নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে যত ধর্ম আছে সব কি মানুষের তৈরি?

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫



আল্লাহ পৃথিবী তৈরি করলেন।
পৃথিবীতে ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা কঠোর পরিশ্রম করে এবং অলৌকিক উপায়ে পৃথিবীর মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করলো, উড়োজাহাজ, হেলিকপ্টার, টিভি, ফ্রিজ, ইন্টারনেট, ল্যাপটপ, গাড়ি, জাহাজ, রকেট, মোবাইল ফোন, নানান রকম ওষুধ ইত্যাদি সব কিছু অলৌকিক ভাবে মানুষের হাতে চলে এলো। মানুষের জীবন যাত্রা সহজ ও সুন্দর হলো। আল্লাহ মহান। তিনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু ফেরেশতার মাধ্যমে আমাদের হাতে পৌছে দিলেন। বিষয়টা এরকম নয়। যা করার মানুষই করেছে। ফেরেশতা বা অলৌকিক উপায়ে কিচ্ছু হয়নি। রুপকথার বইলেখা সহজ। বিজ্ঞানের বই লেখা সহজ নয়।

হ্যা ধর্ম মানুষের তৈরি।
এমনকি কোরআন পর্যন্ত মানুষ লিখেছে। এক ধর্মের অনুকরণে আরেক ধর্ম কিছুই উনিশ বিশ করে তৈরি করা হয়েছে। আল্লাহ দুনিয়াতে এসে ধর্ম দিয়ে যায়নি। কোরআন শরীফ লিখে দিয়ে যায়নি। গুহা থেকে বের হয়ে মানুষ আজকের এই আধুনিক পৃথিবী তৈরি করেছে। সব অবদান মানুষের। আকাশ থেকে ফেরেশতা নেমে কিছু করে দিয়ে যায়নি। মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের গাড়ি বাড়ি, জাহাজ, রকেট, ফ্রিজ, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি সব কিছু। হাদিস মানুষ লিখেছে। ধর্ম মানুষ বানিয়েছে।

ধর্মীয় শিক্ষার চেয়ে রাজনৈতিক শিক্ষাটা বেশি জরুরী।
অল্প কিছু মানুষ চিন্তা করে যাচ্ছে ধর্ম সংস্কারের, শিক্ষা বিস্তারের, নারী মুক্তির, সংস্কৃতির জাগরণের, সম্পর্কের উন্নতির, দারিদ্র্য নিবারনের। কোরআন হাদিসে রুপকথার গল্প দিয়ে ভরা। বাস্তব জীবনে এদের কোনো চিহ্ন নেই। আরবের লোকজন কম বুদ্ধির মানুষ। অদের ছিলো শুধু কুসংস্কার। খেয়াল করে দেখবেন নবীজির দেশে ওয়াজ মাহফিল হয় না। আর আমাদের দেশে প্রায় সারা বছর ওয়াজ মাহফিল লেগেই থাকে। আর শীত কাল এলে আমাদের দেশে ওয়াজ মাহফিল উৎসবে পরিনত হত। যদি বলা হয় যারা ওয়াজ করবে তারা কোনো টাকা পয়সা পাবে না, তাহলে দেখবেন কোনো শালা ওয়াজ করবে না। আহ কি সুখ ওয়াজকারীকে হেলিকাপ্টারে করে আনতে হয়। নবীজি কি ধর্ম প্রচার করে টাকা নিয়েছে? তাহলে তোরা কেন টাকা নিবি?

এই পৃথিবীতে ধর্ম নিয়ে খেলে অনেকেই।
যারা খেলে তাদের খেলা একদিন ঠিক ফুরবেই। পৃথীবিতে ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা একদিন না একদিন বন্ধ হবে। মুসলিম অমুসলিম এরা সবাই ধর্ম নিয়ে যুদ্ধ করে, ধর্ম নিয়ে হত্যা করে, ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আসলে এই সব যারা করে তারা যদি নিজেদের জ্ঞানী মনে করে তাহলে তারা ভুল করে। কারণ ধর্মের সাথে টেক্কা দিয়ে জ্ঞানী হওয়া অসম্ভব। যারা করে তারা জ্ঞানী নয় মুর্খের দল ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। যদি সত্যি সত্যি ঈশ্বর থাকতো, তাহলে এতদিনে বিজ্ঞান ঈশ্বর কে ঠিকই খুজে বের করে ফেলতো। যে জিনিস নেউ, সেটা কি করে বের করবে? আকাশ থেকে ফেরেশতা নেমে করোনার টিকা আবিষ্কার করে দেয়নি। দুনিয়াতে যা করার মানুষই করেছে। ফেরেশতা বা নবীদের কোনো ভূমিকা নেই। আল্লাহ অলৌকিক ভাবে আমাদের হাতে মোবাইল ফোন দিয়ে যায়নি।

যারা ধর্মকে অন্ধের মত অনুসরণ করে, তারা জল্লাদে পরিণত হয়।
ধর্মের চেয়ে বড় মানুষ এবং মানবতা। যারা ধর্ম আকড়ে থাকে তারা আমৃত্যু পিছিয়েই থাকে। পশ্চিম কেন আজ এত এগিয়ে কারন, পশ্চিম ধর্ম আকড়ে থাকেনি। ১৪ শ' বছর আগের নিয়ম কানুন এযুগে অচল। রুপকথার দিন শেষ। আমাদের দেশ থেকে মাদ্রাসা শিক্ষা চিরতরে বন্ধ করে দিতে হবে। মাদ্রাসা বেকুব তৈরি করে। প্রতিটা শিশুকে দিতে হবে আধুনিক শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়। এত এত মসজিদ জাতির কি উপকার করছে? এত এত মাদ্রাসার পোলাপান শেষমেশ মসজিদে আযান দেয়, কেউ মারা গেলে কোরান খতম দেয়। সামান্য আয় দিয়ে মানবেতর জীবনযাপন করে। মাদ্রাসা শিক্ষা দিয়ে একটা মানসম্মত চাকরি পাওয়া যায় না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ধর্ম খুবই অপ্রয়োজনীয় একটি জিনিস।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মাদ্রাসা এখন একটি অনেক বড় ব্যবসায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.