নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rajib Samir (রাজিব সামির)

mdrajibsamir

আমার ভেতর আরেক আমি... যাকে আমি চিনি না......। রাজিব সামির

mdrajibsamir › বিস্তারিত পোস্টঃ

গুগল গ্লাস B-)B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২



বিশ্বের শীর্ষ ইন্টারনেট কোমপানি গুগল বিশেষ একটি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের দেড় হাজার ডলারে ইন্টারনেট সংযুক্ত গুগলের চশমা কেনার সুযোগ করে দিচ্ছে। সম্প্রতি (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গুগল গ্লাস নামে পরিচিত এ চশমা দেওয়া হবে সাহসী এবং উদ্ভাবনশীল কয়েকজন ব্যক্তিকে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে এবং আবেদনের সঙ্গে কীভাবে গুগল গ্লাস প্রযুক্তি ব্যবহার করবেন সে বিষয়ে ৫০ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে। আজ ২৭ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লাস কিংবা টুইটারের মাধ্যমে গুগল আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লেখাতে হবে। লিখিত আবেদনের মধ্যে অবশ্যই ইফআইহ্যাডগ্লাস শব্দটি থাকতে হবে। অবশ্য ঠিক কতগুলো চশমা বিক্রি করা হবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় বিজয়ীরা গুগল গ্লাসের এক্সপ্লোরার সংস্করণ পাবেন। গুগলের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর এ পণ্যের পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে ছাড়া হবে। গত বছরের জুনে কম্পিউটার প্রোগ্রামারদের এক সম্মেলনে বেশ কিছুসংখ্যক গ্লাস বিক্রি করেছে গুগল। তখনো দাম রাখা হয়েছিল দেড় হাজার ডলার করে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে মার্চের মধ্য কিংবা শেষদিকে। গুগল গ্লাস হাতে পেতে বিজয়ীদের যেতে হবে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা সান ফ্রান্সিসকো বে এলাকায়। গুগলের দাবি, স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে গুগল গ্লাসের মাধ্যমে। স্মার্টফোনের সঙ্গে এর মূল পার্থক্য কমান্ড দেওয়ার পদ্ধতিতে। যেখানে স্মার্টফোনে হাত দিয়ে সব কাজ করতে হয়, সেখানে গুগল গ্লাস চলবে কণ্ঠস্বরের মাধ্যমে। চশমাটির ডান কাচের ওপর একটি ছোট ডিসপ্লে স্ক্রিন আছে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডেই চলবে চশমাটি। হাত দিয়ে ব্যবহার করতে হয় না বলে, যেকোনো কাজ করতে করতেই ছবি কিংবা ভিডিও রেকর্ড করা সম্ভব হবে। আবার শুধু নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য মুখে বললেই হবে, গুগল সার্চ সেটিকে ডিসপ্লেতে এনে হাজির করবে। গুগলের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন এবং ট্যাবলেট কমিপউটারে এরই মধ্যে কণ্ঠস্বর নিয়ন্ত্রিত সার্চিং সুবিধা রয়েছে। গুগলের এ চশমাকে দেখা হচ্ছে পরিধানযোগ্য কমিপউটিং নামে পরিচিত নতুন ধারার প্রযুক্তি বিপ্লব হিসেবে। প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন জানিয়েছেন, ব্যাপকভাবে বাজারে ছাড়া হলে চশমাটির দাম আরও কমে আসবে।

—ইয়াহু ও এপি অবলম্বনে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

এক্সপেরিয়া বলেছেন: ামি পামু না X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

mdrajibsamir বলেছেন: পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.