| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
জীবনে সৎ থাকাটা ভীষন জরুরী। কাজে, জীবনযাপনে, লেখাপড়ায়। অসৎ মানুষদের কোনো কিছুতেই শান্তি থাকে না। শেষমেষ তাদের করুন পরিণতি হয়। সম্মানহানি হয়। পালিয়ে যেতে হয়। চারপাশ থেকে আসে অনেক ধিক্কার, অপমান আর অবহেলা। এজন্য তুমি সব সময় সৎ থাকবে। সৎ থাকলে শান্তি আছে, আরাম আছে, আনন্দ আছে। দরিদ্র থাকো, ক্ষুধার্থ থাকো- তবুও সৎ থাকো। অন্যায়ভাবে ধনী হওয়ার চেয়ে, গরীব থাকা ভালো। এই দেখো আমি একজন সৎ মানুষ। আমার দিকে কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না- আমি অসৎ। আমার নামে কোনো মামলা নেই, কারো কাছ থেকে কোনদিন টাকা নিইনি। কারো ক্ষতি করিনি। কোনো রকম ঝামেলায় আমি নেই। অতি সাধারণ জীবন যাপন করছি। হ্যা আমি ধনী নই। কিন্তু তারপরও শান্তিতে আছি। বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে যাই। সহজ সরল ও সৎ জীবন যাপন করার এই এক মজা। যোগ্য, দক্ষ ও সৎ মানুষকে সবাই ভালোবাসে।
ফারাজা তাবাসসুম খান-
আপাতত এখন তোমার কাজ লেখাপড়া করা। মন দিয়ে লেখাপড়া করা। ভালো রেজাল্ট করা। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। কোনো রকমে পাশ করে গেলে হবে না। দারুন ভাবে পাশ করতে হবে। যেন লেখাপড়া শেষ করে চাকরির জন্য দ্বারে দ্বারে না ঘুরতে হয়। এজন্য ভালো সাবজেক্ট নিয়ে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। একজন যোগ্য ও দক্ষ মানুষকে বেকার থাকতে হয় না। মানব জীবন তো শুধু হেসে খেলে উড়িয়ে দেবার জন্য নয়। নিজের চেষ্টায় নিজেকে তৈরি করো। যা করার তোমাকেই করতে হবে। মানব জীবন একটাই, একবার'ই। এজন্য সময়কে যথাযথ কাজে লাগাতে হবে। অযথা সময় অপচয় করা যাবে না। সময় খুবই মূল্যবান। প্রতিটা মুহুর্ত মূল্যবান। খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপ মানুষের সাথে মিশবে না। হোক সে তোমার কাছের আত্মীয়। খারাপ মানুষ থেকে সব সময় দূরে থাকিবে। খারাপের সংস্পর্শে যাবে না। প্রয়োজনে একা থাকবে।
প্রিয় কন্যা আমার-
আমাদের সমাজের নিয়ম এমন হয়ে দাঁড়িয়েছে- মেয়েদের সামান্য লেখাপড়া শিখাও। তারপর ১৭/১৮ বছর বয়সে বিয়ে দিয়ে দাও। তাহলেই যেন বাপ মা বেচে গেলো এবং দায়িত্ব শেষ করা হলো। তারপর মেয়েটা স্বামীর ঘরে গিয়ে যা খুশি করুক। এটা ভুল চিন্তা। একটা মেয়ে কেন তার জীবন শুধু ঘরসংসার আর বাচ্চা লালন পালন করে পার করে দিবে? যে মেয়ে অনেক পরিশ্রম করে নিজেকে গড়ে তোলে, কোন বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করে সেই মেয়ে তার জীবন একটা ছোট গন্ডির মধ্যে পার করে দিবে না। সে নিজের জন্য অনেক কিছু করবে, পরিবারের জন্য করবে, সমাজের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে। করাই উচিত। কত মানুষ জন্ম নেয়, তারপর একদিন মরে যায়। তাদের খবর কেউ রাখে না। এদের জন্য আমার খুব দুঃখ হয়। পরিশ্রম করলে এরা সমাজের জন্য কিছু করতে পারতো। নিজের পায়ে দাঁড়াবে, পরিশ্রম করবে, টাকা ইনকাম করবে। ইচ্ছা মতো খরচ করবে।
ফারাজা তাবাসসুম খান-
গতকাল রাতে বাসায় ফিরেছি। দেখি তুমি অংক করছো। আমি অবাক! তুমি যোগ করা শিখে গেছো। মাত্র নার্সারীতে পড়ো তুমি! টুকটাক ইংরেজিতে কথা বলো। ইংরেজি গান গাও। আর কিছুদিন পর তোমার স্কুল শীতের ছুটি দেবে। এ বছর আমরা কোথাও বেড়াতে যাবো না। তবে তোমার মা হয়তো তোমাকে নিয়ে তোমার নানা বাড়ি যাবে। যাও কিছুদিন বেড়িয়ে আসো। আমার সময় সুযোগ হলে গিয়ে তোমাকে দেখে আসিব। আমার ইচ্ছা আছে, এই শীত কালটা গেলে- তোমাকে সাঁতারটা শিখেয়ে ফেলিব। সাঁতার শেখা ভীষন জরুরী। একজন মানুষের প্রতিদিন সাঁতার কাটা অথবা টানা এক ঘণ্টা হাঁটা প্রয়োজন। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সুস্থ থাকা, ভালো থাকা নির্ভর করে নিজের উপর। জীবনে কারো উপর আস্থা ভরসা রেখে না। পেছন ফিরে তাকাবে না। শুধু সামনে এগিয়ে যাও। তাহলেই আমি খুশি। ফাজ্জা জীবনটাকে উপভোগ করতে শিখো। পড়ো। প্রচুর পড়ো। জ্ঞান অর্জন করো। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই। আমার কথা গুলো বুঝতে চেষ্টা করো, মানো। হৃদয়ে ধারন করো। তাতে তোমার ক্ষতি হবে না।
প্রিয় কন্যা আমার-
এই মুহুর্তে দেশের অবস্থার কথা তোমাকে কিছু বলতে চাই-
শুধু নিজে ভালো হলে হবে না, আশেপাশের মানুষ গুলো কেমন সেটাও জানতে হবে। বুঝটে হবে। চারপাশে কি ঘটছে, জানাটা ভীষন জরুরী। প্রতিদিন পত্রিকা পড়বে, কমপক্ষে টিভিতে দুটা চ্যানেলের নিউজ দেখবে। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার ঘন্টা বেজে গেছে। উনি দীর্ঘ জীবন পেয়েছেন। উন্নত চিকিৎসা পেয়েছেন। যা বাংলার লক্ষ লক্ষ নারী পায়নি। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষনা হয়ে গেছে। শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। ৭১ এর পরাজিত শক্তি জামাত শিবির এগিয়ে আছে। যে অবস্থা দাঁড়িয়েছে, তারা হয়তো সরকার ঘঠন করে ফেলবে। গত কয়েকদিনে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। গতকাল রাতেও হয়েছে। টের পাইনি, ঘুমে ছিলাম। আর কিছুদিন পর দেশে নির্বাচন। ৭১ এর পরাজিত শক্তি দেশ পরিচালনা করবে! এটাও দেখতে হবে? সহ্য করতে হবে? ফাজ্জা, যারা দেশের সাথে বেঈমানি করে এদের কোনো ক্ষমা নাই।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: হ্যা শুনেছি।
আমি প্রায়ই গান শুনি।
২|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৭
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮
এস.এম. আজাদ রহমান বলেছেন: আমিও পড়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বলবো না গো.. আর কোনদিন
ভালবাস তুমি মোরে...
বলবো না গো.. আর কোনদিন
ভালবাস তুমি মোরে...
এই বাউল গানটি শুনেছেন?