নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর অপেক্ষা

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৮



আজ পঁচিশ দিন ধরে আমি বাসা থেকে পলাতক।
কারণ, আমি বিয়ে করতে চেয়েছিলাম। আব্বা এই কথা শুনে বলল- হারামজাদা কামকাজ করো না, বিয়ে করবে? বউকে খাওয়াবি কি? আমি বললাম, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ'ই একটা ব্যবস্থা করে দিবেন। মা বলল- তুই ভাদাইম্মা এবং অলস। তোকে কোনো মেয়ে বিয়ে করবে না। এযুগের মেয়েরা বোকা না।
আমি মাকে বললাম- মা, মেয়ে আমি ঠিক করে ফেলেছি। ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছে। দেখতে শুনতে ভালো। নানান ধরনের খাবার রান্না করতে জানে। এই কথা শুনে মা আমার দিকে 'হা' করে তাকিয়ে আছে। আব্বা বলল- তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি এক বস্ত্রে এবং খালি পকেটে বাসা থেকে বের হয়ে গেলাম।

কোরয়ান-হাদীস পড়ে জানতে পারলাম-
আল্লাহ্‌ কুরআনে বলেছেন, "লাক্বাদ কা-না ফী রাসুলুল্লাহি উসওয়াতুন হা'সানা" -"তোমাদের জন্য রাসুলের জীবনই হলো সর্বোত্তম আদর্শ"। সুতরাং বিয়ের অনুষ্ঠানে সেটুকুই কেবল আবশ্যক যা আমাদের নবীজি করতে বলেছেন। এর বাইরে কিছু পালন না করলে কেউ যদি অখুশী হয় তাহলে আমরা কেবল বলতে পারি, "দুঃখিত, আমার জন্য আল্লাহই যথেষ্ঠ"। নবীজি বিয়েকে সুন্নত বলে উল্লেখ করেছেন। বিয়ে সওয়াবের কাজ। এটি খুবই দায়িত্বপূর্ণ পবিত্র ইবাদতও বটে।

আরও যা জানলাম- বিয়েতে রয়েছে বরকত।
পবিত্র কুরআনে সুরা নূর' এ অনেক গুরুত্বপূর্ন কথা বলা হয়েছে। তিরমিযী শরীফে লেখা আছে- ''তিনটি বিষয়ে দেরী নয়-
১। সময় হলে নামাজে,
২। লাশ এসে গেলে জানাযায়,
৩। সমমানের পাত্র পেলে বিয়েতে। বিয়ের শুরু হযরত আদম ও হাওয়া (আঃ) হতে। একজন সুপুরুষ ও সৎকর্মশীল নারী দেখে বিয়ের বন্ধন হওয়া উচিত। বরের আর্থিক স্বচ্ছলতা বিবেচনা করে মোহরানা ধার্য্য করা চাই। নবীজি বলেন, ''তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম''। স্ত্রীদের বলা হয়েছে, ''আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে যদি বলতাম তবে স্ত্রী কর্তৃক স্বামীকে সেজদা করতে বলতাম''। সুতরাং স্বামী স্ত্রী উভয়েই একটি সংসার সুখের করতে দায়িত্ব নিতে হবে।

পথে পথে ঘুরে ঘুরে নানান চিন্তা ভাবনা করে দেখলাম-
এবং হাদীস অনুযায়ী এখন আমার বিয়ে করা উচিত না। কিন্ত নীলাকে যদি এখন বিয়ে না করি- তাহলে তার পরিবার তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। নীলাকে ফোন করে বললাম- তুমি কোনো চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করছি। নীলাকে মিথ্যা আশ্বাস দিলাম। নীলা বলল- বিয়ে পরে করো, এখন বাসায় এসে আমাকে আংটি পরিয়ে যাও। বোকা মেয়েটা বুঝে না- একটা আংটি কেনার টাকাও এখন আমার কাছে নেই। পঁচিশ দিন পর বাসায় গেলাম। বাসার পরিস্থিতি স্বাভাবিক। ছোট বোন বলল- ভাইয়া কি পাগলামী শুরু করছে? আমি বললাম ভাত দে, অনেক ক্ষুধা লাগছে। বোন বলল- আগে সেলুনে যাও, তোমাকে দেখে তো মফিজ পাগলার মতন লাগছে।

মধ্যরাত্রে শরীর কাঁপিয়ে জ্বর আসলো।
সাথে তীব্র মাথা ব্যাথা। কাউকে যে ডাকব সেই শক্তিটুকুও শরীরে নেই। ফযরের আজানের পর জ্ঞান হারালাম। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার নিজেকে আবিস্কার করলাম হাসপাতালে। আমার পাশে সব প্রিয় মানুষেরা কিন্তু নীলা নেই। নীলাকে খুব দেখতে ইচ্ছা করছে। মেয়েটা আমাকে এই অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে। মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম- আমার খুব কঠিন কোনো অসুখ হয়েছে। কি অসুখ ? আমি কি মরে যাবো ? মাথা ব্যাথা শুরু হলেই তখন চোখে কিছু দেখতে পাই না। মনে হয়, মাথার ভেতর কে যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে।

আমি হাসপাতালে যাওয়ার তিন দিন পর নীলা আমাকে দেখতে এলো।
আমার খুব অবনতি হয়েছে। এখন সারাক্ষনই চোখে ঝাপসা দেখি- প্রতিদিন মাথা থেকে থোকা থোকা চুল পরছে। গায়ের রঙ হঠাত করে খুব কালো হয়ে গেছে। নীলা আমার বুকের মাথা রেখে অনেকক্ষন কাঁদল। যাওয়ার আগে নীলা- শক্ত করে আমার হাত ধরে বলল- আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কিচ্ছু হবে না। আল্লাহ এত নিষ্ঠুর হতে পারবেন না। আমি মনে মনে বললাম- আল্লাহ অনেক নিষ্ঠুর নীলা, আল্লাহ অনেক নিষ্ঠুর। গভীর রাতে আমার অবস্থা খুব খারাপ হলো। নার্স ডাক্তার'রা ছোটাছুটি শুরু করলো। আমাকে পরপর দু'টা ইনজেকশন দিল ডাক্তার। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম।

আমি এখন এক ধরনের ঘোরের মধ্যে আছি।
সব কিছুই স্বপ্ন স্বপ্ন লাগে। বাস্তব-অবাস্তব মিশে একাকার হয়ে গেছে। চোখ বন্ধ করলেও দেখি, খোলা রাখলেও দেখি। কোনটা স্বপ্ন কোনটা সত্যি বুঝতে পারটেছি। অন্য রকম একটা জগতে প্রবেশ করেছি। সে জগতে সময় বলে কিছু নেই, দিন-রাত বলে কিছু নেই। একটু পরপর এসে কে যেন এক আকাশ ভালোবাসা নিয়ে আমার কপালে হাত রাখছে হাতটা খুব ঠান্ডা। তার হাত ভর্তি চুড়ি। চুড়ির ঝন ঝন শব্দটা ভালো লাগছে। মনে হচ্ছে- এই হাত ধরে ঢাকা শহরের অনেক পথ হেঁটেছি। এখনও হাঁটছি, অন্ধকার একটা পথে। একা একা। ঠান্ডা হাতের স্পর্শ এবং চুড়ির ঝনঝন শব্দ শুনতে পাচ্ছি না। আমার খুব ভয় ভয় করছে। অন্ধকার এবং অজানা পথটা একাএকা কিভাবে পাড়ি দিব। আমার চোখ থেকে দু'ফোটা পানি গড়িয়ে পড়লো।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

জোবায়ের বলেছেন: ভালো লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০০

কামাল১৮ বলেছেন: আগে দেখি গাজী সাহেব কি বলে।আমিতো কিছুই বুঝতে পারলাম না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: গাজী সাহেব আমার নাড়ীনক্ষত্র বুঝেন খুব ভালো করে। উনি একজন সাইক্রিয়াস্টিক।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:


মানুষ যখন থেকে বিয়ে করার শরু করেছে, মানুষ স্হায়ীভাবে বসবাসের শুরু করেছে; আমাদের নবীর অনেক আগে, ইহুদীরা বিয়ের জন্য সুন্দর পারিবারিক নিয়ম কানুন চালু করেছিলো। বিয়ের ব্যাপারটা মানুষর সামাজিক জ্ঞানের চিহ্ন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বিয়ে ভালো না বিয়ে ছাড়া একসাথে থাকা ভালো?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথম কয়েক লাইন পড়ে ভেবেছিলাম আপনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন !!

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: দ্বিতীয় বিয়ে আমি জীবনেও করবো না। নো নেভার।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: নীলা বুদ্ধিমতী মেয়ে। ইডেন কলেজ থেকে ইংলিশে মাস্টার্স করেছে। সে ভালোবাসা দিয়ে রোগ-শোক ভুলিয়ে দেবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: একজন মানুষের জীবনে স্বচ্ছ পবিত্র ভালোবাসা খুব দরকার।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

মৌন পাঠক বলেছেন: নীলা কবে সাহিত্যের পাতা হতে জীবনে আসবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: নীলার বিয়ে হয়ে গেছে।
সে এখন আমেরিকা থাকে। তার দুই ছেলে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৮

নাহল তরকারি বলেছেন: যে পাচঁ ওয়াক্ত নামায পড়ে না, ঘুস খায়, দুর্নীতি করে, চুরি করে, সম্পত্তিতে সমান অধিকার দেয় না, বউ এর হক, স্ত্রী এর হক, বাপ মাকে সেবা করে না, পন্যে ভেজাল দেয়া, লোক ঠকানো ইত্যাদি করে, সে কিসের মুসলমান।

ইসলামে বিয়ে করার কিছু শর্ত আছে। সেটা কি আপনার গল্পের চরিত্র পড়ে বুঝে না??

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: গল্পের চরিত্র ইসলামের নিয়ম কানুন থেকে অনেক দূরে থাকে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পোষ্টটা পড়ে খুব অদ্ভুত অনুভতি হচ্ছে।

আমার প্রথম প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: এই লেখাটা কম পক্ষে ১৩ বছর আগের।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

ধুলো মেঘ বলেছেন: নীলাকে যে পুরুষটা বিয়ে করবে - তার প্রতি সমবেদনা রইল। এই যুগে বিয়ে করতে ভার্জিন মেয়ে পাওয়া আসলেই খুব কঠিন হয়ে গেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ভার্জিন মেয়ে দিয়ে কি করবেন?

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

অহরহ বলেছেন: অসাধারণ, অসাধারণ @ রাজীব ভাইয়া। শেষ হয়েও শেষ হয় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়ের বিয়ের যোগ্যতা থাকলেও ছেলের বিয়ের যোগ্যতা ছিল না। কারণ সে ভাদাইম্মা এবং অলস। ভবিষ্যতেও উন্নতি হওয়ার কোন লক্ষণ নাই। মায়েরা ছেলেদেরকে সবচেয়ে ভালো ভাবে চিনতে পারে। তাই মা ঠিকই বলেছে।

বাবাও ঠিক বলেছে 'হারামজাদা, কাম কাজ করোনা বিয়ে করবে? বউকে খাওয়াবি কী?'

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা--
তাই বলে একটি স্বচ্ছ প্রেমের মৃত্যু হওয়া কি ঠিক?

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

ধুলো মেঘ বলেছেন: ভার্জিন মেয়ে পবিত্রতার চিহ্ন। বিবাহ একটি পবিত্র সম্পর্ক - এই সম্পর্কের গুণগত মান বজায় রাখতে উভয়েরই ভার্জিন হওয়া আবশ্যক। শারীরিক সম্পর্কে বিশ্বস্ত না হলে আত্মার সম্পর্ক নিখাদ হয়না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: রাইট।
কিন্তু এযযুগে ভার্জিন মেয়ে পাওয়া প্রায় অসম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.