নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বেচে থেকে আমার কিন্তু তেমন আনন্দ হচ্ছে না-
মরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে আর ভালো লাগে না
মরতে যখন হবেই, ভয়ংকর ব্যাপারটা চুকে গেলেই ভালো;
তাহলে দুশ্চিন্তা কমে,
মৃত্যু চিন্তা না থাকলে বেশ ঝরে ঝরে লাগে অবশ্য।
মানুষের জীবনে একটা সীমারেখা আছে
সেই সীমারেখা অতিক্রম করা যায় না;
মৃত্যুর পরই জানা যাবে, মৃতরা বেচে আছে
তারা দূরে কোথাও যায়নি, কাছেই আছে।
বেচে থাকবার কোনো আইন নেই, নিয়ম নেই
ওই তো লিভিং টুগেদার, ভালোবাসাহীন সহবাস।
জীবিতরা সব দেখতে পায় না, মৃতরা সব দেখে
জানালা খুলে লাভ নেই- কিছু আলো, কিছু অন্ধকার
দেখবার মতো কোনো দৃশ্য চারিদিকে নেই
অর্থাৎ বেচে থাকার কোনো মানেই হয় না,
জীবিতরা বেশি কথা বলে, মৃতরা কম কথা বলে;
টের পাও না?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব। ভালোবাসা জানবেন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
অধীতি বলেছেন: লেখক বলেছেনঃ
জানালা খুলে লাভ নেই- কিছু আলো, কিছু অন্ধকার
দেখবার মত কোন দৃশ্য চারিদিকে নেই।
পুরাতন ঢাকার ঘিঞ্চি গলিতে বসে কবিতাটি বেশ উপভোগ করলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: বাহ বাহ!!!
পুরান ঢাকা মাঝে মাঝে চাই। চিপা চিপা গলি। নানান রকম দোকান পাট। অনেক রকমের খাবার। উপভোগ করি।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
সোনাগাজী বলেছেন:
ঢাকা শহরটা একটি দোযখ ও ১টি বেহেশত, ইহা অধিবাসীরা মৃতের কাছাকাছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: আমরা ঢাকাবাসী অভ্যস্ত হয়ে গেছি। বরং ঢাকার বাইরে গেলে ঢাকা ফেরার জন্য অস্থির হয়ে থাকি।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
শায়মা বলেছেন: হায় হায় সবাই মরা মরা লিখছে কেনো !!! চিন্তায় পড়লাম তো!!
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: জাস্ট আবেগের কারসাজি।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৩
বাকপ্রবাস বলেছেন: হঠাৎ মরিবার স্বাধ জাগল কেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: এটা একটা কবিতা।
মরারা স্বাদ জাগে নি মোটেও।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বুঝতে পেরেছি, এখন মরা নিয়ে ছড়া লিখতে হবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: না না।
আনন্দময় কিছু লিখুন।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
পোস্টে লাইক দিয়েছি। চা দেন, থান ইট নিয়ে বসেছি। পাপকন নিয়ে গেলা-রি (গ্যালারী) তে বসেছি। কি বুঝলেন? আপনি আর আপনার গুরুকে বুঝাতে বুঝাতে আমার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো- আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে।
দ্বিতীয় কথা হলো- আমাকে আর ওস্তাদকে যে দাওয়াত দিয়েছিলেন, সেটা মনে আছে? কাচকলা দিয়ে ইলিশ করবেন বলেছিলেন?
আমি চা বানানো শিখেছি। দুধ চা। আপনি দুধ চা খান তো?
সাদা চুল দেখতে কিন্তু মন্দ লাগে না। আমি ঠিক করেছি আমার সমস্ত চুল সাদা হয়ে গেলেও আমি চুলে কালি লাগাবো না।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: যেহেতু কমেন্ট ব্যানে আছি তাই আমিও পোষ্টে সমানে লাইক দিয়ে যাচ্ছি। নিজের উপস্থিতি জানান দিচ্ছি। হে হে
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২১
কালো যাদুকর বলেছেন: ব্লগে মরার মহামারী চলছে মনে হয়।
আপনার কবিতা পড়ে মনে হোল, কোন ব্যাক্তির কথা লিখেছেন যার আর বাচার সম্ভাবনা নেই।
০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: হহা হা হা----
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩২
মৌন পাঠক বলেছেন: সুন্দর হচ্ছে।
০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
১০| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:৫০
কামাল১৮ বলেছেন: মৃত্যুর পর কিছুই জানা যাবে না।দেহের কোন অংশটা জানবে? সবকিছুই তো প্রকৃতিতে মিশে যাবে। জানার জন্য কোন কিছুই বাকি থাকবে না।
০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: তাহলে কবরের আযাব কি মিথ্যে কথা?
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
কাছের-মানুষ বলেছেন: কবিতাটি ভালই লিখেছেন।