নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাইনে এমন কোনো নারী, যে মানবে না আমার সমস্ত দাবী

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০২

ছবিঃ আমার তোলা।

১। প্রশ্ন হলো মহাত্মা গান্ধী কি বেহেশতে যাবেন?
জানি বিচার কার্য আল্লাহ এর হাতে, তবে আপনার কি মনে হয়? মহাত্মা গান্ধী কি বেহেশতে যাবেন?

২। মেয়েদের ছোট করে দেখার প্রবনতা আমাদের সমাজে আছে।
আমি নিশ্চিত মেয়েদের মানসিক ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক বেশী। তবে সেই ক্ষমতার অনেকটাই নষ্ট হয় স্বামী নামক মানুষটিকে সুখী রাখার নানান প্রক্রিয়া উদ্ভাবনে। আর নিজেকে আড়াল করে রাখার এক বিচিত্র প্রবনতা।

৩। অধিকাংশ কবি তাজমহল নিয়ে কবিতা লিখেছেন তাজমহল না দেখে।
এর মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তার অতি জনপ্রিয় কবিতা 'শা-জাহান' অবশ্য তাজমহল দেখার পর লেখা।

৪। সম্রাট সোলায়মান কিভাবে তামাম দুনিয়ার প্রানীদেরকে নিজের আজ্ঞাধীন করেছিলেন।
তরুন বয়সেই এক বিজ্ঞানী ক্যালকুলাস আবিস্কার করে কিভাবে পুরো বিশ্বভ্রক্ষান্ডের প্রতি মানুষের চিন্তাধারাকে নিমেষেই পরিবর্তন করে দেন। আর সর্বশেষ স্টিফেন হকিং মাত্র একুশ বছর বয়সেই মটর নিউরন রোগে আক্রান্ত হয়ে অচল শরীর নিয়ে কিভাবে সৃষ্টি রহস্যকে ব্যাখা করেছেন। এইতো পৃথিবীর ইতিহাস, যা একট একটু করে মানুষের সভ্যতার বিকাশকে পাল্টে দিচ্ছে। নিয়ে যাচ্ছে অনন্তের পথে, স্রষ্টার খুবই কাছাকাছি। সেই দিন হয়তো আর বেশী দুরে নয় যেদিন মানুষ স্বয়ং স্রষ্টাকেই খুজে পাবে কিংবা হয়তো তিনিই স্বয়ং ধরা দেবেন মানুষের খুব কাছে এসে।

৫। দেশ স্বাধীন করার যুদ্ধে ১৯৭১ এ ঝাপিয়ে পড়েছিলো সব শ্রেনীর মানুষ।
এইদেশের মানুষের পাশে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন কিছু ভিনদেশী মহামানব ও মহামানবী। আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের সম্পর্কে বলতে হবে। আমরা স্বার্থপর জাতি নই। সেই সব মহা মানব- মানবীর হলে-ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন, প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান, যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর, মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান প্রমূখ।

৬। সিগারেটের গন্ধটা আমার সহ্য হয় না।
সিগারেটের মধ্যে যে কী মধু আছে কে জানে বাবা! লোকে সারাক্ষণ ফুসফুস করে টেনেই চলেছে- টেনেই চলেছে। পঁচা ঝাজালো গন্ধটা নাকে আসলেই বিচ্ছিরি অনুভব হয়- অস্বস্তি লাগে। কিন্তু তারপরও সইতে হয়। না সয়ে উপায় কি? যার সঙ্গেই কথা বলতে হয়- সে দু'চার কথার পর ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলে। সিসগারেটের ধোয়ায় চারিদিক ছয়লাপ। আর আমি বোকা'র মতন মুখে শুধু একটু কষ্টের ভাব ফুটিয়ে রাখি। যেন তার কথায়- তার দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। যদিও অভিনয় সেও একটু জানে। আসলে অভিনয় সবাই-ই জানে। না জানলে কি জগৎ সংসার চলতো?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



পাক ভারতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা কষ্ট করে ছেলের পড়ালেখার ভার বহন করেছে, মেয়েকে পড়ায়নি; পড়ালে মেয়েই মা-বাবাকে দেখতো; মানুষ কি বেকুব!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের বাবা মায়ের একটাই চিন্তা মেয়ে ইন্টার পাশ করলেই একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে।
অথচ বাবা মায়ের উচিৎ মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২০

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: সিগারেট আমাদের দেশ এবং জনগণের অনেক বড় ক্ষতি করিতেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: তবে সরকার লাভবান হচ্ছে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯

জ্যাক স্মিথ বলেছেন: ১: বেহেশতো, দুজখ এসব কাল্পনিক বিষয়।

২: এই দেশের পুরুষদের কাছে কোন নারী নিরাপদ নয়, প্রতিটি পুরুষ এক একটি হায়েনা। নারীদের ধর্ষণ করার জন্য এরা সুযোগ খুজে, না না বাহানা খুজে বেড়ায়।

৩: বিষয়টা আগে জানতাম না।

৪: এই একবিংশ শতাব্দিতে এসে এইসব গাল গপ্পো বিশ্বাস করার কোন কারণ থাকতে পারে না।

৫: হ্যাঁ যতদুর জানি সব শ্রেণীর মানুষই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

৬: আমি যতদূর জানি আপনি সিগ্যারেট খান, তাহলে এখন আবার এমন ঢং করছেন কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
আপনার চুন্তা ভাবনা সুন্দর এবং আধুনিক।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাতে খাওয়া দাওয়া করেছেন? না করে থাকলে বেশী করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডাবল ডিম ভাজি করে ভাত খেয়ে ব্লগে ব্লগিং করুন। - এখন হয়তো বলবেন আপনি ডিম খেতে পছন্দ করেন না।

১। কে স্বর্গে যাবে কে নরকে যাবে এই চিন্তা করার ক্ষমতা মানুষের নেই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ডিম আমি খাই।
ডিম বাজি ভাতের সাথে মন্দ লাগে না।

মানুষের চিন্তা করার ক্ষমতা অসীম।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৭

কামাল১৮ বলেছেন: বেহেস্ত থাকলেতো যাবে?
সব মনুষ ঝাপিয়ে পড়ে নাই।বেশির ভাগ মানুষ ছিলো নিরপেক্ষ।যুদ্ধের সময় ঢাকায় আসছি কয়েক বার।হেটে বরিশাল গেছি।প্রয়োজনে হেটে বরিশাল থেকে ঢাকায় আসছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: হেঁটে!!!
আজিব ব্যাপার!!
কি করে সম্ভব!!!!

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৬

শাহিন-৯৯ বলেছেন:

ধর্ম নিয়ে না চুলকালে শান্তি হয় না? যদি আপনার ধর্ম নিয়ে প্রশ্ন থাকে শুধু তা নিয়ে বিস্তারিত লিখুন। যে কোন লেখার ভিতর এক দুই লাইন ধর্ম নিয়ে না চুলকালে ভাল হয়। এখানে অলরেড়ি দুই মহা পন্ডিত বলে ফেলেছে- বেহেশত কাল্পনিক!! এখন যারা ধর্ম বিশ্বাসী তা কাউন্টার দিলেই বলবেন জামাত শিবির, জঙ্গী হেনতেন। ব্লগ বেশ শান্তি মতো চলছে, চলতে দিন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ধর্ম এসে যায় অবধারিত ভাবে। আমি কি করবো?

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৯

কামাল১৮ বলেছেন: শাহিন-৯৯,ধর্ম হলো একটা দর্শন।ভাববাদী দর্শন।সময় পেলেতো একটু আলোচনা করতেই হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আমার কথা হলো- ধর্মকে কোনঠাসা করে ফেলো। এই শালা ধর্ম অনেক ক্ষতি করেছে যুগ যুগ ধরে।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ বেঁচে থাকতেই স্বর্গে থাকার চেষ্টা করে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কিছু কিছু জায়গায় মানুষের ক্ষমতা একেবারে শূন্যের কোথায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কিছু কিছু জায়গায় মানুষের ক্ষমতা একেবারে শূন্যের কোথায়।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

রানার ব্লগ বলেছেন: মহাত্মা গান্ধী নিজ স্বার্থে বাংলার অনেক বড় ক্ষতি করেছেন । তাই ওনার নড়ক কনফার্ম ।

শাহিন-৯৯@ কেউ যদি বেহশত কে কাল্পনিক বলে তাহলে তাকে বুঝিয়ে বা তথ্য উপাত্ত দিয়ে বেহশত কে কল্পনার বাহিরে নে দেখান । দা ছুড়ি কোদাল নিয় ঝাঁপিয়ে পরলে ওই সব বিষেশনে ভুষিত হতেই পারেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: মহাত্মা গান্ধী একজন মহৎ মানুষ। তার তুলনা হয় না।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

বাউন্ডেলে বলেছেন: ১। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী । যে কোন সিদ্ধান্ত নেয়ার ও পরিবর্তন তিনি একমাত্র পারেন।
২। মাতৃতান্ত্রীক সমাজ ব্যবস্থায় একসময় মেয়েরা লাঠি ঘুরিয়েছে আর এখন লাঠির নিচে আছে ? তারপরও ভাগ্যর নির্মম পরিহাস আমি বাড়ী থেকে কখন কতক্ষনের জন্য বের হবো, সে সিদ্ধান্ত একান্তই আপনার ভাবীর।
৩। তাজমহল একটা কবরস্থান।
৪। নবী সোলায়মান/বাদশার প্রতি তামাম দুনিয়া আনুগত্যকে রপক অর্থে বলা হতো- জ্বীন-ভুত,পশুপাখীও অনুগত ছিলো। যেমনঃ যীশুর ব্য্যাপারে বলা হয়- তার পুনরাভির্ভাবে বাঘে-মহিষে এক ঘাটে জল খাবে। সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষ তার প্রয়োজনে নতুন নতুন তথ্য,তত্ব,যন্ত্র আবিস্কার করে সারভা্ইভ করবে, এটা প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। স্র্রষ্টা প্রকৃতির মধ্যেই আছে । জানার মতো জ্ঞান হলেই জানতে পারবে মানুষ।
৫। একাত্তরে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৯৫% বাংগালী স্বাধীনতায় ভুমিকা রেখেছিলো।
৬। নেশা বিহিন কোন প্রানী আছে বলে আমি বিশ্বাষ করি না। পান্তা ভাতেও অনেকের নেশা হয়।
৭। পোষ্টদাতা ভাইয়ের নেশা দ্রব্যটি চিনতে পারলাম না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.