![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন।
তারপর গত এক বছরে দেশের পরিস্থিতি ভালো হয়নি। ভারতের সাথে যোগাযোগ বন্ধ। ব্যবসা বানিজ্য বন্ধ। অলরেডি দেশে ভারতীয় পন্যের অভাব দেখা দিয়েছে। জরুরী ওষুধ নেই। সেনেটারি ন্যাপকিন থেকে কসমেটিক কিছুই নেই। অসুস্থ লোকজন বিরাট বিপদে পড়েছেন। ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ। অসুস্থ লোকেরা চিকিৎসার জন্য ভারত যেতে পারছে না। ভারতের জিনিসপত্রের জন্য দেশে নিরব হাহাকার চলছে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হয়। ভারত আমাদের বন্ধু। শত্রু নয়। কিন্তু ইউনুস সাহেব জট পাকিয়ে ফেলেছেন।
শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে ফুটপাতে দোকানের সংখ্যা বেড়েছে।
এমনকি এখন ফ্লাইওভার ব্রীজের নিচে, ফুটপাত, সহ যেখানেই খালি জায়গা আছে সেখানেই হকার বসেছে। আগে যেটুকু ফুটপাত অবশিষ্ট ছিলো সেটাও এখন খালি নেই। পরিবহন চাদাবাজি বেড়েছে। যাত্রাবাড়ী দিতে হয় সবচেয়ে বেশি টাকা। মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ উন্নয়ন গুলো মানুষ ব্যবহার করছে। সুফল পাচ্ছে। সেটা বলা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। একটা ভালো কথা হচ্ছে, আওয়ামী লীগ যেসমস্ত উন্নয়ন কাজ শুরু করেছিল, ইউনুস সাহেবের আমলে সেই উন্নয়ন কাজ গুলো বন্ধ হয়নি। এটা ভালো।
দূর্নীতি বন্ধ হয়নি। বরং বেড়েছে।
বিএনপি চ্যাটাং চ্যাটাং কথা বলতে শুরু করেছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কারাগার গুলোতে ধারন ক্ষমতার তিন গুন বেশি কয়েদি। জুলাই মামলা নিয়ে রমরমা ব্যবসা চলছে। কারারক্ষী, পুলিশ এবং আইনজীবীদের ইনকাম বেড়েছে। দু:খজনক বিষয় হলো, অনেকে আওয়ামী লীগের রাজনীতি করে নাই। তারা কোনো রাজনীতিতে নাই, তাদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের পরিবার গুলো আজ চরম অসহায়। হাসিনা দুর্নীতি করে নাই। এটা সত্য। তার দলের কতিপয় লোক সীমাহীন দূর্নীতি করেছে। গত ১৬ বছরে বহু লোক দূর্নীতি করার জন্য আওয়ামী লীগে জয়েন করেছে। এরাই শেখ হাসিনার সর্বনাশ করেছে। জামাত শিবির ৭১ এ বেঈমান ছিলো আজও তারা বেঈমান। তাদের মানসিকতা বদলায় নি। শেখ হাসিনা জামাত শিবির কে দমিয়ে রাখতে পেরেছিলেন। এজন্য তাকে স্যলুট।
এখন আর ইউনুস সাহেবের প্রতি দেশের মানুষের কোনো আস্থা ভরসা নেই।
দেশের মানুষ বুঝে গেছে নোবেল পুরষ্কার পেলেই, সে মানুষ ভালো হয় না। আওয়ামীলীগের আমলে যেমন, ভিআইপি যন্ত্রণা মানুষকে ভোগ করতে হয়েছে। এখনো হচ্ছে। ইউনুস সাহেব যেখানে যান, তার আশেপাশের এলাকার মানুষ এবং গাড়ি বাস ট্রাক রিকশা সব কিছু থেমে থাকতে হয়। মানুষ ইউনুস সাহেব কে খারাপ গালি দেয়। চুরী, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ অনেক বেশি বেড়ে গেছে। একটা মেয়ে একা ঘর থেকে বের হতে ভয় পায়। মাদ্রাসার শিক্ষা দিয়ে ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। মাদ্রাসা থেকে বের হয়ে করতে হয়, মানবেতর জীবনযাপন। অলিগলিতে মাদ্রাসা। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে। এই প্রজন্ম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না।
ইউনুস সাহেবের উচিৎ ছিলো ক্ষমতা হাতে নিয়েই,
পুলিশ হত্যার বিচার করা, থানায় আগুন, অস্ত্র লুট, এবং মেট্রোরেল ভাংচুরের জন্য যারা দায়ী তাদের বিচার করা। উপদেষ্টারা এবং এনসিপি এমন শুরু করেছে, যেন তারা ভালো। আকাশ থেকে নেমে আসা ফেরেশতা। আর আওয়ামী লীগ জন্মের খারাপ। যারা আওয়ামী লীগ সাপোর্টা করে তারাও খারাপ। আমি বলছি না, আওয়ামী লীগ দুধের ধোয়া তুলসিপাতা। তাদের অনেক দোষ আছে। কতিপয় আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ অনেক খারাপ কাজ করেছে। কিন্তু আমি বলতে চাই, মন্দের ভালো হলেও আওয়ামী লীগ ভালো। বিএনপির প্রধান সমস্যা হলো তারা উন্নয়ন বুঝে না। তারা বুঝে শুধু দূর্নীতি। জামাত শিবিরকে থামাতে না পারলে দেশ হবে আফগান, সিরিয়া। তারা এবার যে কোনো মূল্যে ক্ষমতা চায়। এজন্য পাকিস্তান তাদের সহযোগিতা করিবে। নির্বাচনকে সামনে রেখে তারা টাকা সংগ্রহ করছে। টাকা দিয়ে হলেও তারা ক্ষমতায় আসিবে।
এনসিপি যা করছে তারা জামাতের কথা মতো অভিনয় করে যাচ্ছে।
ইউনুস সাহেবের গোপন ইচ্ছে এনসিপি সংসদে যাক। এদিকে ছাত্রদল সদস্য হওয়ার জন্য তেজগাঁও কলেজে ফরম বিতরণ শুরু হয়েছে। কলেজের নাম ঢেকে দিয়ে তারা ব্যানার লাগিয়েছে৷ সদস্য হওয়ার জন্য ফরম কিনুন। ব্যানারের এক মাথায় জিয়ার ছবি অন্য মাথায় খালেদা জিয়া এবং তারেকের ছবি। কি হবে ছাত্রদল করে? সন্ত্রাসী করার জন্য? চাদাবাজি করার জন্য? অল্প বয়সে কোটি টাকার মালিক হওয়ার জন্য? অতীতের ছাত্রলীগ চলে গেছে, এখন তাদের জায়গা দখল নিয়েছে ছাত্রদল। বাহ কি চমৎকার। এভাবে চললে দেশে শান্তি আসবে না। ছাত্ররা ভয়ংকর। হোক ছাত্রলীগ, ছাত্রদল বা শিবির। এরা ভালো কিছু করতে জানে না।
সব মিলিয়ে দেশ ভালো নেই।
যাদের সুযোগ আছে, তারা বিদেশ যাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছে। আর আমার মতো যাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা নেই, তারা হায় হায় করছে। কপাল চাপড়াচ্ছে। দেশে যেহেতু সরকার নেই, তাই ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। ওষুধের দাম বেড়েছে। প্রতিটা জিনিসপত্রের দাম বেড়েছে। কেউ দেখার নেই। কেউ বলার নেই। সাধারণ মানুষ অসহায়। তাদের নিরব কান্না আমি অনুভব করি। দেশটাকে লুটেপুটে খাচ্ছে দেশের মানুষ। যারা দেশকে ভালোবাসে তারা আজ কোনঠাসা হয়ে পড়েছে। ৭১ এর বীরেরা আজ অবহেলিত। রাজাকার এবং তাদের বাচ্চাদের আজ মারাত্মক আস্ফালন। জয় বাংলা বলতেও আজ বাধা। এই দুখ আমি কোথায় রাখি। একপাল শকুন আমাদের ইতিহাস মুছে দিতে মরিয়া।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: যেই শালারা দেশের পরিস্থিতি খারাপ করেছে, আমি তাদের ক্ষমা করবে না।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: দেশের মানুষ ভালো থাকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো। কিন্তু সুফল ভোগ করছে ৭১ এর পরাজিত শক্তিরা।
২| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আল্লাহ আপন কে ভাল রাখুক আমিন------------
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই।
প্রেসার হাই। একটু পর পর মাথা ঘুরায়। তখন ঝাপসা দেখি।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: আগামী সপ্তাহে ডাক্তারের কাছে যাবো। যদি বেঁচে থাকি।
৩| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: যেই শালারা দেশের পরিস্থিতি খারাপ করেছে, আমি তাদের ক্ষমা করবে না।
বিবিসি কি একটা যঘন্য ভিডিও ছেড়েছে , আপনি দেখেছেন কি?
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: না ভিডিওটি দেখি নাই।
কিন্তু আমি বুঝতে পারি ভিডিও'তে কি কি থাকবে, কি কি দেখাবে?
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, সময় খারাপ হলে কোমরের কাইতন পর্যন্ত সাপ হয়ে যায়।
আর সবাই জানে হাতি গর্তে পড়লে পিপড়াও লাফালাফি করে।
৪| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইনটেরিম পাওয়ারে এসেছে। তারা দেশকে সঠিক পথে নিয়ে যাবে সে আশা রাখে মানুষ।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: সেই আশা আজ কারো নেই।
দেশের মানুষ ইউনুসকে চিনে ফেলছে।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা পালিয়ে যায়নি। তাকে সসম্মানে হেলিকাপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে। উনি সেদিন হেলিকাপ্টারে না উঠলে- জামাত শিবির তাকে হত্যা করতো। দয়াল মুরশিদ যার সহায়, তার কিসের ভাবনা।
স্বাধীনতার পরে সবচেয়ে খারাপ '' ইনটেরিম'' হচ্ছে ইউনুস গং।
৫| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৮
নজসু বলেছেন:
আমাদের জন্য নিশ্চয়ই শেখ হাসিনারও প্রাণ কাঁদছে।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।
শেখ হাসিনা চাইলে নিজের জীবন বিলাসিতায় ভাসিয়ে দিতে পারতেন। কিন্তু উনার হৃদয় মানুষের জন্য কাঁদে।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা মানবিক মানুষ। দেশের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।
উনি আবার আসবেন।
৬| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে দেশ দেউলিয়া হয়ে গেছে। এতো দালালী ভালোনা। চোখ থেকে টিনের চশমা খুঁলে ফেলুন।
শেখ পরিবার তথা হাসিনা রেহানা দুটোই ডাইনী; ডাইনী চলে গেলে ভালো ছাড়া মন্দ হয়না।
পরিশেষে ওবা কাদেরে ভাষায় বলবো মাসুদ তুমি কি ভালো হবানা?
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: রাজাকারদের সাপোর্ট যারা করে, তারা কি বুঝবে??
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: দেশের সত্যিকারের অবস্থা বুঝার জন্য যে বুদ্ধি দরকার সেটা আপনার নেই।
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। জামাত শিবিরের আশা কোনো দিন পূরন হবে না।
৭| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চুরি, ডাকাতী, ছিনতাই, ধর্ষন এগুলো সবই আম্লিগের গুন্ডারা করছে, হেলমেট বাহিনী করছে। দেশ যত অপকর্ম হয় তার ৯০ ভাগই করে আওয়ামী গুন্ডা বাটবারেরা।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: সত্য এড়িয়ে যাচ্ছেন। অত্যন্ত দুঃখজনক।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: আপনি জানেন কচু।
৮| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০
নতুন বলেছেন: লেখক বলেছেন: না ভিডিওটি দেখি নাই।
কিন্তু আমি বুঝতে পারি ভিডিও'তে কি কি থাকবে, কি কি দেখাবে?
এই ভিডিও টি দেখলে বুঝতে পারবেন।
* কিভাবে এ আই দিয়ে পুলিশের গুলি করার দৃশ্যগুলি বানিয়ে ছে।
* কিভাবে এ আই দিয়ে শেখ হাসিনার কন্ঠ নকল করেছে
* কিভাবে এ আই দিয়ে মানুষকে দিয়ে মিথ্যা বলিয়েছে।
* কিভাবে এ আই দিয়ে এতো গুলি মানুষ যে মারা গেছে সেটা দাবী করেছে।
গত জুলাইতে তো পুলিশ কোন মানুষকে হত্যা করেনাই। করেছে কি? এমন জলজ্যান্ত মিথ্যা মানুষ কিভাবে বলতে পারে বলেণ?
শেখ হাসিনার পক্ষে কাউকে গুলি করার হুকুম দেওয়া কি সম্ভব আপনিই বলেন?
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: সব মিথ্যা এবং বানোয়াট।
তড়িঘড়ি করে যেভাবে আয়না ঘর বানিয়েছে। সেইভাবে এই ভিডিও তৈরি করা হয়েছে।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবেসবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে
৯| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একপক্ষ ভালোই আছে। বাকিরা ভালো নেই। এখন যারা ভালো, তারা আবার আগে ভালো ছিল না। এভাবেই চলছে। চলবে।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: আপনার কথা সঠিক। কিন্তু অন্যায় অন এক বেশি হচ্ছে।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১০
রাজীব নুর বলেছেন: দেশের মানুষ ভালো থাকুক সেটাই আমি চাই। কিন্তু ভালোরা ভালো নেই।
১০| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনার পায়ের কাছে হাঁটু গেঁড়ে বসেছিলেন - মনে আছে?
ওদের কথায় তাই পাত্তা না দিলেও চলবে। একবার এক কথা বলে তো আরেকবার আরেক কথা!!!
ব্রিটিশ রাজা চার্লস কি বললেন, সেটাই ধর্তব্যের মাঝে আনতে হবে। তিনি এখন পর্যন্ত কিছু বলেন নাই।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১২
রাজীব নুর বলেছেন: প্রিয় শ্যাইয়ান ভাই আসলে আপনি কি বলিতে চান?
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: ভাইয়া আপনি আমি, আমরা রাজনীতির মানুষ না।
আমরা চাই সকলকে নিয়ে ভালো থাকতে।
১১| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিবিসির প্রতিবেদনে হতাশ হওয়ার কিছু নেই – আমাদের উচিত বাস্তবতা বোঝা, আবেগ নয়!
সম্প্রতি বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা অনেকের কাছে অপমানজনক বা উদ্দেশ্যপ্রণোদিত মনে হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পশ্চিমা গণমাধ্যমের রিপোর্ট বরাবরই পরিবর্তনশীল—একদিন একরকম, পরের দিন আরেকরকম।
তারা রাজনীতি বা কূটনীতিতে যেভাবে অবস্থান নেয়, সেটি অনেক সময় ব্যক্তিগত দৃষ্টিকোণ বা রাজনৈতিক পটপরিবর্তনের উপর নির্ভর করে।
আমরা কি ভুলে গেছি—একই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সৌজন্যমূলকভাবে পা মুড়ে বসেছিলেন, যা কূটনৈতিক মহলে গভীর সম্মান ও শ্রদ্ধাবোধের প্রতীক হিসেবে ধরা হয়?
তাহলে প্রশ্ন আসে—একজন রাজনীতিকের আচরণ আর একটি মিডিয়ার প্রকাশনায় এমন বৈপরীত্য কেন?
এখানেই আমাদের বুঝতে হবে, আমরা যেন আবেগ দিয়ে নয়, বিবেক ও বাস্তবতা দিয়ে মূল্যায়ন করি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ব্রিটিশ রাজা চার্লস এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি যদি কোনও কিছু বলেন, তখন সেটির গুরুত্ব থাকবে। কারণ, তিনি শুধুমাত্র একজন প্রতীকী নেতা নন, বরং পুরো ব্রিটিশ মনোভাবের ধারক।
কোনও দেশের গণমাধ্যমের একটি প্রতিবেদন দিয়ে আমাদের আত্মমর্যাদা মাপা উচিত নয়। বরং কূটনৈতিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্মান এবং জনগণের মধ্যে মজবুত বন্ধন—এসবই আসল শক্তি। আর এসব কিছুর মাঝে একটিই কথা—বাংলাদেশের মর্যাদা, গর্বের জায়গায় রয়েছে, এবং থাকবে।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
রাজীব নুর বলেছেন: রাজনীতি বা কূটনীতি এসব আমি বুঝি না।
আন্তর্জাতিক বিষয়ে আমার জ্ঞান শূণ্য।
১২| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
কামাল১৮ বলেছেন: পাকিস্তান আমাদের প্রানের দোস্ত।তারা আমাদের দুই লক্ষ মা বোনেক্ রেফ করেছে।এক কোটি লোক কে ঘর ছাড়া করছে।ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে।মুসলমান হিসাবে এটা তারা করতেই পারে।
ভারত আমাদের দুশমন,তার আমাদের মুক্তি যুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে।এক কোটি লোককে নয় মাস খাইয়েছে।হিন্দু হয়ে তাদের এসব করা ঠিক হয় নাই।হায়রে ধর্ম।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: মগজহীন বলেই তারা এসব ভুলে গেছে।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: ৭১ এর পরাজিত শক্তি আজও আমাদের সর্বনাশ করে চলেছে।
শেখ হাসিনা কেন যে এদের চিরতরে বিনাশ করলেন না!!!
১৩| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@কামাল১৮ -
ভারত আমাদের সাহায্য করেছে। এটা অস্বীকার করার উপায় নেই।
কিন্তু, তাই বলে, তাদের প্রতি নতজানু হতে হবে, তা কেন?!!!
ফারাক্কা বাধ থেকে শুরু করে সাম্প্রতিক পুশ ইন, এগুলো কি ভালো কাজ?
সীমান্তে ভারতের সাম্প্রতিক পুশ ইন বিষয়ে আপনার মতামত কি?
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: কামাল১৮ একজন মুক্তমনা এবং আধুনিক মানুষ।
উনার চিন্তা ভাবনা স্বচ্ছ এবং যুগোপযোগী। উনি অনেক অভিজ্ঞ মানুষ। উনার কথার ওজন আছে।
১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই দেশ নিয়ে আমি চিন্তিত।
একটা সুন্দর দেশ আজও আমরা গড়তে পারি নাই। আপনার কন্যা আমার কন্যাকে কোথায় রেখে যাবে??
১৪| ১০ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৮
মাথা পাগলা বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যতোগুলো এভিডেন্স এনেছে সবগুলিই প্রশ্নবিদ্ধ। সবগুলোই কাট করা ক্লিপ। হাসিনা গুলি করার নির্দেশ দিলেও তার দিক থেকে সঠিক কাজ ছিল। জুলাই কোন অহিংস আন্দোলন ছিল না। মেট্রোরেলে আগুন দেয়া, পুলিশ মারা এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। দেশের স্বার্থে এইধরনের নির্দেশ যুক্তিসঙ্গত। গণভবনে যখন মানুষ জড় হয় হাসিনা চাইলেই গুলি করে লাশ ফেলে দিতে পারতো, প্রধানমন্ত্রী রক্ষায় উচিত কাজ হিসেবেই ধরা হবে।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৫৭
রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: আজকের এই পরিস্থিতির জন্য দায়ী জামাত শিবির।
১৫| ১০ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৯
মাথা পাগলা বলেছেন: @কামাল১৮ ভাই আপনার কমেন্টটা পড়ে অনেকদিন পর দাউদ হায়দারের কথা মনে পড়লো। ৭১-এর পর বাংলাদেশে দূর্গাপূজা না হতে দেওয়ার প্রতিবাদ করায় তিনিই ছিলেন প্রথম বাঙালি লেখক, যাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। ঘটনাটি মুজিব আমলে ঘটলেও, মূলত ভাসানীর চাপেই সিদ্ধান্তটি কার্যকর হয়-কারণ ভাসানীর কথা মুজিব ফেলতে পারেননি।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সামু ব্লগে কামাল১৮ এর মন্তব্য আমার পছন্দ।
১৬| ১০ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৫
রিফাত হোসেন বলেছেন: উনি চলে যান নাই। পালিয়ে গিয়েছেন!
ভদ্রভাবে বললে বলা যায় যে, বিতাড়িত করা হয়েছে।
উনি অনেক সুযোগ পেয়েছিলেন, দেশকে সঠিক পথে আনতে পারতেন। নিজ জাতিকে হত্যার দাগ উনার হাতে না নিলেও পারতেন। ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী হয়ে গেলেন। এরশাদের পতন হয়েছিল, উনারো পতন হয়েছে। সামনে যে করবে তারও হবে!
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: উনার পতন করা হয়েছে। নীল নকশা করে উনার পতন ঘটানো হয়েছে।
১৭| ১০ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৯
রিফাত হোসেন বলেছেন: উনি চলে যান নাই। পালিয়ে গিয়েছেন!
ভদ্রভাবে বললে বলা যায় যে, বিতাড়িত করা হয়েছে।
উনি অনেক সুযোগ পেয়েছিলেন, দেশকে সঠিক পথে আনতে পারতেন। নিজ জাতিকে হত্যার দাগ উনার হাতে না নিলেও পারতেন। ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী হয়ে গেলেন। এরশাদের পতন হয়েছিল, উনারো পতন হয়েছে। সামনে যে করবে তারও হবে!
১৮| ১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:৩৪
নূর আলম হিরণ বলেছেন: ইউনুস সাহেব ভারতে আম পাঠিয়েছেন আজকে। আম খেয়ে ভারতের অভিমান ভাঙবে মনে হচ্ছে এবার। উনার কূটনৈতিক বুদ্ধি এতটুকুই।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: আম পাঠানোর বুদ্ধি উনার না। অন্য কেউ এই বুদ্ধি দিয়েছে।
১৯| ১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:৩৫
কাঁউটাল বলেছেন:
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: কুৎসিত মানুষের কুৎসিত মন্তব্য।
২০| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৭:১১
ক্লোন রাফা বলেছেন: অবশ্যই বাংলদেশ বিরোধী মানুষ এখন অনেক ভালো আছে । আলবদর, আলশামস,রাজাকার, শান্তি কমিটির অমানুষ আর তাদের পৃষ্ঠপোষকতাকারি ১০% খ্যাত দুর্ণীতিবাজ, লুটেরা, খুনি, জঙ্গি, সন্ত্রাসী আর নাকে খত দিয়ে যাওয়া খাম্বা তারেকের অনুসারী আর পদ লেহনকারিরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।
২১| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের কালা আর সাদা পাডা আপনার পোস্ট পড়লে খুবই রাগ করিবেন।
উনারা বড়ই দয়ালু।
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন??
২২| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি কেমন আছেন??
আমি বালা আছি।
আপনে নিজে কল দেন না।
আমি কল দিলে ধরেন না।
বিষয় কী?
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আমার মন ভালো নেই।
এবং আমি কিছুটা অসুস্থ।
২৩| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জুলাই সন্ত্রাসীরা কেমন আছে?
১১ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: তুঙ্গে আছে।
২৪| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৭
নতুন বলেছেন: মাথা পাগলা বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যতোগুলো এভিডেন্স এনেছে সবগুলিই প্রশ্নবিদ্ধ। সবগুলোই কাট করা ক্লিপ। হাসিনা গুলি করার নির্দেশ দিলেও তার দিক থেকে সঠিক কাজ ছিল। জুলাই কোন অহিংস আন্দোলন ছিল না। মেট্রোরেলে আগুন দেয়া, পুলিশ মারা এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। দেশের স্বার্থে এইধরনের নির্দেশ যুক্তিসঙ্গত। গণভবনে যখন মানুষ জড় হয় হাসিনা চাইলেই গুলি করে লাশ ফেলে দিতে পারতো, প্রধানমন্ত্রী রক্ষায় উচিত কাজ হিসেবেই ধরা হবে।
আপনার আইডিই আপনার কমেন্টকে জাস্টিফাই করছে।
২৫| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৭
কাঁউটাল বলেছেন:
ছগল নূর
২৬| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫১
মাথা পাগলা বলেছেন: নতুন বলেছেন: আপনার আইডিই আপনার কমেন্টকে জাস্টিফাই করছে।
যে পরিমাণে বুঝেন সে অনুযায়ী আপনার মন্তব্যটিও জাস্টিফাই করেছে।
২৭| ১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৮
কথামৃত বলেছেন: দেশ ভালো ও সঠিক পথেই আছে। ধন্যবাদ ইউনুস সরকারকে। আপনি একজন ইসলামফোবিক
২৮| ১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯
গেঁয়ো ভূত বলেছেন: রাস্থা-ঘাটে বেরুলে যেটা বুঝা যায় যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়ন কাজ এক বছর ধরে বন্ধ হয়ে আছে, এভাবে মোটামোটি রিজার্ভ ধরে রাখা হয়েছে। ওদিকে জিডিপি করুণাকাল বাদ দিলে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন ৩.৯৭। বিষয়টি কিভাবে দেখেন?
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯
রানার ব্লগ বলেছেন: দেশের মানুষ গুটি কয়েক বাদে কেউই ভালো নাই ।