![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতালিতে আপনার সন্তান জন্য হলে কিভাবে ওর এমআরপি তথা ডিজিটাল পাসপোর্ট করাবেন? এবং কিভাবে কি করতে হবে? ইত্যাদি বিষয় গুলো। আর তাই আজ আমরা আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, যাতে করে আজকের পর থেকে আপনাদের মনে কোন প্রকার প্রশ্ন না থাকে বাচ্চাদের ডিজিটাল পাসপোর্ট করার বিষয়ে।
উত্তরঃ বর্তমানে ইতালিতে যাদের সন্তান জন্ম গ্রহণ করেছে বা যাদের সন্তানদের ডিজিটাল পাসপোর্ট এখনি করানণী তারা নিচের বিষয় গুলো খুব ভালো করে লক্ষ্য করুন। ইতালিতে জন্ম হওয়া শিশুদের ডিজিটাল পাসপোর্ট করার জন্য ওদের যা যা প্রয়োজন বা যে কাজ গুলো করাতে হবে?
১- প্রথমেই আপনার বাচ্চার ইতালিয়ান কমুনে অথবা হাসপাতাল থেকে ইতালিয়ান জন্ম নিবন্ধন তথা বার্থ সার্টিফিকেট ( Certificato di Nascita ) সংগ্রহ করতে হবে।
২- দ্বিতীয় ধাপ, বাচ্চার বাংলাদেশে জন্ম নিবন্ধর করাতে হবে। ( বাংলাদেশে জন্ম নিবন্ধন আপনি দুই ভাবে করাতে পারেন। ১- সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করে ইতালিস্থ রোম অথবা মিলান দূতাবাসে জমা দেওয়ার মাধ্যমে করাতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাকে একদিন দূতাবাস গিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদপত্রের পূরণকৃত আবেদন ফর্ম জমা দিয়ে আসতে হবে এবং ৫ থেকে ৭ দিন অতিবাহিত হওয়ার পর জন্ম নিবন্ধন সনদপত্রের মুল অরিজিনাল কপি দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে। ২- ইতালিতে অনেকে কাজের চাপের জন্য যেতে না পারলে ওদের জন্ম নিবন্ধন বাংলাদেশ থেকে মাত্র দুই,এক দিনের মধ্যে করিয়ে আনতে পারেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার সন্তানের জন্য নিবন্ধন করানোর সময় বাবা অথবা মার পাসপোর্ট নাম্বার ব্যবহার করতে হবে এবং বাচ্চার জন্মস্থান এরঘরে সে ইতালির যে নগরীতে জন্ম গ্রহণ করেছে সেই এলাকার নাম উল্লেখ করতে হবে। এভাবে আপনি যেকোনো একটি পদ্ধতিতে ওদের জন্ম নিবন্ধন করাবেন।
৩- বাংলাদেশের জন্ম নিবন্ধন করানো হয়ে গেলে, আপনাকে রোম অথবা মিলান দূতাবাসে ওদের ডিজিটাল পাসপোর্টের ফিঙ্গার এর জন্য এপয়েন্টমেন্ট নিতে হবে।
৪- ফিঙ্গারপ্রিন্ট তথা হাতের ছাপ নেওয়ার জন্য এপয়েন্টমেন্ট ফিক্সড হওয়ার ১০ দিন পূর্বে অনলাইনে বাচ্চার ডিজিটাল পাসপোর্ট এর ফর্ম পূরণ করে নিতে হবে। এবং সেই ফর্ম এর কপি প্রিন্ট করে নিজের সংগ্রহে রেখে দিতে হবে, যা ফিঙ্গার প্রিন্ট এর দিন দূতাবাস নিয়ে যেতে হবে।
৫- উপরের কাজ গুলো সম্পূর্ণ হলে আপনাকে সরাসরি এপয়েন্টমেন্ট এর দিন দূতাবাস উপস্থিত হতে হবে।
৬- কি কি সঙ্গে নিতে হবে? উত্তরঃ সাক্ষাতকারের কপি, বাচ্চার ইতালিয়ান ও বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মুলকপি ও ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনের ফটোকপি, বাচ্চার ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পিতা-মাতা উভয়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি ও পাসপোর্টের ফটোকপি এবং জন প্রতি ১০০ ইউরো করে সঙ্গে নিয়ে যেতে হবে।
৭- ১ থেকে ৬ বছরের বাচ্চাদের ফিঙ্গার প্রিন্ট এর জন্য সঙ্গে না নিলেও চলবে। তবে এই ক্ষেত্রে পিতা-মাতা উভয়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিল ছবি নিতে যেতে হবে।
৮- ৬ বছরের উপরে বাচ্চার বয়স হলে অবশ্যই হাতের ছাপের দিন বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এবং বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট/পরিচয়পত্রের কপি প্রদর্শন করার মাধ্যমে ছাত্রছাত্রীদের ডিজিটাল পাসপোর্ট এর জন্য ৩০ ইউরো ফি প্রদান করতে হবে (যেখানে সাধারণ ফি ১০০ ইউরো)।
©somewhere in net ltd.