নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৬৭

১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১৭



১। চুমু হচ্ছে ভালোবাসার প্রকাশের মাধ্যম।
আর জামায়াতের আমিরের চুমু হচ্ছে, কুৎসিত। ছোট বাচ্চাদের কেউ এভাবে চুমু দেয়? এই নোংরা ভাবে বাচ্চাদের চুমু দেওয়ার জন্য জামাতের আমিরকে সব কিছু থেকে পরিত্যাগ করা উচিৎ। চুমুর ভিডিও গুলো ফেসবুকে সয়লাব। মানুষজন আমিরকে গালমন্দ করছে। চুমু ছাড়াও উনি ছোট ছোট ছেলেমেয়েদের যেভাবে জড়িয়ে ধরেন সেটাও অতি কুৎসিত।
কোরআন হাদিসের কোথাও লেখা আছে এভাবে চুমু দিতে হবে? জামাতের আমির ইফতার পার্টির আয়োজন করেছেন। সেখানে বাচ্চারা গেছে। মিডিয়া আছে। আছে হাতে হাতে মোবাইল। কোন আক্কেলে উনি এরকম নোংরা ভাবে চুমু দিলেন! ইসলাম কি এই শিক্ষা দিয়েছে? এভাবে চুমু দিতে তার লজ্জা করলো না? আসলে আওয়ামী লীগ না থাকাতে উনি সামনে এসেছেন। এতদিন গর্তে লুকিয়ে ছিলেন। শেখ হাসিনা নেই, এখন উনি এই খুশিতে আত্মহারা। যা তা করে বেড়াচ্ছেন।

এভাবে চুমু দেওয়া ঠিক না। এটা অশোভন। আপনি ভালোবেসে আপনার মা বাবার কপালে চুমু দিতে পারেন। এটা সুন্দর। আপনি ভালোবেসে আপনার ছেলে মেয়ের কপালে চুমু দিতে পারেন- এটা সুন্দর। কিন্তু অন্যের সন্তানকে কুৎসিত ভাবে জড়িয়ে ধরে চুমু খেতে পারেন না। বয়স্ক নারী পুরুষকে জনসম্মুখে চুমু খেতে পারেন না। শালীনতা বলে একটা কথা আছে। বিশ্রী ভাবে কেউ বাচ্চাদের চুমু দিতে পারেন না। হোক সে জামাতের আমির অথবা একজন শিক্ষক অথবা পীর আউলিয়া।

২। আমার গাজীপুর যাওয়ার কথা। এজন্য আমি ভোরে ঘুম থেকে উঠেছি। আমি জানি ঢাকা শহরের রাস্তার জ্যামের কথা। রাস্তায় জ্যাম না থাকলে আমার বাসা থেকে গাজী যেতে সময় লাগবে এক ঘন্টা। জ্যাম থাকলে সময় লাগবে তিন ঘন্টা। ঢাকা মানেই হচ্ছে জ্যামের শহর। সকাল ১১ টায় আমার একটা মিটিং আছে। গাজীপুরের শিমুলতলীতে।
সেহেরি খেয়ে আর ঘুমাইনি। শুধু এক কাপ চা নিজ হাতে বানিয়ে খেয়েছি। গোছল শেষ করে আমি সাত টার আগে বাসা থেকে বের হয়েছি। বাসের জন্য দাড়িয়ে আছি। বাস আর আসে না। অনেকক্ষণ পর একটা বাস হেলতে দুলতে এসেছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি বাসে পা রাখার জায়গা নাই। আজিব! এত সকালে এত মানুষ কোথা থেকে এলো! বাসে ধাক্কাধাক্কি করে উঠার লোক আমি না।

সাত টায় বাসে উঠার কথা। আট টা বেজে গেলো, বাসে উঠতে পারলাম না। সিদ্ধান্ত বদলে ফেললাম আজ গাজীপুর যাবো না। যাইহোক, অন্য বিষয়ে কথা বলি। এই বিষয় ভালো লাগছে না। দেশ ভুল পথে চলছে ১৯৭৫ সাল থেকেই। মানুষ ছোটবেলা থেকে যা মেনে বড় হয় সেটার বাইরে চিন্তা করতে পারেনা। খুবই কম সংখ্যক মানুষই তার চারপাশের পরিবেশির বাইরে চিন্তা করে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: রোজার মাসে চুমু নিয়ে না লিখলেই নয়? :#)

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: রোজার মাসে জামাতের আমির চুমু দিতে গেলেন কেন? তাকে মানা করতে পারেন নাই?

২| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১১:২৯

কাঁউটাল বলেছেন: হুক্কাহুয়া লীগ

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব এই কথাটা কি শুনেছেন?

৩| ১৪ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৫

নজসু বলেছেন:


আপনার ১নং বিষয়ে আমার কোন মন্তব্য নেই।
২নং লেখাটার শেষের তিনটে লাইন খুবই পছন্দ হলো।
এজন্য লাইক দিলাম।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: নবীর স্বভাব পেয়েছেন উনি।ছয় বছরের আয়শাকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তিনি।ওনার সেই চিন্তা মাথায় ঢুকুছে।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: উনার বুঝা উচিৎ এটা নবীজির আমল না। এটা ২০২৫ সাল।

৫| ১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনার আচরণে মনে হয় তিনায় একজন গে।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: গে হোক কিন্তু জনসমক্ষে এগুলো কি??

৬| ১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই পাইনি।
ক ইউনিটে আমার সিরিয়াল ছিল ২৭০০ মাত্র। এতো ছাত্র ভর্তিও করায়নি।
দেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারার দুঃখ আমার আছে।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: এখন কোনো একটা বিষয়ে ভর্তি হয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.