![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
অফিসার ইনচার্জ
.............. থানা
জেলা..............।
বিষয়ঃ সাধারন ডায়েরী করার আবেদন।
জনাব,
যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, গত .../.../... ইং তারিখ ............ ঘটিকার সময় আমার নিম্নোক্ত বর্ননার মালামাল আপনার থানাধীন ..........স্থান হইতে হারিয়ে যায়।অনেক খোজাখুঁজি করেও পাওয়া গেল না। খোজাখুঁজি অব্যাহত আছে।
অতএব, উপরোক্ত বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করিতে মহোদয়ের মর্জি হয়।
হারিয়ে যাওয়া মালামালের বিবরনঃ
১।
2।
3।
#যদি মোবাইল হয় তাহলে model, IMEI & mobile নাম্বার...পরিচয় পত্র হলে পরিচয় পত্র নাম্বার উল্লেখ করতে হবে#
বিনীত
.....................
নামঃ
পিতা/ স্বামীর নামঃ
মাতাঃ
স্থায়ী ঠিকানাঃ
বাড়িঃ..............সাং-.............পোঃ..........
থানাঃ...........জেলাঃ........।
বর্তমান ঠিকানাঃ
বাসা নং-........রোড নং-......
থানাঃ...........জেলাঃ........।
মোবাইল নং:...................।
(02 কপি সহ থানার ডিউটি অফিসারের নিকট জমা দিন। ডিউটি অফিসার ইহাতে স্বাক্ষর/ জিডি নং লিখে এককপি আবেদনকারীকে প্রদান করিবেন।)
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
দিন বদলাইছে, এখন আর ট্যাকা লাগে না, চায়ও না।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭
মাঘের নীল আকাশ বলেছেন: এই দেশের সবচাইতে কামের জিনিষ!
@হাসান কালবৈশাখীঃ জিডিই নিবার চায় না আবার টাকা!?!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭
ঢাকাবাসী বলেছেন: সঙ্গে ... টাকা দিন না হলে কিসসু হবেনা।