![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাথমিক চিকিৎসাআহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনটি বিষয় অবশ্যই মনে রাখবেন- ব্যক্তি কী কারণে আহত হয়েছে, কতটুকু প্রাথমিক চিকিৎসা তার প্রয়োজন এবং দ্রুত নিরাপদ স্থানে নেওয়া
দাড়ি কাটতে গিয়ে রক্তপাত
গজ বা পরিষ্কার রুমাল দিয়ে জায়গাটা চেপে ধরুন কিছুক্ষণ, রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত।
চিকিৎসা
* ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগান।
* গাঁদা ফুলের পাপড়ি হাতে ঘষে লাগালে রক্ত পড়া বন্ধ হবে।
* রক্তজবার কুঁড়ি হাতে ঘষে লাগালেও রক্ত পড়া বন্ধ হবে।
পড়ে গিয়ে থুতনিতে চোট
থুতনি চেপে ধরে রক্তপাত বন্ধ করুন। গজ বা তুলা চেপে ধরে থুতনিতে লিকো প্লাস্টার লাগিয়ে দিন। অ্যান্টিসেপটিক মলম লাগান। অনেকটা কেটে গেলে ডাক্তারের কাছে গিয়ে সেলাই করানোর ব্যবস্থা করুন।
চিকিৎসা
* নালুকা চূর্ণ গরম পানিতে মিশিয়ে লাগান।
* নিশিন্দা পাতা ও আকন্দপাতা একত্রে বেটে গরম করে লাগালে উপকার পাবেন।
* মাষকলাই সৈন্ধব লবণ সমপরিমাণে আদার রসে বেটে গরম করে লাগান।
গরম কিছু খেয়ে জিভ পোড়া
জিভে বরফ ঘষুন।
চিকিৎসা
* মধু ও কর্পূর মিশিয়ে লাগান।
* গোলাপজল ও লবঙ্গ তেল ২ ফোঁটা একসঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাবেন।
* মাখন, মধু ও গুড় একত্রে মিশিয়ে লাগালেও জ্বালা কমবে।
তথ্যসূত্র : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
©somewhere in net ltd.