![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তায় চলাচলের সময়
কত রকমেরই না স্পীড
ব্রেকার দেখতে পাই।
কারো উচ্চতা বেশি প্রশস্ততা কম,
কারো উচ্চতা কম
প্রশস্ততা বেশি আবার
কারো উচ্চতা ও
প্রশস্ততা দুই-ই কম
কিন্তু একের পর এক
সারিবদ্ধ। এদের সকলের
কার্যকারিতা একই
যানবাহনের গতি মন্থর
করা। আমাদের জীবন চলার
পথেও নানা ধর্ম, গন্ধ,
বর্ণের স্পীড ব্রেকার
দেখতে পাই। এদের
কার্যকারিতাও একই, মনের
উদ্যমকে বাধাগ্রস্থ করা।
জীবন কখনও
থেমে থাকে না। সে তার নিজ
গতিতেই চলে। শুধু
বাধাগুলোই চলার
পথকে বন্ধুর করে তোলে।
চলার পথের বাধা যে বড়
করে দেখে তার গতি মন্থর
হয় ঠিকই কিন্তু
সে চলতে পারে আর
যে নিজের
বাধাকে শক্তি ভেবে অভিযোজিত
করে সে বহুদুর এগিয়ে যায়।
জেনে রাখা ভালো স্পীড
ব্রেকার শুধু গতি মন্থর
করতে পারে কথনও
রুখে দিতে পারে না।
©somewhere in net ltd.