নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫২



ভবিষ্যৎ বলা কঠিন। তবে ধারণা করা যেতে পারে।
আগামী নির্বাচন কি হবে? যদিও ইউনুস সাহেব বলে দিয়েছেন ইদের পর নির্বাচন হবে। এদিকে অনেক লোক নাকি চায় নির্বাচনের দরকার নেই। ইউনুস সাহেবই আরো পাচ বছর ক্ষমতায় থাকুক। আমাদের শেখ হাসিনা হচ্ছেন, ইন্দিরা গান্ধী। সাহসী নারী। উনি হুট করে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাননি। উনার রাজনৈতিক ইতিহাস একদম মাঠ পর্যায় থেকে। অনেক আন্দোলন করেছেন উনি। আওয়ামী লীগের লোকজনের পক্ষে অন্য কাউকে ভোট দেওয়া সম্ভব নয়।

আমাদের দেশের ৩০% লোক আওয়ামী সাপোর্টার।
৩০% বিএনপির সাপোর্টার। ১০% জাপা আর জামাতের সাপোর্টার। এরা তাদের দল ভালো করলেও ভোট দিবে, খারাপ করলেও তাদের ভোট দিবে। কিন্তু ৩০% লোক নৌকা বা ধানের শীষে ভোট দিবে না। এরাই আসল ভোটার। শিক্ষিত জনগোষ্ঠী। এরা মানুষ দেখে বা প্রতীক দেখে ভোট দেয় না। এরা চিন্তা ভাবনা করে ভোট দেয়। কোন দল দেশের জন্য ভালো কাজ করবে। তাদের ভোট দিবে। মূলত নির্বাচনে কে জয়ী হবে এটা নির্ভর করে এই ৩৯% শিক্ষিত ও মানবিক ভোটারের ভোটে। এবার আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সাপোর্টাররা হয়তো ভোট দিবে না।
ঘরে বসে থাকবে। দেশের ৩০% লোক ভোট দিতে যাবে না। অর্থাৎ ৭০% ভোট পড়বে। এবার ভোটে মূলত লড়াই হবে জামায়াত আর বিএনপির সাথে। এনসিপি পোলাপান। এরা রাজনীতিই বুঝে না। আরো যেসব দল আছে সেগুলো দুধভাত। ইউনুস সাহেব রাষ্ট্র পরিচালনায় একদম অদক্ষ, অযোগ্য। তার কর্মকাণ্ড দেখলে মনে হয়, জামাত শিবিরের ইচ্ছায় উনি চলছেন। সমাজের কুৎসিত মানুষেরা ক্ষমতা ভালোবাসে। যারা অন্যায় করতে চায়, তারাই ক্ষমতা ভালোবাসে। সত্যিকারভাবে যারা দেশকে ভালোবাসে, তারা ক্ষমতা চায় না। তবে তারা দেশের জন্য কাজ করে যায়।

নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসিবে।
বিএনপি কি আওয়ামী লীগের চেয়ে ভালো দল? না, মোটেই না। বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। এদের অতীত ইতিহাস ভালো না। আওয়ামী লীগ দূর্নীতি করলেও উন্নয়ন বুঝে। জনগণ চায় উন্নতি। চায় ভালো থাকতে। চায় সুন্দর জীবন যাপন করতে। আমি বলব, জামাতের চেয়ে বিএনপি ভালো। বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। মন্দের ভালো হলেও আওয়ামী লীগ ভালো। শেখ হাসিনার কিছু সমস্যা আছে। উনি অযোগ্য অদক্ষদের ক্ষমতায় বসিয়েছেন। তার ভুলের জন্যই, আজ য়ার এই অবস্থা। দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছিলো। এবার জামাত আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছিয়ে।

নির্বাচন হবে।
কিন্তু নির্বাচনে কে জয়ী হবে সেটা ঠিক করবে আমেরিকান দূতাবাস। ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ সেনাবাহিনী। খাটি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। এবার ৩০% ভোট কম হবে। বিএনপি ক্ষমতায় এসে আগের মতো লুটপাট চালিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ পিছিয়ে থাকবে। এই জাতির কপালে সুখ নাই। অন্যের গোলামি আর দালালি করেই এই জাতির জীবন যাচ্ছে। মিথ্যুক জাতি। যে মুক্তিযুদ্ধ করেনি, সেও নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে। সে গত বছর জুলাই মাসে আন্দোলন করেনিও, সেও নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে। শুধু মাত্র মিথ্যা এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সত্যের অনুসন্ধান যারা করে, তারাই খাটি যোদ্ধা এবং দেশপ্রেমিক।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:০০

নূর আলম হিরণ বলেছেন: কিছু মানুষ অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে ভোট দিবে জামাতের হাত থেকে রেহাই পেতে। যদিও রেহায় পাবে বলে মনে হয়না। বিএনপি জামাতকে এখনো ভালোবাসে। শুধু তাদের বিরোধিতা করছে যেনো মাঠ ফাঁকা না হয়। বিরোধী মাঠ ফাঁকা হলে আওমীলীগ সুযোগ নিতে চাইবে এই যা।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি। কি হয়।

২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:১৩

ইপিআর সৈনিক বলেছেন:



আপনি সঠিক, আগামী ভোটের রেজাল্ট দিবে সেনাবাহিনী ও দুতাবাস মিলে।
সরকারে যারাই আসুক, আগামী সরকারও শেষ অবধি হয়তো টিকবে না; কারণ, এবারের ক্যু'এর জল্লাদের প্রতিহত করবে আওয়ামী লীগ ।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: রাইট।

৩| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ইলেকশন ইদের আগে হবে; না হলে আর হবেই না । আও্য়ামি লিগ কে এখন ইলেকশন করতে দিলেও দশটার বেশি সিট পাবে না । নেতারা দাড়াতে পারবে না । সবার আগে তাদের বিচার হবে ।

শেখ হাসিনার এত ডেভোলেোপ করেছেন যে ইলেকশনে ৩০ শতাংশ ভোটারের মাঝে ৫ শতাংশ ভোট দিয়েছে । খোদ লিগের ভোট কোথায় গেলো ? লয়ালিটি দেখানো কি উচিত ছিলো না ?

বাংলাদেশের মানুষের কপাল পোড়া কারণ লিগ বাদে যারা পলিটিকাল দল আছে তারাও সুবিধার না হওয়ায় ইন ফিউচারে আবার লিগের কামবেক ঘটতে পারে। যদি আদার পলিটিকাল দলগুলো ভালো হতো লিগের পলিটিক্স শেষ। এই লিগ ৭১ সালের লিগ নয় ।পুরোটাই মাফিয়া ।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?

৪| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:১২

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি যাবেন ভোট দিতে?

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: না।

৫| ২৮ শে জুলাই, ২০২৫ ভোর ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লিখে রাখুন, আলীগ বিহীন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার মেয়াদ পুরণ করতে পারবে না।
১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। এবার আলীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে।
ফলাফল হচ্ছে- এই নির্বাচন প্রশ্ন বিদ্ধ হবে। মানুষ মানবে না ।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

৬| ২৮ শে জুলাই, ২০২৫ ভোর ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লিখে রাখুন, আলীগ বিহীন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার মেয়াদ পুরণ করতে পারবে না।
১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। এবার আলীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে।
ফলাফল হচ্ছে- এই নির্বাচন প্রশ্ন বিদ্ধ হবে। মানুষ মানবে না ।

৭| ২৮ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৫০

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহনযোগ্য হবে না।বিশ্ব মানবেনা সেই নির্বাচন।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এনসিপি, ইউনুস তো আওয়ামীলীগের নাম শুনতেই পারে না।

৮| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:১৯

কিরকুট বলেছেন: দেশে এখন কানায় কোনায় শয়তান ঘোরে।

শয়তান তখনি মহামানব হয় যখন তার কোন ব্যক্তিগত মতলব থাকে ।

ভোট হবে কিন্তু তাতে বাংলাদেশের মানুষের ইচ্ছার বাস্তবায়ন হবে কিনা জানি না ।


কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহনযোগ্য হবে না।বিশ্ব মানবেনা সেই নির্বাচন।

বিশ্বের প্রভাবশালীরা বর্তমান লীগ কে ত্যাগ করেছে । যেদিন লীগ শুদ্ধ হয়ে আসবে সেইদিন দেখা যাবে । শুদ্ধতা বলতে এটা বলছি না যে সে তার নীতি থেকে সরে যাবে । তার ভেতরে যে দুর্নিতির বটগাছ বেড়ে উঠেছে সেই বটগাছ কে কেটে সমূলে বিনাশ করার পরেই যে লীগ থাকবে সেইটাই শুদ্ধ লীগ । আওয়ামিলীগ।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: রাইট।

৯| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি আগে কি কি লুটপাট চালিয়েছিল (?) একটু বলে যান তাহলে আমরাও জানতে পারবো।


আম্লিগের লুটপাটের কাছে বিএনপি এখনো গর্ভের ভ্রুন।

৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: লুটপাট দূর্নীতি করতে কোনো দলই পিছিয়ে নেই।

১০| ৩০ শে জুলাই, ২০২৫ ভোর ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি কি কখনো মেট্রোরেল. পদ্মা সেতু, এক্সপ্রেস ওয়ে ব্যবহার করেছেন?
আমি করেছি। এবং আমি ঋণী

১১| ৩০ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৪৯

ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগের ভোট কারো বাক্সেই যাবেনা। বরং অন্য দলের ভোটাররা যাতে ভোট না দেয় সেই লক্ষে কাজ করবে। ইতিহাসের করুন নির্বাচন অপেক্ষা করছে সামনে। যদি আদৌ নির্বাচন হয়....।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৫

সপ্তম৮৪ বলেছেন: আওয়ামীলীগ বিএনপি দুই দলকেই তো ক্ষমতায় আনলাম। দুই দলই দেশ ধ্বংস করে দিলো।
এবার নাহয় জামাতকে ক্ষমতায় বসিয়ে দেখি। তারপর দেখা যাক কি হয়।

মজার ব্যাপার হল শেখ হাসিনার পতনের আগে বাঙালি দাপটের সঙ্গে বলতো আগে হাসিনারে ফালাই দেয়। তারপর যা হয় দেখা যাবে। তারপরেরটা ইতিহাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.