নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ ঢাকায় একটি বৃষ্টির দিন!

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬



আজ শুক্রবার। গতকাল থেকেই আকাশ মেঘলা।
মেঘলা আকাশ মানেই বিষন্নতা। মেঘলা আকাশ মানুষকে বিষন্ন করে দেয়। চারিদিকে খুবই শীতল আবহাওয়া। আবহাওয়া অফিস বলেছে শুক্রবার-শনিবার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিও হবে। মিধিল নামে এক ঝড় হবার সম্ভবনা আছে। আজ ছুটির দিন। কিন্তু আমার কাজ আছে। ধানমন্ডি ভুতের গলি যেতে হবে। তারপর শ্যাওড়া পাড়া যেতে। আমি সকালে বাসা থেকে বের হই। বৃষ্টি হচ্ছে দেখে ছাতা সাথে করে নিয়ে নিলাম। সুরভি বলল- ছাতা হারিয়ে এসো না। এর আগে চারটা ছাতা হারিয়েছো। আমার কন্যা ফারাজা বলল- বাবা আমিও তোমার সাথে বাইরে যাবো। মেয়েকে বললাম, বাইরে বৃষ্টি হচ্ছে তুমি ভিজে যাবে। জ্বর আসছে, ঠান্ডা লাগবে। তুমি বাসায় থাকো। অন্য একদিন তোমাকে নিয়ে যাবো। মেয়ে রাগ করে বলল, ঠিক আছে যাও। আমি নানা বাড়ি চলে যাবো।

সকালে ভরপুর নাস্তা করলাম রেস্টুরেন্টে।
নেহারি, তেল ছাড়া পরোটা আর ডিম ভাজা। শেষে এক কাপ চা। ক্ষুধা থাকলে আমার মেজাজ খারাপ থাকে। এজন্য আমি সব সময় আগে খেয়ে নিই। নইলে মেজাজ অল্পতেই চড়ে যায়। মুখ ফসকে সত্য কথা বেড়িয়ে যায়। সেদিন এক কবিকে স্পষ্ট বলে দিলাম- আরে মিয়া 'কবিতা' নাম কি বালছাল লিখেন। এই বালছাল লেখা বন্ধ করেন। কবি আমার উপর বেজায় ক্ষেপে গেলেন। ক্ষেপে গেলেন আরো কয়েকজন। তারা কবিকে উস্কে দিচ্ছে। মেজাজ এমন খারাপ হলো, শেষমেশ অকথ্য ভাষায় সব গুলোকে গালাগালি করলাম। মা মাসি এক করে দিলাম। অকথ্য ভাষায় গালাগালি করে বেশ শান্তি পেলাম। শরীরটা একদম হালকা হয়ে গেলো। আমি কাউকে কখনও লাথথি দেইনি, এই মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।

ধানমন্ডি থেকে শ্যাওড়া পাড়া যাচ্ছি বাসে করে।
রাস্তা খালি। বাসে যাত্রীদের ভিড় নেই। হালকা বৃষ্টি হচ্ছে। বেশ বাতাস। দুঃখজনক কথা হলো- আমার সাথে ছাতাটা নেই। কোথায় রেখে এসেছি কিছুই মনে করতে পারছি না। বাসায় গেলে সুরভি সবার আগে জানতে চাইবে ছাতা কই? কিছু একটা বানিয়ে বলে দিবো। যাইহোক, ছাতার চিন্তা বাদ দিয়ে আমি বাইরে তাকিয়ে আছি। রোমান্টিক একটা পরিবেশ। বাসের জানালা দিয়েই দেখলাম- একটা ছেলেমেয়ে হাত ধরাধরি করে হাটছে। বৃষ্টির তোয়াক্কা তারা করছে। হালকা বৃষ্টির মধ্যে ছেলেমেয়ে দুইজন হেটে যাচ্ছে। তাদের চোখে মুখে আনন্দ খেলা করছে। তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চিন্তিত নয়, ইজরাইল ফিলিস্তিন নিয়ে চিন্তিত নয়, চিন্তিত নয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে। তারা হেসে হেসে গল্প করছে। দূর থেকে দৃশ্যটা দেখে ভালো লাগলো। আমি ওদের জন্য প্রার্থনা করলাম।

একদিন এরকম বৃষ্টির দিনে আমি আর সুরভি হেঁটে ছিলাম অনেকখানি পথ!
সেদিন এরকম সকাল থেকেই বৃষ্টি ছিলো। সুরভি আর আমি দেখা করলাম বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির সামনে। তখন আমাদের তুমুল প্রেম। যাইহোক, আমাদের সাথে ছাতা নেই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা হাত ধরাধরি করে হাটছি। প্রচুর বাতাস। চারপাশে দেখার কত কি! অথচ আমরা দুজন দুজনের মধ্যে ডুবে ছিলাম। হাঁটতে হাঁটতে আমরা স্টার রেস্টুরেন্টে গেলাম। দুজনেরই অনেক ক্ষুধা পেয়েছিলো। আমরা গরম গরম খিচুড়ি খেলাম। সেই থেকে আমরা আজও একসাথে আছি। ভাল আছি। সুখে আছি। বেশ আছি। যাইহোক, এক আমেরিকান কবি এরকম এক বৃষ্টির দিনে একটা কবিতা লিখেছিলেন- ''আজ নিউ ইয়র্কে একটি বৃষ্টির দিন! কোথাও কেউ কেউ ছেড়া ছাতার নিচে''! বড় সুন্দর কবিতা। অতি মনোরম কবিতা। কবিতাটি আমি পড়েছি। সুন্দর ঝরঝরে অনুবাদ। এরকম বৃষ্টির দিনে সেই কবিতার কথাটা মনে পড়ে। সেই সাথে আমার আর সুরভির তুমুল ভালোবাসাবাসি।

রাতে সাথী আপার বাসায় দাওয়াত।
কোনো অনুষ্ঠান না, এমনি এমনি দাওয়াত। কারো বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না। এজন্য সুরভি মিষ্টি বানাচ্ছে। তাকে ১৬ কেজি মিল্কভিটা দুধ এনে দিয়েছি। সাথী আপাদের বাসাটা দোতলা। সাথী আপাদের বাসার ছাদ পুরোটা গাছপালা দিয়ে ভরা। এখন নাকি দেশী মূরগী পালছেন। প্রতিদিন দেশি ডিম পাচ্ছেন। ঢাকায় তো দেশী মূরগীর ডিম পাওয়াই যায় না। সোনালী মূরগীর ডিমকে দেশী মূরগীর ডিম বলে বিক্রি করে। সাথী আপার বাসায় গেলে সবার প্রথমে তারা ডাব কেটে দেন। একসময় গ্রামে অতিথি এলে সবার আগে ডাব দেন। আমার মনে হয়- পুরো ঢাকা শহরে শুধু মাত্র সাথী আপাদের বাসায় অতিথিকে প্রথমে ডাব দেওয়া হয়। সাথী আপার স্বামী নিজে দা দিয়ে ডাব কেটে দেন। বিষয়টা আমার ভালো লাগে। এই সাথী আপার বিয়েটা আমি আর সুরভি দিয়েছিলাম। এখন সাথী আপা ভালো আছেন। সুখে আছেন।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে কাল সারারাত বৃষ্টি হয়েছে। আজও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। ওয়েদারটা সুইট ও গার্লফ্রেন্ড এর সাথে ডেটময়।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে সামুতে দেখলাম।
ভালো থাকুন।

২| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩২

রেজাউল৬১ বলেছেন: ছাতা নাই তো কি হইছে কারো কাছ থেকে একটা মারে দিতেন, চুরিদারির অভ্যাস তো আপনার নতুন না।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

রেজাউল৬১ বলেছেন: গলুর পোস্টগুলো প্রথম পাতায় আসতেছেনা। এতে শুধু দেশ-জাতির বড় ক্ষতি হচ্ছে না, আন্তর্জাতিকভাবে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমেরিকা ইসরাইল হামাস পিএলো কে কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। আপনি এই পোস্টগুলা কপি করে এই সমস্ত দেশে ইমেইল করে দেন না কেন? কপিবাজিতে আপনার যে পারদর্শিতা ও অভিজ্ঞতা তাতে আপনি এটার জন্য ফিটেস্ট হবেন।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: চুলকানি সমস্যা তো আপনার আরো বেড়েছে। সেই সাথে আরো নতুন উপসর্গ দেখা দিয়েছে।
তাড়াতাড়ি চিকিতসা করান। নইলে কপ্পালে দূর্গতি আছে।

আমাদের যদি একজন নিরপেক্ষ মডারেটর থাকতেন তাহলে সামুতে আপনার মতো ক্রিমিনালের থাকা সম্ভব ছিলো না।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

রেজাউল৬১ বলেছেন: সময় পেলে একবার আমার পাতায় এসে দু একটা কমেন্ট করে জাবেন। গলুকে নিয়ে তিনটা গল্প লিখছি।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: যা ভাগ ফালতু। বস্তি।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: এখানেও সকাল থেকে বৃষ্টি।তাপমাত্রা ১২ডিগ্রি ফিল হবে ৯।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সাবধান থাকবেন, যেন ঠান্ডা না লেগে যায়।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু মানুষ আছে, যারা পোকার মতো।

খামাখাই মানুষকে কামড় দেয়। এসব করে এরা কি যে মজা পায়!!!

২ ,৩, ৪ নং কমেন্ট এর প্রমাণ।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: কিছু বদলোক সব জাগায় থাকেই। মক্কা মদীনায়ও আছে।

৭| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার লেখা আমি মন দিয়ে পড়ি। খুব ভালো লাগে।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের ইতর গুলোকে কি করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়? মতামত দেন।

৮| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


৩য় প্যারায়-
'বৃষ্টির তোয়াক্কা তারা করছে' এই লাইনটায় মনে হয় 'বৃষ্টির তোয়াক্কা তারা করছে না' হবে।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিম্নচাপের ঝড় চলে গেছে,
আপনার দাওয়াত খেতে পারেন ।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: আজকে রোদেলা দিন। সামনে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: আল্লাহর অশেষ মেহেরবানী।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৩

শেরজা তপন বলেছেন: বাকিটুকু ঠিক আছে- তবে কবিরে এভাবে গালিগালাজ পর্বটুকু ভালো লাগে নাই!

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের গালি দিয়ে আমি আরাম পাই।

১২| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: ১৬ কেজি দুধ?
এত মিষ্টি কি হবে?

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: ১৬ কেজি দুধ শুকিয়ে তিন কেজি করবে।

১৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

রেজাউল৬১ বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: মানুষ হও।


মানুষ হতে গেলে তো বক্কর চোর আর তার ওস্তাদ গলুকে মা-মাসি তুলে গালিগালাজ করতে হবে। আমি না হয় ঊনমানুষ হয়ে থাকি।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: A barking dog rarely bites

১৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শাওন আহমাদ বলেছেন: আজ শনিবার হলেও সারাদিন রোদ ছিল, বৃষ্টির দেখা নাই।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: বৃষ্টির দিন হচ্ছে আমার কাছে ঈদের দিনের মত।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় কবির বোধ দোয়ার আপনার ছাতা হারিয়েছে!

১৬ কেজি দুধ দিয়ে নিজে মিষ্টি বানানো কঠিন কর্ম! আমার মনে হয় এর চেয়ে মিষ্টি কিনে নিয়ে গেলে শ্রমের সাশ্রয় হত!

১৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বকা হচ্ছে দুর্বল ও অভদ্রলোকদের অস্ত্র।
এই যন্ত্র আপনার হাতে মানায় না।

১৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়লোকের বিরাট কারবার।
আপনার খাওয়া দাওয়া দেখে অবাক হই।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.