নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের কোন বইটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩



হুমায়ূন আহমেদের সব বই আমার ভালো লাগে।
কোন বইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা বাছাই করতে গেলে বিপদে পড়ে যাবো। কোনটা রেখে কোনটার নাম বলব! 'জনম জনম' বইটা আমার খুব ভালো লেগেছে। সহজ সরল সুন্দর হৃদয়বিদারক গল্প। বড় কষ্টের গল্প। কষ্টের মধ্যেও যেন কিছুটা আনন্দ আছে। বিনোদন আছে। 'জনম জনম' বইটার কাহিনী নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। যা অতি নিম্মমানের হয়েছে। এই মুভিটা হুমায়ূন আহমেদ তৈরি করলে মাস্টারপিস হতো। 'আজ আমি কোথাও যাবো না' এই বইটার কথা না বললে অন্যায় হবে। চমৎকার একটা বই। শেষমেশ প্রধান চরিত্রটি আমেরিকা যেতে পারে। হুমায়ূন আহমেদ রসিকতা করার ওস্তাদ লোক। তার তুলনা হয় না।

'তিথির নীল তোয়ালে' এই বইটা অতি চমৎকার একটা প্রেমের উপন্যাস।
অনেকবার পড়েছি। এই বইটার কাহিনী নিয়েও সিনেমা করা হয়েছে। সিনেমাটি একদম ফালতু হয়েছে। মিসির আলিকে নিয়ে লেখা একটা বই আছে- 'নিশীথিনী' দারুন এক বই। আমি বলল, হুমায়ূন আহমেদের মিসির আলিকে নিয়ে লেখা- এটা সেরা বই। লেখক খুব দরদ দিয়ে বইটা লিখেছেন। জাহানারা ইমাম বলেছেন, হুমায়ূন আহমেদের মিসির আলীকে নিয়ে লেখা বই গুলো কোনো দিন হারিয়ে যাবে না। 'শুভ্র গেছে বনে' বইটা আমার বেশ ভালো লেগেছে। হুমায়ূন আসলে খুব সুন্দর করে গল্প বলতে জানতেন। এজন্যই তার এত এত পাঠক। অনেক লেখকের বই পড়ে পাঠক বিরক্ত হয়। কিন্তু হুমায়ূন আহমেদের লেখা পাঠককে আকর্ষন করে। ধরে রাখে।

'তেতুল বনের জোছনা' খুব সুন্দর একটা বই।
বাংলাদেশের অন্য কোনো লেখক হুমায়ূন আহমেদের মতো সহজ ও সুন্দর করে লিখতে পারে না। হুমায়ূন আহমেদের লেখা বারবার পড়লেও বিরক্ত লাগে না। তিনি মানুষের জীবনের গল্প গুলো পরম মমতায় বলতে পারতেন। হুমায়ূন আহমেদের একটা উপন্যাস আছে- 'কবি'। অতি চমৎকার একটা উপন্যাস। 'মেঘ বলেছে যাব যাব' অত্যন্ত মনোমুগ্ধকর একটি উপন্যাস। অবশ্যই প্রেমের উপন্যাস। পুতু পুতু টাইপ প্রেমে না। স্বছ পবিত্র প্রেম। যা মানুষকে মুগ্ধ করে। 'কৃষ্ণপক্ষ' নামে একটা বই আছে। এটাও চমৎকার একটা বই। আসলে আমি হুমায়ূন আহমেদের শুধু মাত্র একটা বই বাছাই করতে পারবো না। তাহলে অন্যায় হবে। অবিচার হবে।

'পেন্সিলে আঁকা পরী' এই বইটার কথা না বললে অন্যায় হবে।
আরেকটা বইয়ের কথা অবশ্যই বলতে হবে-'রূপার পালঙ্ক' এরকম বই বাংলাদেশের আর কেউ লিখতে পারেন নি। 'নক্ষত্রের রাত'অনেক সুন্দর একটা বই। এই বইতে একটা চিঠি আছে। চমৎকার এক চিঠি। বিশ বার পড়লেও মন ভরে না। বইটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে,।'চাঁদের আলোয় কয়েকজন যুবক' এই বইটা পড়লে বুকের মধ্যে হাহাকার করে ওঠে। এটাও ইংরেজিতে অনুবাদ হয়েছে। 'ওমেগা পয়েন্ট'চমৎকার বই। বিজ্ঞান কল্প কাহিনী। লেখক সহজ ভাষায় বইটা লিখেছেন। একটা স্কুলের বাচ্চা ছেলেও বইটা পড়লে অতি সহজেই বুঝবে। 'আমার আপন আঁধার' নামে হুমায়ূন আহমেদ তার আত্মজীবনী লিখেছেন। যা একজন পাঠক পড়ে অবশ্যই মুগ্ধ হবেন।

'হোটেল গ্রভার ইন' নামে একটা বই আছে।
তখন হুমায়ূন আহমেদ আমেরিকায় পিএইচডি করতে গিয়েছিলেন। খুব সুন্দর বই। বাচ্চাদের জন্য একটা বই আছে- 'বোতল ভূত' নামে। এই বইটাও আমার অনেক ভালো লেগেছে। 'ছায়া সঙ্গী' নামে একটা বই আছে। দূর্দান্ত এক বই। বাংলাদেশে হুমায়ূন আহমেদের মতো আর কোনো লেখক নেই। হুমায়ূন লেখালেখি করার জন্য বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এখন যারা লেখালেখি করছেন, তাঁদের এরকম সাহস হবে না। এরকম আত্মবিশ্বাস বাংলাদেশের আর কোনো লেখকের নাই। এখনকার লেখকেরা ফেসবুক নির্ভর লেখক। লেখক নিজেই নিজের লেখার গুনগান করেন। বর্তমান সময়ের লেখকদের লেখা নিয়ে পাঠকেরা হতাশ। এজন্য তাঁরা এখন কলকাতার লেখকদের বই পড়ছে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: দারুন পোস্ট তবে কঠিন প্রশ্ন জিংগাইলেন।

লাস্টের দিকের কয়েকটা ছাড়া বাকী সবগুলো ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে কোনটা হলফ করে বলা কঠিন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: আসলে হুমায়ূন আহমেদ একজন ম্যাজিশিয়ান।
যা লিখেছেন, সবই ভালো লিখেছেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



উনার মোট বই কয়টি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের মোট বই এর সংখা ২৪২টি।
আমার ধারনা তিনি আর ৩ থেকে ৫ বছর বেঁচে থাকলে সাহিত্যে নোবেল পেয়ে যেতেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ১। প্রশ্নঃ আপনি কি তার কোনো বই পড়েছেন?
২। তাঁরা সাথে কি আপনার কখনও দেখা হয়েছে?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:


১) স্যরি, চোখের সমস্যার জন্য উনার বই পড়ার চেষ্টা করিনি
২) উনার সাথে ২ বার দেখা হয়েছিলো আমেরিকায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: উনার সাথে দেখা হওয়ার গল্পটা অবশ্যই লিখেবেন। প্লীজ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার মাস্টারপিস বই হলো- নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, বাদশাহ নামদার, মধ্যাহ্ন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সঠিক।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: উনার বই খুব একটা পড়া হয় নাই।যে আট দশটা বই পড়েছি তার মাঝে প্রথম প্রকাশিত বইটাই আমার কাছে ভালো লেগেছে।তবে তার নাটক সিনেমা আমার কাছে অসাধারণ লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের বই, নাটক এবং সিনেমা সব অসাধারন। বার বার পড়লে এবং দেখলেও বিরক্ত লাগে না।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কলেজে পড়ার সময় কয়েকটা পড়েছিলাম কিন্তু বইগুলো সব নাটক সিনেমা হয়েছে

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: নাটক গুলোতে বিনোদন আছে।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৬

জাহিদ অনিক বলেছেন: হুমায়ূন আহমেদ অত্যন্ত ভালো লেখক। তিনি পাঠকের জনরা বুঝতে পেরেছিলেন। তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা দুই'ই হতে পারে। আমি ওনার কিছু কিছু বই পড়েছি। ভালো বই পড়েছি ওনার। গড়পড়তা বইওও পড়েছি। একজন লেখকের দুই ধরনের বই'ই থাকা উচিত। উনি একজন স্বয়ংসম্পূর্ণ লেখক।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

জাহিদ অনিক বলেছেন: সেদিন আপনার একটা পোষ্ট দেখেছিলাম, আপনি কোনও এক পোষ্টে মন্তব্য করে কমেন্ট ব্যান হয়েছেন। পরে সেই পোষ্ট আর কী মন্তব্য করেছেন, খুঁজে পাইনি। আপনি কি এখনো কমেন্ট ব্যানে?

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জ্বী আমি কমেন্ট ব্যানে আছি।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ইতিমধ্যে হুমায়ূন আহমেদের অনেক গল্প পড়েছি।যেটাই পড়ি সেটাই ভালো লাগে। সবগুলোই ইউনিক।এপারে সমরেশ মজুমদার ওপারে হুমায়ূন আহমেদ আমার ফেভারিট লেখক।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: শীর্ষেন্দু আপনার ভালো লাগে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.