নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ বিবিসি বাংলা।
অনেকদিন আগে একটি গল্প পড়েছিলাম।
গল্পটি অনেকটা এই রকমঃ রাশিয়ার এক শহরে বাস করতো আকসেনভ নামের এক যুবক। পেশায় সে ছিল ব্যবসায়ী। তার ছিল দু'খানা দোকান ও বসত ভিটা। ছোটবেলা থেকে নেশা করলেও এখন সে ভালো, মাঝে মাঝে কেবল ভদকা খেয়ে নেশা করে।
গ্রীষ্মের এক সকালে ব্যবসার কাজে শহরে যাওয়ার জন্য বের হয় যুবক।
স্ত্রী তাকে বলে যে, আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তুমি আজ শহরে যেওনা। সে স্ত্রীর কথা উপেক্ষা করে শহরে যায় এবং রাস্তার মাঝে পরিচয় হয় এক ব্যবসায়ীর সাথে। দু’জনেই রাতে এক সরাই খানাতে থাকে।
পরদিন সকাল বেলা যুবক আকসেনভ সরাই খানার সব লেনদেন চুকে দিয়ে বের হয়।
প্রায় মাইল পঁচিশ যাবার পর সে আরেকটা সরাই খানাতে দাঁড়িয়ে পড়ে ঘোড়া গুলোকে কিছু খাইয়ে নেবার জন্য। কিছুক্ষণ পর একজন অফিসার এসে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে সবগুলো প্রশ্নের উত্তর দিলেও মূল ঘটনা বুঝে উঠতে পারেনা।
অফিসার আকসেনভকে বলে যে,
যে লোকটির সাথে আপনি রাতে ঘুমিয়ে ছিলেন সে খুন হয়েছে। আর আমি একজন পুলিশ অফিসার। আপনার পোটলা তল্লাশী করব। যেই বলা সেই কাজ। আকসেনভের ব্যাগ তল্লাসী করে একটা রক্ত মাখা ছোরা পাওয়া গেল। ছোরাতে কেন রক্ত লেগে আছে জিজ্ঞেস করলে আকসেনভ কোন উত্তর দিতে পারেনা। সে শুধু বলে আমি কিছু জানিনা। আমি খুন করিনি।
গল্পটা কি আপনারা কেউ পড়েছেন?
অতি চমৎকার এক গল্প। যুবক আকসেনভ আসলে কোনো খুন করেনি। তাকে ফাসানো হয়েছে। বিচারে তার ফাঁসি হয়ে যাবে। অথচ সে খুন করেনি। আপনি যদি এরকম এক ঘটনায় পড়ে যান, তাহলে কিভাবে নিজেকে নির্দোষ প্রমান করবেন? যাইহোক, গল্পে ফিরে যাই। বিচারে সত্যি সত্যি তার ফাঁসি হলো। আকসেনভ এর মৃত্যুর পাঁচ বছর পর এক উকিল এই মামলা নিয়ে উচ্চ আদালতে আপিল করেন। এবং তিনি প্রমান করে দেন- আকসেনভ নির্দোষ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: আপনাদের আমেরিকায় মাদকসেবীদের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে।
নারী পুরুষ একই হারে নেশা করছে। নেশা করে অজ্ঞান হয়ে রাস্তার মধ্যেই শুয়ে থাকে। যারা এরকম নেশা করে তারাই চুরী ছিনতাই করে বেড়াচ্ছে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
সোনাগাজী বলেছেন:
হঠাৎ আমেরিকান ডাক্তারেরা বলছে, নেশার মাঝে গাঁজাই ভালো; এখন পুরো শহরগুলোর বাতাসে গাঁজার গন্ধ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আমিও শুনেছি গাজার নাকি কিসব উপকার আছে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৪
জ্যাক স্মিথ বলেছেন: গল্পটা পড়ে মনে হয় যেন কেডি পাঠক পড়লাম, কিন্তু তাকে কিভাবে নির্দোষ প্রমাণ করা হলো তা তো বললেন না? আমি যদি এ ধরণের কোন ঘটনায় পড়ি আর সত্যিই যদি আমি খুন না করে থাকি তাহলে কোন না কোন ভাবে আমি এর ক্ল্যু বের করতে পারবো।
@সোনাগাজী আফ্রিকানদের প্রতি আমার অভিজ্ঞতা খুবই বাজে, ওরা আসলেই জংলি জাতি, বাঙালীদের চাইতেও ওরা শতগুন বেশি বর্বর আর কুসংস্কারাচ্ছন্ন জাতি, আর বলতে লজ্জ্বা নেই কালোদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কারাগারে বহু নির্দোষ লোক আছে। প্রতিপক্ষের ক্ষমতা আর টাকার জোরে সাধারন লোকজন কারা ভোগ করছে।
দি গ্রীন মাইল মুভিটা দেখেছেন?
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৩
কাছের-মানুষ বলেছেন: গল্পটি ইন্টারেস্টিং। নাম কি গল্পটির?
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: স্যরি।
নাম তো মনে নাই।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০১
কামাল১৮ বলেছেন: রাশিয়ার অনেক গল্পেই খুন খাপাপি আছে।ক্রাইম এন্ড পানিশমেন্ট বা রিসারেকশন এনেকটা এই ধরনের গল্প।ভারতের অনেক সিনেমাতে এমন গল্প আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: 'ক্রাইম এন্ড পানিশমেন্ট' দারুন এক উপন্যাস।
পড়েছি আমি।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫০
করুণাধারা বলেছেন: এই গল্পটা আমি পড়েছি। কিন্তু কবে, কোথায় তা মনে করতে পারছিনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: আমি মনে করিয়ে দিবো?
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪
সোনাগাজী বলেছেন:
আমেরিকায় এই সমস্যা আগে ভুরি ভুরি ছিলো; আফ্রিকান আমেরিকানরা এভাবে আটকে যেতো। এখন উল্টো, ওরা আসলে অপরাধ করলে, অনেকে বিশ্বাস করতে চাহে না; বলে, কালোদের প্রতি রেসিজম।