নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- ৮৪

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১



শাহেদ তার মেসে শুয়ে আছে।
বাইরে কড়া রোদ বলে সে বের হয়নি। বাংলা আশ্বিন মাস। অশ্বিনী নক্ষত্রের নামে এই মাসের নাম আশ্বিন। আশ্বিন মাসে শরৎ ঋতুর সমাপ্তি এবং হেমন্ত'র শুরু। আশ্বিন মাসে বৃষ্টিও হয়। একটানা ঝুম ঝুম বৃষ্টি হয়। যাইহোক, ঠান্ডা পানি খাওয়ার জন্য শাহেদের মন অস্থির হয়ে আছে। সমস্যা হলো তাদের মেসে ফ্রিজ নাই। বিকেলের আগে রুম থেকে বের হওয়া যাবে না। চার টার পর বের হতে হবে, তখন রোদের তাপ থাকবে না। অবশ্য তার জরুরী কোনো কাজও নেই। তার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। তার চলছে অসযোগের ছুটি। বেকার মানুষের আবার ছুটি কি? পকেট ভরতি টাকা থাকলে সময় গুলো কাজে লাগানো যায়। পকেটে টাকা না থাকলে সময় গুলো নষ্ট হয়। এজন্যই এক কবি চিৎকার করে বলেছেন, 'সুন্দর সময় গুলো চিবিয়ে খাচ্ছে পাহাড়ি ইঁদুর'। ইঁদুর খুব ভয়ংকর প্রানী। সাপের চেয়ে কি বেশি ভয়ংকর ইঁদুর? সাপ ইঁদুর দুটাই আমার অপছন্দের দের প্রানী।

দুপুর বেলায় রফিক মেসে এসে হাজির।
সে বুদ্ধিমান ছেলে। ভালো ছেলে। রফিক সাথে করে দুপুরের খাবার নিয়ে এসেছে। আরো এনেছে ঠান্ডা পানি এবং এক প্যাকেট বেনসন সিগারেট। শাহেদ ঢক ঢক করে ঠান্ডা পানি খেলো। শাহেদের পুরোনো বন্ধু রফিক। একসাথে লেখাপড়া করেছে তারা। রফিক প্রেম করে বিয়ে করেছে অনেক বছর হলো। হাসিখুশি মানুষ রফিক। কিন্তু আজ রফিককে বেশ বিধ্বস্ত লাগছে। শাহেদ বলল, ঘটনা কি? রফিক বলল, আগে খেয়ে নিই। তারপর সমস্ত আলাপ। দুই বন্ধু মিলে আরাম করে খাওয়া দাওয়া করলো। রফিক খাবার না আনলে আজ শাহেদকে না খেয়ে থাকতে হতো। আল্লাহ চাননি শাহেদ আজ না খেয়ে থাকুক। এজন্যই আমাদের নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ। আজ তিন দিন ধরে শাহেদ জামালের কাছে কোনো টাকা নেই। রুমমেট কারো কাছে ধার চেয়েও পাওয়া যাচ্ছে না। টাকা নেই বলে খাওয়া-দাওয়া বন্ধ হয়নি। কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়েই যাচ্ছে।

রফিকের ঘটনা হচ্ছে-
তার স্ত্রী সোনিয়া তাকে 'ছাগলেরও অধম' বলেছে। রফিক চলতে ফিরতে সব সময় লোকজনকে 'ছাগল' বলে। সোনিয়া আর রফিক একসাথে রিকশা করে কোথাও যাচ্ছে, কেউ হয়তো উলটো পথে গাড়ি ঢুকিয়ে জ্যাম লাগিয়ে দিয়েছে, তখন রফিক বলে ওঠে ছাগলটা করলো কি! রফিকের মুখে ছাগল শুনে শুনে, তার ছেলে রনিও এখন কথায় কথায় সবাইকে ছাগল বলে ডাকে। রনির বয়স ৬ বছর। সোনিয়া অসংখ্য বার বলেছে, ছেলের সামনে বারবার 'ছাগল' 'ছাগল' বলবে না। আজ রনি স্কুলে গিয়ে তার বন্ধুকে 'ছাগল' বলেছে। শাহেদ সোনিয়াকে বলেছে, কেউ ছাগলের মতো কাজ করলে তাকে 'ছাগল' বলব না? যাইহোক, আজ সোনিয়া বলেছে, তুমি যে সবাইকে সব সময় 'ছাগল' 'ছাগল' বলো- তুমি নিজে 'ছাগলেরও অধম'। স্ত্রীর মুখে এই কথা শুনে রফিক প্রচন্ড কষ্ট পেয়েছে। প্রেম করে বিয়ে করার এই হচ্ছে ফল। রফিকের আজ মনে হচ্ছে- বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করলে- বউ নিশ্চয়ই ছাগল বলতো না।

একজন স্ত্রী তার স্বামীকে কেন ছাগলেরও অধম বলবে?
কারন কি? তাদের প্রেম ভালোবাসার বিয়ে। অবশ্য একজন স্ত্রী স্বামী সম্পর্কে যে মন্তব্য করবে সেটাই সঠিক। কারণ, বিয়ের আগ পর্যন্ত একজন মা জানে তার ছেলে কি রকম। কিন্তু বিয়ের পর জানে স্ত্রী। স্ত্রী'রা স্বামীকে হারে হারে চিনে। চেনাটাই স্বাভাবিক। তাই বলে স্বামীকে কেন বলবে, তুমি ছাগলেরও অধম! রফিক মানুষ হিসেবে ভালো। সহজ সরল প্রানবন্ত। হ্যা রফিকের ইনকাম কম। কিন্তু যা ইনকাম করে তা তো সবটাই পরিবারের পেছনেই খরচ করে। সে রিকশায় না উঠে পঞ্চাশ টাকা ভাড়া বাচায়। সেই টাকা দিয়ে অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য চটপটি বা ফুচকা কিনে নিয়ে যায়। দুনিয়ার সব মেয়ের মতো সোনিয়াও ফুচকা পছন্দ করে। সেই স্ত্রী বলে- তুমি ছাগলের চেয়েও অধম। আহ কি কষ্ট! কি যন্ত্রনা! এর চেয়ে মরে যাওয়া ভালো। ভালোবাসার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী! আসলে একটা মেয়েরা প্রেমিকা হিসেবে ভালো হয়। কিন্তু স্ত্রী হিসেবে নির্বোধ হয়। প্রেমিকা থাকা অবস্থায় বলে- তোমাকে ভালোবাসি। তোমার সাথে গাছ তলায় জীবন কাটিয়ে দেবো। সেই গাছ তলায় থাকতে চাওয়া প্রেমিকা বিয়ের পর চোখ পাল্টি দেয়। বলে- গহনা দাও, সীতা হার দাও। ফ্লাট কিনো। বাড়ি কিনো। চলো ইউরোপ ট্যুর দিয়ে আসি।

শাহেদ জামাল পুরো ঘটনা মন দিয়ে শুনলো।
এবং সে মনে মনে ভাবছে তার প্রেমিকা বা স্ত্রী নীলা যদি তাকে বলতো- তুমি ছাগলেরও অধম। তখন সে কি করতো? সে সহ্য করতে পারতো না। অবশ্য একথাও ঠিক বিয়ের বয়স যত বাড়তে থাকে, স্বামী স্ত্রী দুজনেরই মুখের লাগাম তত কমতে থাকে। তখন দুজন দুজনকে মুখে যা আসে বলে দিতে পারে। এরকম শাহেদ জামাল অনেক দেখেছে। স্বামী স্ত্রীর চুলোচুলি, মারামারি, অকথ্য ভাষায় গালাগালি অনেক দেখেছে শাহেদ। পরে আবার দুজনের মাথা ঠান্ডা হলে- দুজন মিলে রেস্টুরেন্টে খায়। বাসায় ফেরার পথে স্বামী স্ত্রীকে শাড়ি কিনে দেয়। রাতে ভাব ভালোবাসা হয়। শাহেদ রফিককে বলল- হুট করে সোনিয়া ভাবী তোকে কেন- ''তুমি ছাগলেরও অধ্ম বলল? কারন টা কি? কি এমন ঘটেছে? আমি তো জানি তোরা সুখী পরিবার। ছেলে মেয়ে নিয়ে তোরা ভালো আসিছ। সোনিয়া যদি তোকে 'ছাগলের অধম' বলে থাকে, সেটা ফান করে বলেছে। সিরিয়াস কিছু না। স্বামী স্ত্রী হলো বন্ধু। ভালো বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুকে ছাগল বললে সমস্যা কি? অতি সাধারন একটা বিষয়কে সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম । :-B । ছাগল নিয়ে আপনার গবেষণা দেশের উপকারে আসবে আশা করি।

০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: আগে বাংলাদেশের জাতীয় সংগীত মুখস্ত করুন।

২| ০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছাগল খুবই নিরহ প্রাণী। তাছাড়া ছাগল দেখতেও খুবই দুঃখী দুঃখী চেহারা। কাউকে ছাগল বলে গালি দেওয়া অন্যায়।


০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আসলে যে অন্যায় করে, সে বুঝতে পারে না।
বুঝতে পারে অনেক দেরীতে।

৩| ০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার ছবিটি ভালো এসেছে।
পাশে আপনার বসের ও একটা ছবি দিতে পারতেন।

০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ডাক্তার দেখিয়ে চশমা ব্যবহার করুন।

৪| ০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ঢাকায় নতুন বাড়ীঘর কেমন উঠছে?

০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ঢাকায় আর কোনো টিনশেড বাড়ি নেই।
কোনো খালি জায়গা নেই। এমনকি ২/৩/৪ তলা ভেঙ্গে বিশাল এপার্টমেন্ট করা হয়ে গেছে।

সবচেয়ে দুঃখজনক বাড়িঘর করতে গিয়ে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে।
আমি ছোটবেলায় আমাদের এলাকায় অনেক গাছ পালা দেখেছি। প্রতিটা বাড়িতেই ৩/৪ টা করে গাছ দেখেছি। এখন আমাদের এলাকায় কোনো গাছ নেই।

৫| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

বিজন রয় বলেছেন: শাহেদ জামাল কি ছাগল হয়ে যাচ্ছে?

০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: না। শাহেদ জামাল বুদ্ধিমান ছেলে। ভালো ছেলে।

৬| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:০৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা ছাগল ছাগল করলে কিন্তু তারা তাড়াতাড়ি পাগল হয়ে যায় ভাইয়ু!!!!!!!

০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে রফিক সব সময় রেগে থাকে।
এজন্যই ছাগল বলে।

৭| ০২ রা অক্টোবর, ২০২৫ ভোর ৪:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যে কোন পশুই মানুষের চেয়ে অনেক উত্তম।
বিশেষ করে বাংলাদেশের মানুষের চেয়ে।

০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.