত্যুর কথা মনে থাকে না। তাই অহংকার করে।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো লেগেছে।
একদম শেষটা অসাধারণ, "যেখানে তুমি ছিলে। আকাশ বাতাস গাছপালা আর শিশিরের মধ্যে।"

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

বাকপ্রবাস বলেছেন: হাসলে মাটি উর্বর হয়, দারুণ ব্যাপার

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: কথাটা রুপক অর্থে ব্যবহার করা হয়েছে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৬

নূর আলম হিরণ বলেছেন: আপনার কথা বলিনি উপরের মন্তব্যে, আমার কথা বলেছি। আপনি সামান্য ঘটনাও খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন রাজীব নূর।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন।
আসলে আমি ভালো লিখতে জানি না। তবু আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই। বড় আত্মগ্লানি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.