নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৮০

১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৬



প্রিয় কন্যা আমার-
সেদিন খুব সাহসের একটা কাজ করে ফেলেছি। আমি এবং তোমার মা সাতার জানি না। তুমিও সাতার জানো না। বিকেলে আমরা তূরাগ নদীর পাশ দিয়ে হাঁটছিলাম। তোমার মার শখ হলো নৌকায় উঠবে। ফাজ্জা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম- নৌকায় উঠবে? তুমি বললে, যদি নৌকা ডুবে যায়! যাইহোক, শেষমেশ উঠলাম। তুমি এবং তোমার মা অনেক খুশি। সামান্য নৌকায় উঠে কেউ এত খুশি হয়! আমি কিছুটা ভয়ে ছিলাম। বর্ষাকাল। নদীর পানি বেড়েছে। বর্ষাকালে তূরাগ নদী অশান্ত হয়ে পড়ে। যাইহোক, ইচ্ছে ছিলো কাউন্দি যাবো। কাউন্দি যেতে হলে, নৌকা থেকে নেমে অটো নিতে হয়। সুন্দর শান্ত গ্রাম। আমি অনেক আগে একবার এই গ্রামে গিয়েছিলাম। সময় সুযোগ হলে তোমাকে নিয়ে একবার যাবো।

ফারাজা তাবাসসুম খান-
আমি মনে প্রানে চাই, তুমি একজন আধুনিক মানুষ হও। একদম কুসংস্কার মুক্ত। মানবিক এবং হৃদয়বান। ভালো মানুষ। কোনো রুপকথার গল্প যেন তোমাকে আচ্ছন্ন না করে। সেদিন তুমি আমাকে এক নবীর নাম বললে। আমি ভীষণ অবাক! তোমার বয়স মাত্র সাড়ে বছর। তুমি নবীর নাম জানলে কি করে! বাথরুমে যাওয়ার আগে তুমি সূরা পড়ো। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি ঘুমের দোয়া পড়ো। এগুলো কিভাবে তুমি শিখলে আমি জানি না। এগুলো শেখা গুরুত্বপূর্ণ কিছু না। তুমি কট্রর ধার্মিক হও সেটা আমি চাই না। আমি জানি, অতি ধার্মিকতা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম এক বিষফোড়া। অতি ধার্মিকদের আমি ভয় পাই। ধর্মকে ব্যবহার করে মানুষ নিজের উদ্দেশ্য হাসিল করে।

ফাজ্জা, তোমার মা তোমাকে অনলাইন থেকে একসেট ইংরেজি গল্পের বই কিনে দিয়েছে।
তোমাকে দুপুর এবং রাতে খাওয়ানোর সময় সেই বই থেকে গল্প পড়ে শোনায়। তুমি আনন্দ পাও। অনেক গল্প তোমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু দুখজনক হলো, তোমার মা তোমার জন্য আরো একসেট বই কিনেছে। সেগুলো হলো- নবীদের জীবনী। আমি বুঝতে পারি না, সাড়ে চার বছরে কার জীবনী জানা উচিৎ? আইন্সটাইন, এরিস্টটল, গৌতম বুদ্ধ, লালন ফকির, ম্যাক্সিম গোর্কি, গান্ধী নাকি আমাদের? জ্ঞানীগুনীদের জীবন যাপন মানুষের কি কাজে লাগে? আমাদের দেশে একজন মানুষ কি আছেন, যে নবীজির দেখানো পথে চলেন? আমাদের রাষ্ট্র কি ধর্মের নিয়মে চলে? রাষ্ট্র ধর্মের নিয়মে চললে, সংবিধানের প্রয়োজন পড়তো না।

ফারাজা তাবাসসুম খান-
টানা ১৩ দিন থাকলে তোমার নানা বাড়ি। অবশ্য তোমার স্কুল বন্ধ। হাতে তোমার অনেক সময়। আজ জামাতের বিরাট অনুষ্ঠান আছে। অনুষ্ঠানে নিশ্চয়ই কোটি টাকার উপরে খরচ হচ্ছে। জামাত দল হিসেবে উন্নত নয়। এরা মূলত ৭১ এর পরাজিত শক্তি। এই জামাত দেশের জন্য ক্ষতিকর। এরা ক্ষমতায় এলে দেশকে পাকিস্তানের হাতে তুলে দেবে। সব দেশেই কট্রর ধার্মিকেরা দেশের জন্য ক্ষতিকর। এই আধুনিক যুগে এসে একটা দেশ ধর্মের নিয়মে চলতে পারে না। মুসলিম বিশ্ব পিছিয়ে আছে, ধর্মের কারণে। শেখ হাসিনা আজ দেশে নাই বলে, জামাত আজ সমাবেশ করার সুযোগ পেয়েছে। আজ পুরো ঢাকা শহরে জ্যাম।

প্রিয় কন্যা আমার-
এই মুহুর্তে তোমার দিদা হাসপাতালে ভরতি। টেস্টের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। যাইহোক, তোমার কথা বলি। তুমি রোহার সাথে খেলতে পছন্দ করো। খেলতে পারলেই তুমি খুশি। ছোটবেলায় আমি নিজেও সারাদিন খেলাধুলার মধ্যে ছিলাম। ফুটবল ছিলো আমার প্রিয় খেলা। মাঝে মাঝে তিন বেলা ফুটবল খেলতাম। মাঝমাঠে খেলেছি। কারণ আমি দৌড়ে ভালো ছিলাম। গোলকিপার হিসেবেও আমি ভালো। জানজীবন দিয়ে আমি গোল রক্ষা করতাম। ক্রিকেট আমি খেলেছি। প্রেস বল করতাম। আমি বল করার সময় চোখ দূর থেকে দৌড়ে এসে, চোখ মুখ খিচিয়ে বল করতাম। আমার দৌড় ও চোখ মুখ দেখে ব্যাটসম্যান ভয় পেয়ে যেতো।

ফারাজা তাবাসসুম খান-
শেখ হাসিনা চলে যাবার পর দেশের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে। চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে। ইউনুস সাহেবের উপর জাতি ভরসা করতে চেয়েছিল। বিশ্বাস করতে চেয়েছিল। উনি মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারেননি। দেশের আর্মি দেশের মানুষ মেরে ফেলছে! তারা অন্যায় করে থাকলে আইন আছে, আদালত আছে। একের পর এক খারাপ ঘটনা ঘটছে। দেশের আর্মি কেন নিজ দেশের মানুষ গুলি করে হত্যা করবে? অন্যায় করে থাকলে গ্রেফতার করুক। কিন্তু সরাসরি গুলি করে হত্যা কেন? এক ভিডিও দেখলাম, এক গলির মধ্যে অনেক গুলো ছেলে, রাস্তা দিয়ে আর্মির ট্যাংক যাচ্ছিলো। আর্মি গলির ভেতর থাকা ছেলেদের দেখা মাত্র এলোপাতাড়ি গুলি করলো। পরের ভিডিওতে দেখলাম, সেখানে লাশ পড়ে আছে। রক্তে ভেসে গেছে।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি ভালো সাতার কাটতে পারি ও ভালো নৌকা চালাতে পারি।

আপনি চাইলেও আপনার মেয়ে বোরকা হিজাব এড়াতে পারবে না।

২| ১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: অপনার মেয়ের নবীর নাম জানলে কি সমস্যা? তারা তো সংস্কারক ছিলেন। বিভিন্ন দো’আ শিখলে বা কি সমস্যা? এতে কি আপনার মেয়ে জঙ্গি হয়ে যাবে নাকি? শেখ হাসিনার শেষ ১৭ বছর মানুষকে জংলি বানিয়ে দিয়ে গেছে। এখন সবাই শেখ হাসিনার শাসন আমলের সাথে তুলনা করে বলছে এটা স্বাভাবিক। /:)

৩| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১০

এইচ এন নার্গিস বলেছেন: তাবাসসুম কুসংস্কার মুক্ত হবে তার সাথে ধর্ম টাকেও মানবে । বাড়াবাড়ি করবে না । বিবেক দিয়ে বিচার করবে।

৪| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২২

নজসু বলেছেন:


আপনার কন্যার দিদার জন্য দোয়া রইলো। দিদা বলতে আপনার আম্মা নাকি শ্বাশুড়ী? নানাবাড়িতে তেরো ছিলো বলে মনে হচ্ছে আপনার শ্বাশুড়ী। মেয়েরা অসুস্থ দিদাকে দেখতে গিয়েছিলো মনে হয়। আমার ধারণা ভুলও হতে পারে। যাহোক উনি তো আস্তিক। উনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে তোলেন।

মিষ্টি কন্যা নবীর নাম শিখে ফেলেছে। বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে (আপনি যেটাকে না জেনে সুরা বলেছেন। এ থেকেই বোঝা যায় ইসলামের ধরন ধারন সম্পর্কে আপনি সঠিকভাবে জানেন না। জানলে অন্ততঃ কিছুটা কিছু একটা হতো।) ফুটফুটে কন্যাদের জন্য পোষ্টে লাইক দিলাম। দোয়া রইলো ওদের জন্য।

আপনার কন্যাদের লেখা আমি মনোযোগ দিয়ে পড়ি। বয়স লিখেছেন মাত্র সাড়ে বছর। সংখ্যাটা ছাড়া পরে গেছে। এডিট করে বসিয়ে দিন। পাঠক বুঝতে পারবেন, আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ভরসা না করা একজন ব্যক্তি্র ফুলের মতো ছোট্ট্ মিষ্টি একটা মেয়ে নবিজীর নাম জানে। শুধু তাই নয়, এই বয়সে প্রয়োজনীয় দোয়াও জানে।

আপনাদের পরিবার হোক সুন্দর সুখী একটা পরিবার।

৫| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৩

নজসু বলেছেন: তেরো দিন হবে।

৬| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

নাহল তরকারি বলেছেন: সুন্দর ব্লগ। কতটা আবেগ নিয়ে আপনি ব্লগটি লিখলেন। তবে এখানেও ধর্মের কথা লিখা উচিৎ হয়েছে?

৭| ১৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:০০

কামাল১৮ বলেছেন: বাসায় যেমন পরিবেশ পাবে মেয়ে তেমন ভাবেই গড়ে উঠবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.