![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ব্যক্তি উয়াইস কারনীর [একমাত্র মুমিন, যিনি রাসূল (সা) এর জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেও রাসূল(সা) এর সাথে সাক্ষাতের সুযোগ পাননি] সাথে সাক্ষাত করে বললোঃ “কেমন আছেন, হে উয়াইস?”
উয়াইসঃ আলহামদুল্লিাহ, ভাল আছি।
আগন্তুকঃ আজকাল কিভাবে আপনার সময় কাটে?
উয়াইসঃ সে কথা শুনিতে না চাওয়াই উত্তম।
আজকাল দুনিয়ায় কোন মুমিনের সাথে শান্তিতে জীবন যাপনের সুযোগ সংকুচিত হয়ে আসছে। কুরআনের জ্ঞান অর্জন করলে সম্পদশালী হওয়া যায় না। এমনকি সততার সাথে জীবনযাপন করলে দুনিয়ার বন্ধু ও মেলে না।
আগন্তুকঃ রাসূল(সা) এর কাছ হতে শুনেছেন এমন একটি হাদীস আমাকে শোনান।
উয়াইসঃ আমি রাসূল(সা) এর সাক্ষাত পাই নি যে তোমাকে তাঁর হাদীস শোনাবো।
তবে অন্যের মাধ্যমে পাওয়া রাসূল(সা) এর একটি উপদেশ তোমাকে শোনাচ্ছি। তিনি বলেছেনঃ “তোমরা আল্লাহর দরবারে গিয়ে হিসাব নিকাশের সম্মুখীন হবার আগে নিজেদের হিসাব নিজেই গ্রহণ কর।
আল্লাহ দুনিয়াটাকে তোমাদের জন্য একটা পুল স্বরূপ বানিয়েছেন। কাজেই তোমরা এই পুল পার হবার চেষ্টা কর।”
শিক্ষাঃ আত্মসমালোচনা করা মুমিনের একটি অপরিহার্য গুণ।
অন্যের সমালোচনার পাশাপাশি নিজের সমালোচনাও সব সময় অব্যাহত রাখা উচিত। রাসূল(সা) বলেছেনঃ “তোমাদের কাজের হিসাব নেয়ার আগে নিজেরাই নিজেদের কাজের সমালোচনা কর।
©somewhere in net ltd.