নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে কে জয়ী হবেন?

০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮



ধরে নিলাম নির্বাচন হবে।
নির্বাচন করার জন্য হাবিজাবি অনেক দল আছে। পাইপ লাইনে আছে হাতে গোনা তিনটা দল। বিএনপি, জামাত। আর জামাতের আরেকটা শাখা এনসিপি। এনসিপি মূলত দুধ ভাত। জামাতের কথা মতো নাচছে। আসলে গত ১৭ বছর ধরেই জামাত একটা নীল নকশা করেছে। সেই কারনে আজ আওয়ামীলীগের এই অবস্থা। এদিকে আওয়ামীলীগের কিছু দোষ আছে। কিছু অযোগ্য অদক্ষ লোককে মন্ত্রী এমপি বানানো হয়েছে। এরা দূর্নীতি করেছে। দূর্নীতি করে করে আওয়ামীলীগের বারোটা বাজিয়েছে। সময় মতো তাদের না সামলানোর জন্য, এখন সাজা ভোগ করছে। আওয়ামীলীগ এমন পরিস্থিতি করেছিলো, শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। জামাতের কারসাজির কাছে আওয়ামিলীগ ধরা খেয়েছে।

একসময় আওয়ামিলীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছিলো।
আজ জামাত আওয়ামীলীগের কোমর ভেঙে দিয়েছে। আগামীতে ক্ষমতায় আসছে জামাত। আমি চাই না জামাত ক্ষমতায় আসুক। কারণ আমি আমার দেশটাকে ভালোবাসি। স্বাধীনতার পর জামাতের সবচেয়ে বড় জয় হচ্ছে, আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া। যে কাজ বিএনপি পারেনি। আওয়ামীলীগের উপর জামাতের অনেক রাগ। তাদের বড় বড় নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। দেরিতে হলেও তারা তাদের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে। এর মধ্যে আবার আমেরিকার সাপোর্ট পেয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতার পক্ষের লোকজন চুপ মেরে আছে। তারা কেন চুপ করে আছে, বুঝতে পারছি না। জামাত ক্ষমতায় এলে দেশের ক্ষতিই হবে। আজকের আধুনিক বিশ্বে ধর্মীয় নিয়ম নীতি দিয়ে দেশ পরিচালনা করা যায় না। যারাই ধর্ম দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের পিছিয়ে থাকতে হয়েছে।

এনসিপি কোনো দলের মধ্যে পড়ে না।
এরা মূলত জামাতের হয়ে ভাড়ায় খাটছে। এদের রাজনীতির ইতিহাস নেই। এরা বেঈমান। আওয়ামিলীগ থাকলে আজও এনসিপির জন্ম হতো না। এনসিপি রাজনীতি বুঝে না। এরা জামাতের কথা মতো কাজ করে যাচ্ছে। জামাত তাদের অতীতের সব অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে। এখন জাতি যদি তাদের ক্ষমা করে তাহলে বিরাট ভুল করবে। ক্ষমা পেয়ে গেলে এবং ক্ষমতায় এসে গেলে জামাত হবে ভয়ংকর। অসুর। হিটলার। তারা মনে মনে ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। ধার্মিকেরা ভয়ংকর হয়। যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি ভালো হবে? না হবে না। বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। এই দলের পর পর পাচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। তবে জামাতের চেয়ে বিএনপি ভালো। অত্যন্ত নারীরা স্বাধীন ভাবে চলতে পারবে।

এখনো কারো কারো ধারণা নির্বাচন হবে না।
ইউনুস সাহেবই ক্ষমতায় থাকবেন। বিএনপিকে শান্ত করার জন্য মিথ্যা নির্বাচনের কথা বলা হয়েছে। এখন বিএনপি শান্ত আছে। কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে ফিরলে গ্রেফতার করা হবে। তার নামে মামলা তো কম নেই। মূলত দেশ এখন জামাতের ইচ্ছে মতো চলছে। ইউনুস সাহেবও জামাতের কথায় উঠ বস করছেন। দেশের সাধারণ জনগণ শান্তি চায়। শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে চায়। যাদের সামর্থ আছে তারা চলে যাচ্ছে উন্নত দেশে। এই দেশের মানুষ গুলো নষ্ট হয়ে গেছে। পচে গেছে। এদের মধ্যে সততার অভাব। এরা মনে করে কাউকে ঠকাতে পারলেই আমি জিতে গেলাম। এই দেশের মানুষ গুলো খারাপ, কাজেই এই দেশের প্রধানমন্ত্রী যে হবেন, সে-ও খারাপই হবেন। সহজ হিসাব। তবে শেষ কথা হচ্ছে মন্দের ভালো হলেও আওয়ামিলীগ ভালো।

দেশ এখন ভালো নেই। পথভ্রষ্টরা উপদেষ্টা হয়েছে।
জাতির কুসন্তানরা দেশ পরিচালনা করছে। এরা সুযোগ পেলেই আওয়ামীলীগকে গালমন্দ করে। গত এক বছর ধরে উপদেষ্টারা শুধু আওয়ামিলীগকে গালাগালিই করে যাচ্ছে। হ্যা আমি জানি আওয়ামিলীগ দুধের ধোয়া তুলসীপাতা না। কিন্তু দেশের জন্য কাজ যেটুকু হয়েছে সেটা আওয়ামিলীগই করেছে। মেট্রোরেলে উঠলেই শেখ হাসিনার জন্য দোয়া আসে। পদ্মাসেতুতে উঠলেই আনন্দে চোখে পানি এসে যায়। আমি চাই দেশে আওয়ামিলীগ আসুক। ৩২ নম্বর বাড়ি যারা ভেঙে দিয়েছে তাদের বিচার করুক। শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, মুতে দিয়েছে তাদের বিচার করুক। পুলিশ হত্যার বিচার করুক। ছাত্র হত্যার বিচার করুক। যারা বলেছে, মুজিব মুর্দাবাদ। তাদের বিচার করুক।এইসব বিচার তো আওয়ামিলীগ ছাড়া কেউ করবে না। জাতি এসব বিচারের অপেক্ষায় আছে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

নতুন বলেছেন: আপা জয়ী হবেন ;)

০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।

২| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ।

০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: গো টু হেল।

৩| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪২

আমি নই বলেছেন: রাজীব নুর বলেছেন: জুলাই সনদ ওলাদের একদিন ঝুলানো হবে।

আপনাদের একমাত্র উদ্দেশ্যই হল সকলকে ঝুলিয়ে রাজত্ব নিশ্চিত করা। রাজত্ব হাতে না থাকলেই দেশপ্রেম চেগায়া ওঠে আবার রাজত্ব পাইলেই পিয়ন পর্যন্ত শতশতকোটির মালিক হয়ে যায়।

০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ভুল বুঝলেন।
এই জুলাই ওলারা- থান আয় আগুন দিয়েছে। পুলিশ হত্যা করেছে। ৩২ নম্বর ভেঙ্গেছে। সব রকম অপকর্ম করেছে। এদের শাস্তি পেতেই হবে।

৪| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

সামছুল আলম কচি বলেছেন: গারবেজ পোস্ট। ধর্মের দোহাই ছাড়া কোন্ দেশ চলছে !!?? ব্লক হেডেড' রা কখনই সত্যটা বোঝে না; স্বীকারও করে না !!

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ঈশ্বর আপনার মঙ্গল করুক।

৫| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: গো টু হেল ।

আপনি হেল-এ বিলিভ করেন জানতাম না । =p~

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: আপনি তো বিশ্বাস করেন।

৬| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত ও ইউনুস মিলে আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে দিলে কেমন হয়?

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: মজা নিচ্ছেন?

৭| ০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২১

আমি নই বলেছেন: আপনার কাছে একটা প্রশ্নঃ ধরেন বিএনপি ক্ষমতায় আসল এবং কয়েকটা বড় বড় সেতু করল, বুলেট ট্রেন করল, পাতাল রেল করল, এবং আরো প্রয়োজনীয় উন্নয়ন করল। এতো উন্নয়নতো আর ৫ বছরে সম্ভব না তাই ভোট চুরি করে ক্ষমতায় থাকল, আবার সমান তালে দুর্নিতিসহ আওয়ামিলীগ যা করেছে সবই করল।
তো এখন যেমন পদ্মা সেতু-মেট্রোরেল দেখে আপনি আওয়ামিলীগকে ডাইহার্ড সমর্থন দিচ্ছেন, এভাবেই কি বিএনপির দুর্নিতিকে ইগনোর করে উন্নয়ন কর্মের জন্য বিএনপিকে সাপোর্ট করবেন?

দয়া করে বিএনপি করবে না, পারবে না, বিএনপির করার ক্ষমতা নাই, এত টাকা কই পাবে টাইপের উত্তর দেবেন না। একদম স্পেসিফিক উত্তর দেবে।

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: দূর্নীতি ভালো না। দূর্নীতি একটা দেশকে শেষ করে দেয়। মেরুদণ্ড ধ্বংস করে দেয়।

দূর্নীতি সব দল করে। সব দলের সাথে একটাই মিল। সকলে দূর্নীতি করে। আওয়ামীলীগের লোকজন দূর্নীতি করলেও দেশের জন্য কাজ করে। আর বিএনপির সমস্যা হচ্ছে ওরা শুধু দূর্নীতি করে। কাজ করে না। কাজেই মন্দের ভালো হলেও আওয়ামীলীগ ভালো।


দূর্নীতি তো রক্তের সাথে মিশে গেছে সকলের। তাই দূর্নীতি থামানো যাবে না। কাজেই দূর্নীতি কর। কম করে কর। কিন্তু উন্নতি অব্যহত রাখুক।

৮| ০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১

মাথা পাগলা বলেছেন: @আমি নই

সমস্যাটা হচ্ছে, দেশটা এখন রাজাকাররা চালাচ্ছে। যাদের পূর্বপুরুষরা ৭১ এ ভুক্তভোগী, দেশপ্রেম আছে তারা অবশ্যই রাজাকারদের বিরোধীতা করবে। লীগের জন্ম হয়েছেই রাজাকারদের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন/কথা বলার মতো লীগের মতো এতো বড় দল নেই। লীগ নেই, এই কারনেই জামাত-রাজাকাররা এখন নর্দমার আবর্জনা থেকে চ্যাগা দিয়ে বের হয়েছে। জ্ঞানী ইউনুস সাহেবের কথায় বিচারপতি এটিএম আজহারুল দোষ মওকুফ করেন। যখন যেখানেই সুযোগ পেয়েছে বিগত এক বছরে মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত অবমাননা করার প্রয়াস চালানো হচ্ছে এবং হয়েছে।

লীগের দোষ-গুন না বলে বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে আপনারা সমালোচনা করার সুযোগ দেন কেন সেটা নিয়ে কথা বলেন। হাসিনা মানেই আওয়ামী লীগ এসব মেরিটলেস ন্যারেটিভ কিছুদিন বাদে মনে হয় না জনগন খাবে। আওয়ামী লীগ, ব্যাক্তি থেকে অনেক বড়।

জামাত-শিবিরকে বাংলাদেশ রাজনীতি থেকে সম্পূর্ন ব্যান করার গ্রাউন্ড আছে কিন্তু লীগকে ব্যান করার গ্রাউন্ড কি? হাসিনা ব্যক্তি হিসেবে স্বৈরাচার ছিলো বলে? অন্যদিকে জামাত-শিবির বিশ্ব ইতিহাসে একমাত্র ইসলামিক দল যারা সর্বাধিক মুসলিম হত্যায় জড়িত (৩০ লক্ষ হত্যা এবং ২ লক্ষ্য ধর্ষণ), দল হিসেবে বাংলাদেশের জন্ম স্বীকার করে না, ক্ষমতা পেয়েই পাক্কি-প্রেম চ্যাগাইয়া উঠেছে।

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: সঠিক। একদম সঠিক।

৯| ০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:০৬

আমি নই বলেছেন: @মাথা পাগলা: আমি আপনারে কিছু বলি নাই। লেখককে প্রশ্ন করার কনটেক্সট পুরাই আলাদা। এখানে জামাতের কোনো বিষয় নাই।

জামাত শুধু মাত্র মুক্তিযুদ্ধে তাদের অবস্থানের কারনে আগাইতে পারে নাই, এর পুরা ক্রেডিট দেশের জনগনের। নিরপেক্ষ নির্বাচন হলে তারা হয়ত ১০-২০টা আসন পাবে। তবে শেষ ১০ বছরে সারা বিশ্বে যেইভাবে ডান পন্থিদের উত্থান হচ্ছে/হয়েছে সেই হিসাবে জামাতের কোনো অবস্থান নাই বললেই চলে। অন্যদিকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল, যারা দাবী করে তারাই সবচাইতে বড় দল, সেই আওয়ামিলীগকে জামাতের জুজুর ভয় দেখিয়েই এখনো চলতে হয়। আপনি কি কোনো তফাৎ বুঝতে পারেন?

১০| ০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:২৪

কলাবাগান১ বলেছেন: নিরপেক্ষ নির্বাচন তো হবে না...জামাত আর জামাতের বি টিম এনসিপি কে ক্ষমতায় নিবে অনিরপেক্ষ নির্বাচন আর বিদেশী শক্তি........। আওয়ামি-বিনপি জোট অনির্বায

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আমেরিকা জামাতকে আনবে!!!!

১১| ০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩

নদী কান্ত বলেছেন: জামায়াত নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে অসুবিধা কি?

০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: দেশ হয়ে যাবে সিরিয়া।

১২| ০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জামাত ক্ষমতায় এলে আপনাকে দাড়ি রাখতে হবে।
আপনার পরিবার বোরখা-নেকাব পরবে।
সকালে বিকালে পাক সার জমিন গান গাইতে হবে।

১৩| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি বহু ছাগল দেখেছি কিন্তু এরকম ছাগল আগে দেখিনি!

যারা দেশে চিরতরে দেশকে গুডবাই বলে বিদায় নিয়েছে তাদের মায়া কান্না দেখে আমার পিত্তি জ্বলে যাচ্ছে।
X(

১৪| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

কিরকুট বলেছেন: নির্বাচন, উহা হবে না। আর যদি হয়েও যায় উহা হবে বানরের পিঠা ভাগ করার সামিল।


মশিউর # আপনার পত্তির তাপমাত্রা আরো বাড়িয়ে নিন ওটা জ্বলে ছাই না হওয়া পর্যন্ত বাংগালীর শান্তি নাই।

১৫| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৮

শ্রাবণধারা বলেছেন: ব্লগের অধিকাংশ মানুষই আপনাকে ছাগল বা খুব নিম্ন বুদ্ধিবৃত্তির একজন মনে করে। সত্যি বলতে কি, আমিও তাই মনে করি! সরি!
তবে এই লেখাটি মোটামুটি ভালো লিখেছেন।

১৬| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৯

আমি নই বলেছেন: লেখক বলেছেন: দূর্নীতি ভালো না। দূর্নীতি একটা দেশকে শেষ করে দেয়। মেরুদণ্ড ধ্বংস করে দেয়।

দূর্নীতি সব দল করে। সব দলের সাথে একটাই মিল। সকলে দূর্নীতি করে। আওয়ামীলীগের লোকজন দূর্নীতি করলেও দেশের জন্য কাজ করে। আর বিএনপির সমস্যা হচ্ছে ওরা শুধু দূর্নীতি করে। কাজ করে না। কাজেই মন্দের ভালো হলেও আওয়ামীলীগ ভালো।

দূর্নীতি তো রক্তের সাথে মিশে গেছে সকলের। তাই দূর্নীতি থামানো যাবে না। কাজেই দূর্নীতি কর। কম করে কর। কিন্তু উন্নতি অব্যহত রাখুক।


আপনার কাছে স্পেসিফিক সিনারিও দিয়ে স্পেসিফিক উত্তর চেয়েছিলাম। কিন্তু আপনি দিলেন গরুর রচনা। কোন দল ভালো আর কোন দল খারাপ জানতে চাই নাই। আমি জানি দলের ভালো/মন্দ ব্যাক্তির দৃষ্টি ভংগির উপর নির্ভর করে। আর দলকানা মানুষ দেশের জন্য ক্ষতিকর।

আবার জিজ্ঞাস করি, আওয়ামিলীগ গত ১৫ বছরে যা যা করেছে, বিএনপি যদি আগামি ১৫ বছর সেম বা আরো বেশি করে তাহলে কি আপনি বিএনপির কর্ম কান্ডকেও সমর্থন করবেন?

১৭| ০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: আমি নই বলেছেন: <<<<<<<<<< আবার জিজ্ঞাস করি, আওয়ামিলীগ গত ১৫ বছরে যা যা করেছে, বিএনপি যদি আগামি ১৫ বছর সেম বা আরো বেশি করে তাহলে কি আপনি বিএনপির কর্ম কান্ডকেও সমর্থন করবেন?

রানু ভাই তবুও আয়ামীলীগের সূর্যসেনাদেরই সমর্থন করবেন।

যারা চোখের সামনে এতোগুলি গুম, খুন দেখেও এখনো আমেরিকা/পাকি ষড়যন্ত দেখে তারা আয়ামী মুরিদ।

বেশিরভাগ মানুষই সমর্থক থেকে আস্তে আস্তে কোন দল বা ইজমের মুরিদ হয়ে যায়, তখন তারা অন্ধ ভাবে অনুসরন করে।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫

আমি নই বলেছেন: নতুন বলেছেন:

রানু ভাই তবুও আয়ামীলীগের সূর্যসেনাদেরই সমর্থন করবেন।

যারা চোখের সামনে এতোগুলি গুম, খুন দেখেও এখনো আমেরিকা/পাকি ষড়যন্ত দেখে তারা আয়ামী মুরিদ।

বেশিরভাগ মানুষই সমর্থক থেকে আস্তে আস্তে কোন দল বা ইজমের মুরিদ হয়ে যায়, তখন তারা অন্ধ ভাবে অনুসরন করে।


আমার আসলে এটাই জানার ইচ্ছা, উনি কি আসলেই দেশের উন্নয়নের পাগল না কি লীগের মুরিদ। উন্নয়নের পাগল হলে সেম সিনারিওতে বিএনপিকেও সমর্থন করার কথা আর মুরিদ হয়ে থাকলে দেশের জন্য ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.